বিকাশে বিদ্যুৎ বিল চেক ও পরিশোধ করার নিয়ম, বকেয়া বিল সহ
বিকাশে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম এবং তা কিভাবে পরিষোধ করতে হয় তা জানুন এই পোস্টে।
একটা সময় ছিলো যখন মানুষ বিদ্যুৎ বিল দেয়ার জন্য তাদের দিনের অনেক কাজ ফেলে রেখে বিদ্যুৎ বিভাগের নির্ধারিত কিছু ব্যাংকে গিয়ে লাইনে হয়তো ঘন্টা ধরেও দাড়িয়ে থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করতেন।
সময়ের পরিবর্তনের সাথে সাথে আপনি এখন বিকাশে কারেন্ট বিল বের করার নিয়ম অনুসরণ করে তা বের করতে পারছেন। আবার বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম অনুসরণ করে ঘরে বসেই পরিশোধ করতে পারছেন।
এই ঘরে বসে বিকাশে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম আজকে আপনাদের জানাবো। সেই সাথে আরো জানাবো বিকাশে বিদ্যুৎ বিল কিভাবে দিতে হয় এবং বিদ্যুৎ বিল চার্জ কত, সেই সাথে পল্লি বিদ্যুৎ বিল কিভাবে দেয়া যায় এবং বকেয়া বিদ্যুৎ বিল কিভাবে দেয়া যায় তা নিয়েও আলোচনা হয়েছে। আসুন তাহলে শুরু করা যাক।
Table of Contents
কোন কোন প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল দেয়া যাবে?
বিদ্যুৎ বিল দেয়া যাবে, বিকাশ এপ থেকে পাওয়া এমন সব প্রতিষ্ঠানের নাম হলো: Palli Bidyut (Prepaid), Palli Bidyut (Postpaid), DESCO (Prepaid), DESCO (Postpaid), NESCO (Prepaid), NESCO (Postpaid), DPDC (Prepaid), DPDC (Postpaid), BPDB (Prepaid), BPDB (Prepaid) Sylhet, BPDB (Postpaid), Westzone (Prepaid), Westzone (Postpaid).
বিকাশে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম
আপনি চাইলে আপনার মাসিক বিদ্যুৎ বিলের তথ্য আপনাকে বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানোর আগেই চেক করে নিতে পারবেন আপনার বিকাশ একাউন্ট থেকে। এর জন্য বিকাশ এপটি দরকার হবে।
বিকাশে বিল পে অপশন থেকে বিল দেয়ার নিয়মে সামনে এগিয়ে গেলে আপনি চলমান মাসের আপনার বিদ্যুৎ বিল দেখতে পাবেন। এ ব্যাপারে আরো জানতে পারবেন নিচের দিকে।
বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম
বিকাশ থেকে প্রিপেইড বা বিদ্যুৎ বিল দিতে যা যা করতে হবে তা নিচে তুলে ধরা হলো।
- প্রথমে আপনার বিকাশ একাউন্টে লগইন করে হোম পেজে আসলে Pay bill নামে একটি অপশন দেখতে পারবেন, সেখানে ক্লিক করুন।
- এখানে আপনি কিসের বিল দিতে চাচ্ছেন তার একটি লিস্ট পেয়ে যাবেন, যেখানে Electricty প্রথম দিকেই থাকবে, তাতে ক্লিক করুন। ক্লিক করার পর একটু নিচের দিকে আসুন। নিচে আপনার বিদ্যুৎ সাপ্লাইয়ার কোম্পানির নামটি খুজে বের করুন। যেমন: NESCO, DESCO, BPDB, ইত্যাদি।
- এরপর আপনার কন্জিউমার নাম্বার বা কাস্টমার নাম্বার দিন। এই নাম্বার আপনি আপনার বিলের কাগজে পেয়ে যাবেন। নাম্বার দেয়ার পর Proceed to pay দিন।
- কন্জিউমার নাম্বার দেয়ার পর Bill period সিলেক্ট করুন। সচরাচর বিলের মাস অটোমেটিক উঠে থাকবে। আপনি শুধু Proceed to pay দিলে চলবে। আর যদি আপনি আপনার বকেয়া বিল পরিষোধ করতে চান, তবে পূর্বের কোন মাসের বিল দিতে চান তা শুধু সিলেক্ট করুন। তারপর Tap to continue দিন।
- পরের ধাপে আপনাকে আপনার বিলের তথ্য রিভিউ করানো হবে। সেই সাথে আপনার পিন নাম্বার দিতে হবে। দিয়ে নিচে কিবোর্ডে থাকা এরো বাটনে ক্লিক করতে হবে।
- সবশেষে বিকাশের উপর Tap and hold করে ধরে রাখলে আপনার বিল পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে। সাথে সাথে আপনার সামনে Bill payment successfull এমন একটি ম্যাসেজ আসবে।
- এখন আপনার যদি রিসিপ্ট নেয়ার দরকার হয় তবে Next দিলে এখানে আপনার রিসিপ্ট ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন।
আপনি চাইলে ভিসা কার্ড থেকে বিকাশে টাকা এনে বা সোনালী ব্যাংক থেকে বিকাশে টাকা এনে বিদ্যুৎ বিল দিতে পারবেন।
বিকাশ অ্যাপ থেকে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম (পোস্ট পেইড)
- আপনার বিকাশ অ্যাপটিতে পিন নম্বর দিয়ে লগ ইন করুন।
- হোম পেজে আসলে Pay bill নামে একটি অপশন দেখতে পারবেন, সেখানে ক্লিক করুন।
- তারপর Electricty সিলেক্ট করে নিচ থেকে Palli Bidyut (Postpaid) সিলেক্ট করুন।
- আপনার বিলের কপি থেকে এসএমএস নম্বরটি দিন। এসএমএস নম্বর কি জানতে চাইলে উক্ত পেজে Sample নামে একটি অপশন পাবেন। সেখান থেকে দেখে নিন।
- দেয়ার পর Bill period সিলেক্ট করে Proceed to pay দিন।
- আপনার বিলের তথ্য দেখে নিয়ে, পিন দিয়ে, Tap and hold দিন। ব্যাস হয়ে গেল।
বেশিরভাগ জায়গায় পোস্ট পেইডই হয়। তবে কোথাও কোথাও প্রিপেইডও আছে।
আপনার বিল দেয়ার পর বিকাশ একাউন্ট চেক করে নিন।
বিদ্যুৎ বিলে এসএমএস হিসাব নম্বর যেখানে পাবেন
আপনার বিদ্যুৎ বিলের কাগজে এসএমএস নাম্বার একটু খুজলে আপনি পেয়ে যাবেন আশা করি। তাও আপনার সুবিধার্থে এখানে নিচে একটি ছবি দেয়া হলো।
বিকাশে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম
আপনি একই সিস্টেমে আপনার বকেয়া বিল পরিষোধ করতে পারবেন, যেমনটা উপরে দেখানো হয়েছে। সাভাবিক বিদ্যুৎ বিল পরিষোধের মতোই সামনে এগিয়ে যাবেন। এখানে যখন বিকাশ থেকে আপনার বিদ্যুৎ বিল দেখানো হবে, তখন আপনাকে আপনার পূর্ববর্তি বকেয়া বিল সহ একসাথে যোগ করে দেখানো হবে। তখন একসাথে পে করে দিলে হবে।
কোড ডায়াল করে বিকাশ বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম
- প্রথমে *২৪৭# ডায়াল করতে হবে।
- তারপর ম্যানুতে ৬ নাম্বরে থাকা Pay Bill সিলেক্ট করবেন।
- এখন Electricity এর জন্য ২ সিলেক্ট করবেন।
- এরপর Palli Bidyut এর জন্য ১ সিলেক্ট করুন বা আপনার অনুযায়ি সিলেক্ট করবেন।
- তারপর Make Payment এর জন্য ২ সিলেক্ট করুন।
- পরের ধাপে ১ চেপে এরপর একাউন্ট নাম্বার প্রবেশ করাবেন।
- এসএমএস নিাম্বারটি দিবেন।
- বিলের মাস দিবেন।
- বিলে উল্লেখিত এমাউন্ট নাম্বার দিবেন।
- Pin number দিয়ে সেন্ড করবেন (বিকাশের পিন ভুলে গেলে করণীয়)। ব্যাস হয়ে গেল।
আপনার সুবিধার্থে নিচে ছবি সহ দিয়ে দেয়া হলো। নিচে দেখানো ধাপ গুলো অনুসরণ করলে হবে।
বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধের চার্জ
বিকাশে দুটি বা কখন কখন চারটি পর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি দেয়া যায়। তবে এরপর আপনার বিলের শতকরা ১% করে চার্জ কাটবে। যেমন ধরুন ১০০ টাকা বিল হলে চার্জ কাটবে ১ টাকা। আর ১০০০ টাকা বিল হলে কাটবে ১০ টাকা। বাসাবাড়ির ক্ষেত্রে যেহেতু একটি মাত্র বিদ্যুৎ বিল তাই এটি ফ্রিতে পরিশোধ করা যাবে।
বিল পে করার নিয়ম ভিডিওতে দেখুন
আরো পড়ুন- বিকাশ থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম
বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম নিয়ে প্রশ্ন এবং উত্তর
হ্যাঁ, অন্যান্য বিদ্যুৎ বিলের মতো পল্লি বিদ্যুৎ বিলও বিকাশের মাধ্যমে একই পদ্ধতিতে দিতে পারবেন।
জ্বি, হ্যাঁ। বকেয়া বিল বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।
জ্বি, বিকাশ এপ থেকে এই রিসিপ্ট গুলো পরে আবার বের করতে পারবেন।
বিকাশের অন্য পোস্ট গুলো পড়ুন
বিকাশ থেকে অন্য যেখানে টাকা পাঠাতে পারবেন
১. বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করার নিয়ম |
২. বিকাশ থেকে ইসলামী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম |
৩. বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করার নিয়ম |
বিকাশের বিভিন্ন একাউন্ট খুলুন
১. বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম |
২. বিকাশ মার্চেন্ট একাউন্ট খোলার নিয়ম |
৩. বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট |
বিকাশের সকল পোস্টগুলো দেখতে bkash এ ক্লিক করুন। হোম পেজে যেতে ক্লিক করুন bankline এ।