নগদের ব্যালেন্স দেখার নিয়ম | নগদ একাউন্ট দেখার নিয়ম
আপনি কি আপনার নগদ একাউন্টের ব্যালেন্স দেখার নিয়ম খুজছেন? এই পোস্ট থেকে জেনে নিন কিভাবে আপনার নগদ একাউন্ট চেক করতে পারবেন।
নগদের ব্যালেন্স দেখার নিয়ম খুবই সহজ। আপনি একাধিক নিয়মে আপনার নগদ একাউন্ট চেক করতে পারবেন। সবচেয়ে সহজে দেখতে পারবেন নগদ এপে লগইন করে হোম পেজ থেকে। লগইন করার পর এক ক্লিকে আপনি এটি করতে পারবেন। আর যদি আপনার মোবাইলে এপ ব্যবহারের মতো সুযোগ না থাকে তবে আপনি নগদের ইউএসএসডি কোড ডায়াল করে মাই নগদ থেকে ব্যালেন্স জেনে নিতে পারবেন।
আপনার সুবিধার্থে নগদ একাউন্ট দেখার নিয়ম নিয়ে বিস্তারিত এই পোস্টে আলোচনা করা হয়েছে। চলুন নিয়ম গুলো দেখে নেয়া যাক।
Table of Contents
নগদ একাউন্ট দেখার নিয়ম
আপনার নগদ একাউন্টটিতে বর্তমান ব্যালেন্স কতো তা জানতে পারবেন একাধিক নিয়মে। নগদের ব্যালেন্স দেখার নিয়ম গুলো হলো:
আরো পড়ুন- নগদ একাউন্টের পিন নাম্বার ভুলে গেলে করণীয়
নগদ এপ ব্যবহার করে একাউন্ট চেক করার নিয়ম
নগদের নিজস্ব একটি মোবাইল এপ হচ্ছে ”নগদ”। এখানে গ্রাহক তার নগদ একাউন্টে থাকা ব্যালেন্স চেক করতে পারে।
নগদের এপে লগ ইন করার পর এপের হোম পেজে একদম উপরে নগদ আইকনে ক্লিক করলে নগদ আইকন বাম থেকে ডানে সরে যাবে এবং আপনি আপনার নগদ ব্যালেন্স দেখতে পাবেন। আসুন বিস্তারিত ভাবে দেখে নিই কিভাবে এপ থেকে নগদের একাউন্ট ব্যালেন্স চেক করা যায়।
আরো পড়ুন- নগদ একাউন্টের বিভিন্ন টিপস এন্ড ট্রিকস
এপ থেকে নগদ একাউন্ট চেক করার নিয়ম
আপনার মোবাইলে যদি নগদ এপ না থাকে তবে ডাউনলোড করে নিন। এপটি পেয়ে যাবেন প্লে-স্টোরেই। সার্চ করলেই তা আপনার সামনে এপ লিস্টের প্রথম দিকেই চলে আসবে। ডাউনলোড করা হয়ে গেলে তা ইনস্টল করে নিন। তারপর তা ওপেন করে নিন।
#১. নগদ এপে লগইন করে নিন: আপনার মোবাইলে নগদ এপ থাকলে তা ওপেন করে যথা নিয়মে আপনি লগইন করে নিন। এপে আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকলে আপনার নাম্বার স্ক্রিনে শো করবে। তার নিচে আপনার পিন নাম্বার দিয়ে লগ ইন করে নিন।
#২. নিচে দেখানো নগদ আইকনে ট্যাপ করুন: নিচের ছবিতে দেখানো বক্সের মধ্যে নগদের যে আইকন আছে সেখানে ট্যাপ করা মাত্র গ্রাহকের একাউন্টে থাকা টাকার পরিমাণ দৃশ্যমান হবে। এখানে আপনি Tap for balance লিখা দেখতে পাবেন। নগদ আইকনে ক্লিক করা মাত্র Tap for balance এর জায়গায় নগদের ব্যালেন্স দেখানো হবে। যেমনটা আপনারা নিচে ছবিতে দেখছেন।
এভাবে নগদ এপ বা নগদ ইসলামিক এপ যাই হোক না কেন, আপনি আপনার নগদ একাউন্টে কতো টাকা আছে তা দেখে নিতে পারবেন খুব সহজেই।
আরো পড়ুন- নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম |
নগদের মেনু কোড ডায়াল করে একাউন্ট দেখার নিয়ম
কোড ডায়াল করে আপনি আপনার নগদ একাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন। এর জন্য আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে। কোড ডায়াল করার পরও আপনাকে আরো কিছু সংখ্যা টাইপ করতে হবে। চলুন দেখে নিই কিভাবে আপনি আপনার একাউন্ট চেক করতে পারবেন।
নগদ মোবাইল ব্যাংকিং ব্যালেন্স চেক কোড
কোড ডায়াল করে নগদ ব্যালেন্স চেক করতে চাইলে প্রথমে *167# কোড ডায়াল করতে হবে। নগদ ব্যালেন্স চেক করার জন্য My Nagad অপশনে প্রবেশ করতে হবে। My Nagad অপশনে 7 নাম্বারে থাকায় আপনারা 7 লিখে সেন্ড করবেন। তারপর Balance enquiry এর জন্য 1 এবং সবশেষে পিন দিয়ে Send দিলে আপনি আপনার ব্যালেন্স দেখতে পাবেন।
কেউ বিদেশ থেকে নগদে টাকা পাঠালে, অথবা সেলফিন থেকে নগদে এড মানি করলে এভাবে আপনার ব্যালেন্স চেক করতে পারবেন।
মেনু কোড দিয়ে নগদ একাউন্ট দেখার নিয়ম ছবি সহ
#১. কোড ডায়াল করুন: নগদ ব্যালেন্স চেক করতে প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশন থেকে *167# কোড ডায়াল করুন। এটি করতে পারবেন বাটন ফোন কিংবা টাচ ফোন থেকেও।
#২. My Nagad সিলেক্ট করুন: কোড ডায়াল করার পর আপনার সামনে বেশ কয়েকটি অপশন আসবে, প্রায় ৮ টির মতো। সেখান থেকে My Nagad এর অপশন নাম্বার 7 টাইপ করে নিচে থাকা Send এ ক্লিক দিতে হবে।
#৩. Balance enquiry সিলেক্ট করুন: পরের ধাপে আসার পর Balance enquiry অপশনটি সিলেক্ট করতে হবে। Balance enquiry সিলেক্ট করতে 1 টাইপ করে Send এ ক্লিক দিতে হবে।
#৪. পিন দিন: সবশেষে আপনার নগদ একাউন্টের যে চার ডিজিটের একটি পিন আছে, তা দিয়ে Send এ ক্লিক দিতে হবে।
#৫. ব্যালেন্স দেখে নিন: অবশেষে আপনার সামনে নগদের ব্যালেন্স প্রদর্শিত হবে। তা দেখে নিয়ে Cancel দিতে পারেন বা Main manu তে চলে যেতে পারেন।
এভাবে আপনি আপনার নগদ একাউন্টের ব্যালেন্স নগদের কোড ডায়াল করার মাধ্যমে চেক করে নিতে পারবেন। ব্যালেন্স দেখা হলে Main manu তে চলে যেতে 0 টাইপ করে সেন্ড দিলে আপনাকে নগদের মেইন মেনুতে নিয়ে যাবে।
আরো পড়ুন- নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম |
কোড ডায়াল করে ক্যাশ আউট করার নিয়ম
- প্রথমে *167# ডায়াল করুন।
- ক্যাশ আউট করতে 1 লিখে সেন্ড করুন।
- এজেন্টের নাম্বার লিখুন।
- টাকার পরিমাণ লিখুন।
- আপনার নগদ পিন নাম্বার দিয়ে সেন্ড দিন।
ব্যাস আপনার টাকা ট্রান্সফার হয়ে যাবে। এখন আপনি এজেন্টের নিকট হতে আপনার টাকা সংগ্রহ করতে পারেন।
একনজরে আবার দেখে নিন। Nagad code *167# >> Cash Out 1 >> Agent number 018******** >> Amount of taka 5000 >> Pin **** .
এপ থেকে ক্যাশ আউট করার নিয়ম
#১. Cash out সিলেক্ট করুন: এপ থেকে ক্যাশ আউট দিতে প্রথমে আপনার নগদ একাউন্টে লগইন করে নিন এপ থেকে। তারপর হোম পেজে ক্যাশ আউট লেখা অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
#২. এজেন্ট নাম্বার দিন: তারপর আপনি যে এজেন্টের কাছ থেকে টাকা তুলবেন তার নাম্বার দিন।
#৩. টাকার এমাউন্ট লিখুন: নাম্বার দেয়ার পরের ধাপে আপনাকে আপনার টাকার এমাউন্ট লিখতে হবে। অর্থাৎ কতো টাকা আপনি তুলতে চান তা লিখবেন।
#৪. আপনার পিন দিন: আপনার নগদ একাউন্টের পিন দিন এবং পরবর্তি অপশনে চলে যান।
#৫. ট্যাপ করে ধরে রাখুন: সবশেষে নগদ আইকনের উপর ট্যাপ করে ধরে রাখলে আপনার ক্যাশ আউট সম্পন্ন হবে।
শেষকথা
আপনার নগদ একাউন্টি চেক করতে আপনি একাধিক নিয়ম অবলম্বন করতে পারবেন। আপনি চাইলে একাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন নগদের মোবাইল এপ ব্যবহার করে। আবার একাউন্ট চেক করতে পারবেন নগদের যে মেনু কোডটি আছে, তা ডায়াল করার মাধ্যমেও।
তবে এপের মাধ্যমে চেক করাটা তুলনা মূলক সহজ। এখানে আপনি আপনার একাউন্ট চেক করতে পারবেন শুধু মাত্র এপে লগ ইন করার পর একটি মাত্র ক্লিক করেই। আর কোড ডায়াল করে ব্যালেন্স দেখাটা অনেকের জন্য কিছুটা কঠিন হতেও পারে। তবে দুটির কোনোটিই তেমন কোনো কঠিন অপশন নয়।
যাই হোক। নগদ এপ বা নগদের কোড, যেকোনো একটি নিয়ম আপনি আপনার সুবিধা মতো বেছে নিতে পারেন নগদে থাকা আপনার একাউন্টের ব্যালেন্স জানার জন্য। কোনটি আপনার কাছে সহজ মনে হবে তা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। যেটি আপনার জন্য ভালো মনে হয় তা বেছে নিন।
আরো পড়ুন- নগদ একাউন্ট হ্যাক হলে করণীয় দেখুন |
প্রশ্ন এবং উত্তর
নগদের মেনু কোডটি হলো *167#, যা আপনি আপনার মোবাইলের ডায়াল অপশন থেকে ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে নগদের অনেকগুলো সেবা কোনো প্রকার ইন্টারনেট কানেকশন ছাড়াই গ্রহণ করতে পারবেন।
হ্যাঁ যাবে। এর জন্য আপনাকে নগদের মেনু কোডটি ব্যবহার করতে হবে। মেনু কোড ব্যবহার করে কিভাবে আপনি ব্যালেন্স দেখতে পারবেন তা উপরে আলোচনা করা হয়েছে।
নগদের অন্যান্য পোস্টগুলো পড়ুন
- নগদ একাউন্ট বন্ধ করার নিয়ম
- নগদ থেকে ইসলামী ব্যাংকে টাকা ট্রান্সফার করার নিয়ম
- নগদ থেকে রকেটে টাকা ট্রান্সফার করার নিয়ম
- নগদ উদ্যোক্তা একাউন্ট খোলার নিয়ম
- নগদ একাউন্ট লক হলে করনীয়
- নগদ একাউন্টের মালিকানা পরিবর্তন করার নিয়ম
আমাদের সাথে যুক্ত থাকতে পারেন আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে বা আমাদের ফেসবুক পেজ ফলো দেয়ার মাধ্যমে। নিচে ইউটিউব এবং ফেসবুকের লিংক দেয়া আছে।