বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করার নিয়ম

আপনি কি বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করার নিয়ম খুজছেন? এখানে আপনার সুবিধার্থে এই বিষয়ে বিস্তারিত কথা বলা হয়েছে। দেখে নিন কোন নিয়মে আপনি বিকাশ থেকে নগদ একাউন্টে টাকা আনতে পারবেন।

ADVERTISEMENT

যদিও প্রথমে একটি খারাপ সংবাদ দিবো এবং তারপর ভালো সংবাদ। আসলে সরাসরি বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করার নিয়ম নেই এখন পর্যন্ত, যখন আমি এই পোস্টি লিখছি। তবে আপনি চাইলে ভিন্ন ভাবে আপনার টাকা bkash to Nagad transfer দিতে পারবেন।

তবে আশার কথা হলো বর্তমানে বাংলাদেশ ব্যাংক ”বিনিময়” নামে একটি প্লাটফর্ম তৈরী করেছে যার আন্ডারে বিকাশ কে নিয়ে আশা হলেও এখনো নগদ কে আনা হয়নি। আশা করা হয় খুব দ্রুত নগদকেও বিনিময়ের আন্ডারে নিয়ে আশা হবে।

ADVERTISEMENT

এই পোস্টে আমি আলোচনা করেছি বিকাশ থেকে নগদে টাকা পাঠানোর নিয়ম, যা সরাসরি নয় কিন্তু ভিন্ন ভাবে। আসুন তাহলে এই টাকা ট্রান্সফারের উপায় দেখে নেয়া যাক।

বিকাশ থেকে নগদে টাকা পাঠানোর নিয়ম কি?

বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করতে যেহেতু সরাসরি কোনো নিয়ম নেই, তাই ভিন্ন যেসকল উপায় ব্যবহার করে আপনি আপনার টাকা ট্রান্সফার দিতে পারবেন। যেমন ধরুন আপনি চাইলে তা ব্যাংকে ট্রান্সফার দিতে পারেন বিকাশ থেকে। তারপর তা আবার নগদে ট্রান্সফার করে নিতে পারেন। যাই হোক, নিচে দেখুন কোন কোন নিয়মে আপনি নগদে টাকা ট্রান্সফার দিতে পারবেন।

ADVERTISEMENT
১. বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠিয়ে তা নগদে ট্রান্সফার করে।
২. ক্যাশ আউট করে তা নগদে ক্যাশ ইন করে।
৩. খরচ পরিবর্তন করে (বিশেষ নিয়ম এটি শেষে চেক করুন)।
বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার

বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করার নিয়ম

যেহেতু বিকাশ থেকে নগদে সরাসরি টাকা ট্রান্সফার করতে পারবেন না, তাই উপরের নিয়ম গুলো, বিশেষ করে ব্যাংকে ট্রান্সফার করে তা নগদে নিয়ে আসতে পারেন যদি দরকার হয়। ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংকে কিভাবে বিকাশ থেকে ট্রান্সফার দিয়ে নগদে আনা যায় চলুন তা দেখে নেয়া যাক।

বিকাশ টু ইসলামী ব্যাংক সেলফিন মানি ট্রান্সফার

বিকাশ থেকে ইসলামী ব্যাংকের যে ভিসা কার্ড আছে, সেলফিন ব্যবহারকারীরা যেকার্ড সেলফিনে ফ্রি পেয়ে থাকেন, সেখানে টাকা ট্রান্সফার দিতে পারবেন। এটা করা যাবে বিকাশের মোবাইল এপ ব্যবহার করে। নিচে এই প্রসেসটি পর্যায়ক্রমে তুলে ধরা হলো।

  • bkash to Bank অপশনে আসুন: প্রথমে আপনার বিকাশ এপে লগইন করলে হোম পেজে দেখতে পাবেন bkash to Bank একটি অপশন, এই অপশনে ক্লিক করুন।
  • Visa Debit Card সিলেক্ট করুন: পরের অপশনে আসার পর আপনার সামনে দুটি অপশন থাকবে, Bank Account এবং Visa Debit Card, যেখান থেকে আপনাকে Visa Debit Card সিলেক্ট করতে হবে।
  • Card Number দিতে হবে: এধাপে আপনার কার্ডের ১৬ ডিজিটের যে নাম্বার তা দিতে হবে। কার্ড নাম্বার দেয়ার পর পরের ধাপে চলে যেতে হবে।
  • টাকার পরিমাণ লিখুন: এর পরের ধাপে আপনি কতো টাকা ট্রান্সফার করতে চান তা লিখুন।
  • পিন দিয়ে সাবমিট করুন: টাকার পরিমাণ লিখার পরের ধাপে আপনাকে আপনার পিন দিতে বলা হবে। পিন দিয়ে পরের ধাপে হোল্ড করে ধরে রাখলে আপনার ট্রান্জেকশন কমপ্লিট হয়ে যাবে।

এসম্পর্কে আরো জানতে পড়ুন বিকাশ থেকে ইসলামী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম

ADVERTISEMENT
আরো পড়ুন- সহজে ভিসা কার্ড থেকে বিকাশে টাকা আনার নিয়ম

সেলফিন টু নগদ মানি ট্রান্সফার

সেলফিন থেকে আপনার টাকা নগদে ট্রান্সফার করতে পারবেন খুব সহজে। এর জন্য যা করতে হবে তা হলো:

  • প্রথমে আপনার সেলফিন এপে লগইন করে সেখানে থাকা ফান্ড ট্রান্সফার অপশনে চলে যান।
  • নিচের দিকে বিকাশের পাশে নগদ কে দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।
  • এরপর আপনার নগদ নাম্বার দিন।
  • তারপর আপনার সামনে কিছু তথ্য আসবে এবং আপনার এমাউন্ট লিখে একটি নোট দিয়ে এবং ৬ সংখ্যার পিন দিয়ে সাবমিট করতে হবে।

সাবমিট করার পর আপনার টাকা ট্রান্সফার হয়ে যাবে। আপনার টাকা ট্রান্সফার দেয়ার পর বিকাশ একাউন্ট চেক করে নিন।

এই পদ্ধতিতে চার্জ কতো কাটবে?

উপরে উল্লেখিত পদ্ধতি, সেলফিনের মাধ্যমে বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার, এভাবে যদি আপনি আপনার টাকা ট্রান্সফার করে নেন, তবে আপনার কোনো প্রকার খরচ হবে না। এভাবে আপনি আপনার টাকা ট্রান্সফার করে নিতে পারবেন।

ADVERTISEMENT

অন্য কোন কোন ব্যাংকে টাকা ট্রান্সফার দেয়া যাবে?

  • সোনালী ব্যাংক
  • অগ্রণী ব্যাংক
  • এবি ব্যাংক

ইত্যাদি।

বিকাশ থেকে bkash to bank অপশনে গেলে Bank account অপশনে বেশ কিছু ব্যাংকের নাম দেয়া আছে। সেখানে দেখা যাবে আপনি কোন কোন ব্যাংকে টাকা ট্রান্সফার দিতে পারবেন।

ক্যাশ আউট করে তা নগদে ক্যাশ ইন করে

আপনার টাকা বিকাশ থেকে নগদে ট্রান্সফার করতে আরেকটি উপায় হলো বিকাশ থেকে ক্যাশ আউট করে তা আবার নগদে ক্যাশ ইন করা। যদিও এটি একটি খরুচে উপায় এবং তুলনা মূলক কষ্টকর।

খরচ পরিবর্তন করে লেনদেন করুন

ধরুন আপনার টাকা আছে বিকাশে আর আপনার কোনো খরচ মিটাতে নগদে লেনদেন করতে হবে। এ অবস্থায় আপনি যা করতে পারেন তা হলো, আপনার বিকাশের টাকা বিকাশে রেখে দিন। আপনি অন্য কোথাও থেকে টাকা ম্যানেজ করে তা সামাল দিন।

ADVERTISEMENT

পরবর্তিতে আপনার বিকাশের টাকা অন্য কোনো দরকারি কাজে ব্যবহার করে তা পুষিয়ে নিন। এভাবে আপনার ক্যাশ আউট করে এক্সট্রা খরচ করার ঝামেলাও আর থাকছে না।

আমি সচরাচর যা করিকি আমার টাকা যদি নগদে ট্রান্সফারের দরকার হয় তবে আমি তা বাহিরে থেকে ম্যানেজ করে নিই। এভাবে পরে বিকাশে বিদ্যুৎ বিল দিয়ে দিই বা অন্য কোনো কাজে ব্যবহার করি।

আরো পড়ুন- বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করার নিয়ম

শেষকথা

যেমনটি বলছিলাম যে, বিকাশ থেকে নগদে বর্তমান সময়ে বিশেষ করে যখন আমি এই আর্টিকেলটি লিখছি তখন টাকা সরাসরি ট্রান্সফার করা সম্ভব নয়।

ADVERTISEMENT

গত ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশে একটি মোবাইল ব্যাংকিং অপারেটর থেকে অন্য একটি মোবাইল ব্যাংকিং অপারেটরে সরাসরি টাকা পাঠানোর কোন নিয়ম ছিল না। বাংলাদেশ টেলিযোগাযোগ মাধ্যম ২১ সালের প্রথম দিকে এই সম্পর্কে কিছু উদ্দ্যোগ গ্রহণ করে। যার ফলে অনেকেই আশা করেছিলো ২১ সালের শেষের দিকে বিশেষ করে ডিসেম্বরের প্রথম দিকে হয়তো মোবাইল ব্যাংকিং সেবা গুলোর মধ্যে আন্ত লেনদেন সুবিধা চালু করা হবে।

তবে ২১ সাল পার হয়ে যাওয়ার পরও আসলে এমন কোন সার্ভিস তারা চালু করেনি। ধারনা করা হয় যে এই ব্যবস্থাটি চালু না হওয়ার পিছনে অন্যতম প্রধান কারণ হলো ব্যবসায়িক প্রতিযোগিতা।

মোবাইল ব্যাংকিং সার্ভিস প্রোভাইডার কোম্পানি বাংলাদেশে বেশ কয়েকটি আছে। এই ভিন্ন ভিন্ন অপারেটর যারা টাকা তোলা ও পাঠানোর জন্য আলাদাভাবে চার্জ কাটে। এই চার্জ এর পরিমাণ সাধারণত এক অপারেটরের সাথে অন্য অপারেটরের মিল নেই।

যাই হোক। পরবর্তিতে মোবাইল ব্যাংকিং সার্ভিস গুলোর মধ্যে লেনদেনের জন্য বাংলাদেশ ব্যাংক একটি সার্ভিস চালু করে। কিন্তু এখানে বিকাশ রকেটের মতো সার্ভিস গুলো থাকলেও নগদ সেখানে অনুপস্থিত। তবে নগদ এখানে যুক্ত হওয়ার আশা ভবিষ্যতে আছে।

আশা করি খুব দ্রুত বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করার সিস্টেম চালু হবে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের বিনিময় প্লাটফর্মের মাধ্যমে এটা হবে বলে আশা করা যায়। আর তা যখন হয়ে যাবে তখন আমাদের এই পোস্টে আমরা তা যুক্ত করে দিবো।

আরো পড়ুন- সোনালী ব্যাংক ও বিকাশে টাকা লেনদেন করার নিয়ম 

বিকাশ নিয়ে আমাদের অন্য পোস্ট গুলো পড়ুন

বিকাশের বিভিন্ন একাউন্ট খোলার নিয়ম

১. বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম
২. বিকাশ মার্চেন্ট একাউন্ট খোলার নিয়ম
৩. বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট রেজিস্ট্রেশন
4. নগদ একাউন্ট বন্ধ করার নিয়ম
৫. নগদ একাউন্ট হ্যাক হলে করণীয়
৬. বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম
বিকাশের বিভিন্ন একাউন্ট
বিকাশ সম্পর্কে আরো জানতে ভিজিট করুন বিকাশ হোম পেজে যেতে ক্লিক করুন bankline এ।
ADVERTISEMENT

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *