বিকাশ একাউন্ট নাম্বার পরিবর্তন করার নিয়ম

বিকাশ একাউন্টের নাম্বার পরিবর্তন করতে চান? এখানে এবিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ADVERTISEMENT

বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বিকাশ একাউন্ট নাম্বার পরিবর্তন করার দরকার হয়ে থাকে। আপনারও কি এমন কোনো প্রয়োজন দেখা দিয়েছে যে আপনার bkash নাম্বার পরিবর্তন করার দরকার হচ্ছে? তবে আপনার জন্য একটি ভালো খবর হলো আপনি আপনার বিকাশ একাউন্ট এর নাম্বার পরিবর্তন করতে পারবেন। নাম্বার পরিবর্তন করা যাবে কাস্টমার কেয়ার থেকে। তবে এখানে কিছু জিনিস প্রয়োজন হবে।

কিভাবে আপনি আপনার বিকাশ একাউন্ট নাম্বার পরিবর্তন করবেন তা নিয়ে আজকের এই পোস্টে দেখে নিন বিস্তারিত ভাবে। চলুন তাহলে শুরু করা যাক।

ADVERTISEMENT

কখন বিকাশ একাউন্টের নাম্বার পরিবর্তন করবেন কখন করবেন না

আপনি যে কারণে আপনার বিকাশ একাউন্ট নাম্বার পরিবর্তন করতে চাচ্ছেন, সে কারণে হয়তোবা আপনার নাম্বার পরিবর্তন করার কোনো দরকার নেই। অথবা থাকতেও পারে। তাই আসুন দেখে নিই কখন বিকাশ একাউন্টের নাম্বার পরিবর্তন করবেন এবং কখন করবেন না।

  • সিম হারিয়ে গেছে? তবে আপনার নাম্বার পরিবর্তনের কোনো দরকার নেই। আপনি আপনার সিমটি পূনরায় তুলে নিতে পারবেন। তখন আপনার একাউন্ট চালাতে কোনো সমস্যা হবে না।
  • বিকাশ একাউন্ট হ্যাক হলে বা পাস চুরি হলে নাম্বার পরিবর্তনের দরকার নেই। কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।
  • স্থায়ি ভাবে নাম্বার পরিবর্তন করছেন? তাহলে আপনার নাম্বার পরিবর্তনের দরকার আছে।
  • যদি আপনার নাম্বারে অন্য কেউ একাউন্ট করে ফেলে তবে আপনি নাম্বার পরিবর্তনের উদ্দ্যেগ নিতে পারেন। সেক্ষেত্রে যেনে নিন বিকাশ একাউন্ট কার নামে তা।

বিকাশ একাউন্ট নাম্বার পরিবর্তন করার নিয়ম

এখন বিকাশ একাউন্ট নাম্বার যদি পরিবর্তন করতে হয়, তবে আপনাকে আপনার ডকুমেন্টস সহ, একাউন্টের মালিক সহ (আপনি হলে আপনি, বা অন্য যে হয় সে), নিকটস্থ বিকাশের কাস্টমার কেয়ারে যেতে হবে। কেননা এই পরিবর্তন শুধু কাস্টমার কেয়ার অফিস থেকে করা হয়। সেখানে গেলে তারা আপনাকে এটি করতে সহযোগিতা করবে।

ADVERTISEMENT

প্রয়োজনিয় ডকুমেন্টস এবং যা যা লাগবে

বিকাশ একাউন্ট এর নাম্বার পরিবর্তন করতে হলে আপনার যেসকল ডকুমেন্টস সহ এবং আরো প্রয়োজনিয় জিনিস সহ বিকাশ কাস্টমার কেয়ারে যেতে হবে সেগুলো হলো:

  • একাউন্টের মালিকের ভোটার কার্ডের ফটোকপি।
  • এককপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • যে সিমে একাউন্টি সচল আছে, সেই সিম।
  • যেই সিমে ট্রান্সফার করাতে চায়, সে সিম।

বিকাশ একাউন্টের নাম্বার পরিবর্তন

সকল ডকুমেন্টস এবং প্রয়োজনিয় জিনিস গুলো নেওয়ার পর আপনার নিকটস্থ বিকাশ কাস্টমার কেয়ারে চলে যান। কাস্টমার কেয়ার কোথায় আছে তা যদি না জেনে থাকেন তবে গুগলে সার্চ করুন Nearest bkash customer care লিখে। তারপর আপনার এখানে দেখে নিন আপনার সুবিধা মতো কাছাকাছি কোন কাস্টমার কেয়ার আছে।

বিকাশ একাউন্ট নাম্বার পরিবর্তন করার নিয়ম
বিকাশ কাস্টমার কেয়ার।

তারপর একদিন সময় করে চলে যান কাস্টমার কেয়ারে। কাস্টমার কেয়ারে গিয়ে সেখানে আপনার প্রয়োজন সম্পর্কে জিঙ্গাসা করুন। আপনার কাজ অনুযায়ি সেখানে থাকা এজেন্ট ব্যবস্থা নিবে কি কি করতে হবে তা।

ADVERTISEMENT

তারা প্রথমে আপনার একাউন্টের তথ্য যাচাই বাছাই করবে এবং দেখবে এটা আপনার একাউন্ট কিনা। সব ঠিক থাকলে তারা আপনার বর্তমান একাউন্টি বন্ধ করে দিবে। কারণ আপনার একটি এনআইডি কার্ড দিয়ে একাধিক বিকাশ একাউন্ট করা সম্ভব নয়। আর এসময় যদি আপনার একাউন্টে কোনো টাকা থেকে থাকে, তবে তা আর অবশিষ্ট থাকবে না।

তারপর তারা আবার আপনার বিস্তারিত ভেরিফাই করে আপনার অন্য যে সিমে বিকাশ রাখতে চাচ্ছিলেন, সেখানে একটি একাউন্ট ওপেন করে দিবে। এটা হবে নতুন একাউন্ট।

আরো পড়ুন- বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম

ADVERTISEMENT

শেষকথা

বিকাশ কাস্টমার কেয়ারে যাওয়ার আগে বিকাশ একাউন্ট চেক করে আপনার একাউন্ট থেকে ব্যালেন্স একেবারে শূন্য করে নিন। কেননা আপনার নাম্বার পরিবর্তনের জন্য আপনার একাউন্টি বন্ধ করে পরে অন্য নাম্বারে একাউন্ট খোলা হবে। যেসব উপায়ে টাকা শূন্য করতে পারবেন:

এভাবে টাকা পাঠিয়ে একাউন্টে টাকা শূন্য করতে পারেন। এছাড়া আরো বিভিন্ন ভাবে করা সম্ভব।

একাউন্ট নাম্বার পরিবর্তন নিয়ে প্রশ্ন এবং উত্তর

বিকাশ একাউন্ট নাম্বার কি পরিবর্তন করা যায়?

হ্যাঁ, বিকাশের একাউন্ট নাম্বার পরিবর্তন করা সম্ভব। আপনি আপনার পূর্বের নাম্বার পরিবর্তন করে নতুন করে আরেকটি নাম্বারে একাউন্ট যুক্ত করে নিতে পারবেন।

একটি এনআইডি দিয়ে কি একাধিক বিকাশ একাউন্ট করা সম্ভব?

না, আপনার একটি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে একটিই বিকাশ একাউন্ট করতে পারবেন। একটার বেশি দুটো একাউন্ট করা সম্ভব নয়।

ADVERTISEMENT

বিকাশ নিয়ে আমাদের অন্য পোস্টগুলো পড়ুন

এজেন্ট একাউন্টবিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম
মার্চেন্ট একাউন্টবিকাশ মার্চেন্ট একাউন্ট খোলার নিয়ম
রিটেইল একাউন্টবিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট
ভিসা কার্ড টু বিকাশভিসা কার্ড থেকে বিকাশে টাকা আনার নিয়ম
বিকাশ নিয়ে আমাদের অন্য পোস্টগুলো।

বিকাশ সম্পর্কে আরো জানতে পড়ুন বিকাশ। হোম পেজে যেতে ক্লিক করুন bankline এ।

ADVERTISEMENT

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *