ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম

আপনি কি ব্যাংক থেকে টাকা তুলার নিয়ম খুজছেন? এই পোস্টে আমি ব্যাংক থেকে টাকা ‍তুলার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আপনার কাজে আসবে।

ADVERTISEMENT

ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম খুব সহজ। তবে আপনি যদি আপনার একাউন্টের মালিক হন তবে সেখান থেকে টাকা তোলা সহজ। আর আপনি তা একাধিক নিয়মে করতে পারবেন। কিন্তু কেউ যদি অন্য কারো একাউন্ট থেকে টাকা তুলতে চান, বিশেষ করে তাকে না জানিয়ে, তবে তা কঠিন হবে।

যাইহোক, ব্যাংক একাউন্ট থেকে টাকা তোলা মানুষের জন্য একটি মৌলিক এবং অপরিহার্য আর্থিক লেনদেন। আপনার টাকার নিরাপত্তা নিশ্চিত করতে কিছু নিয়ম মেনে আপনি ব্যাংকে আপনার একাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। এই ব্লগ পোস্টে আমরা ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক।

ADVERTISEMENT

কি কি উপায়ে আপনি ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন?

আপনি চাইলে একাধিক নিয়মে আপনার টাকা ব্যাংক থেকে তুলে আপনার হাতে নিয়ে আসতে পারবেন। নিয়ম গুলো হলো:

  • চেকের মাধ্যমে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন।
  • ব্যাংকের কার্ড ব্যবহার করে এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন।
  • ব্যাংকের অনলাইন সিস্টেমের মাধ্যমে টাকা মোবাইল ব্যাংকিয়ে ট্রান্সফার দিয়ে এজেন্টের কাছ থেকে তুলে নিতে পারবেন।

ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম

টাকা তুলার সময়ের কিছু নিয়ম

#১. বৈধতা শনাক্তকরণ: চেক ছাড়া কোনো ব্যাংক থেকে টাকা তোলার আগে আপনাকে বৈধ পরিচয় প্রদান করতে হবে। আপনি একটি জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, বা অন্য কোনো সরকার-প্রদত্ত আইডি কার্ড ব্যবহার করতে পারেন। এটি নিশ্চিত করার জন্য যে শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিরা আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে এবং অর্থ উত্তোলন করতে পারবেন।

ADVERTISEMENT

#২. সময়ের বিধিনিষেধ: বাংলাদেশে ব্যাংকগুলির কার্যক্রমের নির্দিষ্ট সময় রয়েছে। আপনি শুধুমাত্র ব্যাংকিয়ের সময় টাকা তুলতে পারবেন, যা সাধারণত সকাল 9:00 থেকে বিকাল 5:00 পর্যন্ত হয়।

#৩. স্বাক্ষর যাচাইকরণ: আপনি যখন কোনো ব্যাংক থেকে টাকা উত্তোলন করবেন, তখন আপনাকে একটি উইথড্রয়াল স্লিপ বা ভাউচারে স্বাক্ষর করতে বলা হবে। অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলনের জন্য আপনি অনুমোদিত ব্যক্তি তা নিশ্চিত করতে আপনার স্বাক্ষর যাচাই করা হবে।

চেক দিয়ে ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম

একাউন্ট করার সময় যদি আপনি একটি চেক বই নিয়ে থাকেন, তবে আপনি চেক পূরণ করে টাকা তুলতে পারবেন। ব্যাংকের চেক বই পূরণ করা খুবই সহজ। তবে তা বুঝে পূরণ না করলে চেকে কাটা ছেড়া হওয়ার সম্ভাবনা থাকে। তাই এখানে চেক পূরণ করার নিয়ম তুলে ধরা হলো।

ADVERTISEMENT

আরো পড়ুন- নতুন চেক বইয়ের জন্য আবেদন করার নিয়ম

চেকে ব্যাংকের অংশ পূরণ করার নিয়ম

#Date বা তারিখ

Date বা তারিখ” লিখা অংশে আপনি যে তারিখে টাকা ‍তুলছেন, সেই তারিখটি লিখে দিন বাংলা বা ইংলিশে, যেমন: ১২/০২/২১ । কখন বাংলা বা ইংলিশ দুটি ভাষা এক সাথে ব্যবহার করবেন না, যেকোনো একটি করুন।

#Pay to বা টাকা প্রাপ্তা

আপনার চেকের টাকা কে গ্রহণ করবেন? এটা কি আপনি নিজে, নাকি অন্য পরিচিত কেউ আপনার হয়ে ব্যাংক থেকে টাকা তুলবে? “Pay to” এখানে আপনাকে সেটাই উল্লেখ করতে হবে। আপনি নিজে তুলতে গেলে ”নিজ” লিখুন বা ইংলিশে লিখলে “Self” লিখতে পারেন।

ADVERTISEMENT
#The sum of taka বা টাকার পরিমাণ

”Pay to” এর ঠিক নিচে ”The sum of taka বা টাকার পরিমাণ” লেখা অংশে আপনাকে আপনার টাকার পরিমাণ যতো, তা কথায় লিখতে হবে। যদি আপনি ১০০,০০০/- টাকা তুলতে চান তবে লিখুন ”এক লক্ষ টাকা মাত্র”। এমাউন্ট লেখার পর মাত্র শব্দটি যুক্ত করে দিন।

#TK বা টাকা (অংকে)

চেকের ”TK বা টাকা“ লিখা শব্দের পাশে একটি বক্স সহ দেখতে পাবেন। এখানে আপনার টাকার পরিমাণটি অংকে লিখতে হবে। যেমন ধরুন ১০০,০০০ টাকা তুলবেন, তাহলে ১০০,০০০/-, এভাবে লিখে ১০০,০০০ এর শেষে /- এই চিন্হ দিয়ে দিবেন। (/-) এই চিন্হ সেইফটির জন্য দিতে হবে।

#Signature বা স্বাক্ষর

সবশেষে হচ্ছে ”Signature বা স্বাক্ষর” দরকার হবে। একাউন্ট হোল্ডার এখানে একটি স্বাক্ষর করবেন। সেই স্বাক্ষর করবেন যেটি তিনি ব্যাংকে একাউন্ট খোলার জন্য ব্যবহার করেছিলেন। সেই সাথে চেকের উল্টো পিঠের পেজে আরো দুটি সিগনেচার করবেন। পাশাপাশি তার মোবাইল নাম্বারটিও লিখে দিবেন। আরো জানতে পড়ুন:

ডাচ বাংলাডাচ বাংলা ব্যাংকের চেক লেখার নিয়ম
ইসলামী ব্যাংকইসলামী ব্যাংকের চেক লেখার নিয়ম
সোনালী ব্যাংকসোনালী ব্যাংকের চেক লেখার নিয়ম
রূপালী ব্যাংকরূপালী ব্যাংকের চেক লেখার নিয়ম
অগ্রণী ব্যাংকঅগ্রণী ব্যাংকের চেক লেখার নিয়ম

কার্ড দিয়ে এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম

আপনার যারা ব্যাংক থেকে কার্ড সংগ্রহ করেছেন তারা এই কার্ড ব্যবহার করে এটিএম থেকে টাকা তুলতে পারবেন। এটিএম থেকে টাকা তুলা খুবই সহজ। শুধু একটু বুঝলে আপনি সহজেই কাজটি করে ফেলতে পারবেন।

ADVERTISEMENT
  • প্রথমে আপনার এটিএম কার্ড মেশিনের নির্দিষ্ট জায়গা যেখানে কার্ড প্রবেশ করাতে হয় সেখানে দিতে হবে।
  • এরপরে আপনার এটিএম কার্ডের যে চার ডিজিট পিন আছে তা দিতে হবে।
  • এখন আপনার সামনে কিছু অপশন দেখানো হবে। সেই অপশন থেকে Cash Withdrawal অপশনটি খুজে নিয়ে সেখানে ক্লিক করুন।
  • এরপর আপনি কার্ড থেকে কত টাকা তুলতে চান তার পরিমান টাইপ করুন।
  • তারপরে আপনার প্রয়োজন মতো টাকার এমাউন্ট, যেমন- ১০,০০০ হাজার, টাইপ করুন।
  • এবার কিছু সময় পরে আপনার এটিএম মেশিন থেকে স্ক্রিনের নিচ দিয়ে একটি ঢাকনা সরে গিয়ে আপনার টাকা বের হয়ে আসবে।
  • টাকা হাতে নেওয়া পরে আপনি এটিএম মেশিন এর স্ক্রিনের দিকে তাকান। সেখানে আপনাকে জিঙ্গেস করা হবে আরো টাকা তুলতে চান কিনা। চাইলে হ্যাঁ ক্লিক করুন। আর যদি না তুলতে চান তাহলে না অপশনে ক্লিক করুন।
  • বুথ থেকে টাকা তোলা সম্পন্ন হলে এখন এটিএম মেশিন থেকে আপনার কার্ডটি বেরিয়ে আসবে। এই কার্ডটি সংগ্রহ করুন।
ডাচ বাংলাডাচ বাংলা ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম
ইসলামী ব্যাংকইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম

মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা তোলার নিয়ম

বর্তমানে বিকাশ রকেটের মতো মোবাইল এমএফএস সার্ভিস গুলোর সাথে ব্যাংকগুলোর কানেকশন তৈরি হওয়ায় এখন ব্যাংক থেকে খুব সহজে মোবাইলে থাকা মোবাইল ব্যাংকিং সার্ভিস গুলেতে টাকা আনা যায়। আপনি যদি ব্যাংক থেকে এসকল একাউন্ট গুলোতে টাকা ট্রান্সফার দেন তবে তা ক্যাশ আউট করে এজেন্ট থেকে টাকা সংগ্রহ করতে পারবেন।

উদাহরণ হিসেবে আমি ইসলামী ব্যাংকের কথাই বলি। ইসলামী ব্যাংকের সেলফিন এপ থেকে আপনি চাইলে টাকা বিকাশে ট্রান্সফার দিতে পারবেন। আবার যদি চান তবে সোনালী ব্যাংক থেকেও টাকা বিকাশে ট্রান্সফার দিতে পারবেন। এভাবে বিভিন্ন ব্যাংকের সাথে বিকাশ কানেক্ট করে টাকা আনতে পারবেন। এটি যেভাবে করতে পারবেন:

বিকাশে ব্যাংক কান্টেক্ট করার নিয়ম

  • বিকাশ অ্যাপস এ প্রবেশ করার পর ”More বা মোর” অপশন এ প্রবেশ করুন। মোর অপশনে প্রবেশ করার পর একটি অপশন “Transfer Money বা ট্রান্সফার মানি” দেখতে পারবেন।
  • ট্রান্সফার মানি অপশনে গিয়ে ”Bank Account বা ব্যাংক একাউন্ট” এ ক্লিক করলে সেখানে আপনি অনেক গুলো ব্যাংকের নাম দেখতে পাবেন। এখানে আপনি সোনালী ব্যাংক বা অন্য ব্যাংক সিলেক্ট করুন এবং তার উপর ক্লিক করুন। বর্তমানে প্রায় আটটি ব্যাংকের নাম আপনি এই লিস্টে পাবেন।
  • তারপর একদম নিচে “Add Bank Account বা এড ব্যাংক একাউন্ট” এই অপশনটিতে টেপ করে পরের ধাপে চলে যান।
  • এই অংশে আপনি আপনার একাউন্ট নাম্বার এড করার অপশন পাবেন, যেখানে আপনি আপনার ব্যাংকের একাউন্ট নাম্বারটি দিবেন। দেয়া হলে নিচে ”Proceed বা চালিয়ে যান” এ ক্লিক করে একাউন্ট টাইটেল দিতে হবে। পূনরায় ”Proceed” দিতে হবে। একাউন্ট টাইটেল বলতে একাউন্ট হোল্ডারের নাম। এখানে কিন্তু যদি ইনফরমেশন ব্যাংকের সাথে না মিলে তবে আপনার এই রিকুয়েস্টটি গ্রহণ করবে না। আর সব ঠিক থাকলে ”Proceed” করে আপনি আপনার একাউন্টটি লিংক করতে পারবেন।
আরো জানতে পড়ুন- সোনালী ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম

বিকাশে টাকা আনার নিয়ম

  • বিকাশ এপস ‍এ ডুকলেই ”এড মানি বা Add Money” অপশন পাবেন, সেখানে পবেশ করুন। করার পর আপনার সামনে দুটি অপশন আসবে, যার মধ্যে একটি হচ্ছে ”ব্যাংক টু বিকাশ বা Bank to bkash”, সেখানে ক্লিক করুন। এর পর আবার দুটি অপশন আসবে, এর মধ্যে সিলেক্ট করুন “ব্যাংক একাউন্ট বা Bank account”।
  • এবার আপনার লিংক করা ব্যাংক একাউন্ট থাকলে তা আসবে। সেখান থেকে ব্যাংক সিলেক্ট করে নিন। আর সেভ করা না থাকলে লিংক করে নিতে হবে পূর্বে উল্লেখিত নিয়ম অনুসারে। সেভ করা ব্যাংক একাউন্টটিতে ক্লিক করুন।
  • ক্লিক করলে আপনার একাউন্টটি দেখাবে, সেখানে আবার ক্লিক করুন। ক্লিক করার পর আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ি এমাউন্ট লিখতে হবে। এরপর আপনাকে ডিটেইলস দেখাবে যে কত টাকা লেনদেন করছেন এবং চার্জ কতো। এখানে আপনাকে নিশ্চিত বা Confirm করতে বলা হবে। তাই আপনি নিচে ”নিশ্চিত করুন বা Confirm” -এ ক্লিক করবেন। ব্যাস টাকা ট্রান্সফার হয়ে যাবে।

টাকা তোলার আগে সতর্কতা

#১. ন্যূনতম ব্যালেন্স: বাংলাদেশের বেশিরভাগ ব্যাংকের একটি ন্যূনতম ব্যালেন্স প্রয়োজন যা আপনার অ্যাকাউন্টে বজায় রাখতে হবে। আপনি টাকা তোলার আগে, আপনার অ্যাকাউন্টে যথেষ্ট ব্যালেন্স আছে কিনা তা নিশ্চিত করতে হবে। আপনি যদি ন্যূনতম ব্যালেন্স বজায় না রাখেন, তাহলে আপনাকে পেনাল্টি ফি দিতে হতে পারে।

ADVERTISEMENT

#২. উত্তোলনের সীমা: ব্যাংকগুলি উত্তোলনের একটি সীমা নির্ধারণ করে দেয়। এর মানে হল যে আপনি শুধুমাত্র একটি লেনদেনে বা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্ট থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা তুলতে পারবেন। আপনার যদি বড় অঙ্কের টাকা তোলার প্রয়োজন হয়, তাহলে আপনাকে আগে থেকে ব্যাংকে জানাতে হবে বা একাধিক লেনদেন করতে হবে।

#৩. নিরাপত্তা সতর্কতা: বাংলাদেশের ব্যাংকগুলি নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেয়। তবুও টাকা তোলার সময় আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। উদাহরণস্বরূপ, কখনই আপনার পিন কারও সাথে শেয়ার করা উচিত নয়। আপনার পিন প্রবেশ করার সময় কীপ্যাডটি ঢেকে রাখবেন এবং একটি নির্জন এলাকায় এটিএম থেকে টাকা তোলা এড়িয়ে চলবেন।

টাকা তোলার পর আর কতো অবশিষ্ট আছে তা জানতে পড়ুন – ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম।

আরো পড়ুন- এক ব্যাংকের চেক অন্য ব্যাংকে জমা দেয়ার নিয়ম

শেষকথা

ব্যাংক থেকে অর্থ উত্তোলনের সাথে আপনার অর্থের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বেশ কিছু নিয়ম ও প্রবিধান অন্তর্ভুক্ত রয়েছে যা অবশ্যই অনুসরণ করতে হবে। এই নিয়মগুলি মাথায় রেখে, আপনি ঝামেলামুক্ত টাকা তোলার অভিজ্ঞতা নিশ্চিত করতে পারেন এবং আপনার আর্থিক সুরক্ষাও নিশ্চিত করতে পারেন৷

আরো পড়ুন- স্কলারদের থেকে জানুন ব্যাংকে চাকরি হালাল না হারাম

আরো পড়ুন

হোম পেজে যেতে ক্লিক করুন bankline এ।

ADVERTISEMENT

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *