রকেট বাংলাদেশে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সার্ভিস গুলোর মধ্যে একটি। এখানে গ্রাহকরা রকেট একাউন্ট খোলার নিয়ম অনুসরণ করে একাউন্ট খুলতে এবং তা ব্যবহার করে নিজেদের মধ্যে লেনদেন করতে পারেন। এছাড়া এই একাউন্ট ব্যবহার করে আপনার পে বিল বা ফান্ড ট্রান্সফারের মতো অনেক কাজ করতে পারবেন। এসম্পর্কে বিস্তারিত এই পোস্টে জানবো এবং কিছু বিষয়ের আরো বিস্তারিত জানার জন্য কিছু পোস্টের লিংকও আমি এখানে সংযুক্ত করে দিবো। চলুন তাহলে শুরু করা যাক।

রকেট একাউন্ট খোলার নিয়ম

রকেট

রকেট একাউন্ট মূলত ডাচ বাংলা ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং সার্ভিস, যেটি ২০১১ সালে তাদের যাত্রা শুরু করে।

রকেট একাউন্ট খোলার নিয়ম

রকেট তাদের গ্রাহকদের সুবিধার্থে একাধিক নিয়ম রেখেছে যেসব নিয়মে গ্রাহক চাইলে তাদের রকেট একাউন্ট খুলে নিতে পারে। এই রকেট একাউন্ট খুলতে হলে গ্রাহক যেসকল নিয়ম অনুসরণ করতে পারে তা হলো:

  • রকেট এপ ব্যবহার করে।
  • ইউএসএসডি কোড ডায়াল করে।
  • এজেন্টের সহায়তা নিয়ে।

আরো পড়ুন: রকেট একাউন্ট ব্যালেন্স চেক করার নিয়ম

ADVERTISEMENT

একনজরে রকেট একাউন্ট খুলতে যা যা লাগবে

  • এনআইডি কার্ড।
  • একটি স্মার্ট ফোন।

রকেট এপ থেকে রকেট একাউন্ট খোলার নিয়ম

একাউন্ট খোলার জন্য রকেটের নিজস্ব এপ Rocket থেকে চেষ্টা করতে পারেন। তাদের এপ পাওয়া যাবে গুগল প্লে স্টোর থেকে। এখন আসুন দেখে নেয়া যাক কিভাবে একটি রকেট একাউন্ট খোলা যাবে মোবাইল এপ ব্যবহার করে ঘরে বসেই। চলুন তাহলে শুরু করা যাক।

  • আপনার এপ ইন্সটল করা হলে তা ওপেন করে নিন।
  • ওপেন করার পর প্রথমে আপনি এপটি কি ভাষায় চালাতে চান তা সিলেক্ট করে নিন এবং করা হলে পরবর্তি ধাপে চলে যান।
  • এখন আপনার মোবাইল নাম্বার দিয়ে পরবর্তি ধাপে চলে যান।
  • এরপর “You are not registered to mobile banking. Do you want to register?” এই লেখাটি আসবে। আপনি সিম্পলি Yes এ ক্লিক করে দিন।
  • তারপর আপনার মোবাইলে একটি কল আসবে রকেট থেকে। কল করা হবে আপনার পিন সেট করার জন্য। এই কলে থাকা অবস্থায় পিন অনুযায়ি ডিজিট গুলো চাপতে হবে।
  • পিন সেট করার সময় ৬ ডিজিটের একটি ওটিপি আপনার নাম্বারে আসবে যা মূলত ভেরিফিকেশনের জন্য দিতে হবে।
  • এখন আপনাকে রকেটে ফিরে গিয়ে Go to verification এ ক্লিক করতে হবে। সেখানে আপনার মোবাইল নাম্বার, একটু আগে পাওয়া ওটিপি, সাথে আপনার পিন নাম্বার দিয়ে রকেট একাউন্টের ভেরিফিকেশন সম্পন্ন করে নিতে হবে।
  • আপনার একাউন্ট খোলা হয়ে গেছে। এখন আপনাকে আপনার একাউন্টে লগইন করার জন্য লগইন পেজ দেখানো হবে। এখানে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিন।

খোলার পর যদি একাউন্ট একটিভ না হয় তবে করণিয় এবং আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় গুলো দেখে নিন।

কার্ড ছাড়া একাউন্টজন্ম নিবন্ধন দিয়ে রকেট একাউন্ট খোলার নিয়ম
একাউন্ট একটিভরকেট একাউন্ট একটিভ করার নিয়ম
লেনদেনের সীমারকেট একাউন্টে লেনদেনের সীমা জেনে নিন
রকেট একাউন্টে কিছু গুরুত্বপূর্ণ বিষয়।

রকেট একাউন্টে সুবিধা সমূহ

গ্রাহকদের জন্য রকেটে রয়েছে বিস্তির্ণ সুযোগ সুবিধা। শুধু মাত্র টাকা লেনদেন ছাড়াও এখন অনেক কাজ করা যায় এই রকেট একাউন্ট ব্যবহার করে। আসুন এমনি কিছু সুবিধা দেখে নেয়া যাক এখানে।

ADVERTISEMENT

রকেট একাউন্ট নিয়ে কোনো সমস্যায় আছেন। একাউন্ট আর রাখতে চাচ্ছেন না? এ সম্পর্কে জানতে পড়ুন রকেট একাউন্ট বন্ধ করার নিয়ম এই পোস্টি।

টিপস এন্ড ট্রিকস

ADVERTISEMENT