বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম নিয়ে বিস্তারিত

প্রবাসী বাংলাদেশীরা যারা বিদেশে কর্মরত আছেন তাদের জন্য বিকাশ নিয়ে এসেছে দারুন একটি সুবিধা। এখন দেশে টাকা পাঠাতে পারবেন আরো সহজে বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম অনুসরণ করে।

ADVERTISEMENT

বিকাশে রেমিটেন্স পাঠানোর নিয়ম অনুসরণ করলে পেতে পারেন মোটামোটি ভালো একটি Remittance বোনাস। এই বোনাস সকল রেমিটেন্স যোদ্ধাদের জন্য বরাদ্ধ করা হয়েছে। আপনার টাকা বাহিরে থেকে বাংলাদেশে bkash বা অন্য মাধ্যমেও আনলেই একটা পারসেন্টেজ আপনার (প্রাপকের) একাউন্টে দিয়ে দেয়া হবে।

বিকাশের মাধ্যমে টাকা আনার বেশ কিছু সুবিধা রয়েছে। কিন্তু আবার অসুবিধাও একটু আছে। সব সুবিধা এবং অসুবিধা ও বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম থাকছে এই পোস্টে। সেইসাথে কোন কোন দেশ থেকে আপনি বিকাশে টাকা লেনদেন করতে পারবেন এবং বিকাশ রেমিটেন্স অফার কত পারসেন্ট তাও থাকবে এখানে।

ADVERTISEMENT

বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম

  • আপনাকে অনুমোদিত এবং তালিকা ভুক্ত কিছু পার্টনার ব্যাংক ব্রাঞ্চ, বা মানি এক্সচেইঞ্জ, বা এমটিও (মানি ট্রান্সফার অর্গানাইজেশন) এজেন্টের কাছে যেতে হবে। (MTO List)
  • ট্রান্সফার করার জন্য কিছু তথ্য যেমন: রিসিভারের নাম, মোবাইল নাম্বার, ইত্যাদি দিতে হবে।
  • প্রয়োজনীয় অর্থ প্রদান করতে হবে।
  • এর পর ব্যাংক/মানি এক্সচেইঞ্জ/এমটিও এজেন্ট কাজটি শুরু করতে প্রয়োজনিয় ব্যবস্থা নিবে।

এভাবে খুব সহজে এবং সুবিধাজনক উপায়ে বাংলাদেশে আপনার প্রিয়জনের বিকাশ একাউন্টে টাকা পাঠাতে পারবেন। সব ঠিক থাকলে তারা আপনার টাকা সেন্ড করে দিবে।

এজেন্সি এগুলোর একটি লিস্ট নিচে দেখতে পাবেন। আর আপনি চাইলে বিদেশ থেকে বিকাশ একাউন্ট রেজিস্ট্রেশন করেও দেশে প্রিয়জনের বিকাশে টাকা পাঠাতে পারবেন।

ADVERTISEMENT

টাকা পাঠানোর সময় যে বিষয়গুলো নিশ্চিত করা হয়

ফরেইন ব্যাংক / এক্সচেইঞ্জ হাউজ / মানি ট্রান্সফার অর্গানাইজেশন এজেন্ট বিদেশ থেকে টাকা পাঠানোর সময় কয়েকটি বিষয় নিশ্চিত করে থাকেনঃ

  • যিনি গ্রহণ করবেন তার একটি রেজিস্টার্ড এবং বৈধ বিকাশ একাউন্ট রয়েছে কিনা।
  • সেই প্রাপকের বিকাশ একাউন্ট নাম্বার ও পুরো নাম ঠিকভাবে দেয়া হয়েছে কিনা।
  • পাঠানো রেমিটেন্স (বাংলাদেশী টাকায়) সীমা অতিক্রম করছে কিনা।

টাকা পাঠানোর পর বিকাশ থেকে আপনার টাকা যদি সোনালী ব্যাংকে ট্রান্সফার দিতে চান তবে নিয়ম জানতে পড়তে পারেন সোনালী ব্যাংক ও বিকাশে টাকা লেনদেন করার নিয়ম। আবার চাইলে ইসলামী ব্যাংকে টাকা ট্রান্সফার দিতে পারেন। ট্রান্সফার দেয়ার নিয়ম জানতে পড়ুন বিকাশ থেকে ইসলামী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম

কোন কোন দেশ থেকে বিকাশে টাকা পাঠানো যায়?

এখানে প্রায় ৬২ টি দেশের তালিকা দেয়া হয়েছে। দেশের নাম গুলোর পাশা পাশি মানি ট্রান্সফার অর্গানাইজেশন এবং মানি এক্সচেইঞ্জ হাউজগুলোর লিস্ট ও দেয়া হলো। এখান থেকে দেশ খুজে নিলে পেয়ে যাবেন কোন অর্গানাইজেশ আপনাকে এর জন্য সাহয্য করতে পারবে।

ADVERTISEMENT
CountryMTO list
AustraliaRIA, Thunes, Transferwise,
WorldRemit LTD. UK
AustriaThunes, Transferwise,
WorldRemit LTD. UK
BahrainBFC Bank LTD. UK, Prabhu Inc,
TERRAPAY, Thnues,
BelgiumThunes, Transferwise,
WorldRemit LTD. UK
BotswanaRemitix LTD.
BrazilThunes, Transferwise
BruneiThunes
BulgariaThunes, Transferwise
CanadaRIA, Thunes, Transferwise,
WorldRemit LTD. UK, TERRAPAY
CroatiaWorldRemit LTD. UK
CyprusRIA, Transferwise,
WorldRemit LTD. UK
Czech RepublicTransferwise,
WorldRemit LTD. UK
DenmarkRIA, Thunes, Transferwise,
WorldRemit LTD. UK
DominicaNEC Money, Thunes
EstoniaTransferwise
FinlandThunes, Transferwise,
WorldRemit LTD. UK
FranceRIA, Thunes, Transferwise,
WorldRemit LTD. UK, TERRAPAY
GermanyThunes, Transferwise,
WorldRemit LTD. UK
GreeceThunes, Transferwise,
WorldRemit LTD. UK
GuernseyThunes, Transferwise
Hong KongTransferwise,
WorldRemit LTD. UK
HungaryTransferwise,
WorldRemit LTD. UK
IcelandWorldRemit LTD. UK
IndiaOman International
IndonesiaTRANGLO Sdn. Bhd
IrelandRIA, Thunes, Transferwise,
WorldRemit LTD. UK
ItalyRIA, Thunes, Transferwise,
WorldRemit LTD. UK, TERRAPAY,
Trans-Fast, National Exchange,
NEC Money UK by NCC,
JapanJapan Remit, QUEEN BEE,
TRANGLO Sdn. Bhd, Transferwise,
WorldRemit LTD. UK
JordanThunes, UAE Exchange centre
KuwaitBFC Bank LTD. UK, Joyalukkas,
Thuses, Trans-Fast
LatviaTransferwise, worldremit LTD. UK
Lithuaniaworldremit LTD. UK
LuxembourgRIA, Thunes
MalaysiaCBL Money Transfer,
MERCHANTRADE, Mobile Money Ripple,
NBL Malaysia, Placid Express,
RIA, Thunes, Transferwise.
MaltaThunes, Transferwise,
Worldremit LTD. UK
MartiniqueTransferwise
NetherlandsThunes, Transferwise,
Worldremit LTD. UK
New ZealandThunes, Transferwise,
Worldremit LTD. UK
NorwayThunes, Transferwise,
Worldremit LTD. UK, RIA
OmanBFC Bank LTD. UK, Gulf Exchange
Oman Gulf Overseas Ex, Joyalukkas,
OMAN Mustafa Sultan Exch,
OMAN and UAE Exchange Centre,
Oman International, Thunes, Trans-fast
PalauTransferwise
PolandNEC Money UK by NCC, Thunes,
Transferwise, Worldremit LTD. UK
PortugalRIA, Thunes, Transferwise,
WorldRemit LTD. UK
Puerto RicoTransferwise
QatarGulf Exchange Co, TERRAPAY,
Thunes
RomaniaTransferwise
RussiaTransferwise
Saudia ArabiaThunes
SingaporeAgrania Ex Singapore, MERCHANTRADE,
NBL Singapore, Prime Exchange Co,
Pte LTD, Thunes, Transferwise,
Worldremit LTD. UK, TRANGLO Sdn. Bhd,
TransferTo
SlovakiaThunes, Transferwise,
Worldremit LTD. UK
SloveniaThunes, Transferwise,
Worldremit LTD. UK
South AfricaThunes, RIA, Remitix LTD,
Worldremit LTD. UK
South KoreaE9Pay Co. LTD, GME Remittance
Bangladesh, GMoney Trans Co Ltd,
Haripass Co Ltd, N and P Co LTD,
Thunes , TRANGLO Sdn. Bhd
SpainBRAC Saajan, NEC Money UK
by NCC, Thunes, Transferwise,
Worldremit LTD. UK, RIA
SwedenThunes, Transferwise,
Worldremit LTD. UK, RIA
SwitzerlandThunes, Transferwise,
Worldremit LTD. UK
ThailandThunes
TurkeyTransferwise
United Arab EmiratesAL AHALIA EXCHANGE BUREAU, Al Ansari
AL MUZAINI EX CO, AL Rostamani,
BFC Bank LTD. UK, Index exchange,
TERRAPAY, Thunes, Trans-Fast
United KingdomBRAC Saajan, NEC Money UK
by NCC, Thunes, Transferwise,
Worldremit LTD. UK, RIA,
Prime Exchange Co., PTE LTD,
TERRAPAY, World WI
United StatesPlacid Express, Prabhu Inc, RIA,
TERRAPAY, Thunes, Transferwise,
Worldremit LTD. UK, TRANGLO Sdn. Bhd
ZambiaThunes
Country and MTO list

বিকাশে পাঠালে বিশেষ রেমিটেন্সে অফার

বৈধ উপায়ে বাংলাদেশে প্রিয়জনের বিকাশ একাউন্টে টাকা পাঠালে প্রাপক পাবেন পাঠানো টাকার উপর ২.৫% সরকার নির্ধারিত একটি বোনাস বা প্রনোদনা। অর্থাৎ আপনি যদি ৪০০০ টাকা পাঠান তবে সেটা আসবে ৪১০০ টাকা হয়ে। এটি সরা সরি প্রাপকের একাউন্টে চলে আসবে।

বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর সুবিধা

  • বিকাশে রেমিটেন্স পাঠালে পাবেন মূল টাকার সাথে এক্সট্রা বোনাস।
  • টাকা আনতে পারবেন বৈধ পথ অবলম্বন করে।
  • টাকা একদম আপনার হাতের মোবাইলে চলে আসবে।
  • যখন ইচ্ছা তুলতে পারবেন নিকটস্থ এজেন্ট থেকে।
  • কষ্ট করে ব্যাংকে যেতে হবে না।

এক কথায় টাকা আপনার হাতে আসবে সরাসরি। কষ্ট করে বংকে লাইনে দাড়িয়ে থাকতে হবে না। যখন চাইবেনে এজেন্টের কাছ থেকে টাকা তুলে নিবেন।

বিকাশে বিদেশ থেকে টাকা পাঠানোর অসুবিধা

খুব একটা অসুবিধা নেই। তাও যে দুই একটা সমস্যা হতে পারে তা হলোঃ

ADVERTISEMENT
  • বিকাশের ক্যাশ আউট চার্জ।
  • স্টেটম্যান্ট না থাকার সমস্যা।

সবচেয়ে বড় এবং প্রধান সমস্যা যেটি, সেটি হল এই বিকাশ ক্যাশ আউট চার্জ। বিকাশ প্রতি হাজারে যে পরিমান টাকা কাটে তা মোটা মুটি কম নয়। অন্য দিকে এই টাকা যদি ব্যাংকের মাধ্যমে পাঠানো হয় তবে তাতে অনেক টাকা সেভ হয়।

এছাড়াও আপনি সরাসরি এর জন্য কোনো স্টেটম্যান্ট পাবেন না। স্টেট ম্যান্ট থাকাটা ভালো। তবে আশা করি এটা কোনো মেজর সমস্যা হবে না।

বিকাশে বিদেশ থেকে টাকা পাঠানো নিয়ে প্রশ্ন এবং উত্তর

কোন কোন দেশ থেকে বিকাশে টাকা পাঠানো যায়?

বিকাশের সাইটে প্রায় ৬২ টি দেশের নাম দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপের অনেক দেশ, মধ্যপাচ্য, আফ্রিকার কিছু দেশ, মালেশিয়া, তুরষ্ক সহ আরে অনেক দেশের নাম এই পোস্টে দেয়া লিস্টে পেয়ে যানে।
এখানে কিছু নির্দিষ্ট মানি ট্রান্সফার অর্গানাইজেশন এবং মানি এক্সচেইঞ্জ হাউজগুলোর সাথে টাকা লেনদেনের সুবিধা চালু হয়েছে।

বিদেশ থেকে পাঠানো টাকার উপর কি ক্যাশ আউট চার্জ কাটবে?

হ্যাঁ, বিদেশ থেকে পাঠানো টাকা বা রেমিটেন্সের উপরও ক্যাশ আউট চার্জ কাটবে, যেমনটা কাটে রেগুলার ক্যাশ আউটে, ঠিক তেমনটাই।

ADVERTISEMENT
বিদেশে কি বিকাশ একাউন্ট ব্যবহার করে দেশে টাকা পাঠাতে পারবো?

হ্যাঁ, বিদেশে বর্তমানে বেশ কিছু দেশে বিকাশ তাদের একাউন্ট খোলার সুযোগ দিয়েছে। সেসব দেশ থেকে বিকাশ একাউন্ট করে সেখানকার বিকাশ অনুমদিত কোনো ব্যাংক থেকে ক্যাশ ইন করে আপনি দেশে প্রিয়জনের নিকট টাকা পাঠাতে পারবেন।

বিদেশ থেকে বিকাশে টাকা পাঠালে কতো টাকা প্রনোদনা পাওয়া যায়?

আপনি যদি বিদেশ থেকে বিকাশে টাকা পাঠান তবে প্রতি ১০০ টাকায় আপনি ২.৫০ টাকা প্রনোদনা পাবেন বাংলাদেশ সরকারের কাছ থেকে।

বিকাশ নিয়ে আরো পড়ুন

1. বিকাশ মার্চেন্ট একাউন্ট খোলার নিয়ম দেখুন
2. বিকাশে সিটি ব্যাংকের লোন পাওয়ার সহজ উপায়
3. ভিসা কার্ড থেকে বিকাশে টাকা আনার নিয়ম
4. বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট রেজিস্ট্রেশন
5. বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম দেখুন

বিকাশের সকল পোস্টগুলো দেখতে এখানে ক্লিক করুন। হোম পেজে যেতে ক্লিক করুন bankline এ।

ADVERTISEMENT
ADVERTISEMENT

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *