বিকাশ থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম

বিকাশ থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম খুজছেন? দেখে নিন বিকাশ থেকে রিচার্জ করার একাধিক উপায়।

ADVERTISEMENT

আপনার জরুরি প্রয়োজনে, যেকোনো সময়, যেকোনো জায়গা থেকেই ইন্সটেন্ট রিচার্জ নিতে পারবেন bkash থেকেই। আপনার মোবাইল বাটন হোক বা স্মার্ট, বিকাশ মোবাইল রিচার্জ উভয় ক্ষেত্রেই সম্ভব। বিকাশ থেকে মোবাইল রিচার্জ করার নিয়মও খুব সহজ।

যাই হোক। বিকাশ একাউন্ট থেকে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম বিস্তারিত আলোচনা করা হয়েছে। চলুন তা দেখে নেয়া যাক।

ADVERTISEMENT

বিকাশ থেকে মোবাইল রিচার্জ

বিকাশ থেকে মোবাইল রিচার্জ দুই ভাবে করা যায়।

  • বিকাশের মোবাইল এপ ব্যবহার করে।
  • বিকাশ ইউএসএসডি কোড ব্যবহার করে।

বিকাশ থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম

আপনার সুবিধা অনুযায়ি বিকাশ এপ বা বিকাশ ইউএসএসডি কোড ব্যবহার করুন মোবাইল রিচার্জ করার জন্য। এপ থেকে “মোবাইল রিচার্জ” অপশনে গেলে আপনার নাম্বার এবং রিচার্জ এমাউন্ট লিখে রিচার্জ সম্পন্ন করতে পারবেন। আর ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে “মোবাইল রিচার্জ” অপশনে গেলে, একই ভাবে নাম্বার ও রিচার্জ এমাউন্ট লিখে রিচার্জ সম্পন্ন করা যাবে।

ADVERTISEMENT

বিকাশের এপ থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম

#১. এপে লগইন করুন: সিমে রিচার্জ করতে আপনার স্মার্ট ফোন থেকে বিকাশের এপে প্রবেশ করুন। তারপর লগইন করে নিন।

#২. মোবাইল রিচার্জ অপশনে যান: এপে লগইন করলে একেবারে উপরের দিকে “মোবাইল রিচার্জ” অপশনটি দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।

#৩. মোবাইল নাম্বার দিন: এবার আপনার মোবাইল নাম্বারটি দিন, যে নাম্বারে আপনি রিচার্জ করতে চান।

ADVERTISEMENT

#৪. রিচার্জ এমাউন্ট লিখুন: কতো টাকা আপনি রিচার্জ করতে চান, তা লিখুন।

#৫. পিন দিন: আপনার বিকাশের পিনটি দিন।

#৬. ট্যাপ এন্ড হোল্ড করুন: সবশেষে বিকাশ অপশনের উপর ট্যাপ এন্ড হোল্ড করলে আপনার রিচার্জ সম্পন্ন হয়ে যাবে।

ADVERTISEMENT

বিকাশ ইউএসএসডি কোড ডায়াল করে মোবাইল রিচার্জ করার নিয়ম

#১. কোড ডায়াল করুন: আপনার মোবাইল থেকে বিকাশের ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করুন।

#২. “মোবাইল রিচার্জ” সিলেক্ট করুন: কোড ডায়াল করলে আপনার সামনে যে অপশন গুলো আসবে তার মধ্যে “মোবাইল রিচার্জ” অপশনটি সিলেক্ট করতে ৩ লিখে সেন্ড করুন।

#৩. প্রিপেইড বা পোস্ট পেইড সিলেক্ট করুন: আপনার সিম কি প্রিপেইড না পোস্টপেইড তা সিলেক্ট করতে ১ বা ২ লিখে সেন্ড দিন।

#৪. মোবাইল নাম্বার দিন: কোন নাম্বারে রিচার্জ করতে চান, সেই নাম্বারটি দিয়ে সেন্ড করুন।

ADVERTISEMENT

#৫. রিচার্জ এমাউন্ট লিখুন: আপনি আপনার নাম্বারে কতো টাকা রিচার্জ করতে চান তা লিখুন।

#৬. পিন দিয়ে সেন্ড করুন: আপনার বিকাশ পিনটি দিয়ে সেন্ড করুন।

আরো পড়ুন- সোনালী ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার নিয়ম

বিকাশ অটো রিচার্জ

গুরুত্বপূর্ণ সময়ে হঠাৎ আপনার ব্যালেন্স শেষ হলে অনেক সময় ঝামেলায় পড়ে যান আপনি। এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনি বিকাশের অটো রিচার্জ অপশনটি চালু করে রাখতে পারেন। এতে করে আপনার ব্যালেন্স একটি নির্দিষ্ট এমাউন্টের নিচে, ১০ টাকা বা তার কমে চলে আসলে সেখানে আপনার বিকাশ একাউন্ট থেকে অটো রিচার্জ হয়ে যাবে।

ADVERTISEMENT

কোড ডায়াল করে অটো রিচার্জ চালু

#১. কোড ডায়াল করুন: আপনার মোবাইল থেকে বিকাশের ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করুন।

#২. “মোবাইল রিচার্জ” সিলেক্ট করুন: কোড ডায়াল করলে আপনার সামনে যে অপশন গুলো আসবে তার মধ্যে “মোবাইল রিচার্জ” অপশনটি সিলেক্ট করতে ৩ লিখে সেন্ড করুন।

#৩. অটো রিচার্জ সিলেক্ট করুন: পরের ধাপে অটো রিচার্জ অপশন সিলেক্ট করতে ৩ লিখে সেন্ড দিন।

#৪. একটিভ অটো রিচার্জ সিলেক্ট করুন: অটো রিচার্জ একটিভ করতে ১ লিখে সেন্ড দিন।

#৫. রিচার্জ এমাউন্ট সিলেক্ট করুন: এবার আপনার পছন্দ মতো একটি রিচার্জ এমাউন্ট সিলেক্ট করুন, যা প্রতি অটো রিচার্জে আপনার মোবাইলে চলে আসবে আপনার বিকাশ একাউন্ট থেকে।

#৬. পিন দিয়ে কনফার্ম করুন: অবশেষে আপনার পিন দিয়ে সেন্ড দিন।

অ্যাপ থেকে অটো রিচার্জ চালু

#১. এপে লগইন করুন: সিমে রিচার্জ করতে আপনার স্মার্ট ফোন থেকে বিকাশের এপে প্রবেশ করুন। তারপর লগইন করে নিন।

#২. মোবাইল রিচার্জ অপশনে যান: এপে লগইন করলে একেবারে উপরের দিকে “মোবাইল রিচার্জ” অপশনটি দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।

#৩. মোবাইল নাম্বার দিন: এবার আপনার মোবাইল নাম্বারটি দিন, যে নাম্বারে আপনি রিচার্জ করতে চান।

#৪. অটো রিচার্জ অপশন চালু করুন: অটো রিচার্জের অপশনটি অন করে দিন।

#৫. রিচার্জ এমাউন্ট লিখুন: কতো টাকা আপনি রিচার্জ করতে চান, তা লিখুন।

#৬. পিন দিন: আপনার বিকাশের পিনটি দিন।

#৭. ট্যাপ এন্ড হোল্ড করুন: সবশেষে বিকাশ অপশনের উপর ট্যাপ এন্ড হোল্ড করলে আপনার রিচার্জ সম্পন্ন হয়ে যাবে।

বিকাশ নিয়ে আমাদের অন্যান্য পোস্ট গুলো পড়ুন

বিকাশের বিভিন্ন ব্যবসায়িক একাউন্ট:

১. bkash Personal Retail Accountবিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট খোলার নিয়ম দেখুন
২. bkash Agent Accountবিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম দেখুন
৩. bkash Marchant Accountবিকাশ মার্চেন্ট একাউন্ট খোলার নিয়ম দেখুন

ব্যবসায়িদের জন্য বিকাশের যে একাউন্ট।

আরো পড়ুন

ADVERTISEMENT

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *