সেলফিন থেকে নগদে এড মানি করার নিয়ম

ইসলামী ব্যাংকের সেলফিন ব্যবহার করে কিভাবে নগদে টাকা আনবেন তা জানতে এই পোস্টি সম্পূর্ণ পড়ুন।

ADVERTISEMENT

সেলফিন থেকে নগদে এড মানি করার নিয়ম সহজ। আপনি খুব সহজে যে কোনো সময়ে আপনার ইসলামী ব্যাংকে থাকা টাকা বা সেলফিনে থাকা টাকা নগদে ট্রান্সফার দিতে পারবেন। ২৪/৭ এই সুবিধা আপনি পাবেন।

এই পোস্টে সেলফিন থেকে নগদে এড মানি করার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আসুন দেখে নেয়া যাক একাধিক উপায়ে কিভাবে তা আপনি করতে পারবেন।

ADVERTISEMENT

সেলফিন থেকে নগদে কয়টি উপায়ে এড মানি করা যায়?

সেলফিন থেকে আপনি একাধিক উপায়ে আপনার নগদে এড মানি করতে পারবেন। নিয়ম গুলো হলো:

  • সেলফিন থেকে ফান্ড ট্রান্সফার দিয়ে
  • ভিসা কার্ড থেকে নগদে এড মানি দিয়ে

সেলফিন থেকে নগদে এড মানি করার নিয়ম (Cellfin to nagad)

আপনি সেলফিন থেকে নগদে ফান্ড ট্রান্সফার দিতে পারবেন বা নগদ থেকে এড মানি দিয়ে নগদে টাকা আনতে পারবেন। নগদ ইসলামিক এপ থেকেও আপনি এটি করতে পারবেন। নিয়ম গুলো আপনার সুবিধার্থে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। আসুন নিচে নিয়ম গুলো পর্যায়ক্রমে দেখে নেয়া যাক।

ADVERTISEMENT

সেলফিন থেকে নগদে ফান্ড ট্রান্সফার দেয়ার নিয়ম

নগদে টাকা আনার দরকার হয়ে থাকে তবে ইসলামী ব্যাংকের মোবাইল এপ সেলফিন থেকে নগদে ফান্ড ট্রান্সফার করার মাধ্যমে নগদে টাকা আনা যাবে। টাকা আনার প্রসেস গুলো নিচে তুলে ধরা হলো।

  • এর জন্য প্রথমে সেলফিন এপে লগইন করে নিতে হবে। লগইন করার পর হোম পেজের উপরের দিকে Fund Transfer একটি অপশন দেখতে পাবেন।
  • পরের পেজে বেশ কিছু অপশন আসবে যেখানে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন। এখান থেকে আপনাকে নগদ সিলেক্ট করে নিতে হবে।
  • নগদ অপশনে আসার পর আপনাকে আপনার নগদ নাম্বার দিতে হবে, যেখানে আপনি আপনি আপনার টাকা ট্রান্সফার দিতে চান সেই নাম্বার।
  • নেক্সট আপনাকে আপনার নাম্বার এবং নাম্বারে নগদ একাউন্ট যার নামে খোলা তার নাম দেখাবে। এর নিচে আপনাকে টাকার এমাউন্ট, একটি নোট এবং ৬ ডিজিটের পিন দিয়ে Submit করতে হবে।
  • পরের ধাপে আপনাকে আপনার ট্রান্সফারের একটি ওভারভিউ দেখানো হবে। সব দেখে ঠিকঠাক মনে হলে আপনি আপনার ট্রান্সফারটি Confirm করে দিবেন। সাথে সাথে আপনার টাকা ট্রান্সফার হয়ে যাবে।

সেলফিন ভিসা কার্ড থেকে নগদে এড মানি করার নিয়ম

আপনি যদি নগদে টাকা আনতে চান তবে সরাসরি সেলফিন ভিসা কার্ড থেকে নগদে এড মানি করতে পারবেন। নগদে কিভাবে এড মানি করবেন তা নিচে দেখিয়ে দেয়া হলো।

  • প্রথমে নগদ এপে লগইন করে নিতে হবে (লগইন পিন ভুলে গেলে পিন রিকাভার করে নিন)। নগদ এপের হোম পেজে আসলে সেখান থেকে এড মানি অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর কার্ড টু নগদ সিলেক্ট করে, পরের ধাপে Visa সিলেক্ট করে, তারপর আপনার সামনে পপআপ ম্যাসেজের মাধ্যমে কন্ট্যাক্ট লিস্টের এক্সেস চাইবে, যেখানে Allow দিতে হবে।
  • Allow দেয়ার পর যে নাম্বারে এড মানি দিবেন সেখানে সেই নাম্বারটি দিতে হবে। নম্বার দেয়ার পর কতো টাকা ট্রান্সফার করতে চান তার পরিমাণ এবং একটি মেইল আইডি (অপশনাল) দিতে হবে।
  • তার পর আপনার ভিসা কার্ডের তথ্য দিতে হবে। এর নিচে থাকা Remember me এর বক্সে ক্লিক করলে আপনার কার্ডের তথ্য সেইভ থাকবে, যা পরবর্তিতে ব্যবহার করতে পারবেন। এরপর নিচে থাকা Pay অপশনে ক্লিক করতে হবে।
  • সর্বশেষ ধাপে আপনার নাম্বারে একটি ওটিপি আসবে। এই ওটিপি-টি সাবমিট করে Confirm দিলে আপনার টাকা ট্রান্সফার হয়ে যাবে।

এবার বিপরীত ভাবে কিভাবে নগদ থেকে সেলফিনে টাকা পাঠানো যায় দেখুন।

ADVERTISEMENT

টাকা ট্রান্সফার করার চার্জ কতো?

টাকা ট্রান্সফার করতে নগদ বা সেলফিন আলাদা কোনো চার্জ গ্রাহকদের কাছ থেকে কাটে না। অর্থাৎ এই ট্রান্সফার সম্পূর্ণ ফ্রি।

নগদ সম্পর্কে আরো জানতে পড়ুন নগদ হোম পেজে যেতে ক্লিক করুন bankline এ।

নগদের অন্যান্য পোস্ট গুলো পড়ুন

নগদ টু রকেটনগদ থেকে রকেটে টাকা ট্রান্সফার করার নিয়ম
বিদ্যুৎ বিলনগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম
মালিকানা পরিবর্তননগদ একাউন্টের মালিকানা পরিবর্তন করার নিয়ম
একাউন্ট লক হলেনগদ একাউন্ট লক হলে করনীয়
উদ্দ্যোক্তা একাউন্টনগদ উদ্যোক্তা একাউন্ট খোলার নিয়ম
একাউন্ট বন্ধনগদ একাউন্ট বন্ধ করার নিয়ম
নগদের অন্যান্য পোস্ট
ADVERTISEMENT

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *