নগদ থেকে রকেটে টাকা ট্রান্সফার করার নিয়ম
নগদ থেকে রকেটে টাকা ট্রান্সফার করার নিয়ম খুজছেন? এই পোস্টে আপনি আপনার প্রয়োজনিয় উত্তর পেয়ে যাবেন আশা করছি।
আপনি হয়তো নগদ থেকে রকেটে টাকা ট্রান্সফার করার নিয়ম খুজছেন, কিন্তু পাচ্ছেন না। এখানেও ডাইরেক্ট কোনো ওয়ে না পেলেও আপনার জন্য ইনডাইরেক্ট ওয়ে আছে।
অর্থাৎ আপনি সরাসরি নগদ থেকে রকেটে টাকা ট্রান্সফার না দিতে পারলেও অন্য ভাবে দিতে পারবেন। ইনডাইরেক্ট নিয়ম ফলো করা ছাড়া এই মূহুর্তে আপনার হাতে আর কোনো অপশন নেই নগদ থেকে রকেটে টাকা পাঠানোর জন্য। কারণ সরাসরি Nagad to Rocket টাকা ট্রান্সফার হয় না।
যদিও বর্তমানে বিনিময় সিস্টেম চালু হয়েছে যার মাধ্যমে এমএফএস সার্ভিস গুলোর মধ্যে লেনদেন করা যায়। কিন্তু এর মধ্যে নগদ কে এখনও অন্তর্ভুক্ত করা হয়নি। আশা করা যায় ভবিষ্যতে করা হবে। যখন করা হবে তখন আমি এই পোস্টে তা উল্লেখ করে দিবো এবং নিয়মও দিয়ে দিবো।
এখন আসুন নগদ থেকে রকেটে টাকা ট্রান্সফার করার নিয়ম দেখে নেয়া যাক।
Table of Contents
নগদ থেকে রকেটে টাকা পাঠানোর নিয়ম কি?
যেমনটা বলেছি, আপনি সরাসরি নগদ থেকে আপনার রকেট একাউন্টে টাকা ট্রান্সফার দেয়ার কোনো নিয়ম নেই। কিন্তু আপনি অন্য কোনো উপায় অবলম্বন করে আপনার টাকা ট্রান্সফার দিতে পারবেন। আপনি যেসব উপায়ে নগদ থেকে রকেটে টাকা ট্রান্সফার করতে পারবেন তা হলো:
- ব্যাংকে ট্রান্সফার দেয়ার মাধ্যমে
- কারো সাথে এক্সচেইন্জ করে নেয়ার মাধ্যমে
- ক্যাশ আউট করে
- লাস্ট পয়েন্টটি একটু ভিন্ন, তাই এখানে বলছি না। এটি শেষে আলোচনা করা হবে।
তবে আশা করছি আপনাদের এই কষ্ট করে অন্য উপায়ে টাকা ট্রান্সফার দেয়ার ভবিষ্যতে দরকার হবে না। কারণ বাংলাদেশ ব্যাংকের বিনিময় সার্ভিস তাদের আন্ডারে বিকাশ রকেটের মতো নগদ কেও নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছে।
নগদ থেকে রকেটে টাকা ট্রান্সফার করার নিয়ম গুলোর আলোচনা
উপরে উল্লেখিত নগদ থেকে রকেটে টাকা ট্রান্সফার করার নিয়ম গুলো নিচে পর্যায়ক্রমে ব্যাখ্যা করা হলো। এগুলো নগদ ইসলামিক এপ থেকেও করতে পারবেন।
ব্যাংকের মাধ্যমে যেভাবে টাকা ট্রান্সফার করবেন
নগদে বিভিন্ন ব্যাংকে টাকা ট্রান্সফার দেয়ার সিস্টেম আছে। আপনি এটা করতে পারেন যে আপনার টাকা প্রথমে ব্যাংকে ট্রান্সফার দিতে পারেন। তারপর তা প্রয়োজন হলে রকেটে ট্রান্সফার দিতে পারবেন। অথবা তা ব্যাংক একাউন্টেই রেখে দিতে পারবেন। যেমন আসুন আপনাকে ইসলামী ব্যাংকে টাকা ট্রান্সফার করার নিয়ম দিয়ে বুঝাই।
নগদ থেকে সেলফিনে টাকা ট্রান্সফার করার নিয়ম
নগদ থেকে যদি আপনি ইসলামী ব্যাংকে টাকা ট্রান্সফার করতে চান তবে ইসলামী ব্যাংকের সেলফিনেও টাকা ট্রান্সফার দিতে পারবেন। এর জন্য যা করতে হবে তা হলো:
- প্রথমে আপনার নগদ একাউন্টে লগইন করে নিতে হবে (লগইন পিন ভুলে গেলে পিন রিকাভার করে নিন)।
- তারপর Transfer money তে ক্লিক করতে হবে।
- তারপর আপনার সামনে Visa debit card একটি অপশন আসবে, সেখানে ক্লিক করতে হবে।
- এরপর Card number দিতে হবে। দিয়ে Remember me বক্সে টিক দিয়ে Proceed দিতে হবে।
- এরপর Amount লিখে Next দিতে হবে।
- এরপর Pin দিয়ে Next দিতে হবে।
- Tap and hold to confirm করলে টাকা ট্রান্সফার প্রসেস সম্পন্ন হয়ে যাবে।
কার্ডের মাধ্যমে এই ট্রান্সফারে আপনার কাছ থেকে প্রতি হাজারে ১৫ টাকা চার্জ করবে।
সেলফিন থেকে রকেটে টাকা ট্রান্সফার করার নিয়ম
- প্রথমে সেলফিনে লগইন করুন।
- তারপর Send to other bank এ ক্লিক করুন।
- এখন EFT সিলেক্ট করতে হবে।
- Selected Source এ Cellfin রেখে নিচে Bank name দিবেন Dutch Bangla Bank, তারপর Receiver account type দিবেন MFS Dutch bangla bank ltd. সিলেক্ট করবেন, এরপর Receiver account type দিবেন Saveings account, তারপর Receiver account number আপনার রকেট একাউন্ট নাম্বার, আপনার নাম, এমাউন্ট, রেফারেন্ট এবং সবশেষে আপনার পিন দিয়ে Submit করতে হবে।
- এরপর আপনার তথ্য রিভিউ করে Confirm দিবেন। ব্যাস হয়ে যাবে রকেটে টাকা ট্রান্সফার।
সেলফিন থেকে নগদে আবার নগদ থেকে সেলফিনে টাকা ট্রান্সফার |
কারো সাথে এক্সচেইন্জ করার মাধ্যমে
আপনার আশে পাশে কেউ যদি আপনার সাথে এই শর্তে রাজি হয় যে তারা আপনার নগদের টাকা ব্যবহার করে আপনাকে ক্যাশ টাকা দিয়ে দিবে অথবা তার রকেটের টাকা আপনার একাউন্টে ট্রান্সফার করবে, এমন শর্তে আপনার লেনদেন হতে পারে।
ক্যাশ আউট করে
নগদের এজেন্ট পয়েন্ট থেকে নগদের টাকা ক্যাশ আউট করে তারপর তা রকেটে ক্যাশ ইন করতে পারেন।
অন্য রকম উপায় যা আমি করে থাকি
আমি সচরাচর নগদের টাকা নগদেই রেখে দেই। তারপর অন্য কোথাও থেকে ম্যানেজ করে তা রকেটে ঢোকানোর দরকার হলে ঢুকাই অথবা তা অন্য ভাবে ব্যবহার করি। নগদের টাকা পরবর্তিতে অন্য কোনো কাজে ব্যবহার করে তা পুষিয়ে নেই। যেমন ধরুন শপিং বা নগদে বিদ্যুৎ বিল দেওয়া বা কোনো পেমেন্ট পরিষোধ।
এভাবে যেটি হয়, আপনার টাকার উপর এক্সট্রা খরচ করতে হয়না। অর্থাৎ এখানে আপনাকে দেখা যায় যে ক্যাশ আউট চার্জও দিতে হয় না। তাই এই পদ্ধতি কাজে লাগাতে পারেন।
শেষকথা
নগদ থেকে এখনো সরাসরি রকেটে টাকা পাঠানোর কোনো নিয়ম চালু হয়নি। তবে খুব দ্রুত বিনিময়ের মাধ্যমে চালু হবে বলে আশা করা যায়। তাই বিকল্প হিসেবে উপরে উল্লেখিত নিয়মগুলো ব্যবহার করতে পারেন।
নগদ সম্পর্কে আরো জানতে পড়ুন নগদ। |
নগদের অন্যান্য পোস্ট গুলো পড়ুন
- সোনালী ব্যাংক থেকে রকেটে টাকা ট্রান্সফার
- নগদ একাউন্টের মালিকানা পরিবর্তন করার নিয়ম
- নগদ একাউন্ট লক হলে করনীয়
- নগদ উদ্যোক্তা একাউন্ট খোলার নিয়ম
- নগদ একাউন্ট বন্ধ করার নিয়ম