ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম জেনে নিন

ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম জানতে চান? এখানে বিস্তারিত দেখে নিন ছবি সহ।

ADVERTISEMENT

আপনার যদি ইসলামী ব্যাংকে একাউন্ট থেকে থাকে, তাহলে আপনি আপনার একাউন্টে থাকা টাকা বের করে নিতে পারবেন ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম অনুসরণ করে।

ইসলামী ব্যাংকের এটিএম থেকে টাকা তোলা খুবই সহজ। এখানে কার্ড দিয়ে বা কার্ড ছাড়া এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম অনুসরণ করে খুব সহজেই আপনি টাকা তুলতে পারবেন। এখান থেকে টাকা তুলতে আপনাকে এক্সট্রা কোনো টাকাও দিতে হবে না।

ADVERTISEMENT

এই পোস্টে আমরা দেখবো ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম, CRM ম্যাশিন থেকে কিভাবে আপনি ধাপে ধাপে টাকা বের করতে পারবেন, কার্ড দিয়ে কিভাবে টাকা উঠাবেন এবং কার্ড ছাড়া কিভাবে টাকা উঠাবেন সহ আরো কিছু সম্পর্কিত প্রশ্নের উত্তর। চলুন তাহলে শুরু করা যাক।

ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম (সংক্ষেপে)

ইসলামী ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে পারবেন কার্ড দিয়ে বা কার্ড ছাড়া উভয় নিয়মে। আসুন নিয়ম গুলো সংক্ষেপে জেনে নেয়া যাক। প্রথমে কার্ড দিয়ে ক্যাশ আউট করার নিয়ম।

ADVERTISEMENT
  • বুথে যান
  • CRM ম্যাশিনে কার্ড ঢুকান নিয়ম মেনে
  • গোপন পিন দিন
  • নগদ উত্তোলন সিলেক্ট করুন
  • টাকার পরিমাণ সিলেক্ট করুন
  • নগদ গ্রহণ করুন
  • কার্ড বের করে নিন

কার্ড ছাড়া ইসলামী ব্যাংকের এটিএম থেকে ক্যাশ আউট করার নিয়ম।

  • সেলফিন থেকে টোকেন সংগ্রহ করুন
  • CRM ম্যাশিনে কার্ড বিহীন লেনদেন সিলেক্ট করুন
  • সেলফিন সিলেক্ট করুন
  • সেলফিন একাউন্ট নাম্বার দিন
  • টোকেন নাম্বার দিন
  • এমাউন্ট টাইপ করুন
  • ওটিপি দিন
  • টাকা রিসিভ করুন

কার্ড দিয়ে ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলা

#১. বুথে যান:

প্রথমে আপনার নিকটবর্তি ইসলামী ব্যাংকের বুথে চলে যান আপনার কার্ডটি সঙ্গে নিয়ে।

#২. CRM ম্যাশিনে কার্ড ঢুকান নিয়ম মেনে:

বুথে প্রবেশ করার পর CRM ম্যাশিন যদি খালি থাকে তবে সেখানে গিয়ে আপনার কার্ডটি ম্যাশিনে কার্ড ঢুকানোর স্থানে প্রবেশ করান। প্রবেশ করানোর সময় খেয়াল রাখবেন যেন কার্ডের যে চিপ তা সামনের দিকে উপরের পাশে থাকে। বুঝতে না পারলে ছবিতে লক্ষ করুন।

ADVERTISEMENT
ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম (কার্ড দিয়ে)

#৩. গোপন পিন দিন:

কার্ড ঢুকানোর পর আপনার কার্ডের পিন দিতে বলা হবে। এর জন্য স্ক্রিনে একটি বক্স দেখতে পাবেন। সেখানে পিন দিতে নিচে থাকা কিপেড-এ টাইপ করুন।

ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম (কার্ড দিয়ে)

#৪. নগদ উত্তোলন সিলেক্ট করুন:

এরপর স্ক্রিনে অনেক গুলো অপশন আসবে। নগদ টাকা তুলতে আপনি এই অপশন গুলোর মধ্যে সেই ”নগদ উত্তোলন” অপশনটি সিলেক্ট করুন। অপশনটি সিলেক্ট করতে বরাবর পাশে থাকা বাটনে ক্লিক করুন।

ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম (কার্ড দিয়ে)

#৫. টাকার পরিমাণ সিলেক্ট করুন:

এখন আপনার সামনে কিছু টাকার এমাউন্ট আসবে। আপনার চাহিদা মতো এমাউন্ট থাকলে তা সিলেক্ট করুন অথবা সেখানে “অন্যান্য পরিমাণ” দেয়া থাকবে, যদি আপনি অন্য এমাউন্ট লিখতে চান তবে সেখানে সিলেক্ট করে লিখে দিন। যেমন: এখানে ২০০০ টাকা তুলতে পাশের বাটনে ক্লিক করা হচ্ছে।

ADVERTISEMENT
এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম (কার্ড দিয়ে)

#৬. নগদ গ্রহণ করুন:

আপনার টাকা এখন CRM ম্যাশিনের নির্দিষ্ট স্থান দিয়ে বেরিয়ে আসবে। টাকাটি বুঝে নিন।

এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম (কার্ড দিয়ে)

#৭. কার্ড বের করে নিন:

আপনার লেনদেন সম্পন্ন হওয়ার পর স্ক্রিনে আবার জিঙ্গেস করা হবে, আপনি কি আরো উত্তোলন করতে চান কিনা। যদি চান তাহলে হ্যাঁ দিয়ে পূর্বের উল্লেখিত নিয়ম গুলো আবার অনুসরণ করুন।

আর না হলে না এর পাশে থাকা বাটনে ক্লিক করা মাত্র ম্যাশিন আপনার কার্ডটি বের করে দিবে। আপনি আস্তে করে সেটা বের করে নিয়ে নিতে পারবেন।

এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম (কার্ড দিয়ে)

টাকা তোলার পর আরো কতো টাকা আপনার একাউন্টে আছে তা যদি জানতে চান তবে পড়তে পারেন- ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম এই পোস্টি।

ADVERTISEMENT
আরো পড়ুন- ইসলামী ব্যাংকের চেক লেখার নিয়ম

কার্ড ছাড়া ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলা

#১. সেলফিন থেকে টোকেন সংগ্রহ করুন:

কার্ড ছাড়া টাকা তুলতে হলে আপনার সেলফিন থেকে একটি টোকেন নাম্বার নিতে হবে। এরজন্য যা করবেন:

  • প্রথমে আপনার সেলফিন একাউন্টে লগইন করুন।
  • সেখান থেকে Cash withdraw সিলেক্ট করুন।
  • এরপর ATM সিলেক্ট করুন।
  • এবার Cellfin, Account ও Card অপশন থেকে Account অপশনে ক্লিক করে আপনার টাকার এমাউন্ট ও ছয় ডিজিটের পিন দিয়ে Submit করুন।
ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম (কার্ড ছাড়া সেলফিন থেকে)
  • এরপর আপনাকে আপনার টাকার এমাউন্টি দেখানো হবে। তা দেখে নিয়ে Confirm করুন।
  • Confirm করার পর আপনাকে ৩০ মিনিটের জন্য একটি টোকেন দেয়া হবে। এই টোকেনটি এটিএম থেকে টাকা তুলার জন্য ব্যবহার করুন।

#২. CRM ম্যাশিনে কার্ড বিহীন লেনদেন সিলেক্ট করুন:

বুথে গেলে CRM ম্যাশিন যদি টাচ স্ক্রিন হয় তবে এভাবে স্ক্রিনে “কার্ড বিহীন লেনদেন” সিলেক্ট করুন। আর যদি বাটন হয় তবে “কার্ড বিহীন লেনদেন” এর পাশে থাকা বাটনে ক্লিক করে পরের ধাপে চলে যান।

#৩. সেলফিন সিলেক্ট করুন:

সেলফিন থেকে টোকেন নিয়ে আপনার লেনদেন হচ্ছে, তাই এখানে সেলফিন অপশনটি সিলেক্ট করতে হবে।

ADVERTISEMENT

#৪. সেলফিন একাউন্ট নাম্বার দিন:

এখন আপনার সেলফিন একাউন্ট, অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে এই সেলফিন একাউন্টি খোলা হয়েছে, সেই নাম্বারটি দিতে হবে। কিপেড থেকে নাম্বার টাইপ করে ”পরবর্তি” অপশনে ক্লিক করতে হবে।

#৫. টোকেন নাম্বার দিন:

প্রথম ধাপে আমরা সেলফিন থেকে যে টোকেনটি সংগ্রহ করেছি, সেই টোকেনটি এখন কিপেড থেকে টাইপ করতে হবে। করা হলে “পরবর্তি” লিখা অংশে ক্লিক করতে হবে।

#৬. এমাউন্ট টাইপ করুন:

এই ধাপে আপনাকে সেলফিনে যেই এমাউন্টি টাইপ করেছেন, সেই এমাউন্ট মিল রিখে এখানে টাইপ করতে হবে কিপেড থেকে। এমাউন্ট টাইপ করা হলে “সঠিক” লিখা অংশে ক্লিক করতে হবে।

#৭. ওটিপি দিন:

এরপর আপনার নাম্বারে একটি ওটিপি আসবে। এই ওটিপি কিপেড থেকে টাইপ করে ”পরবর্তি” বাটনে ক্লিক করুন।

#৮. টাকা রিসিভ করুন:

এবার আপনাকে দেখানো হবে যে আপনার ট্রানজেকশন ফি 0.00 টাকা। আপনি তা দেখে নিয়ে হ্যাঁ লিখা বাটনে ক্লিক করলেই CRM ম্যাশিন থেকে আপনার টাকা বেরিয়ে আসবে।

আরো পড়ুন- ইসলামি ব্যাংকগুলো কি ঘুরিয়ে সুদ খায়?

ইসলামী ব্যাংকের এটিএম বুথের লোকেশন

আপনি যখনি কোনো নতুন জায়গায় যান, তখন আপনার জন্য বুথের লোকেশন না জানাটা স্বাভাবিক। তাই আপনি আপনার লোকেশনের কাছাকাছি কোথায় বুথ আছে তা জানতে হয়তো কারো সাহায্য নিতে পারেন অথবা আপনি আপনার মোবাইল থেকে সেটা খুজে বের করতে পারেন।

মোবাইল দিয়ে ইসলামী ব্যাংকের বুথের লোকেশন বের করতে হলে গুগল ম্যাপ থেকে বা সরাসরি গুগলেও যদি লিখেন যে ”Islami bank ATM booth near me” তাহলে Google আপনাকে আপনার নিকটবর্তি কোথায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ আছে তা দেখাবে। ম্যাপের মাধ্যমে রাস্তা চিনে আপনি সেখানে পৌছে যেতে পারবেন।

এটিএম থেকে টাকা তোলার সময় সতর্কতা

  • টাকা তোলার সময় অন্য কারো সাহায্য নেবেন না।
  • সিঙ্গেল CRM ম্যাশিনের ক্ষেত্রে বুথে প্রবেশ করার পর অন্য কেউ যেন বুথে প্রবেশ না করে।
  • একাধিক CRM ম্যাশিনের ক্ষেত্রে বুথে ঢুকার পর অন্য মানুষও থাকতে পারে। সেক্ষেত্রে আপনার পিন বা টাকা নেয়ার বিষয় গুলো সতর্কতার সাথে সম্পন্ন করুন।
  • টাকা তোলার পরে স্লিপ এটিএম বুথে ফেলে আসবেন না।
  • কোনো ভাবেই অন্য কাউকে পিন নম্বর বলবেন না।
  • নতুন কার্ড নেয়ার পর পুরনো কার্ড নষ্ট করে ফেলুন।
আরো পড়ুন- ইসলামী ব্যাংক একাউন্ট থেকে টাকা তোলার নিয়ম

ইসলামী ব্যাংকের এটিএম বুথ নিয়ে আরো কিছু প্রশ্ন এবং উত্তর

কার্ড ছাড়া কি ইসলামী ব্যাংকের এটিএম থেকে টাকা বের করা যাবে?

হ্যাঁ যাবে। এক্ষেত্রে আপনাকে ইসলামী ব্যাংকের মোবাইল এপ সেলফিন ব্যবহার করতে হবে। সেখান থেকে টোকেন সংগ্রহ করে বুথ থেকে কার্ড ছাড়া লেনদেন অপশন বেছে নিয়ে গ্রাহক এটিএম থেকে টাকা বের করতে হবে।

ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে সর্বোচ্চ কত টাকা তোলা যায়?

ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে সর্বোচ্চ কতো টাকা তুলা যাবে তা মূলত কার্ডের ভিন্নতার উপর নির্ভর করে। কার্ডের ভিন্নতা অনুযায়ি ইসলামী ব্যাংকের বুথ থেকে ৫০,০০০ হাজার থেকে ২০০,০০০ টাকা পর্যন্ত উঠানো যাবে।

ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে সর্বনিম্ন কত টাকা তোলা যায়?

এটিএম মেশিনে সচরাচর ৫০০ এবং ১০০০ টাকার নোট থাকে। সেখানে কোন খুচরা না থাকায় আপনি ৫০০ এর গুনক যেকোনো পরিমাণ টাকা উত্তলনে সক্ষম হবেন। যেমন: ৫০০×১=৫০০ টাকা সর্বনিম্ন আর সর্বোচ্চ ২০,০০০ টাকা করে প্রতিবার উত্তোলন করতে পারবেন।

বুথ থেকে রিসিপ্ত সংগ্রহ করলে কি কোনো চার্জ কাটে?

আপনি যদি আপনার লেনদেন সম্পন্ন করার পর বুথ থেকে ফিজিক্যাল রিসিপ্ত সংগ্রহ করেন তবে এর জন্য আপনার একাউন্ট থেকে একটি চার্জ কাটা হতে পারে।

CRM ম্যাশিন থেকে টাকা বের হওয়ার পর তা না নিলে কি হবে?

ম্যাশিন থেকে টাকা বের হওয়ার পর যদি আপনি তা সংগ্রহ না করেন তবে তা আবার আটোমেটিক ভেতরে ডুকে যাবে।

লেনদেন সম্পন্ন করার পর বুথের ভেতর থেকে কার্ড নিতে ভুলে গেলে কি হবে?

কার্ডটি ম্যাশিনের ভেতর চলে যাবে অটোমেটিক। পরে সেটি সংগ্রহ করার জন্য আপনাকে ব্যাংকের শাখায় যোগাযোগ করতে হবে।

বিভিন্ন ব্যাংকের বুথ থেকে টাকা তুলার নিয়ম

যেকোনো ব্যাংকেরএটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম
ডাচ বাংলাডাচ বাংলা ব্যাংকের এটিএম থেকে টাকা তুলার নিয়ম

আরো পড়ুন- ইসলামী ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম

ইসলামী ব্যাংকের অন্যান্য পোস্ট গুলো পড়ুন

ক্যাটাগরিইসলামীক ব্যাংকিং
হাব পোস্টঅনলাইন ব্যাংকিং
হোমে যানbankline
ADVERTISEMENT

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *