ইসলামী ব্যাংকের একাউন্ট খোলার নিয়ম
ইসলামী ব্যাংকের একাউন্ট খোলার নিয়ম খুজছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। এখানে আমি সরাসরি ব্যাংক ভিজিট করে অথবা অনলাইনে ইসলামী ব্যাংকের একটি একাউন্ট করার নিয়ম নিয়ে আলোচনা করেছি।
”ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড” বাংলাদেশে জনপ্রিয় ব্যাংক গুলোর মধ্যে একটি। এই Islami bank খু্বই সুনামের সাথে দির্ঘদিন তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে। কম বেশি সব রকম ব্যাংকিং সুবিধা এখানে তারা সরবরাহ করে থাকে।
IBBL একটি শরিয়া ভিত্তিক ব্যাংক। এই ব্যাংক চেষ্টা করে যতটা সম্ভব সুদ থেকে দূরে থেকে এই ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যায়। আমরা জানি যে সুদ হারাম। এই ব্যাংক তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে যথেষ্টে ভূমিকা রাখছে। আর তাই এই ব্যাংকের অবস্থান সাধারণ মানুষের মধ্যে অন্যরকম।
এখন আপনি ইসলামী ব্যাংকের একাউন্ট খোলার নিয়ম জানতে চাইলে তা নিচে দেখানো পদ্ধতি গুলো অনুসরণ করে খুলে ফেলতে পারবেন। এখানে সরাসরি ব্যাংকে গিয়ে কিভাবে ব্যাংক একাউন্ট করবেন এবং ঘরে বসে অনলাইনে কিভাবে Islami bank account করতে পারবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। চলুন তাহলে দেখে নেয়া যাক।
Table of Contents
ইসলামী ব্যাংক একাউন্ট সুবিধা
- ফ্রি ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন এবং ব্যবহারের সুবিধা।
- একটি ফ্রি ভিসা কার্ড (এপের মাধ্যমে), এবং তা দিয়ে এটিএম বুথ থেকে টাকা তোলার সুবিধা।
- এপ ব্যবহার করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সুযোগ।
- শরিয়া ভিত্তিক ব্যাংকিং লেনদেন।
- বিদেশ থেকে ব্যাংক একাউন্ট করার সুযোগ।
- ঘরে বসে একাউন্ট চেক করার সুবিধা।
- অনলাইনে স্টেটমেন্ট পাওয়ার সুবিধা।
ইত্যাদি।
ইসলামী ব্যাংক একাউন্ট কত প্রকার
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের মাধ্যমে তাদের গ্রাহকদের থেকে আমানত সংগ্রহ করে থাকে। যেমন:
- আল-ওয়াদেহ অ্যাকাউন্টস
- মুদারাবা অ্যাকাউন্টস
আল-ওয়াদেহ অ্যাকাউন্টস
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আল-ওয়াদেহ কারেন্ট একাউন্ট পরিচালনা করে আল-ওয়াদেহর একটি নির্দিষ্ট নীতিতে। ব্যাংক গ্রাহকদের নিজস্ব চাহিদার ভিত্তিতে এই অ্যাকাউন্ট গুলিতে জমা করা অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয়৷
অন্যদিকে ব্যাংক গ্রাহকদের কাছ থেকে অনুমতি নেয় যে ব্যাংক তাদের অর্থ ব্যাংকের কাজে ব্যবহার করতে পারে। গ্রাহকরা তাদের ইচ্ছা অনুযায়ী এই অ্যাকাউন্ট গুলি পরিচালনা করতে পারেন। সাধারণত এই অ্যাকাউন্ট গুলিতে কোন লাভ বিতরণ করা হয় না এবং আমানতকারীরা কোন ক্ষতিও বহন করে না।
মুদারাবা অ্যাকাউন্টস
এই অ্যাকাউন্ট গুলি অনুসারে ব্যাংক হল ‘মুদারিব’ ও গ্রাহকরা হল ‘শাহিব আল-মাল’। আমানতকারীদের পক্ষে, ব্যাংক তাদের জমাকৃত অর্থ বিভিন্ন খাতে বিনিয়োগ করে এবং বছর শেষ হওয়ার পরে মুদারাবা আমানতকারীদের মধ্যে মুদারাবা তহবিল স্থাপনের মাধ্যমে অর্জিত বিনিয়োগ ও আয়ের ন্যূনতম 65% বিতরণ করে।
- আল-ওয়াদেহ কারেন্ট অ্যাকাউন্ট (AWCA)
- মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট (MSA)
- মুদারাবা টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট (MTDR)
- মুদারাবা স্পেশাল নোটিশ অ্যাকাউন্ট (MSNA)
- মুদারাবা হজ সেভিংস অ্যাকাউন্ট (MHSA)
- মুদারাবা স্পেশাল সেভিংস (পেনশন) অ্যাকাউন্ট (MSSA)
- মুদারাবা সেভিংস বন্ড (MSB)
- মুদারাবা মাসিক মুনাফা জমা হিসাব (MMPDA)
- মুদারাবা মুহর সেভিংস অ্যাকাউন্ট (MMSA)
- মুদারাবা ওয়াকফ ক্যাশ ডিপোজিট অ্যাকাউন্ট (MWCDA)
- মুদারাবা এনআরবি সেভিংস বন্ড (এমএনএসবি) অ্যাকাউন্ট
- মুদারাবা ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্ট (MFCD)
- ছাত্রদের মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট (SMSA)
- মুদারাবা কৃষক সেভিংস অ্যাকাউন্ট (MFSA)
মুদারাবা সেভিংস একাউন্ট
মুদারাবা সেভিংস একাউন্ট সাধারণত ইসলামী শরীয়াহর মুদারাবা প্রধানের অধীনে খোলা হয়। উপরোক্ত প্রিন্সিপালের অধীনে এই ব্যাংকে ক্লায়েন্ট হলেন সাহেব-আল মাল এবং ব্যাংক হল মুদারিব।
একাধিক ব্যক্তি একটি মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট যৌথ একাউন্ট হিসাবে পরিচালনা করতে পারেন। একজন নাবালকের পক্ষে তার অভিভাবক একটি মুদারাবা সেভিংস একাউন্ট খুলতে পারেন। সেক্ষেত্রে ব্যাংক-কে অভিভাবকের কাছ থেকে নাবালকের জন্ম তারিখ উল্লেখ পূর্বক একটি ঘোষণাপত্র নিতে হবে।
এই সেভিংস একাউন্ট খুলতে কি কি লাগে
যেসকল জিনিস আপনার থাকতে হবে ব্যাংকে যাওয়ার আগেই এবং তা সাথে করে নিয়ে যেতে হবে তা নিচে উল্লেখ করা হলো।
- অ্যাকাউন্ট খোলার ফর্ম পূরন করতে হবে।
- অ্যাকাউন্টধারীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
- নমিনির ১ কপি ছবি লাগবে।
- জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/ চেয়ারম্যান সার্টিফিকেটের মতো শনাক্তকরণ প্রমাণ লাগবে।
- প্রাথমিক জমা দিতে হবে টাকা ৫০০/- টাকা।
- এবং স্বাক্ষর লাগবে।
ফর্মটি পূরণ করলে আপনার প্রয়োজনীয় কাগজপত্র যেমন ন্যাশানাল আইডি কার্ডের ফটোকপি, ছবি, নমিনির তথ্য ও আইডি এবং নমিনির ছবি সহ সমস্ত কাগজপত্র জমা দিতে হবে।
ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খোলার নিয়ম
ইসলামী ব্যাংকে একাউন্ট খুলার জন্য প্রথমে আপনাকে আপনার এলাকার নিকটবর্তী ইসলামী ব্যাংকের শাখায় প্রয়োজনিয় কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে। ব্যাংক আপনাকে একটি ফরম দিবে। আপনার জাতীয় পরিচয়পত্রের যাবতীয় তথ্যাদি দেখে ফরমটি নিভূল ভাবে পূরণ করতে হবে।
আরো পড়ুন- ইসলামী ব্যাংকে টাকা জমা দেয়ার নিয়ম
অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
ইসলামী ব্যাংকে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সহজ। দেশে সবচেয়ে সহজে একটি ব্যাংক একাউন্ট অনলাইনে খোলা যায় এমন ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংকের নাম প্রথম সারিতে থাকবে। সুতরাং আপনি একটি একাউন্ট খুব সহজে খুলতে পারবেন নিচে দেখানো নিয়ম অনুসরণ করে।
অনলাইনে একাউন্ট খুলতে যা যা লাগবে
অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট করার জন্য আপনার যে সকল জিনিসের প্রয়োজন হবে তা নিচে উল্লেখ করা হলো। এই সকল জিনিস একাউন্ট খোলার প্রকৃয়া শুরু করার আগেই সংগ্রহ করে রাখুন।
- আপনার ভোটার কার্ড।
- আপনার নমিনির ভোটার কার্ড।
- নমিনির এক কপি ছবি মোবাইলে থাকতে হবে।
আপনার নমিনির NID কার্ডের কপি এবং তার এক কপি ছবি আপনি আগেই মোবাইলে সংরক্ষণ করে রাখবেন স্ক্যান করে বা ছবি তুলে। তবে আপনার ছবি এবং ন্যাশনাল আইডি কার্ড গুলোর ছবি সরাসরি তুলতে হবে প্রকৃয়া চলা কালিন।
সেই সাথে যদি আপনার একটি একাউন্ট অলরেডি থেকে থাকে তবে আপনি আরেকটি একাউন্ট একই শাখায় পূনরায় খুলার সুযোগ পাবেন না। তাই এই ক্ষেত্রে চেষ্টা করে লাভ নেই।
অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার পদ্ধতি
প্রথমে মোবাইলে গুগল প্লে-স্টোর থেকে সেলফিন অ্যাপ ইনস্টল করে নিন এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে ছয় ডিজিটের পিন সেট করুন। তারপর নিচে দেয়া প্রকৃয়াটি পর্যায়ক্রমে অনুসরণ করুন।
- সেলফিনে লগ ইন করুন: প্রথমে সেলফিন এপে লগ ইন করুন।
- “Open A/C” এ ক্লিক করুন: লগ ইন করে আপনি ওপেন একাউন্ট “Open A/C” নামে একটি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।
- নোটিশ পড়ে নিন: এখানে আপনার সামনে অটোমেটিক কিছু নির্দেশনা আসবে, সেগুলো পড়ে নিন ও আপনার সেলফিন পিন দিয়ে সাবমিট করুন।
- ব্যাক্তিগত তথ্য দিন: এরপর আপনার কিছু তথ্য দিতে হবে, যেমন: ব্যাঞ্চ সিলেক্ট করতে হবে, বাবার নাম ও মায়ের নাম দিতে হবে, ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করতে হবে, মাসিক ইনকাম কত তা দিতে হবে, ইনকামের উৎস কি তাও দিতে হবে, আপনার পেশা সিলেক্ট করতে হবে, আপনার ঠিকানা সিলেক্ট করতে হবে, পোস্টাল কোডও লিখতে হবে। দেয়া হলে নেক্সট ক্লিক করে পরের ধাপে চলে যেতে হবে।
- একাউন্ট টাইপ সিলেক্ট করুন: এখানে আপনার একাউন্ট টাইপ সিলেক্ট করতে হবে, কি ধরণের একাউন্ট খুলতে চান তা।
- নমিনির ডিটেইলস দিন: তারপর নমিনির ডিটেইলস দিতে হবে। নমিনির নাম, তার বাবা মায়ের নাম, NID নাম্বার, আপনার সথে তার কি সম্পর্ক, এবং তার ঠিকানা সিলেক্ট করতে হবে পোস্টাল কোড সহ। এখানে আপনাকে নমিনির ন্যাশনাল আইডি কার্ড এবং ছবি আপলোড করতে হবে। তার পর নেক্সট দিতে হবে।
- অভিনন্দন আপনাকে: এখন সাথে সাথে আপনার ব্যাংক একাউন্টটি রেডি হয়ে যাবে।
আপনি চাইলে বিদেশে বসেও এই ব্যাংক একাউন্ট খুলতে পারবেন। আর আপনার যদি এনআইডি না থাকে তবে আপনি পড়তে পারেন জন্ম নিবন্ধন দিয়ে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম।
আরো পড়ুন- ইসলামী ব্যাংক একাউন্ট থেকে টাকা তোলার নিয়ম
সেভিংস একাউন্ট মেনটেনেন্স ফি
সেভিংস একাউন্ট মেনটেনেন্স ফি সম্পর্কে জানতে নিচের ছবিটি দেখুন:
আরো জানতে ক্লিক করুন Islami bank Schedule charge।
ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট
স্টুডেন্ট যদি অপ্রাপ্ত বয়ষ্ক হয় বা ১৮ বছরের কম বয়স হয় তবে তার অবিভাবকের প্রয়োজন হবে এবং স্টুডেন্টের স্টুডেন্ট আইডি কার্ড থাকতে হবে। আর যদি প্রাপ্ত বয়ষ্ক হয়ে থাকেন তবে তাও আপনার আইডি কার্ড লাগবে কিন্তু অবিভাবকের প্রয়োজন হবে না।
স্টুডেন্ট একাউন্ট সম্পর্কে আরো জানতে পড়ুন:
যোকোনো ব্যাংকে | স্টুডেন্ট ব্যাংক একাউন্ট খোলার নিয়ম |
ইসলামী ব্যাংকে | ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম |
স্টুডেন্ট একাউন্ট খুলতে কি কি লাগে?
- শিক্ষা প্রতিষ্টানের আইডি কার্ড।
- জন্ম নিবন্ধন বা এআইডি (যে কোনো একটি)।
- পাসপোর্ট সাইজের রঙিন ফটো।
- নমিনির আইডি কার্ড।
- নমিনির পাসপোর্ট সাইজের রঙিন ফটো।
জন্ম নিবন্ধন দিয়ে একাউন্ট খোলার ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদটি অবশ্যই অনলাইন/ডিজিটাল হতে হবে। অনলাইনে জন্ম নিবন্ধন চেক করে দেখে নিতে পারবেন এটি অনলাইন বা ডিজিটাল কিনা।
অনলাইনে স্টুডেন্ট একাউন্ট করার নিয়ম
অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার যে নিয়মটি উপরে দেখানো হয়েছে তা অনুসরণ করেই আপনি একটি স্টুডেন্ট একাউন্ট করে ফেলতে পারবেন। শুধু আপনাকে একাউন্টের ধরণ থেকে স্টুডেন্ট একাউন্ট সিলেক্ট করতে হবে।
ইসলামী ব্যাংকের সেলফিন দিয়ে বিদেশ থেকে একাউন্ট খোলার নিয়ম
এখানে উদাহরণ সরুপ আপনাকে ইসলামী ব্যাংকের একটি একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে কিছু তুলে ধরলাম। ইসলামী ব্যাংকে একটি একাউন্ট খোলার জন্য আপনাকে ইসলামী ব্যাংকের একটি মোবাইল এপ সেলফিন ডাউনলোড করতে হবে। তারপর নিচে দেখানো ভিডিও অনুসারে একাউন্ট খুলে ফেলতে পারেন।
ইসলামী ব্যাংকে একাউন্ট করা নিয়ে প্রশ্ন এবং উত্তর
আপনি ইসলামী ব্যাংক সেভিংস একাউন্টে টাকা রাখলে ৩.৫% হারে মুনাফা পেতে পারেন। এটি মূলত প্রতি ৬ মাস পরপর দেয়া হয়। সেই সাথে আপনাকে দেয়া এই মুনাফার উপরে সরকারি প্রায় ১৫% ভ্যাট কার্যকর হয়ে থাকে।
আপনি আপনার সেলফিন এপের মাধ্যমে আপনার ব্যালেন্স চেক করতে পারবেন। এছাড়া এসএমএস ব্যাংকিং এর মাধ্যমেও আপনি আপনার একাউন্ট চেক করতে পারবেন।
হ্যাঁ পারবে। তবে এর জন্য তার অভিভাবকের দরকার হবে।
৫০০ টাকা ইনিশিয়াল ডিপোজিট করতে হবে একাউন্ট করার জন্য।
ইসলামী ব্যাংকের সেলফিন এপ ব্যবহার করে আপনি ঘরে বসেই ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে পারবেন।
ইসলামী ব্যাংকে চাকরি করাকি হালাল না হারাম জানতে পড়ুন ইসলামী ব্যাংকে চাকরি হালাল হা হারাম।
ইসলামী ব্যাংকের অন্যান্য পোস্ট গুলো পড়ুন
- ইসলামী ব্যাংক লোন সংক্রান্ত যাবতিয় তথ্য
- সহজে ইসলামী ব্যাংকের চেক লেখার নিয়ম
- ইসলামী ব্যাংক ডিপিএস সংক্রান্ত যাবতিয় তথ্যাদি
- বিদেশ থেকে ইসলামী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম
অনলাইনে অন্য ব্যাংকের একাউন্ট খুলার নিয়ম দেখুন
- আল আরাফাহ ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- অনলাইনে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- অনলাইনে শাহজালাল ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- ব্র্যাক ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- ব্যাংক এশিয়া একাউন্ট খোলার নিয়ম
- সিটি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
ক্যাটাগরিতে যান | অনলাইন ব্যাংকিং |
হোমে যান | bankline |