ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
ব্যালেন্স জানতে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম নিয়ে আজকের এই পোস্টটি সাজান হয়েছে। এখানে আপনি আপনার ইসলামী ব্যাংকের একাউন্ট চেক করার একাধিক নিয়ম জানতে পারবেন।
আপনি যদি Islami Bank balance check করতে চান তাহলে আপনার ইসলামী ব্যাংক অনলাইন রেজিস্ট্রেশন করা থাকতে হবে। না থাকলেও সমস্যা নেই। আপনার কাছে যদি রেজিস্ট্রেশন প্রকৃয়া ঝামেলার মনে হয় তবে আপনি অন্য উপায় অবলম্বন করতে পারবেন।
আপনি একাউন্ট চেক প্রায় অনেক গুলো উপায়ে করতে পারবেন। আপনার যদি অনলাইন রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি আপনার IBBL একাউন্টিতে দেখতে পারবেন। এবং ইসলামী ব্যাংক ব্যালেন্স চেক SMS মাধ্যমে করতে পারবেন। অথবা যদি আপনার সেলফিন একাউন্ট থেকে থাকে তবে সেখান থেকেও দেখতে পারবেন।
তাহলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম বা Islami bank Bangladesh online account balance check এর পদ্ধতিগুলো চলুন দেখে নেয়া যাক।
Table of Contents
ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম গুলো বিস্তারিত
Islami bank Bangladesh online account balance check
আপনার ইসলামী ব্যাংক একাউন্ট যদি অনলাইন রেজিস্ট্রেশন করা থাকে তবে আপনি অনলাইনে ব্যালেন্স চেক করতে পারবেন। আর যদি না করা থাকে তবে আপনাকে আগে সেটি করতে হবে। আমি এখানে ধরে নিচ্ছি আপনার করা আছে।
তাহলে প্রথমে আপনাকে ব্যালেন্স চেক করার জন্য আপনার একাউন্টে লগ ইন করতে হবে ibblportal থেকে। তারপর নিচের দেখানো পেজটি আসবে আপনার সামনে।
এখানে দেখানো “Balance” অপশনটি ক্লিক করুন। ক্লিক করার পর আপনার সামনে আপনার ব্যালেন্স প্রদর্শিত হবে।
আর একাউন্ট অনলাইন রেজিস্ট্রেশন করতে কি কি করতে হবে তা নিয়ে আমাদের একটি পোস্ট আছে। আপনি চাইলে এখানে দেয়া লিংকে ভিজিট করে পড়ে আসতে পারেন।
আরো পড়ুন- অনলাইনে সোনালী ব্যাংকের একাউন্ট খোলার নিয়ম।
মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
Cellfin থেকে চেক করার নিয়ম
একটি এপ আছে, নাম “Cellfin”, যেটির মাধ্যমে আপনি সহজেই আপনার একাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন। এই এপটি আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। করার পর এর সাথে আপনার একাউন্টটি সংযুক্ত করে নিতে হবে।
একাউন্টি যুক্ত থাকলে, প্রথমে আপনি Cellfin এ লগ ইন করুন। লগ ইন করার পর অনেক গুলো অপশন দেখতে পাবেন। সেখানে একটি অপশন থাকবে “Bank A/C”, এতে ক্লিক করুন।
ক্লিক করার পর আপনার ব্যাংক একাউন্টি প্রদর্শিত হবে। সেই একাউন্টে ক্লিক করলে আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন।
IBBL Smart App থেকে চেক করার নিয়ম
এই এপের মাধ্যমে ব্যালেন্স চেক করতে হলে, আগে এপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর আপনার একাউন্ট অনলাইন রেজিস্ট্রেশন করা থাকলে তা এই এপটিতে সংযুক্ত করে নিন। এক্ষেত্রে আপনার একাউন্ট অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন করা থাকতে হবে।
প্রথমেই এপটিতে লগ ইন করে নিতে হবে। তারপর আপনার সামনে অনেক গুলো অপশন আসবে। এখানে “Account Service” নামে একটি অপশন পাবেন। এই অপশনে এ ক্লিক করুন।
“Account Service” এ ক্লিক করার পর আপনার সামনে “Balance Enquiry” একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলেই আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন।
ইসলামী ব্যাংক ব্যালেন্স চেক SMS এর মাধ্যমে
যে কোনো অপারেটর থেকে
আপনার কাছে যদি অন্য দুটি উপায় ঝামেলার মনে হয়, আপনি যদি আরো সহজেই আপনার ব্যালেন্স জানতে চান। অথবা আপনার কাছে ইন্টারনেট কানেকশন না থাকে, তবে আপনি ব্যালেন্স জানতে পারবেন সরাসরি SMS করার মাধ্যমে।
Sms এর মাধ্যমে জানতে লিখুন IBB<space>BAL তারপর সেন্ড করুন 26969 তে। তারপর তারা একটি ফিরতি SMS আপনাকে পাঠাবে ব্যাংক। এই SMS এ আপনি আপনার ব্যালেন্স জানকে পারবেন।
গ্রামীন সিম অপারেটর থেকে
আপনি যদি গ্রামীন সিম থেকে দেখতে চান, তাহলে আপনাকে আরেকটি নাম্বারে এই SMS টি করতে হবে। এখানে আপনি একই ভাবে লিখুন IBB<space>BAL তারপর সেন্ড করুন 16259 নাম্বারে এ। তারপর ফরতি SMS এ ব্যাংক আপনাকে আপনার ব্যালেন্স জানিয়ে দিবে।
বিদেশ থেকে জানতে
যদি আপনি দেশের বাহিরে থেকে SMS এর মাধ্যমে জানতে চান তবে আপনাকে ভিন্ন একটি নাম্বার ব্যাবহার করতে হবে। এখানে আপনি আবারো একই ভাবে লিখুন IBBl<space>BAL তারপর ভিন্ন একটি নাম্বার ব্যাবহার করুন, আর নাম্বার টি হল (+8801714006969)।
শাখায় কল করে
আপনি আপনার শাখায় কল করলেও সেখান থেকে আপনি আপনার ব্যালেন্স সম্পর্কে জানত পারবেন।
ভিডিওতে দেখুন একাউন্ট চেক করার নিয়ম
প্রশ্ন ও উত্তর
ইসলামী ব্যাংক একাউন্ট চেক করতে কি কোনো চার্জ লাগে?
- Sms এর চার্জ প্রযোজ্য হবে।
- শর্ত প্রযোজ্য।
- অনলাইনে চেক করতে কোনো প্রকার চার্জ কাটা হয় না।
অনলাইনে একাউন্ট চেক করতে কি একাউন্ট রেজিস্ট্রেশন করা থাকা লাগে?
হ্যাঁ। অনলাইনে একাউন্ট চেক করতে চাইলে আপনার একাউন্ট টি অনলাইন রেজিস্টারড থাকা লাগবে। এখান থেকে ইসলামী ব্যাংক অনলাইন রেজিস্ট্রেশন সম্পর্কে জেনে নিতে পারবেন।
এবং অন্যান্য ব্যাংকের একাউন্ট চেক করার নিয়ম দেখুন।
আরো জানতে যোগাযোগ করুন
আরো পড়ুন– অনলাইন ব্যাংকিং নিয়ে
Thank you
Assalamu alaikum
Owalamikum salam