বিকাশ একাউন্ট কার নামে আছে তা যেভাবে দেখবেন

বিকাশ একাউন্ট কার নামে আছে তা জানার উপায় খুজছেন? এই পোস্টে আমরা দেখবো কিভাবে সহজে আপনার বিকাশ একাউন্ট কার নামে খোলা তা বের করা যায়।

ADVERTISEMENT

পূর্বে বা এখনো অনেক সময় আমরা বিভিন্ন কারণে হয়তো অন্য কারো এনআইডি ব্যবহার করে আমাদের বিকাশ একাউন্ট করে থাকি। কিন্তু পরে তা ভুলে যাই যে বিকাশ একাউন্ট কার নামে আছে, কার এনআইডি ব্যবহার করে আমরা বিকাশ একাউন্টি খুলেছিলাম। অনেক সময় বিকাশ একাউন্টের মালিকানা পরিবর্তন করার জন্যও আমাদের তা জানা দরকার হয়।

যাই হোক। এই পোস্টে আমরা দেখবো বিকাশ একাউন্ট কার নামে আছে তা সহজে বের করার উপায় কি তা। চলুন তাহলে শুরু করা যাক।

ADVERTISEMENT

বিকাশ একাউন্ট কার নামে আছে তা বের করার উপায়

বিকাশ একাউন্ট কার নামে আছে তা আপনি সরাসরি বিকাশ থেকে জানতে পারবেন না। আপনি যদি একাউন্টের মালিক সম্পর্কে জানতে কাস্টমার কেয়ারেও ফোন করেন তবুও তারা আপনাকে মালিকের নাম বলবে না। তাই আপনাকে ভিন্ন কিছু মাধ্যম, যেমন ধরুন সেলফিনের বা কোনো মাধ্যমের সহযোগিতা নিতে হবে। এর মাধ্যমে আপনি বিকাশের একাউন্ট কার নামে তা বের করতে পারবেন।

আসলে বিকাশ একাউন্টে সেফটির জন্য কাস্টমার কেয়ার সচরাচর নাম বলবে না। আবার বিকাশ এপ ব্যবহার করেও আপনি জানতে পারবেন না যে আসলে একাউন্টি কার এনআইডি ব্যবহার করে করা হয়েছে।

ADVERTISEMENT

তাই আপনি সরাসরি বিকাশ থেকে বিকাশ একাউন্ট কার নামে তা জানার চেষ্টা করে লাভ হবে না। এখন তাহলে যেসকল উপায় অবলম্বন করবেন তা নিচে দেখে নিন।

যেভাবে বিকাশ একাউন্ট কার নামে তা বের করা যাবে

আপনি চাইলে একাধিক উপায়ে বিকাশ একাউন্ট কার নামে তা বের করতে পারবেন। নিয়ম গুলো হলো:

এখানে উল্লেখিত নিয়ম গুলো ছাড়াও খুজলে হয়তো আরো নিয়ম পাওয়া যেতে পারে। তবে আমার কাছে মনে হয় এই নিয়ম গুলোর মধ্যে সবচেয়ে সহজ হলো ইসলামী ব্যাংকের সেলফিন ব্যবহার করে বিকাশ কার নামে খোলা তা দেখে নেয়া।

ADVERTISEMENT

এছাড়া আপনার কাছে যদি ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এর এক্সেস থাকে তবে হয়তো তা আপনার জন্য সহজ হতে পারে। আর ধরুন হয়তো আপনার কাছে ব্র্যাক ব্যাংকের কোনো একাউন্ট নেই। তাই ইন্টারনেট ব্যাংকিং এরও কোনো এক্সেস নেই।

তবে আপনি যা করতে পারেন তা হলো, আপনার পরিচিত কারো যদি এই ব্র্যাক ব্যাংক একাউন্ট থেকে থাকে এবং তার ইন্টারনেট ব্যাংকিং এর এক্সেসও থেকে থাকে, তবে আপনি তার সহযোগিতা নিতে পারেন।

সেলফিন ব্যবহার করে বিকাশ কার নামে তা বের করুন

আপনার যদি সেলফিন একাউন্ট করা থাকে তবে সেখান থেকে খুব সহজে আপনার বিকাশ কার নামে খোলা তা বের করে ফেলতে পারবেন। আর যদি আপনার কোনো সেলফিন একাউন্ট না করা থাকে তবে কোনো সমস্যা নেই। আপনি তা ঘরে বসেই খুব সহজে প্লে-স্টোর থেকে ডাউনলোড করে একাউন্ট করে নিতে পারবেন। একাউন্ট করার নিয়ম পরে দেখানো হয়েছে। এখন আসুন দেখে নেয়া যাক কিভাবে সেলফিনে বিকাশ কার নামে তা চেক করবেন।

ADVERTISEMENT

#১. সেলফিনে লগইন করুন: প্রথমে সেলফিনে আপনার মোবাইল নাম্বার, যে নাম্বার দিয়ে সেলফিন একাউন্ট করেছেন তা, এবং আপনার সেলফিনের পাঁচ ডিজিটের গোপন পিন দিয়ে লগইন করে নিন।

সেলফিন ব্যবহার করে বিকাশ কার নামে তা বের করুন

#২. ফান্ড ট্রান্সফার অপশনে যান: সেলফিনে লগইন করার পর আপনার সামনে সেলফিনের হোম পেজ ওপেন হবে। হোম পেজ থেকে Fund Transfer অপশনটি খুজে নিতে হবে আপনাকে। এটি পেয়ে যাবেন হোম পেজের একদম উপরের দিকে। এই ফান্ড ট্রান্সফার অপশনটি ক্লিক করে পরবর্তি ধাপে চলে যান।

সেলফিন ব্যবহার করে বিকাশ কার নামে তা বের করুন

#৩. বিকাশ সিলেক্ট করুন: এরপর আপনি কোথায় ফান্ড ট্রান্সফার করতে চান তা সিলেক্ট করতে হবে। যেহেতু আমাদের বিকাশে কাজ আছে, তাই বিকাশ অপশনটি সিলেক্ট করুন। বিকাশ অপশনটি পেয়ে যাবেন পেজটির একদম নিচের দিকে।

বিকাশ কার নামে তা বের করুন

#৪. বিকাশ নাম্বার দিন: এবার আপনার সামনে একটি খালি বক্স আসবে। এই বক্সে আপনাকে আপনার বিকাশ নাম্বার দিতে হবে। অর্থাৎ আপনি যে নাম্বারটি চেক করতে চাচ্ছেন, যে নাম্বারটিতে কার নামে বিকাশ খোলা তা জানতে চাচ্ছেন, সেই নাম্বারটি এই খালি বক্সে দিয়ে দিয়ে দিন। দেয়া হলে Next এ ক্লিক করুন।

ADVERTISEMENT
বিকাশ কার নামে তা বের করুন

#৫. বিকাশ কার নামে তা দেখে নিন: এবার ফাইনালী আপনার সামনে চলে আসবে বিকাশ একাউন্ট কার নামে করা তার নাম। এখানে বিকাশ একাউন্ট নাম্বার এবং বিকাশ একাউন্ট যার এনআইডি দিয়ে করা তার নাম নাম চলে আসবে। সুতরাং নাম দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে বিকাশ একাউন্টি কার এনআইডি দিয়ে করা।

সেলফিন ব্যবহার করে বিকাশ কার নামে বের করুন

আরো পড়ুন- বিকাশ থেকে সেলফিনে টাকা পাঠানোর নিয়ম

সেলফিন একাউন্ট না থাকলে যেভাবে একাউন্ট করবেন

#১. এপ ডাউনলোড এবং ইন্সটল করতে হবে: প্রথমে আপনাকে প্লে-স্টোর থেকে সেলফিন এপ ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর ওপেন করে তা ইন্সটল করে নিন।

ADVERTISEMENT

#২. নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে: আপনি যেহেতু নতুন একাউন্ট খোলার জন্য চাচ্ছেন, তাই সেলফিনে ঢুকার পর নিচে লিখা “Don’t have a cellfin account” এর নিচে Registered একটি অপশন থাকবে, এতে ক্লিক করুন।

#৩. খুলতে পারবেন দেশ এবং বিদেশ থেকেও: ক্লিক করার পর আপনার সামনে দুটি অপশন আসবে। Bangladesh অথবা Abroad, এখান থেকে আপনাকে একটি সিলেক্ট করতে হবে। আপনি যদি বাংলাদেশ থেকে করেন তবে Bangladesh দিন। আর আপনি যদি বিদেশ থেকে করেন তবে Abroad দিন।

#৪. লাগবে এনআইডি অথবা ব্যাংক একাউন্ট: আপনার যদি একটি ব্যাংক একাউন্ট থাকে তবে আপনি তা দিয়েই একাউন্ট করতে পারবেন। আর যদি না থাকে তাহলে আপনার দরকার হবে এনআইডি কার্ড। তবে ব্যাংক একাউন্ট দিয়ে করতে হলে আপনাকে ব্যাংকে যেতে হবে বা ইসলামী ব্যাংকের কাস্টমার কেয়ারে কল করতে হবে।

কাস্টমার কেয়ারে কল করলে তারা আপনার একাউন্টের কিছু তথ্য চাইবে। সবঠিক থাকলে তারা অপনার একাউন্ট দিয়ে সেলফিন খুলার অনুমতি দিবে। আর যদি এনআইডি দিয়ে করেন তবে তা আপনি ঘরে বসেই করতে পারবেন, কল দেয়া ছাড়াই।

#৫. সিম অপারেটর এবং পিন রেজিস্টার করতে হবে: এই ধাপে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে। তার আগে আপনার সিম অপারেটর কি তা সিলেক্ট করে নিন। তারপর সেলফিনের জন্য একটি পিন বাছাই করে নিন এবং তারপর শেষে থাকা রেজিস্টারে ক্লিক ক্লিক করুন।

#৬. ওটিপি সাবমিট করতে হবে: এখন আপনার সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি সাবমিট করুন।

#৭. এনআইডি আপলোড করতে হবে: এর পর আপনার এনআইডি আপলোড করার অপশন আসবে। এনআইডি আপলোড করার জন্য Font NID অথবা Back NID তে ক্লিক করলে তা দুই ভাবে আপলোড করার অপশন আসবে। আপনি এখানে চাইলে আপনার এনআইডি সরাসরি ছবি তুলে আপলোড করতে পারবেন অথবা মোবাইলে ছবি থাকলে তাও আপলোড করতে পারবেন। করা হলে Confirm upload দিন।

#৮. কিছু তথ্য রিভিউ এবং কিছু তথ্য দিতে হবে: নেক্সট ধাপে আসলে আপনি আপনার কিছু তথ্য দেখতে পাবেন, যা এনআইডি থেকে অটোমেটিক ফিলআপ হবে। তবে নিচে কিছু তথ্য আপনাকে ফিলআপ করতে হবে। এখানে আপনার বর্তমান ঠিকানা, লিঙ্গ, আপনার পেশা এগুলো দিয়ে সিলেক্ট করে Next এ ক্লিক করতে হবে।

#৯. ছবি আপলোড করতে হবে: এখন আপনার ছবি আপলোড করার জন্য সেলফি তুলার অপশন দিবে। এখানে আপনার কাছে ছবি তুলতে ক্যামেরা ব্যবহারের অনুমতি চাইলে Allow দিয়ে দিন। তারপর ছবি তুলার সময় ফেইস ডানে বামে উপর নিচে করলে ও চোখের পলক ফেললে অটোমেটিক ছবি উঠে যাবে।

ছবি ভালো না হলে রিটেক নিতে পারেন। প্রয়োজন অনুযায়ি ছবি কেটেও নেয়া যাবে। সব ঠিক থাকলে Confirm upload এ ক্লিক করতে হবে।

#১০. প্রোফাইল ইনফর্মেশন দিতে হবে: তার পর আপনার প্রোফাইলের জন্য আপনার যে নাম প্রদর্শিত করাতে চান তা দিন। একটি মেইল দিতে হতে এবং একটি রেফারেল মোবাইল নাম্বার, অর্থাৎ কারো যদি সেলফিন একাউন্ট থেকে থাকে তবে তার নাম্বার দিতে পারেন। না থাকলে বাসার কারো নাম্বার দিতে পারেন। তারপর Terms and Conditions একটি লিংক দেয়া থাকবে। সেখান থেকে টার্মস এবং কন্ডিশনস গুলো পড়ে নিতে পারেন। পড়া হলে Next দিন।

#১১. Congratulations!: এখানে আপনার একাউন্ট সম্পন্ন হওয়ার ম্যাসেজ পাবেন। এরপর লগইন দিলে আপনার মোবাইল নাম্বার এবং ৬ ডিজিটের পিন সাবমিট করে আপনার একাউন্টে লগইন করতে পারবেন।

আরো পড়ুন- ভিসা কার্ড থেকে বিকাশে টাকা আনার নিয়ম

ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে বিকাশ কার নামে দেখুন

বিকাশের একাউন্ট কার নামে খোলা হয়েছে তা জানার আরেকটি উপায় হলো ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং। ব্র্যাক ব্যাংকের আস্থা ওয়েব সাইট থেকে এটি চেক করা যাবে। এর জন্য যা যা করতে হবে:

#১. ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটে লগইন করুন: প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে আস্থা ওয়েবসাইটে আপনার একাউন্টে লগইন করুন।

#২. ট্রান্সফার অপশনে যান: ওয়েব সাইটে আসার পর উপরের দিকে বেশ কিছু অপশন দেখতে পাবেন। তার মধ্যে ট্রান্সফার (Transfer) অপশনটি ক্লিক করতে হবে।

#৩. মোবাইল ওয়ালেট থেকে বিকাশ অপশনে যান: ট্রান্সফার অপশনে ক্লিক করার পর হাতের বাম পাশে মোবাইল ওয়ালেট (Mobile wallet) নামে একটি অপশন দেখতে পাবেন। মোবাইল ওয়ালেটে ক্লিক করলে বিকাশ রকেট সহ বেশ কিছু অপশন আসবে। তার মধ্যে আপনি বিকাশ সিলেক্ট করুন।

#৪. One time payment সিলেক্ট করুন: এবার ওয়ান টাইম পেমেন্ট সিলেক্ট করুন।

#৫. Pay to Bkash account এ বিকাশ নাম্বার দিন: Pay to Bkash account অপশনে যে নাম্বারের বিকাশ একাউন্ট কার নামে খোলা তা চেক করতে চাচ্ছেন সে বিকাশ একাউন্ট নাম্বারটি দিন।

#৬. বিকাশ একাউন্ট কার নামে তা দেখে নিন: বিকাশ নাম্বার দেয়ার পর, নাম্বারের বক্সের বাইরে ক্লিক করুন। এখন একটু সময় নিয়ে, তারপর বিকাশ একাউন্টধারীর নাম নিচে আরেকটি বক্সে চলে আসবে।

প্রশ্ন এবং উত্তর

কাস্টমার কেয়ার থেকে কি জানা যাবে যে বিকাশ একাউন্টি কার নামে আছে?

না, কাস্টমার কেয়ার থেকে এই ব্যাপারে আপনি কোনো সহযোগিতা পাবেন না। তারা সচরাচর ফোনে আপনাকে এই ব্যাপারে বলবে না। তবে আপনি যদি তাদের অফিস ভিজিট করেন এবং আপনার প্রয়োজনিয় কিছু ডকুমেন্টস দেখাতে পারেন তবে আপনাকে এই ব্যাপারে সহযোগিতা করবে।

সহজে ঘরে বসে বিকাশ একাউন্টের মালিক কে তা জানার উপায় কি?

আপনি সহজে ইসলামী ব্যাংকের মোবাইল এপ সেলফিন ব্যবহার করে ঘরে বসেই বিকাশের মালিকের নাম বের করতে পারবেন। এছাড়াও আরো কিছু মাধ্যম ব্যবহার করে আপনি তা করতে পারবেন।

শেষকথা

বিকাশ একাউন্ট কার নামে খোলা তা জেনে রাখা ভালো। কেননা যদি কখনো আপনার একাউন্টে কোনো প্রকার সমস্যা হয়, তবে আপনি যদি তা সমাধান করতে চান কাস্টমার কেয়ারের মাধ্যমে, তবে আপনাকে আপনার একাউন্টের মালিক সম্পর্কে জানতে হবে। একাউন্টের মালিক সম্পর্কিত তথ্য তারা প্রায় যেকোনো সমস্যার সমাধানে চাইতে পারে।

আবার আপনি যদি আপনার একাউন্টের মালিক না হোন বা আপনার একাউন্টের মালিক যদি অন্য কেউ হয়ে থাকে তবে কিন্তু আপনার একাউন্ট তিনি বন্ধ করে দেয়ার ক্ষমতা রাখেন। এক্ষেত্রে আপনি কিছুটা রিস্কে থাকবেন।

তাই আপনার উচিত উপরে দেখানো উপায়ে আপনার বিকাশ একাউন্টি কার নামে খোলা হয়েছে তা আগে থেকেই জেনে রাখা। প্রয়োজনে আপনি আপনার একাউন্টের মালিকানাও পরিবর্তন করতে পারেন। অথবা বিকাশ একাউন্ট নাম্বার পরিবর্তন করতে পারেন।

বিকাশ নিয়ে আমাদের অন্যান্য পোস্ট গুলো পড়ুন

ক্যাটাগরিতে যানbkash
হোমে যানbankline
ADVERTISEMENT

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *