সেলফিন থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম জেনে নিন

আপনি চাইলে সেলফিন থেকে সরাসরি আপনার মোবাইলে রিচার্জ নিতে পারবেন। কিভাবে তা জানতে এই আর্টিকেলটি পড়ুন।

ADVERTISEMENT

সেলফিন থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম খুবই সহজ। মাত্র কয়েকটি ধাপে আপনি এটি করতে পারবেন। তবে Cellfin থেকে রিচার্জ করার আগে আপনার সেলফিন একাউন্টে ব্যালেন্স রাখতে হবে। আর সেলফিনে একটি বড় সুবিধা হলো, যদি সেলফিনে টাকা না থাকে তবে আপনি আপনার ইসলামী ব্যাংক একাউন্ট থেকে সেলফিনে টাকা আনতে পারবেন।

যাই হোক। এই পোস্টে আমরা দেখবো সেলফিন থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম কি তা এবং আপনার সম্ভাব্য কিছু প্রশ্নের উত্তর। চলুন তাহলে শুরু করা যাক।

ADVERTISEMENT

সেলফিন থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম

সেলফিন থেকে রিচার্জ করতে হলে মোবাইল টপ আপ থেকে আপনার সোর্স সিলেক্ট করে আপনার নাম্বার এবং অপারেটর কি তা দিয়ে আপনার রিচার্জ এমাউন্ট লিখুন। তারপর পিন দিয়ে রিচার্জ Confirm করুন। চলুন একনজরে আবার দেখে নেয়া যাক।

  • সেলফিন অ্যাপসে লগইন করুন,
  • Mobile top up অপশনে ক্লিক করুন,
  • রিচার্জ সোর্স সিলেক্ট করুন,
  • মোবাইল নাম্বার দিন,
  • সিম টাইপ সিলেক্ট করুন (প্রিপেইড/পোস্টপেইড),
  • সিমের অপারেটর সিলেক্ট করুন,
  • রিচার্জ এমাউন্ট লিখুন,
  • সেলফিন অ্যাকাউন্টের পিন নাম্বার দিন,
  • Submit বাটনে ক্লিক করুন,
  • সবশেষে প্রিভিউ দেখে সবকিছু ঠিক থাকলে Confirm বাটনে ক্লিক করুন।

রিচার্জ করতে সেলফিনে নিশ্চই আপনার একাউন্ট থাকতে হবে। আর যদি আপনার একাউন্ট না থাকে তবে দেখে নিন সেলফিন একাউন্ট খোলার নিয়ম। সেই সাথে রিচার্জ করার সময় সেলফিনে ব্যালেন্সও থাকতে হবে। ব্যালেন্স নিতে পারবেন ইসলামী ব্যাংকের একাউন্ট থেকে বা অন্য কোনো সেলফিন থেকে ট্রান্সফার দিয়ে। রিচার্জ করার নিয়ম আপনার সুবিধার্থে সেলফিন থেকে স্ক্রিন শর্ট নিয়ে নিচে দেয়া হলো।

ADVERTISEMENT

সেলফিন থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম (ধাপে ধাপে)

ইসলামী ব্যাংকের সেলফিন একাউন্ট থেকে রিচার্জ করার জন্য আপনাকে যে প্রধান তিনটি ধাপ অনুসরণ করতে হবে তা আমি এখানে ছবি সহ তুলে ধরলাম। এখানে আপনার সবার প্রথমে আপনি আপনার সেলফিন একাউন্টে লগইন করে নিন। তারপর নিচে দেখানো নিয়মগুলো অনুসরণ করুন।

ধাপ 1: সেলফিন এপের ”মোবাইল টপ আপ” অপশনে যান

CellFin এর মাধ্যমে আপনার মোবাইল ফোন রিচার্জ করার জন্য প্রথমে আপনার মোবাইল থেকে CellFin এপে প্রবেশ করুন। এপে প্রবেশ করার পর হোম পেজে একটি অপশন “Mobile top up” দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।

সেলফিন থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম

ধাপ 2: রিচার্জের সোর্স, নাম্বার, এমাউন্ট, পিন এবং অন্যান্য তথ্য দিন

এবার রিচার্জ করার জন্য আপনার সোর্স সিলেক্ট করুন, যেমন Cellfin নাকি Account, যেখান থেকে রিচার্জ করতে চান সেটি সিলেক্ট করুন।

ADVERTISEMENT

তারপর আপনার নাম্বার লিখুন এবং এটি কোন অপারেটরের সিম তা সিলেক্ট করুন। সেই সাথে Prepaid নাকি Postpaid তাও সিলেক্ট করতে পারবেন।

সিলেক্ট করা হলে আপনার রিচার্জের এমাউন্ট লিখুন। তারপর আপনার সেলফিনের ছয় ডিজিটের পিন নাম্বার দিয়ে Submit দিন।

সেলফিন থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম

ধাপ 3: সেলফিনে রিচার্জ Confirm করুন

Submit দেয়ার পর আপনার রিচার্জের একটি ওভারভিউ দিবে। এখানে সবকিছু ঠিক আছে কিনা তা দেখে নিয়ে আপনাকে Confirm করতে হবে।

ADVERTISEMENT
মোবাইল রিচার্জ

এরপরই আপনার রিচার্জ করা সম্পন্ন হয়ে যাবে এবং নিচের মতো Congratulations ম্যাসেজ দেখাবে।

মোবাইল রিচার্জ

এভাবে আপনি আপনার সেলফিন একাউন্ট থেকে যেকোনো সময় যেকোনো জায়গা থেকে আপনার মোবাইল নাম্বারে রিচার্জ করে নিতে পারবেন খুব সহজে।

সেলফিনে ব্যালেন্স না থাকলে করণীয়

আপনার সেলফিন একাউন্টে যদি টাকা না থাকে তবে আপনি আপনার ইসলামী ব্যাংকের একাউন্ট থেকে আপনার সেলফিনে টাকা ট্রান্সফার দিতে পারেন। ট্রান্সফার দেয়ার নিয়ম নিচে দেখানো হলো:

  • প্রথমে আপনার সেলফিন একাউন্টে লগ ইন করুন,
  • তারপর হোম পেজে একদম উপরে “Add Money” অপশনে ক্লিক করুন,
  • “Select Source” থেকে “Account” সিলেক্ট করুন,
  • তারপর টাকার এমাউন্ট লিখে “Submit” দিন,
  • শেষ ধাপে আপনার তথ্য গুলো দেখে নিয়ে “Confirm” করলেই এড মানি সম্পন্ন হবে,
  • এমাউন্ট যদি বড় হয় তবে ওটিপি আসবে আপনার সেলফিন নাম্বারে, তা দিয়ে সাবমিট করলে এড মানি সম্পন্ন হয়ে যাবে।

শেষকথা

সেলফিনের মাধ্যমে আপনার মোবাইল ফোন রিচার্জ করা একটি সহজ এবং সুবিধাজনক প্রক্রিয়া। আপনি শুধু তিনটি সহজ ধাপ অনুসরণ করে মাত্র কিছু সময়ের মধ্যে আপনার সিমে রিচার্জ করতে পারবেন। রিচার্জ করার জন্য আপনাকে কষ্ট করে দোকানে বা ব্যাংকেও যেতে হবে না।

ADVERTISEMENT

এখানে আপনি আপনার সুবিধা মতো যেকোনো এমাউন্ট রিচার্জ করতে পারবেন। তবে সেলফিন বা একাউন্ট অথবা কার্ড, যেখান থেকেই রিচার্জ করেন না কেন, আগে এটা নিশ্চিত করে নিন যে সেই সোর্সে ব্যালেন্স আছে। ব্যালেন্স থাকলে যেকোনো এমাউন্ট যেকোনো সময়ে আপনি রিচার্জ করতে পারবেন।

অপারেটর ভেদে সর্বোনিন্ম এমাউন্ট ভিন্ন হয়ে থাকে, যেমন আপনি টেলিটকে ১০ টাকা রিচার্জ করতে পারলেও রবিতে ২০ টাকার কম রিচার্জ হয় না। এটি মাথায় রেখে রিচার্জ করতে পারেন। রিচার্জ সম্পন্ন হলে আপনার নাম্বারে একটি এসএমএস আসার মাধ্যমে আপনাকে কনফার্ম করা হবে।

সেলফিন থেকে রিচার্জ সম্পর্কিত প্রশ্ন এবং উত্তর

সেলফিন দিয়ে ব্যাংক একাউন্ট থেকে কি রিচার্জ করা যায়?

হ্যাঁ, যায়। আপনার ইসলামী ব্যাংক একাউন্ট থেকে আপনি সরাসরি আপনার সিমে টাকা রিচার্জ করতে পারবেন। এর জন্য আপনাকে সোর্স সিলেক্ট করার সময় একাউন্ট সিলেক্ট করতে হবে।

ADVERTISEMENT
সর্বোচ্চ কতো টাকা সেলফিন থেকে রিচার্জ করা যায়?

যেকোনো এমাউন্ট আপনি যেকোনো সময় রিচার্জ করতে পারবেন। এখানে নির্দিষ্ট কোনো লিমিট দিয়ে দেয়া হয়নি।

রিচার্জ করার জন্য কি সেলফিনে একাউন্ট থাকতে হবে?

হ্যাঁ, রিচার্জ করতে সেলফিনে অবশ্যই একাউন্ট থাকতে হবে। সেই সাথে সেখানে টাকাও থাকতে হবে।

ব্যাংক একাউন্ট ছাড়া কি সেলফিন খুলতে পারবো?

হ্যাঁ, পারবেন। সেলফিন একাউন্ট খোলার জন্য কোনো ব্যাংক একাউন্ট দরকার হয় না। বরং আপনার একটি সেলফিন একাউন্ট থাকলে আপনি বাসায় বসেই ইসলামী ব্যাংকের একাউন্ট খুলে ফেলতে পারবেন। আর সেলফিন একাউন্ট খুলতে পারবেন আপনার মোবাইল নাম্বার দিয়েই।

সেলফিনে ব্যালেন্স আনবো কোথা থেকে?

রিচার্জ করতে সেলফিনে ব্যালেন্স আনতে পারেন আপনার ইসলামী ব্যাংক একাউন্ট থেকে বা অন্য কোনো সেলফিন থেকে ট্রান্সফার দিয়ে অথবা সেলফিনে থাকা ভার্চুয়াল কার্ড ব্যবহার করে।

সেলফিন নিয়ে আমাদের অন্য পোস্ট গুলো

ক্যাটাগরিতে যানCellfin
আরো জানতেWallet
হোমে যানbankline
ADVERTISEMENT

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *