বিকাশ অটো রিচার্জ বন্ধ করার নিয়মগুলো দেখে নিন
বিকাশের অটো রিচার্জ বন্ধ করে দিতে চাচ্ছেন? এই পোস্ট থেকে দুটি আলাদা আলাদা নিয়ম দেখে নিন, যার মাধ্যমে আপনি বিকাশের অটো রিচার্জ বন্ধ করে দতে পারবেন।
আগে কখনো হয়তো প্রয়োজনে আপনি বিকাশ অটো রিচার্জ চালু করেছেন। তবে এখন তা আপনার জন্য কিছুটা অদরকারী। এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি চাইলেই আপনার বিকাশ একাউন্ট থেকে আগে চালু করা বিকাশ অটো রিচার্জ সিস্টেমটি বন্ধ করে দিতে পারবেন।
এই পোস্টে আমরা দেখবো বিকাশ অটো রিচার্জ বন্ধ করার নিয়ম এবং কিভাবে একাধিক উপায়ে তা করা যায় তা। চলুন তাহলে দেখে নেয়া যাক।
Table of Contents
বিকাশ অটো রিচার্জ কি?
গুরুত্বপূর্ণ সময়ে হঠাৎ আপনার ব্যালেন্স শেষ হলে অনেক সময় ঝামেলায় পড়ে যান আপনি। এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনি বিকাশের ”অটো রিচার্জ” নামে একটি অপশন আছে যা চালু করে রাখতে পারেন। এতে করে আপনার ব্যালেন্স একটি এমাউন্টের নিচে, ১০ টাকা বা তার কমে চলে আসলে সেখানে আপনার বিকাশ একাউন্ট থেকে অটো রিচার্জ হয়ে যাবে।
বিকাশ অটো রিচার্জ বন্ধ করার নিয়ম
আপনার চালু করা বিকাশ অটো রিচার্জ আপনি চাইলে আবার বন্ধ করতে পারবেন। বন্ধ করার জন্য আপনার কাছে আছে একাধিক উপায়। উপায় গুলো হলো:
- বিকাশ কোড ডায়াল করে অটো রিচার্জ বন্ধ করা
- বিকাশের অ্যাপ ব্যবহার করে অটো রিচার্জ বন্ধ করা
কোড ডায়াল করে অটো রিচার্জ বন্ধ
#১. কোড ডায়াল করুন: আপনার মোবাইল থেকে বিকাশের ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করুন।
#২. “মোবাইল রিচার্জ” সিলেক্ট করুন: কোড ডায়াল করলে আপনার সামনে যে অপশন গুলো আসবে তার মধ্যে “মোবাইল রিচার্জ” অপশনটি সিলেক্ট করতে ৩ লিখে সেন্ড করুন।
#৩. অটো রিচার্জ সিলেক্ট করুন: পরের ধাপে অটো রিচার্জ অপশন সিলেক্ট করতে ৩ লিখে সেন্ড দিন।
#৪. ডিএকটিভেট অটো রিচার্জ সিলেক্ট করুন: অটো রিচার্জ বন্ধ করতে ১ লিখে সেন্ড দিন।
#৫. পিন দিয়ে কনফার্ম করুন: অবশেষে আপনার রিকুয়েস্ট কনফার্ম করতে আপনার বিকাশের পিনটি দিন।
অ্যাপ থেকে অটো রিচার্জ বন্ধ
#১. এপে লগইন করুন: সিমে রিচার্জ করতে আপনার স্মার্ট ফোন থেকে বিকাশের এপে প্রবেশ করুন। তারপর লগইন করে নিন।
#২. মোবাইল রিচার্জ অপশনে যান: এপে লগইন করলে একেবারে উপরের দিকে “মোবাইল রিচার্জ” অপশনটি দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
#৩. অটো রিচার্জ সেটিংস দেখুন: এখন আপনি রিচার্জ এমাউন্টের নিচে ”অটো রিচার্জ সেটিংস দেখুন” এমন কিছু দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
#৪. অটো রিচার্জ অপশন বন্ধ করুন: এখানে অটো রিচার্জের অপশনটি অন করা দেখাবে। আপনি এই অপশনটি অফ করে দিন।
#৫. কনফার্ম করুন: এবার ”কনফার্ম করুন“ এমন কিছু দেখতে পাবেন। সেখানে আপনি অপশনটি ক্লিক করুন।
কিছুক্ষণের মধ্যে আপনাকে একটি ম্যাসেজের মাধ্যমে বিকাশ থেকে জানিয়ে দেয়া হবে যে আপনার রিকুয়েস্ট সফল হয়েছে এবং আপনার বিকাশ অটো রিচার্জ বন্ধ করা হয়েছে।
বিকাশ নিয়ে আমাদের অন্যান্য পোস্ট গুলো পড়ুন
- বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম
- আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম
- বিকাশে সিটি ব্যাংকের লোন পাওয়ার সহজ উপায়
- ভিসা কার্ড থেকে বিকাশে টাকা আনার নিয়ম
- বিকাশ একাউন্ট নাম্বার পরিবর্তন করার নিয়ম
- বিকাশ সিম হারিয়ে গেলে করণীয়