নমিনি পরিবর্তনের নিয়ম | একাউন্টের নমিনি পরিবর্তনের আবেদন
ব্যাংক একাউন্টের নমিনি পরিবর্তন করা সম্ভব। এর জন্য আপনাকে ব্যাংকে ম্যানেজার বরাবর একটি আবেদন করতে হবে। এই পোস্টে আমরা দেখবো কিভাবে একটি আবেদন করা যায়।
নতুন নতুন ব্যাংক একাউন্ট করতে গিয়ে আমরা অনেক সময় না বুঝে যাকে তাকে নমিনি বানিয়ে ফেলি, বা কোনো পরিকল্পনা ছাড়া একজনকে নমিনি দিয়ে দেই। এতে করে হয়তো পরে আবার আমাদের তা পরবর্তন করার দরকার হয়ে থাকে।
এছাড়াও আবার আমরা অনেক সময় চাইয়ে যিনি বর্তমানে নমিনি আছে, তার পাশাপাশি আরেকজন কে নমিনি বানাতে। কারণ যাই হোক, নমিনি পরিবর্তন বা অন্য কিছু, এর জন্য আপনাকে ম্যানেজার বরাবর ব্যাংক একাউন্টের নমিনি পরিবর্তনের দরখাস্ত করতে হবে। সাথে নতুন নমিনির কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে।
এই পোস্টে আমরা দেখবো নমিনি পরিবর্তনের নিয়ম কি এবং নমিনি পরিবর্তনের দরখাস্ত লেখার নিয়ম কি তা। এছাড়াও আপনি কাদের নমিনি হিসেবে নির্বাচন করতে পারেন তার কিছু দিক নির্দেশনা। চলুন তাহলে শুরু করা যাক।
Table of Contents
নমিনি পরিবর্তনের নিয়ম
নমিনি পরিবর্তনের জন্য ব্যাংক হিসাবধারীকে ব্যাংকের ম্যানেজার বরাবর নমিনি পরিবর্তনের দরখাস্ত করতে হবে। এক্ষেত্রে হিসাবধারীকে নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি এবং তার এনআইডির একটি কপি উক্ত আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। যদি নমিনি একের অধিক হয় তবে কোন নমিনিকে কতো শতাংশের নমিনি করতে চান তা দরখাস্তে উল্লেখ করে দিবেন।
এগুলো নিয়ে ব্যাংকের গেলে আপনার নমিনি পরিবর্তনের জন্য ব্যাংক কতৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। আর এখানে উল্লেখিত ডকুমেন্টসের বাইরে কিছু দরকার হলে ব্যাংক আপনাকে জানিয়ে দিবে।
নমিনি পরিবর্তনের দরখাস্ত
তারিখ: ২৪/০৩/২৩
বরাবর
ম্যানেজার/ ব্যবস্থাপক
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
লিচুবাগান, রাঙ্গুনিয়া শাখা
চট্টগ্রামবিষয়: ব্যাংক হিসাবে নমিনি পরিবর্তন/ সংযোজন করা প্রসংগে।
মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমি মোঃ ওমর ছালেহীন, ব্যাংক হিসাব নম্বর: 1234567891234, আপনার শাখার একজন হিসাবধারী। বর্তমানে আমার কিছু ব্যক্তিগত সমস্যার কারণে উক্ত হিসাবের নমিনি পরিবর্তন করা বিশেষ প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।অতএব, মহোদয়ের নিকট আমার বিনিত আবেদন এই যে, উক্ত হিসাবের নমিনি পরিবর্তন/ নমিনি সংযোজন ফর্ম প্রদান এবং উক্ত কার্যাদি সুসম্পন্ন করতে আপনার একান্ত সাহায্য কামনা করছি।
নিবেদক
স্বাক্ষর:
নাম: মোঃ ওমর ছালেহীন
ঠিকানা: কাপ্তাই রাঙ্গামাটি
হিসাব নম্বর: 1234567891234
মোবাইল নম্বর: 018********বর্তমান নমিনি: ……………………………… পুরাতন নমিনি:………………………………………………………..
এখানে বর্তমান নমিনি এবং পুরাতন নমিনির স্বাক্ষর দিতে হবে।
নমিনির ক্ষেত্রে অবশ্যই একাধিক নমিনি যুক্ত করতে পারবেন। বর্তমান নমিনি ব্যবস্থায় ক্রমিক নং ১, ২ ও ৩ দিয়ে নমিনি সংযোজন করা যাবে।
যেমন-
নমিনি- ১.
নমিনি- ২.
একনজরে নমিনি পরিবর্তনে প্রয়োজনিয় ডকুমেন্টস
- একটি আবেদন পত্র যা ব্যাংকের ম্যানেজার বরাবর লিখে তৈরী করে নিতে হবে।
- আবেদন পত্রে নতুন এবং পুরাতন নমিনির স্বাক্ষর।
- নমিনি যদি একের অধিক যুক্ত করতে চান, তবে তাদেরও স্বাক্ষর নিতে হবে নিচের দিকে পর্যায়ক্রমে।
- যাকে নতুন নমিনি করতে চাচ্ছেন, তার এনআইডি কার্ডের ফটোকপি।
- তার এক কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা রঙিন ছবি।
উপরে উল্লেখিত ডকুমেন্টসের পাশাপাশি আরো কোনো ডকুমেন্টস প্রয়োজন হলেও হতে পারে। তবে সচরাচর এসব ডকুমেন্টসের বাইরে তেমন কিছু দরকার হয় না। তারপরও আপনার জন্য ভালো হবে আপনি আপনার ব্যাংকে এ ব্যাপারে খোজ খবর নিয়ে তারপর নমিনি পরিবর্তনের জন্য পদক্ষেপ নেয়া।
নমিনি নির্বাচনের ক্ষেত্রে কিছু নির্দেশনা
নমিনি কি: নমিনি হলেন ব্যাংক হিসাবধারীর জীবদ্দশায় তার কর্তৃক মনোনীত এমন এক/একাধিক ব্যক্তি/ব্যক্তিবর্গ যারা হিসাবধারীর বিশেষ অনুপস্থিতিতে উক্ত হিসাবের রক্ষণাবেক্ষণকারী হিসেবে বিবেচিত হয়।
নমিনি কি হিসাবধারীর সম্পদের দাবিদার: এই ক্ষেত্রে অনেকেই ভূল ধারণা করে থাকেন। অনেকেই ভাবেন যে, নমিনি হল ওই হিসাবের মালিক, যে ধারনা সম্পূর্ন ভূল। নমিনি হল উক্ত একাউন্ট এর হেফাজতকারী বা মৃত ব্যক্তির পক্ষে একাউন্ট পরিচালনাকারী মাত্র। মৃত ব্যক্তির টাকা বন্টিত হবে সাকসেসন আইন অনুযায়ী। নমিনি যদি মৃত ব্যক্তির উত্তরাধীকারী না হন তবে কোন অবস্থায় তিনি সম্পত্তির দাবিদার হবেন না।
নমিনি কতোজন হতে পারে: হিসাবধারী চাইলে একাধিক ব্যক্তিকে নমিনি হিসেবে মনোনীত করতে পারবেন। ব্যাংকে থাকা সম্পদের একাধিক নমিনির ক্ষেত্রে কে কত শতাংশের দাবিদার হবেন তা হিসাবধারী হিসাব খোলার ফরমে উল্লেখ করে দিবেন। হিসাবধারী তার জীবদ্দশায় যে কোনো সময় চাইলেই নমিনি পরিবর্তন করতে পারবেন।
নাবালক কেউ কি নমিনি হতে পারবে কিনা: নাবালক কাউকে চাইলে নমিনি করা যাবে। তবে যদি হিসাবধারীর মৃত্যুকালে নমিনি নাবালক থাকে তবে উক্ত নাবালকের আইনগত অভিভাবকের সহায়তায় যথাযথ প্রমাণ দাখিল সাপেক্ষে আমানতের অর্থ উত্তোলন করা যাবে।
শেষকথা
বিভিন্ন কারণে একজন ব্যাক্তির তার একাউন্টের নমিনি পরিবর্তন করার দরকার হতে পারে। তবে এটি কোনো অপরিবর্তনযোগ্য জিনিস নয়। আপনি ব্যাংকের সরণাপন্ন হলে ব্যাংক আপনাকে এ ব্যাপারে সহযোগিতা করবে।
আপনার ব্যাংক একাউন্টের নমিনি পরিবর্তন করতে হলে আপনাকে সবার প্রথমে ব্যাংকের ম্যানেজার বরাবর একটি আবেদন পত্র লিখতে হবে। আর সাথে অবশ্যই আপনার ডকুমেন্টস রাখতে হবে। যদিও এই পোস্টে উল্লেখ করা হয়েছে কি কি ডকুমেন্টস দরকার হবে, তবুও আপনার জন্য এটি ভালো হবে যে আপনি ব্যাংকে যোগাযোগ করে নিশ্চিত হওয়া প্রয়োজনিয় ডকুমেন্টস সম্পর্কে।
আপনি প্রয়োজনিয় জিনিস গুলো নিয়ে ব্যাংকে গেলে ব্যাংক থেকে আপনাকে যথাযথ সহযোগিতা করা হবে। তারা আপনার নমিনি পরিবর্তন করতে যা যা করা দরকার তা করে দিবে।
ব্যাংক হিসাবের আরো কিছু আবেদন করার নিয়ম দেখুন
- ব্যাংক ঋণের জন্য আবেদন পত্র লেখার নিয়ম
- ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট আবেদন
- ব্যাংক স্টেটমেন্ট এর জন্য আবেদন
- নতুন চেক বইয়ের জন্য আবেদন করার নিয়ম
- মৃত ব্যক্তির ব্যাংক একাউন্ট বন্ধ করার আবেদন পত্র
- ব্যাংকের চেক বই হারিয়ে গেলে করণীয়
- একাউন্ট পে চেক জমা দেয়ার নিয়ম
আরো পড়ুন- ইসলামি ব্যাংকগুলো কি ঘুরিয়ে সুদ খায়?