অনলাইনে শাহজালাল ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
আপনি যদি ঘরে বসে অনলাইনে শাহজালাল ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম অনুসরণ করে একটি একাউন্ট খুলতে চান তবে এই পোস্টি আপনার জন্য।
এখানে আমি আলোচনা করেছি SIBL একাউন্ট বা শাহজালাল ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম এবং আপনি কিভাবে এই ব্যাংক একাউন্ট অনলাইনে খুলতে পারবেন তা, সেই সাথে এর জন্য কি কি দরকার হবে তাও। চলুন তাহলে দেখে নেয়া যাক।
শাহজালাল ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে
- একটি মোবাইল নাম্বার।
- ন্যাশনাল আইডি কার্ড।
- নমিনির ন্যাশনাল আইডি কার্ড।
- নমিনির এক কপি ছবি।
আর যৌথ একাউন্টের ক্ষেত্রে করণিয় কি তা জেনে নিন- যৌথ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম।
আরো পড়ুন- জন্ম নিবন্ধন দিয়ে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
অনলাইনে শাহজালাল ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
”SJIBL NET” এই এপটি ইনস্টল করতে হবে। ইনস্টল হলে এপটি ওপেন করার পর সেখানে একটি অপশন দেখতে পাওয়া যাবে, সেটি হলো ”Digital A/C Opening”, সেখানে ক্লিক করতে হবে।
ক্লিক করার পর আপনার সামনে কি একাউন্ট খুলতে পারবেন তার একটি অপশন এসে যাবে। বর্তমানে এর মাধ্যমে শুধু সেভিংস একাউন্ট খোলার সুবিধা এভেইলএবল আছে। তাই এই একটি অপশনে ক্লিক করতে হবে।
সেভিংস একাউন্ট সিলেক্ট করার পর এই একাউন্টের সাথে সম্পর্কিত ডিটেইলস চলে আসবে। সেখানে দেখতে পাবেন এই একাউন্টের সুবিধা কি কি, বা অন্য সকল তথ্য। দেখা হলে “Proceed” অপশনে ক্লিক করতে হবে।
পরের ধাপে আপনার সামনে “Terms and Condition” আসবে। এই টার্মস এন্ড কান্ডিশনস গুলো ভালো করে পড়ে নিয়ে “Agree” অপশনে ক্লিক করতে হবে।
এখানে বেশ কিছু অপশন দেখতে পাওয়া যাবে যেগুলো একটি একটি করে ওপেন করে পূরণ করতে হবে। এর মধ্যে প্রথমে “Branch and Account Type” সিলেক্ট করতে হবে।
#Branch and Account Type: এখানে আপনাকে আপনার বিভাগ, আপনার জেলা, আপনার পছন্দের এই ব্যাংকের ব্রাঞ্চ এবং ”e-KYC Type” থেকে “Simplified e-KYC” সিলেক্ট করে “Ok” ক্লিক করতে হবে।
#Mobile No Verify: মোবাইল নাম্বার এই অপশনে ক্লিক করার পর আপনার একটি মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেয়ার পর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে যা খালি বক্সে দিয়ে “Submit” দিতে হবে।
#National ID Verify: এরপর আপনাকে পর্যাপ্ত আলোতে আপনার এনআইডির উভয় পার্শের পরিষ্কার ছবি ইনস্টেন্ট তুলে তা আপলোড করতে হবে।
#Photo: এই অপশন থেকে আপনার এক কপি ছবি ইনস্টেন্ট তুলতে হবে, যা পরিষ্কার আলোতে তুলতে হবে।
#Additional info: এখান থেকে আপনার যে অন্যান্য তথ্য গুলো আছে তা আপলোড করতে হবে। যেমন আপনার ঠিকানা, আপনার পিতা মাতার নাম, আপনার ই-মেইল সহ আরো কিছু তথ্য আপনাকে দিতে হবে।
#Nominee: এখানে আপনাকে আপনার একজন মনোনিত ব্যাক্তির নাম দিতে হবে। তার আরো কিছু তথ্য সহ এক কপি ছবি আপলোড করতে হবে।
#Service: থেকে আপনার যদি ব্যাংক চেক বুক বা কার্ডের প্রয়োজন হয় তবে তার জন্য রিকুয়েস্ট দিতে পারবেন এবং একাউন্টের সাথে ম্যাসেজ এলার্ট ফি যুক্ত হবে।
#Signature: এখানে ক্লিক করে আপনার সিগনেচারের একটি ছবি আপলোড করতে হবে।
সব ঠিক মতো সাবমিট করার পর আপনার সামনে “Congratulation” এমন একটি অপশন আসবে। এরমানে আপনার একাউন্ট খোলা হয়ে গেলো। এরপর আপনার মেইলে ব্যাংক থেকে একটি একাউন্ট নাম্বার সহ ম্যাসেজ আসবে।
আরো পড়ুন- অনলাইনে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
অনলাইনে অন্য ব্যাংকের একাউন্ট খোলার নিয়ম
অনলাইন ব্যাংকিং | অনলাইন ব্যাংকিং বাংলাদেশ |
ক্যাটাগরিতে যান | ব্যাংকিং |
হোমে যান | bankline |