রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম
রকেট একাউন্ট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম খুজছেন? এই পোস্টে এনিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
মোবাইল ব্যাংকিং বা এমএফএস, ব্যাংক, কার্ড ও পেমেন্ট সার্ভিসগুলোর মধ্যে এখন বাংলাদেশ ব্যাংকের এনপিএসবি (NPSB) এর মাধ্যে লেনদেন করা যাবে। সবার আগে রকেট তাদের NPSB সেবা চালু করেছে। তাই রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম চালু হয়েছে।
আগে শুধুমাত্র বিনিময়ের মাধ্যমে Rocket to bKash টাকা পাঠানো গেলেও, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের National Payment Switch Bangladesh (NPSB) এর মাধ্যমে মুহুর্তেই টাকা লেনদেন করা যাবে এক মোবাইল ব্যাংকিং থেকে অন্য মোবাইল ব্যাংকিং সেবায়। শুধু তাই নয়, টাকা পাঠানো যাবে যে কোন ব্যাংক একাউন্ট বা এটিএম কার্ডে।
Table of Contents
NPSB এর মাধ্যমে রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার নিয়ম
রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর জন্য রকেট অ্যাপে লগইন করে নিচের ধাপসমূহ অনুসরণ করুন:
- Fund Transfer অপশনে যান;
- ‘এনপিএসবি’ অপশন থেকে ‘এমএফএস’ অপশন সিলেক্ট করুন;
- এমএফএস সিলেক্ট করুন থেকে bKash সিলেক্ট করুন;
- মোবাইল নম্বরে বিকাশ একাউন্ট নম্বর লিখুন;
- রেফারেন্স ও টাকা পরিমান লিখে পরবর্তী ধাপে যান;
- রকেট একাউন্টের PIN দিয়ে ট্যাপ এন্ড হোল্ড করে ট্রান্সফার নিশ্চিত করুন।
নিচের ছবিতে পুরো প্রক্রিয়াটি দেখুন।



এনপিএসবিতে রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর চার্জ
| প্রদানকারী | গ্রহণকারী | ফি (%) | প্রতি হাজারে ফি |
|---|---|---|---|
| মোবাইল ব্যাংক (MFS) | মোবাইল ব্যাংক (MFS) | ০.৮৫ | ৮.৫০ টাকা |
বিনিময়ের মাধ্যমে রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম
এছাড়া বিনিময়ের মাধ্যমেও রকেট থেকে বিকাশে টাকা পাঠানো যায়। তবে এর আগে আপনাকে একটি বিনিময় একাউন্ট খুলে নিতে হবে লেনদেন করার জন্য। রকেট বা বিকাশ একাউন্ট থেকে সরাসরি বিনিময় একাউন্ট রেজিস্ট্রেশন করার সুযোগ আছে। বিনিময় খোলা হলে আপনি যার বিকাশ একাউন্টে পাঠাবেন তার বিনিময় একাউন্ট নিয়ে সেই বিনিময় একাউন্টে টাকা পাঠাতে পারবেন।
রকেট থেকে বিকাশে টাকা পাঠাতে বিনিময় একাউন্ট কিভাবে খুলতে হবে চলুন তা দেখে নেয়া যাক।
রকেট থেকে বিনিময় একাউন্ট খোলার নিয়ম
- প্রথমে রকেট এপ থেকে লগইন করে নিয়ে রকেটের হোম পেজে চলে আসুন।
- হোম পেজে একটু নিচের দিকে তাকালে “Binimoy” নামে একটি অপশন দেখতে পাবেন, সেখানে ট্যাপ করতে হবে।
- পরের ধাপে আপনাকে আপনার কিছু তথ্য দিতে হবে বিনিময় রেজিস্ট্রেশন করার জন্য। যেমন: নাম, মোবাইল নাম্বার, ই-মেইল, এনআইডি, একাউন্টের জন্য একটি VID বা ইউজার নেম (salehin@binimoy), ডিট অফ বার্থ, একাউন্ট নাম্বার, আপনার নাম, তারপর বক্স গুলোতে Yes দিয়ে Submit দিতে হবে।
- তারপর আপনার বিনিময়ের জন্য একটি ৬ ডিজিটের পিন দিয়ে Submit দিন।
- এখন একটি ওটিপি আসবে আপনার নাম্বারে, যা Submit করতে হবে।
- ব্যাস, আপনার বিনিময় একাউন্ট খোলা হয়ে গেছে।

এখানে আপনার বিনিময় একাউন্ট কিভাবে খুলতে পারবেন রকেট একাউন্ট থেকে, তার একটি নমুনা স্ক্রিনশর্ট সহ দেয়া হলো আপনার সুবিধার্থে। আপনার একাউন্ট ইনফর্মেশন কিভাবে দিবেন বা আপনার পিন কিভাবে সেট করবেন তা মূলত দেখিয়ে দেয়া হয়েছে। তারপরও যদি বুঝতে কোনো সমস্যা হয় তবে কমেন্ট করে জানাবেন।
বিনিময় দিয়ে রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম
আপনার বিনিময় একাউন্ট যদি খোলা হয়ে যায় তবে আপনি আপনার রকেট একাউন্ট থেকে বিকাশে টাকা পাঠানোর জন্য প্রস্তুত। তবে তার আগে আপনার বিকাশের একটি বিনিময় একাউন্ট খুলে নিন। বিকাশ থেকে বিনিময় একাউন্ট খোলা বা বিকাশ থেকে রকেটে টাকা পাঠানোর নিয়ম পেয়ে যাবেন লিংকে। এখন আসুন দেখে নেই রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম।
- হোম পেজ থেকে Binimoy এর উপর ট্যাপ করুন এবং তারপর Direct Pay তে ক্লিক করুন।
- এখন আপনার সেনডারের বিনিময় আইডি বা আপনার রকেটের বিনিময় আইডি, রিসিভারের আইডি বা বিকাশের যে বিনিময় আইডিটি আছে তা দিন, তারপর এমাউন্ট এবং টাকা পাঠানোর পারপাস লিখে Direct Pay দিন।
- তারপর আপনার বিনিময় পিনটি দিয়ে Submit দিন।
- এরপর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেটি Submit করুন।
- ব্যাস আপনার ব্যালেন্স ট্রান্সফার দেয়া হয়ে গেছে।
টাকা পাঠানোর আগে জেনে নিন রকেট একাউন্টে লেনদেনের সীমা কতো এবং বিস্তারিত।
রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর চার্জ
| প্রদানকারী | গ্রহণকারী | ফি (%) | গ্রাহকের থেকে সর্বোচ্চ সার্ভিস চার্জ |
|---|---|---|---|
| মোবাইল ব্যাংক (MFS) | মোবাইল ব্যাংক (MFS) | ০.৭৫ | ০.৫০ |
বিনিময় একাউন্ট কি?
বিনিময় একাউন্ট হলো ভারতের ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) এর আদলে তৈরী বাংলাদেশ ব্যাংকের এমন একটি সার্ভিস যা কিছু ব্যাংক এবং এমএফএস এর মাধ্যকার অর্থ লেনদেনের প্রকৃয়াকে করছে সহজ। এখন পর্যন্ত কিছু সংখ্যক এই সেবার আওতায় আসলেও ধীরে ধীরে সকল ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এমএফএস ও পিএসপি এই সেবায় যুক্ত হবে বলে আশা করেছে বাংলাদেশ ব্যাংক।
এটি গ্রাহকদের বহুদিনের আশা পূরণ করার একটি অগ্রদূত হিসেবে কাজ করবে। ভবিষ্যতে সকল সার্ভিস গুলো এর আওতায় আসলে লেনদেন হবে আরো সহজ এবং আরো দ্রুত। কেননা এখনো এমন অনেক সার্ভিস আছে যাদের মধ্যে আন্ত লেনদেন করতে না পারায় গ্রাহকরা অনেক অসস্তিতে আছে।
শেষকথা
অনেকদিন ধরেই সাধারণ মানুষেরা চাচ্ছিলো যে মোবাইল ব্যাংকিং সার্ভিস গুলোর মধ্যে একটি ব্রিজ তৈরি করা হোক যেন এদের একটি থেকে আরেকটিতে সহজেই টাকা ট্রান্সফার দেয়া যায়। তবে দেরিতে হলেও বাংলাদেশ ব্যাংক এই উদ্দ্যোগ নিয়েছে।
এখন বিকাশ থেকে রকেটে বা রকেট থেকে বিকাশে টাকা পাঠানো যায়, যদিও নগদ কে এখনো এই সেবায় নিয়ে আসা হয়নি। তবে আশা করা যায় খুব শিগ্রই নগদও এই সেবার আন্ডারে চলে আসবে।
রকেট একাউন্ট সম্পর্কে আরো জানতে পড়ুন রকেট।
কিছু প্রশ্ন এবং উত্তর
রকেট থেকে বিকাশে টাকা পাঠাতে কোন মাধ্যমের সহযোগিতা নেয়া হয়ে থাকে?
রকেট থেকে সরাসরি বিকাশে টাকা পাঠানো যায় না। এখানে আপনাকে বাংলাদেশ ব্যাংকের একটি সার্ভিস “বিনিময়” এর সহযোগিতা নিতে হবে।
বিনিময় মাধ্যমে কি কোনো চার্জ কাটা হয়?
হ্যাঁ, আপনি যদি বিনিময় মাধ্যম ব্যবহার করে রকেট থেকে বিকাশে টাকা পাঠান তবে আপনার কাছ থেকে একটি চার্জ কেটে রাখা হবে।
বিনিময়ের জন্য কি আলাদা একাউন্ট খুলতে হয়?
বিনিময়ের মাধ্যমে লেনদেন করতে হলে আপনাকে আলাদা বিনিময় একাউন্ট করতে হবে। এটি আপনি রকেট থেকে বা বিকাশ থেকে করার সুযোগ পাবেন।
রকেট নিয়ে আমাদের অন্য পোস্ট গুলো পড়ুন
| ডিএক্টিভ একাউন্ট | রকেট একাউন্ট একটিভ করার নিয়ম |
| রকেট টু ব্যাংক | রকেট ও ব্যাংকের মধ্যে টাকা লেনদেন করার নিয়ম |
| একাউন্ট ক্লোজ | রকেট একাউন্ট বন্ধ করার নিয়ম |
হোম পেজে যেতে ক্লিক করুন bankline এ।