নগদে বিমানের টিকিট কাটার সুবিধা চালু হয়েছে

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বিমানের টিকিট এমএফএস অ্যাপ থেকে কেনার সুযোগ নিয়ে এলো মোবাইল আর্থিক সেবা নগদ। 

ADVERTISEMENT

বিমানে ভ্রমণকারীরা এখন চাইলেই নগদ অ্যাপ থেকে ক্রয় করতে পারবেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট। ইতিহাস সৃষ্টিকারী পদক্ষেপ হিসেবে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোবাইল আর্থিক সেবা নগদ নিজেদের অ্যাপে জাতীয় পতাকাবাহী ক্যারিয়ারের জন্য একটি মাইক্রোসাইট চালু করেছে। 

এই মাইক্রোসাইট থেকে ক্রেতারা সরাসরি নগদ অ্যাপ ব্যবহার করেই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট অনায়াসে ক্রয় করতে পারবেন।

ADVERTISEMENT

নগদ অ্যাপে বিমান টিকিটিং সংযুক্ত করার ফলে এখন গ্রাহকেরা স্বাচ্ছন্দ্যে টিকিট ক্রয় করারো সুযোগ পাবেন। নগদ অ্যাপ থেকে এখন গ্রাহকেরা বিমানের টিকিট ব্রাউজ, নির্বাচন ও বুকিং করতে পারবেন। 

এখানে সামান্য কয়েকটি ট্যাপ করার প্রয়োজন হবে মাত্র। এভাবে আর টিকিট ক্রয় করতে বিভিন্ন প্ল্যাটফর্মে যেতে হবে না। বিমানের টিকিট ক্রয় করতে চাইলে সহজে নগদ অ্যাপেই নগদ পেমেন্ট অপশন থেকে টিকিট কেনার সুযোগ পাবেন গ্রাহকেরা।

এরমধ্যে বিমান বাংলাদেশের সাথে এই পার্টনারশিপ উপলক্ষ্যে নগদ একটি প্রমোশনাল ক্যাম্পেইন লঞ্চ করেছে। ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (www.biman-airlines.com) ওয়েবসাইট থেকে টিকিট কাটলে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এই সুবিধা ‘বিমান’ অ্যাপ থেকে টিকিট কাটলেও এভেইলেবল থাকবে। সে জন্য “SMILEBIMAN” প্রোমোকোড ব্যবহার করতে হবে, আর নগদ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে হবে। তবে, লন্ডন, ম্যানচেস্টার এবং টরোন্টো ছাড়া যেকোনো গন্তব্যের টিকিটের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে। নগদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি বলা হয়েছে।

ADVERTISEMENT

দেশে এই ধরনের সেবা প্রথমবারের মতো চালু করার প্রসঙ্গে কথা বলতে গিয়ে মোবাইল আর্থিক সেবা নগদের চিফ কমার্সিয়াল অফিসার সিহাব উদ্দীন চৌধুরী জানান, নগদের অ্যাপে বিমানের এই মাইক্রোসাইট চালু করা আমাদের চলার পথে একটি মাইলফলক হয়ে থাকবে। 

এই মাইক্রোসাইট ক্রেতাদের সম্পূর্ণ আর্থিক এবং জীবনমানের একটি নতুন ধরনের সমাধান দেবে। ক্রেতাদের এতো কম কষ্টে এবং বিনা ঝামেলায় বিমানের টিকিট ক্রয়ের সুযোগ করে দেওয়ার ভেতর দিয়ে আমরা মানুষের জীবন আরও সহজ ও স্বচ্ছন্দ্য করার পথে কাজ করছি।

সিহাব উদ্দীন চৌধুরী আরো জানান, বিমান বাংলাদেশের সাথে আমাদের পার্টনারশিপ ভ্রমণের জগতে নতুন একটি দিগন্ত উন্মোচন হলো। আমরা উদ্ভাবন, সংযুক্তকরণ ও সেবার নতুন একটি মান তৈরি করতে পেরেছি বলে বলা যায়।

ADVERTISEMENT
ADVERTISEMENT

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *