ইসলামী ব্যাংক কার্ড চার্জ | Islami bank card charge
ইসলামী ব্যাংক এটিএম কার্ড এর বিভিন্ন ধরণ এবং কার্ড অনুযায়ি চার্জ কতো তা আমরা দেখে নিবো এই পোস্টে।
ইসলামী ব্যাংক তাদের বিভিন্ন শ্রেণীর গ্রাহকদের জন্য বিভিন্ন ধরণের কার্ড চালু করেছে। গ্রাহকরা এখানে তাদের সুবিধা মতো এই কার্ড গুলো সংগ্রহ করতে পারবেন। আর এই কার্ডের ভিন্নতা অনুযায়ি কার্ড চার্জও ভিন্ন এবং এর সুবিধাও ভিন্ন ভিন্ন।
এই পোস্টে আমরা দেখবো ইসলামী ব্যাংকের বিভিন্ন কার্ড এবং কার্ডের সুবিধা গুলো কি কি। সেই সাথে এই ইসলামী ব্যাংক কার্ড চার্জ কতো তাও এখানে উল্লেখ করা হয়েছে। চলুন তাহলে বিস্তারিত দেখে নেয়া যাক।
Table of Contents
ইসলামী ব্যাংকের এটিএম কার্ডের বিভিন্ন বৈশিষ্ট্য এবং চার্জ সমূহ
ভিসা ক্লাসিক/ সিলভার (VISA)
- দৈনিক সর্বোচ্চ উত্তোলন সীমা ৫০,০০০/- টাকা।
- ই-কমার্স/ই-শপিং/অনলাইন পেমেন্ট সীমা দৈনিক ১,০০,০০০/- টাকা।
- প্রতি ৬ মাসে ১ বার ফি ২০০, ভ্যাট (১৫%) সহ ২৩০ টাকা।
ভিসা গোল্ড (VISA)
- দৈনিক সর্বোচ্চ উত্তোলন সীমা ১,০০,০০০/- টাকা।
- ই-কমার্স/ই-শপিং/অনলাইন পেমেন্ট সীমা দৈনিক ২,০০,০০০/- টাকা।
- প্রতি ৬ মাসে ১ বার ফি ৩০০, ভ্যাট (১৫%) সহ ৩৪৫ টাকা।
ভিসা প্লাটিনাম (VISA)
- দৈনিক সর্বোচ্চ উত্তোলন সীমা ২,০০,০০০/- টাকা।
- ই-কমার্স/ই-শপিং/অনলাইন পেমেন্ট সীমা দৈনিক ৩,০০,০০০/- টাকা।
- প্রতি ৬ মাসে ১ বার ফি ৪০০, ভ্যাট (১৫%) সহ ৪৬০ টাকা।
একনজরে ইসলামী ব্যাংকের কার্ডের বৈশিষ্ট্য এবং ফি সমূহ
কার্ডের প্রকার | দৈনিক উত্তোলন সীমা (এটিএম হতে) | ই-কমার্স/ই-শপিং/ অনলাইন পেমেন্ট সীমা (দৈনিক) | কারেন্সি ধরণ | প্রতি ৬ মাসে ১ বার ফি ভ্যাটসহ(১৫%) |
ভিসা ক্লাসিক/ সিলভার (VISA) | ৫০,০০০/- | ১,০০,০০০/- | লোকাল কারেন্সি (টাকা) | ২০০ ভ্যাটসহ (১৫%) ২৩০/- বছরে=৪৬০/- |
ভিসা গোল্ড (VISA) | ১,০০,০০০/- | ২,০০,০০০/- | ডুয়েল কারেন্সি (টাকা ও ডলার) | ৩০০ ভ্যাটসহ (১৫%) ৩৪৫/- বছরে =৬৯০/- |
ভিসা প্লাটিনাম (VISA) | ২,০০,০০০/- | ৩,০০,০০০/- | ডুয়েল কারেন্সি (টাকা ও ডলার) | ৪০০ ভ্যাটসহ (১৫%) ৪৬০/- বছরে =৯২০/- |
এছাড়াও মেশিনের মাধ্যমে ৫,০০,০০০/-লক্ষ টাকা পর্যন্ত উত্তোলন করা যায় শাখা, উপ-শাখা ও এজেন্ট ব্যাংক থেকে। এখন এই কার্ড গুলো নিতে চাইলে দেখুন ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা।
আরো পড়ুন- জেনে নিন কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ভালো |
ইসলামী ব্যাংক ভিসা কার্ড গুলোর বিভিন্ন সুবিধা
- ২৪/৭, দ্রুত, নিরাপদ এবং সুবিধাজনক ব্যাংকিং ।
- Balance চেক করা।
- নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করা।
- লোভনীয় অফার, ডিসকাউন্ট এবং আকর্ষণীয় সব সুবিধা।
- VISA ডেবিট কার্ড ফ্রি ISSUE করার সুবিধা।
- নতুন একাউন্ট খোলার সাথে নতুন কার্ড এক বছরের জন্য ফ্রি পাওয়া যায়।
- স্টুডেন্ট একাউন্টে কার্ডের জন্য কোন ফি নেয়া হয় না।
- কার্ড নবায়ন ফি ৩০০ টাকা।
- নিজস্ব ব্যাংক ছাড়াও অন্য ব্যাংকের ATM থেকেও টাকা তোলা যায়।
- প্রতিদিন সর্বোচ্চ ৫০ হাজার টাকা নগদ উত্তোলন অথবা কেনাকাটা করা যায়।
আরো পড়ুন- ডাচ বাংলা ব্যাংক ক্রেডিট কার্ড সুবিধা |
ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা
একজন ব্যাক্তি ক্রেডিট কার্ড নিতে পারবে কি পারবে না তা মূলত নির্ধারণ করে ব্যাংক ব্যাক্তির ডকুমেন্টস, স্যালারী বা আনুষঙ্গিক বিষয়দি চেক এবং বিবেচনা করে। যদিও ব্যাংক ভেদে ক্রেডিট কার্ডের জন্য শর্তাবলী ভিন্ন, তবুও কিছু নিয়ম তো সব জায়গায় এক। এর মধ্যে কিছু নিয়ম দেখে নেয়া যাক।
- কার্ড নিতে চাইলে ইসলামী ব্যাংকে একটি একাউন্ট থাকতে হবে।
- আপনার একাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা থাকতে হবে।
- কার্ডের ধরণ অনুযায়ি আপনার মাসিক স্যালারির একটি সামঞ্জস্যতা থাকতে হবে।
- আপনার পেশার সাথে সম্পর্কিত প্রয়োজনিয় কিছু ডকুমেন্টস থাকতে হবে।
- ব্যাংকের চাহিদা অনুযায়ী আবেদনকারীর পক্ষে কয়েকজন জামিনদার এর স্বাক্ষর প্রয়োজন হতে পারে।
- ব্যাংক কর্তৃক ভেরিফিকেশন গুলোতে আবেদনকারী কে উত্তীর্ণ হতে হবে।
- এছাড়াও ভিন্ন ভিন্ন ব্যাংকে ভিন্ন ভিন্ন ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে।
আরো পড়ুন- ক্রেডিট কার্ড নেয়ার নিয়ম |
ক্রেডিট কার্ড নেয়ার জন্য প্রয়োজনিয় ডকুমেন্টস
ক্রেডিট কার্ড দেয়ার আগে ব্যাংক আপনার কিছু ডকুমেন্টস আছে কিনা তা চেক করবে। আপনার পেশা কি তা দেখা হবে এবং এর সাথে সাথে আপনার কিছু কাগজপত্র আপনাকে জমা করতে হবে ব্যাংকে। আপনার যেসকল ডকুমেন্টস চেক করা হবে তা হলো:
- ন্যাশনাল আইডি কার্ড।
- টিআইএন সার্টিফিকেট।
- চাকুরিজিবীদের জন্য স্যালারি সার্টিফিকেট এবং তাদের বিগত তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট।
- ব্যবসায়ি হলে ব্যবসার ট্রেড লাইসেন্স এবং বিগত তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট।
- কিছু কিছু কার্ডের ক্ষেত্রে ব্যাংক বয়স সিমা নিধারণ করে দেয় এবং কার্ড পাওয়ার জন্য প্রার্থীকে সেই বয়সধারী হতে হবে।
শেষকথা
ইসলামী ব্যাংক বিভিন্ন শ্রেণির গ্রাহকদের জন্য বিভিন্ন ধরণের কার্ড সুবিধা দিয়ে থাকে। গ্রাহক তার পছন্দ মতো এবং সুবিধা অনুযায়ি যে কার্ডটি সুইটেবল মনে করবেন, সেটি ক্রয় করতে পারবেন। তবে ক্রেডিট কার্ড নেয়ার ক্ষেত্রে গ্রাহকের যোগ্যতা এবং প্রয়োজনিয় ডকুমেন্টস দেখা হবে।
প্রশ্ন এবং উত্তর
হ্যাঁ, ইসলামী ব্যাংকের কার্ড নিতে হলে আপনার একটি ইসলামী ব্যাংক একাউন্ট থাকতে হবে।
ভিসা ক্লাসিক ডুয়েল কারেন্সি হয় না।
ইসলামী ব্যাংকের ভিসা ডেভিড কার্ড ফ্রি ইসু করা যায়।
ইসলামী ব্যাংকে আপনি প্রধানত তিন প্রকারের কার্ড পাবেন যা বিভিন্ন শ্রেণির মানুষের কথা মাথায় রেখে করা হয়েছে।
ক্রেডিট কার্ড নিয়ে আরো পড়ুন
- ভিসা কার্ড ও মাস্টার কার্ডের পার্থক্য
- ডুয়েল কারেন্সি কার্ড এবং তা পাওয়ার নিয়ম
- ডেভিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য