সহজে ব্র্যাক ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
আপনি কি ব্র্যাক ব্যাংক একাউন্ট খোলার নিয়ম জানতে চাচ্ছেন? তাহলে আপনি সাঠিক জায়গায় এসেছেন। এখানে এই ব্যাংকে একাউন্ট খুলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আপনি যদি এই দেশে বসবাসকারী একজন বাংলাদেশী নাগরিক হন, তাহলে আপনি BRAC ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য আপনার আবেদন করতে পারেন।
ব্র্যাক ব্যাংক একাউন্ট খোলার নিয়ম এই পোস্টে দুই ভাবে উল্লেখ করা হয়েছে। আপনি চাইলে সরাসরি ব্যাংকে গিয়ে অথবা ঘরে বসেও ব্র্যাক ব্যাংক অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে বা এপে একাউন্ট করে ফেলতে পারবেন।
ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট একাউন্ট অথবা একটি সেভিংস একাউন্ট, যেকোনো একাউন্ট আপনি দুই ভাবেই খুলে ফেলতে পারবেন। ঘর থেকে খুললে ঝামেলা ছাড়া সহজেই খুলতে পারবেন।
ব্যাংকে গিয়ে হোক বা ঘরে বসে, যেখান থেকেই একাউন্ট করেন না কেন আপনার কিছু ডকুমেন্টস দরকার হবে। এখানে কি কি ডকুমেন্টস দরকার হবে এবং কি কি ধরনের একাউন্ট আপনি এই ব্যাংকে করতে পারবেন তা নিচে দেখানো হলো।
Table of Contents
ব্র্যাক ব্যাংক একউন্ট টাইপ
ব্রাক ব্যাংকে আপনি বিভিন্ন ধরণের একাউন্ট খুলতে পারবেন। আপনি কি কি ধরণের একাউন্ট এই ব্রাক ব্যাংকে খুলার সুযোগ পাচ্ছেন তা চলুন একবার দেখে নেই।
- কারেন্ট একাউন্ট বা চলিত একাউন্ট
- সঞ্চয়ী একাউন্ট বা সেভিংস একাউন্ট
- স্টুডেন্ট একাউন্ট
- ডিপিএস একাউন্ট
- ফিক্স ডিপোজিট
একাউন্ট খুলতে যা যা লাগবে
অন্যান্য ব্যাংকের মতো ব্রাক ব্যাংকেও ওই একই ধরণের কাগজ পত্র প্রয়োজন হয়। আর এই কাগজ গুলো ব্যাংকে যাওয়ার সময় আপনার সাথে করে ব্যাংকে নিয়ে যেতে হবে একাউন্ট খোলার জন্য। নিচে দেয়া হলো কোন কোন ডকুমেন্টস গুলো আপনি সাথে করে নিয়ে যাবেন:
- আপনার ছবি সম্বলিত পরিচয় পত্র। যেমন: ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট।
- ২ কপি পাসপোর্ট সাইজের ছবি আপনার।
- নমিনির NID কপি ও ২ কপি ছবি।
- এড্রেস ভেরিফিকেশনের জন্য আপনার ইউটিলিটি বিলের কপি।
- একজন ব্যাংক ইনট্রুডিউছার লাগবে। এই ব্যাংকে অন্য কোনো হিসাব ধারীর রেফারেন্সে হিসাব খুলা।
- সর্বোনিন্ম ৫০০ টাকা ডিপোজিট করতে হবে।
ব্র্যাক ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
উপরে উল্লেখিত ডকুমেন্টস গুলো যদি আপনার সংগ্রহ করা হয়ে যায় তবে আপনি আপনার নিকটস্থ ব্রাক ব্যাংকের একটি ব্রাঞ্চে চলে যান। ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে আপনি আপনার একাউন্ট খোলার কথা বললে তারা আপনাকে একটি ফর্ম দিবে।
আপনার কাছে থাকা আপনার ডকুমেন্ট গুলোর সাথে আপনার তথ্য মিল রেখে ওই ফর্মটি পূরণ করুন। পূরন করা হয়ে গেলে তার সাথে আপনার ডকুমেন্টস গুলো সংযুক্ত করুন। ফর্মের কোনো কিছু বুঝতে সমস্যা হলে ব্যাংকের স্টাফদের থেকে বুঝে নিন। আবার এমনও হতে পারে তারাই আপনার ফর্মটি পূরণ করে দিবে।
আপনি যদি আপনার একাউন্টটি যৌথ ভাবে খুলতে চান তবে এই নিয়ে আমাদের একটি পোস্ট আছে সেটা পড়তে পারেন। পড়ুন যেকোনো ব্যাংকে যৌথ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ও সুবিধা অসুবিধা।
অনলাইনে ব্র্যাক ব্যাংক একাউন্ট খুলতে যা যা লাগবে
- একটি স্মার্টফোন বা কম্পিউটার।
- আপনার ছবি সম্বলিত পরিচয় পত্র, যেমন: ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট।
- আপনার তহবিলের উৎসের প্রমাণ।
- নমিনির NID কপি ও ২ কপি ছবি যা মোবাইলে স্কেন করা থাকতে হবে (ছবি প্রয়োজন নাও হতে পারে)।
আপনি যেকোনো একটি ডকুমেন্ট দিয়ে একটি অ্যাকাউন্টের জন্য আবেদন করতে পারেন:
ই- টিন/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/ইউটিলিটি বিল/জন্ম শংসাপত্র।
অনলাইনে খোলার সুবিধা
- কোন ডকুমেন্টের হার্ডকপি প্রয়োজন নেই।
- কোন স্বাক্ষরের লাগবে না।
- শাখায় যেতে হবে না!
অনলাইনে ব্র্যাক ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
অনলাইন ব্যাংক একাউন্ট খোলার জন্য প্রথমে ব্রাক ব্যাংকের ওয়েব সাইট ভিজিট করুন। ভিজিট করলে নিচের দেখানো সাইটে নিয়ে আসবে লিংকটি। এখান থেকে এপ্লাই নাও দিয়ে আপনার একাউন্ট খোলার প্রসেস টি শুরু করুন।
কাস্টমার কেয়ার হেল্পলাইন
আপনার যদি এই ব্র্যাক ব্যাংক একাউন্ট খোলার যে নিয়ম দেখানো হয়েছে তার বাইরে আরো কিছু জানার থাকে তবে আপনি তাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন। ব্রাক ব্যাংকের কাস্টমার কেয়ার এর কন্টাক্ট ইনফো নিচে দেয়া হলো।
ফোন নাম্বার: 16221
ই-মেইল: [email protected]