ব্যাংক এবং এনজিও এর মধ্যে পার্থক্য
ব্যাংক এবং এনজিও এর মধ্যে কিছু কমন বৈশিষ্ট্য প্রায় লক্ষ করা যায়। যেমন ধরুন আপনি ব্যাংক থেকে আর্থিক লোন নেয়ার ব্যাপারে সাহায্য পাবেন, যেটা আপনি এনজিওর থেকেও পাবেন। যাদি তাদের মধ্যে এতো মিল থাকে তবে ব্যাংক এবং এনজিও এর মধ্যে পার্থক্য কোথায়?
ব্যাংক এবং এনজিওর মধ্যে পার্থক্য নিয়ে এই পোস্টে আলোচনা করা হয়েছে। চলুন তা দেখে নেয়া যাক।
সাধারণত আর্থিক দিক বা বাণিজ্যিক দিক বিবেচনা করে একটি ব্যাংক পরিচালিত হয়ে থাকে। ব্যাংক যদি মুনাফা না করতে পারে তবে তা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে ব্যাংকের পুরো আস্তিত্যই হুমকির মুখে পড়ার সম্ভাবনা থাকে।
অন্যদিকে NGO বা Non Governmental Organization সাধারণত বেসরকারী এবং সেচ্ছাসেবী সংস্থা হয়ে থাকে। এসকল সংস্থার প্রধান উদ্দেশ্য থাকে সামাজিক কল্যানে কাজ করা। যদিও তারাও লাভ করে থাকে, তবে তা তাদের মূখ্য উদ্দেশ্য নয়। যার কারণে লাভ না করলেও কোনো এনজিওর অস্তিত্য হুমকিতে পরে না।
তাহলে এখন আপনার মনে নিশ্চঃই প্রশ্ন আসছে যে এনজিও যদি লাভই না করে তবে তাদের সংস্থা রান করার জন্য অর্থ কোথা থেকে আসে।
NGO প্রধানত ডোনেশন নির্ভর হয়ে থাকে। সরকারী ডোনেশন সহ বিভিন্ন ব্যাক্তি বর্গ এবং সংস্থা এই ডোনেশন গুলো দিয়ে থাকে। এই ডোনেশনের উপর ভিত্তি করে তারা তাদের কর্মকান্ড পরিচালনা করে থাকে।
চাকরির যোগ্যতা | ব্যাংকে চাকরির যোগ্যতা যা চাওয়া হয়। |
নিরাপদ ব্যাংক | জেনে নিন কোন ব্যাংকে টাকা রাখা নিরাপদ |
হোম পেজে যেতে ক্লিক করুন bankline এ।