ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম
আপনার টাকা ব্যাংকে জমা রাখতে চাচ্ছেন? এখানে দেখে নিন ব্যাংকে কিভাবে আপনি টাকা জমা রাখতে পারবেন সে নিয়ম।
বর্তমানে বিভিন্ন কারণে নিজের কাছে টাকা রেখে দেয়াটা অনেক ক্ষেত্রে সেইফ নয়। বিশেষ করে টাকার এমাউন্ট যদি বড় হয় তবে তা নিজের কাছে রাখা একটি চিন্তার বিষয়। এক্ষেত্রে নিরাপদে রাখার জন্য ব্যাংকই সবচেয়ে ভালো। এই জন্য আপনার জানা থাকা দরকার ব্যাংকে টাকা জমা দেয়ার নিয়ম কি বা বাড়িতে বসে ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম কি তা।
এই পোস্টে আমি দেখাবো কিভাবে আপনি একটি ব্যাংকে একাউন্ট করে সেই ব্যাংকে টাকা জমা দেয়ার নিয়ম অনুসরণ করে আপনার টাকা নিরাপদে রাখতে পারবেন। চলুন তাহলে শুরু করি।
কি কি উপায়ে ব্যাংকে টাকা জমা দেয়া যায়?
- ব্যাংকে সরাসরি গিয়ে জমা বইয়ের মাধ্যমে টাকা জমা দেয়া যায়।
- যেসব ব্যাংকে অনলাইন ব্যাংকিং এ টাকা বাইরে থেকে জমা করার সুবিধা আছে, সেখানে অনলাইন ব্যাংকিং ব্যবহার করে টাকা জমা দেয়া যায়।
- এটিএম বুথের মাধ্যমে টাকা জমা দেয়া যায়।
ব্যাংকে টাকা জমা রাখার শর্ত
ব্যাংকে টাকা জমা রাখার প্রধান শর্ত হলো আপনার একটি একাউন্ট ব্যাংকে অবশ্যই থাকতে হবে। একাউন্ট না করে আপনি সেখানে টাকা জমা রাখতে পারবেন না।
ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম
ব্যাংকে একাউন্ট করার পর ব্যাংক আপনাকে অবশ্যই একটি জমা বই দিয়ে দিবে। এই জমা বই ব্যবহার করে মূলত আপনি টাকা জমা দিতে পারবেন। এই জমা বইয়ে আপনি আপনার টাকা জমা দেয়ার তথ্য লিপি বদ্ধ করে রাখতে পারবেন। ব্যাংক আপনার কাছ থেকে টাকা সংগ্রহ করার পর এই জমা বইয়ে সিল এবং স্বাক্ষর দিয়ে দিবেন, আপনার টাকা তারা রিসিভ করেছেন এমন প্রমান হিসেবে।
উদাহরণ হিসেবে নিচে কিছু ব্যাংকের কথা তুলে ধরছি। সেখানে আরো বিস্তারিত জানতে পারবেন।
অনলাইনে ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম
অনলাইনে ব্যাংক একাউন্টে টাকা জমা করার বিষয়টি হয়তো সব ব্যাংক থেকে নাও করা যেতে পারে। তবে আপনার একাউন্ট থাকা ব্যাংক থেকে করা যাবে কিনা তা জানতে একটু ব্যাংকের অনলাইন ব্যাংকিং সম্পর্কে জেনে নিন।
অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করে টাকা জমা করতে পারবেন। কিভাবে করবেন তা জানতে পড়ুন- এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম।
বিকাশ থেকে বা নগদ থেকে কোন কোন ব্যাংকে টাকা পাঠানোর সিস্টেম আছে তা ভালো করে জেনে নিন। যেমন আপনি বিকাশ থেকে সরাসরি সোনালি ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। এভাবে বিকাশে “bkash to bank” অপশন থেকে দেখে নিন কোন কোন ব্যাংকে টাকা পাঠাতে পারবেন।
তারপর বিকাশ বা নগদের সাথে ব্যাংকের একাউন্ট যুক্ত করে সরাসরি ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। আরো জানতে পড়ুন:
বিকাশ টু সোনালী | সোনালী ব্যাংক ও বিকাশে টাকা লেনদেন করার নিয়ম |
বিকাশ টু ইসলামী | বিকাশ থেকে ইসলামী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম |
নগদ টু ব্যাংক | নগদ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করার নিয়ম |
এটিএম বুথের মাধ্যমে টাকা জমা দেয়ার নিয়ম
বুথে বিভিন্ন ব্যাংকের টাকা জমা করার সুবিধা থেকে থাকে। সেখানে CRM মেশিনের মাধ্যমে আপনি সরাসরি আপনার একাউন্টে টাকা ডিপোজিট করতে পারবেন। কার্ড থাকলে পারবেন আবার কার্ড ছাড়াও তা করতে পারবেন।
ইসলামী ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম
ইসলামী ব্যাংকে আপনার টাকা জমা করতে হলে আপনার ইসলামী ব্যাংক একাউন্ট থাকতে হবে। একাউন্ট করার পর তারা আপনাকে জমা বই প্রদান করবে। ব্যাংকে টাকা জমা করার জন্য আপনি সেই জমা বইটি ব্যবহার করুন।
জমা বই লিখার নিয়ম নিচে দেখানো হলো। এটি বাংলা বা ইংলিশে যে কোনো একটি ভাষায় লিখুন। দুটি ভাষা একসাথে ব্যবহার করবেন না।
- শাখার জায়গায় আপনার শাখার নাম লিখুন। যেমন আমি লিখেছি Rangunia শাখা।
- মুদারাবা সঞ্চয়ি হিসাব নং এর জায়গায় আপনার ব্যাংক একাউন্ট নাম্বার দিন।
- নামের জায়গায় আপনার নাম লিখুন।
- বিবরণে আপনার টাকার বিবরণ দিতেও পারেন বা টাকার পরিমাণ একবারে লিখে দিলেও চলবে।
- মোট টাকার পরিমাণের পাশে টাকার পরিমাণ অংকে লিখুন।
- টাকা (কথায়) এর পাশে টাকার পরিমাণ কথায় লিখুন।
- ক্যাশিয়ার এবং অফিসার এর জায়গায় আপনার কিছু করার দরকার নেই।
- জামানতকারীর স্বাক্ষর এর জায়গায় আপনার স্বাক্ষর এবং নিচে আপনার মোবাইল নাম্বার দিন।
তারপর এই জমা বই ব্যাংকে আপনার টাকা সহ জমা দিন। জমা দিলে তারা টাকা গ্রহণ করে বইতে একটি সিল এবং স্বাক্ষর করে দিয়ে, বইয়ের দুই অংশের একটি অংশ কেটে নিয়ে নিবে। বাকি অংশ আপনার বইয়ের সাথে যুক্ত থাকবে টাকা জমা দেয়ার প্রমাণ সরুপ। আরো জানতে পড়ুন ইসলামী ব্যাংকে টাকা জমা দেয়ার নিয়ম।
আরো পড়ুন- ইসলামী ব্যাংকের চেক লেখার নিয়ম
সোনালী ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম
সোনালী ব্যাংকে আপনার টাকা জমা করতে হলে আপনার সোনালী ব্যাংক একাউন্ট থাকতে হবে। একাউন্ট করার পর তারা আপনাকে জমা বই প্রদান করবে। ব্যাংকে টাকা জমা করার জন্য আপনি সেই জমা বইটি ব্যবহার করুন।
ব্যাংকের জমা বই লিখার নিয়ম নিচে দেখানো হলো। এটি বাংলা বা ইংলিশে যে কোনো একটি ভাষায় লিখুন। দুটি ভাষা একসাথে এখানে ব্যবহার করবেন না।
- তাং এর পাশে যেদিন টাকা জমা করবেন, সেদিনের তারিখ দিন।
- শাখার পাশে আপনার একাউন্ট যে শাখার, সেই শাখার নাম দিন।
- সঞ্চয়ী হিসাব নং এর পাশে আপনার একাউন্ট নাম্বার দিন।
- তারপর মোবাইল নাম্বার দরকার হলে মোবাইল নাম্বার দিন।
- নাম এর পাশে আপনার নাম দিন।
- চেক/নগদ এর নিচে টাকা চেকে দিবেন নাকি নগদে তা লিখুন।
- এরপর টাকার নিচে ও মোট টাকার পাশে আপনার টাকার পরিমাণ অংকে লিখুন।
- কথায় এর পাশে টাকার পরিমাণ কথায় লিখুন।
- তারপর শুধু জমাকারীর স্বাক্ষর এর উপর আপনার স্বাক্ষর দিন। আর কিছু করতে হবে না।
তারপর টাকা এবং চেক বই সহ ব্যাংক শাখায় জমা দিন। জমা করার পর ব্যাংক থেকে সিল স্বাক্ষর দিয়ে, বইয়ের দুই অংশের একটি অংশ কেটে রেখে দিবেন এবং বাকি অংশ বইয়ের সাথে থেকে যাবে টাকা জমা করার প্রমাণ সরুপ।
আরো বিস্তারিত জানতে পড়ুন- সোনালী ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম
ডাচ বাংলা ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম
ডাচ বাংলা ব্যাংকে আপনার টাকা জমা করতে হলে আপনার ডাচ বাংলা ব্যাংক একাউন্ট থাকতে হবে। একাউন্ট করার পর তারা আপনাকে জমা বই প্রদান করবে। ব্যাংকে টাকা জমা করার জন্য আপনি সেই জমা বইটি ব্যবহার করুন। জমা বইয়ে থাকা নির্দেশনা অনুযায়ি তথ্য প্রদান করুন। তারপর বই সহ এবং টাকা সহ ব্যাংকে জমা দিলে তারা আপনার টাকা জমা নিয়ে তা বইয়ে লিপিবদ্ধ করে স্বাক্ষর এবং সিল দিয়ে, বই থেকে একটি অংশ কেটে রেখে দিবেন।
আবার চাইলে আপনি এটিএম থেকেও টাকা জমা দিতে পারবেন। এটিএম বুথ থেকে কার্ড দিয়ে বা কার্ড ছাড়াই আপনি এই টাকা জমা দেয়ার কাজটি করতে পারবেন।
এভাবে আপনি আপনার টাকা ডাচ বাংলা ব্যাংকে জমা করতে পারবেন। CRM ম্যাশিনের সাহায্যে এবং রকেট থেকে কিভাবে ডাচ বাংলা ব্যাংকের একাউন্টে টাকা ঢুকানো যায় তা জানতে পড়ুন- ডাচ বাংলা ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম।
টাকা একাউন্টে রাখবো না এফডিআর করে রাখবো?
ব্যাংকে টাকা রাখা ভালো নাকি ইনভেস্ট করা? অবশ্যই ইনভ্যাস্ট। তাই নয় কি? আর যদি ইনভেস্টের সুযোগ না থাকে তবে ব্যাংকে টাকা রেখে দেয়ার থেকে ফিক্স ডিপোজিট করা হয়তো কিছুটা ভালো। তাই এসম্পর্কে জানতে পড়ুন- ফিক্স ডিপোজিট করার জন্য বেস্ট ব্যাংক।
ব্যাংকে টাকা রাখা নিয়ে প্রশ্ন এবং উত্তর
হ্যাঁ যাবে। এখন এমন আরো নিয়ম আছে যে নিয়মে আপনি ঘরে বসেই ব্যাংক একাউন্টে টাকা জমা করে ফেলতে পারবেন এবং তা সেইফও। সেই সাথে এসব প্রকৃয়া সহজ হয়ে থাকে। আরো জানতে পারবেন যদি পোস্টি বিস্তারিত পড়েন।
অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তা করা যাবে।
একাউন্ট চেক | ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম |
হোমে যান | bankline |