ব্যাংকের চেক বই হারিয়ে গেলে করণীয়
ব্যাংকের চেকবুক হারিয়ে ফেলেছেন? দেখে নিন ব্যাংকের চেকবুক হারালে আপনার করণীয় কি।
ব্যাংকের চেকবুক হারানো একটি দুশ্চিন্তার এবং চাপের অভিজ্ঞতা হতে পারে৷ যাইহোক, সমস্যাটি সমাধান করতে আপনার কি ধরণের পদক্ষেপ নিতে হতে পারে, তা নিয়ে এই পোস্টে আলোচনা করা হয়েছে৷ তাহলে চলুন দেখে নেয়া যাক ব্যাংকের চেক বই হারিয়ে গেলে করণীয় কি তা।
আপনার ব্যাংকের চেক বই হারিয়ে গেলে করণীয়
চেক বই হারিয়ে গেলে আপনার প্রথম কাজটি হবে যত তাড়াতাড়ি সম্ভব আপনার ব্যাংকে জানানো৷ এতে ব্যাংক দ্রুতই যেকোনো প্রতারণামূলক কার্যকলাপ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এতে করে আপনার টাকা হারানোর যে রিস্ক তা আর থাকবে না।
বেশিরভাগ ক্ষেত্রে, ব্যাংক পুরোনো চেক বাতিল করে এবং আপনাকে একটি নতুন চেকবুক ইস্যু করে দিবে। এরপর আপনি স্বাভাবিক হিসাবে আপনার ব্যাংকিং কার্যক্রম পুনরায় শুরু করতে পারবেন। এ অবস্থায় কেউ আর আপনার চেক বুক ব্যবহার করতে চাইলেও তা আর ব্যবহার করতে পারবে না।
আরো পড়ুন- নতুন চেক বইয়ের জন্য আবেদন
পরবর্তি সতর্কতা
আপনি যাতে আপনার চেক বুকটি আবার না হারান তা নিশ্চিত করার জন্য চেক বুকটি একটি নিরাপদ স্থানে রাখুন, যেমন একটি নিরাপদ লকবক্স বা নিরাপদ আমানত বাক্স৷ পেপার চেক বুকের প্রয়োজনীয়তা কমাতে আপনি অনলাইন বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মতো ইলেকট্রনিক ব্যাংকিং অপশনগুলো বেছে নিতে পারেন।
উপরন্তু, সমস্ত লেনদেন বৈধ কিনা তা নিশ্চিত করতে আপনার নিয়মিত ব্যাংক স্টেটমেন্ট পর্যালোচনা করা উচিত। এটি আপনাকে প্রথম দিকের যেকোনো প্রতারণামূলক কার্যকলাপ সনাক্ত করতে এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনার ব্যাংকে রিপোর্ট করতে সাহায্য করবে।
চেক হারালে কি জিডি করা লাগবে?
অনেক সময় এমন কিছু পরিস্থিতি হয়, যেমন: স্পর্শকাতর লেনদেনের কিছু চেক হারিয়ে গেছে, এমতাবস্থায় ব্যাংকের জানানোর পাশাপাশি নিকটস্থ থানায় জিডি করার প্রয়োজন হয়।
আপনি আপনার চেক হারিয়ে গেলে নিকটস্থ থানায়, যে স্থানে হারিয়েছে ঔ এরিয়ায় যে থানা পড়ে সে থানায়, একটি সাধারণ ডাইরি বা GD করতে পারেন। আসলে জিডি করার মাধ্যমে একটি আইনগত ভিত্তি তৈরি হয়ে যায়। এক্ষেত্রে মনে রাখা ভালো যে, হারানোর পর যত তাড়াতাড়ি সম্ভব চেকের নাম্বার উল্লেখ পূর্বক একটি জিডি করে ফেলা ভালো।
যদি সম্পূর্ণ চেক বই হারিয়ে যায় তবে সকল নম্বর বা নম্বরের সিরিয়াল উক্ত জিডিতে উল্লেখ করতে হবে। চেক যদি ব্লাঙ্ক অবস্থায়ও থাকে তবুও উল্লেখ করবেন আর লিখিত থাকলেও তা সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করবেন। এক্ষেত্রে আপনি প্রয়োজনে কোন অভিজ্ঞ আইনজীবীর সহায়তাও নিতে পারেন।
আরো পড়ুন- এক ব্যাংকের চেক অন্য ব্যাংকে জমা দেয়ার নিয়ম
শেষকথা
একটি ব্যাংক চেকবুক হারানো চিন্তার বিষয়। তবে সঠিক পদক্ষেপের মাধ্যমে, আপনি দ্রুত সমস্যার সমাধান করতে পারেন এবং আপনার চেকবুকে অ্যাক্সেস ফিরে পেতে পারেন। স্পর্শকাতর চেকের ক্ষেত্রে আপনি চাইলে একটি জিডিও করে রাখতে পারেন।
প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত আপনার অ্যাকাউন্ট নিরীক্ষণ করে, আপনি প্রতারণামূলক কার্যকলাপের ঝুঁকি কমাতে পারেন এবং আপনার আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।
আরো জানুন
- ইসলামী ব্যাংকের চেক লেখার নিয়ম
- সোনালী ব্যাংকের চেক লেখার নিয়ম
- জনতা ব্যাংক চেক লেখার নিয়ম
- রূপালী ব্যাংকের চেক লেখার নিয়ম
- অগ্রণী ব্যাংকের চেক লেখার নিয়ম
- ডাচ বাংলা ব্যাংকের চেক লেখার নিয়ম
একাউন্ট চেক | ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম |
হোমে যান | bankline |