সহজে ডাচ বাংলা ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম খুজছেন? আজকের এই পোস্টে আমি ডাচ বাংলার একাউন্ট চেক করার জন্য যেকল নিয়ম আছে তা নিয়ে আলোচনা করেছি। আশা করছি তা আপনার কাজে আসবে।
এই DBBL বা ডাচ বাংলা ব্যাংকের নিজস্ব মোবাইল এপ আছে যার মাধ্যমে আপনি আপনার ব্যালেন্স চেক করতে পারবেন। ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমেও তা জানতে পারবেন। এছাড়াও আরো কিছু অপশন আছে আপনার জন্য একাউন্ট চেক করতে।
বাংলাদেশ এবং নেদারলেন্ডের যৌথ উদ্দোগে প্রতিষ্ঠিত ডাচ বাংলা ব্যাংক বর্তমানে ব্যাংকিং খাতে খুবই সফলতা অর্জন করছে। তাদের শাখা ও এটিএম, মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং সহ বিভিন্ন ধরণের সার্ভিস তারা প্রোভাইড করছে তাদের গ্রাহকদের। একটি ডাচ বাংলা ব্যাংক একাউন্ট করার পর তা খুব সহজে বিভিন্ন মাধ্যমে পরিচালনাও করার সুযোগ দিচ্ছে।
যাই হোক, ডাচ বাংলা ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম গুলো কি কি সে সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক এই পোস্ট থেকে। চলুন তাহলে শুরু করি।
Table of Contents
ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম গুলো
ডাচ বাংলা ব্যাংক গ্রাহককে তাদের একাউন্ট চেক করার জন্য বিভিন্ন প্রকার উপায় রেখেছে। এই ব্যাংকের গ্রাহক যেসকল নিয়মে তাদের একাউন্ট চেক করতে পারবেন তা হলো:
- এপের মাধ্যমে।
- ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে।
- এটিএম বুথ থেকে।
- ব্যাংকে ভিজিট করার মাধ্যমে।
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
১. এপের মাধ্যমে একাউন্ট চেক
এই ডাচ বাংলা ব্যাংক তাদের নিজস্ব মোবাইল এপ অপারেট করে যেখানে আপনি আপনার একাউন্ট সম্পর্কিত বিভিন্ন তথ্য চেক করতে পারবেন, যার মধ্যে ব্যালেন্স চেক একটি। তাদের এপটির নাম হলো ”নেক্সাস পে এপ”।
প্রথমে আপনাকে গুগল প্লে-স্টোর থেকে এপটি ডাউনলোড করতে হবে। এরপর ওপেন করলে আপনার সামনে নতুন করে রেজিস্ট্রেশন করার জন্য একটি অপশন চলে আসবে। এখানে আপনার একাউন্টটি রেজিস্ট্রেশন করে নিন। রেজিস্ট্রেশনের নিয়ম নিচে ভিডিওতেও দেখতে পারবেন।
এখানে আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে, যে নাম্বারে আপনার ডিবিবিএল একাউন্ট বা রকেট একাউন্ট রেজিস্ট্রেশন করা আছে। তারপর নতুন একটি পিন নাম্বার সেট করুন এবং টার্মস এন্ড কন্ডিশনস বক্সে টিক দিয়ে ”REGISTER” এ ক্লিক করুন।
এরপর আপনার নাম্বারে একটি ওটিপি আসবে, যে ওটিপি অটোমেটিক সেখানে নিয়ে নিবে। তারপর আপনাকে কিছু ইনফরর্মেশন দিতে হবে। আপনার ফুল নেইম দিবেন, মেইল আইডি দিবেন, এবং একটি রেফার নাম্বার দিবেন যদি আপনার পরিচিত কারো এই নেক্সাস এ রেজিস্টার করা থাকে তার নাম্বারটি।
এর পরের ধাপে আপনাকে আপনার কার্ড এড করার জন্য বলা হবে। আপনার যদি থেকে থাকে তবে তা এড করতে পারবেন, নয়তো বামে উপরে থাকা মেনু বার থেকে আপনি নেক্সাস সেবার অপশন গুলো খুজে পাবেন। তার মধ্যে একটি অপশন থাকবে “Balance inquiry”, সেখানে ক্লিক করুন। এখান থেকে ব্যালেন্স জানতে পারবেন।
ব্যালেন্স জানার পাশাপাশি এখান থেকে আপনি মিনি স্টেটম্যান্টও ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও এখানে আরো বেশ কিছু সুযোগ সুবিধা আছে যা আপনি উপভোগ করতে পারবেন।
২. ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে একাউন্ট চেক
আপনার যদি ডাচ বাংলা ব্যাংক অনলাইন ব্যাংকিং এর জন্য রেজিস্ট্রেশন করা থাকে তবে আপনি এতে লগইন করার মাধ্যমে খুব সহজে আপনার একাউন্ট ব্যালেন্স সম্পর্কে জানতে পারবেন।
আপনার যদি একাউন্ট রেজিস্ট্রেশন করা না থাকে তবে ডাচ বাংলা ব্যাংক অনলাইন রেজিস্ট্রেশন করার নিয়ম এই আর্টিকেলটি পড়ে আপনার একাউন্ট অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন এবং ব্যালেন্স চেক করতে পারবেন। রেজিস্ট্রেশন করা থাকলে আপনি লগইন করলেই আপনার ব্যালেন্স দেখতে পাবেন।
৩. এটিএম বুথ থেকে একাউন্ট চেক
- এক্ষেত্রে নেক্সাস পে কার্ডটি আপনার সাথে করে নিয়ে যেতে হবে এটিএম বুথে।
- তারপর আপনার কার্ডটি বুথে দিয়ে আপনার একাউন্টের পাসওয়ার্ড প্রবেশ করান।
- পাসওয়ার্ড দেওয়ার পরে এটিএম বুথ এর বাম পাশে থাকা ”ব্যালেন্স/ স্টেটমেন্ট” এর পাশে থাকা বাটনে অথবা স্ক্রিনের উপর ক্লিক করতে হবে।
- এরপর ব্যালেন্স অপশন দেখতে পাবেন, যেখানে ক্লিক করলে আপনি আপনার ব্যাংক ব্যালেন্স দেখতে পাবেন।
আরো পড়ুন- ডাচ বাংলা ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম
৪. ব্যাংকে গিয়ে একাউন্ট চেক
সর্বশেষ যে অপশনটি তা হলো, আপনার সাথে আপনার একাউন্ট নাম্বার সহ আপনি আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের ব্র্যাঞ্চে গিয়ে সেখানকার স্টাফ দের আপনার একাউন্ট ব্যালেন্স সম্পর্কে জানাতে বলতে পারেন। তারা আপনার একাউন্ট নাম্বার নিয়ে আপনার একাউন্ট চেক করে দিবে।
আরো পড়ুন- অন্যান্য ব্যাংকের একাউন্ট চেক করার নিয়ম
শেষকথা
ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশে বহু আধুনিক সেবা নিয়ে আসার কাজ করেছে। তারা তাদের গ্রাহকদের কথা চিন্তা করে প্রতি নিয়ত তাদের ব্যাংকিং সিস্টেম কে আপডেট করে চলেছে। তারা বর্তমানে ব্যাংকিং খাতে নিজেদের ভিন্ন ভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছে।
গ্রাহক তাদের ব্যাংকে একটি একাউন্ট করলে তা বিভিন্ন ভাবে অপারেট করতে পারবেন। যেখানে তারা তাদের একাউন্ট ব্যালেন্সও খুব সহজে চেক করার সুযোগ পাবে, তাও আবার ঘরে বসেই।
আরো পড়ুন- অনলাইন ব্যাংকিং |
একাউন্ট চেক করার নিয়ম ভিডিওতে দেখুন
আরো পড়ুন- ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
কিছু প্রশ্ন এবং উত্তর
হ্যাঁ, একাধিক উপায় আছে। আপনি চাইলে এসএমএস এর মাধ্যমে ঘরে বসেই জানতে পারবেন। আবার চাইলে ডাচ বাংলার মোবাইল এপ ব্যবহার করেও আপনি ঘরে বেসই আপনার ব্যালেন্স জানতে পারবেন।
জ্বি, জানা সম্ভব। আপনি এটিএম থেকে আপনার একাউন্ট ব্যালেন্স জেনে নিতে পারবেন।
আমাদের অন্যান্য পোস্ট গুলো পড়ুন
- বুথ থেকে ডাচ বাংলা ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম
- স্টুডেন্ট ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ইসলামের নির্দেশনা
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম টি যদি আপনার কাজে আসে তাহলে আন্যদের সাথে পোস্টটি শেয়ার করুন।
হোমে যান- bankline
আমার ডাসবাংলা ব্যাংকের মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাই কিভাবে করবো।
ব্যাংকে যোগাযোগ করুন।