ব্যাংক লোন মওকুফের আবেদন সহজ নিয়মে

বাংলাদেশ ব্যাংক গত বছর ২১ এপ্রিল ২০২২ ব্যাংক ৠণের সুদ মওকুফ সংক্রান্তে বিআরপিডি ৬ জারি করেছে। সেখানে বলা হয়েছে, ব্যাংকগুলো বিভিন্ন নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে ঋণের সুদ মওকুফ করতে পারে। কেন্দ্রিয়…

ADVERTISEMENT
ব্যাংক লোন মওকুফের আবেদন

বাংলাদেশ ব্যাংক গত বছর ২১ এপ্রিল ২০২২ ব্যাংক ৠণের সুদ মওকুফ সংক্রান্তে বিআরপিডি ৬ জারি করেছে। সেখানে বলা হয়েছে, ব্যাংকগুলো বিভিন্ন নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে ঋণের সুদ মওকুফ করতে পারে। কেন্দ্রিয় ব্যাংকের দেয়া কারণ গুলো, যখন ঋণ মওকুফ করা যাবে, তা হলো:

  • ঋণগ্রহীতার মৃত্যু
  • প্রাকৃতিক দুর্যোগ
  • মহামারি
  • মড়ক
  • নদীভাঙন
  • দুর্দশা
  • প্রকল্প বন্ধ

এসকল অবস্থাজনিত কারণে ব্যাংকঋণের সুদের সম্পূর্ণ অংশ বা অংশবিশেষ মওকুফ করে দিতে পারে।

ADVERTISEMENT

ঋণ মওকুফের জন্য আবেদন যেভাবে করবেন

তারিখ: ২৫/০১/২০২৩

বরাবর
ম্যানেজার
কখগ ব্যাংক
কাপ্তাই, রাঙ্গামাটি
বিষয়: ঋণ মওকুফের জন্য অনুরোধ

সবিনয়ে নিবেদন এই যে, আমি মোঃ ওমর ছালেহীন, আমার ব্যাংক হিসাব নম্বর ১১২৩৪৫৬৭৭৮। গত ৩ মাস আগে আমি আপনার ব্যাংক থেকে ২০০,০০০ টাকা ঋণ নিয়েছিলাম। ঋণ নেয়ার পর থেকে আমি নিয়মিত কিস্তিও পরিশোধ করে আসছি। দুর্ভাগ্যবশত বর্তমানে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে আমি আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছি এবং আমি ঋণের কিস্তি পরিশোধ করতে পারছি না।

আমি একজন [পেশা/চাকরীর শিরোনাম], এবং আমার মাসিক আয় হল [মাসিক আয়]। তবে বর্তমান পরিস্থিতির কারণে আমার আয় কমে গেছে এবং আমি আমার মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছি। আমি পরিস্থিতি সামলানোর যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু সময়মতো ঋণের কিস্তি পরিশোধ করতে পারছি না।

অতএব জনাবের নিকট সবিনয়ে নিবেদন এই যে, আমার পরিস্থিতি বিবেচনা করে আমার ঋণ মওকুফ করলে আপনার নিকট চির কৃতঙ্গ থাকিবো।

নিবেদক
নাম: মোঃ ওমর ছালেহীন
ঠিকানা: কাপ্তাই, রাঙ্গামাটি
মোবাইল: 01800000000

ব্যাংকের অন্যান্য আবেদন গুলো দেখুন

ক্যাটাগরিতে যানব্যাংকিং
ক্যাটাগরিতে যানইসলামীক ব্যাংকিং
হোমে যানbankline

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।