এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম
আপনি কি এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম খুজছেন? এখানে দেখে নিন কিভাবে আপনি CRM ম্যাশিন ব্যবহার করে একটি ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন।
এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম খুব কঠিন কিছু নয়। তবে বুঝতে না পারলে হয়তো একটু ঝামেলার মনে হতে পারে। তাই আগে থেকে বুথের CRM ম্যাশিন ব্যবহারের নিয়ম জেনে রাখা ভালো।
এছাড়া আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনার জানা থাকা দরকার। যেমন ধরুন এটিএম বুথ থেকে সর্বোচ্চ কত টাকা তোলা যায় বা সর্বনিম্ন কত টাকা তোলা যায়, এটিএম কার্ড ব্যবহারের নিয়ম কি বা কার্ড ছাড়া এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম কি। বুথে টাকা তুলার সময়ও কিছু সতর্কতাও মেনে চলা উত্তম।
যাই হোক, এই ব্লগে আমি আপনার সুবিধার্থে আলোচনা করেছি এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম, সর্বোচ্চ এবং সর্বনিন্ম কতো টাকা তোলা যাবে সহ সম্ভাব্য সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর। আশা করি এখানে আপনি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক।
Table of Contents
এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম (কার্ড দিয়ে)
ধাপ ১: একটি এটিএম বুথ খুজে বের করুন
প্রথম ধাপ হল একটি এটিএম বুথ খুজে বের করা যা আপনার ব্যাংকের কার্ড সাপোর্ট করে৷ বেশিরভাগ ব্যাংকের নিজস্ব এটিএম আছে, তাই আপনার ব্যাংকের নিজস্ব একটি এটিএম খুঁজে বের করার চেষ্টা করা উচিত। আপনার নিকটতম এটিএম বুথ বের করতে Google ম্যাপ বা অন্যান্য অন্য কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন।
ধাপ ২: আপনার কার্ড ঢোকান
আপনি এটিএম বুথ খুঁজে পেলে, মেশিনে আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড ঢোকান। কার্ড স্লট সাধারণত এটিএম-এর ডানদিকে থাকে। ঢোকানোর সময় কার্ড উল্টো করে ঢোকাবেন না। কার্ডের চিপ উপরের পাশে সামনের দিকে রেখে ম্যাশিনে কার্ডটি প্রবেশ করান।
ধাপ ৩: আপনার পিন লিখুন
পরবর্তী ধাপ হল আপনার গোপন পিন (PIN) নম্বর প্রবেশ করানো। আপনার পিন হল একটি ৪ সংখ্যার কোড যা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় বেছে নেন। আপনার পিন প্রবেশ করার সময় আপনার হাত দিয়ে কীপ্যাডটি সিকিউর করতে ভুলবেন না, অর্থাৎ ঢেকে রাখুন, যাতে আশেপাশে কেউ থাকলে এটি দেখতে না পায়। দেয়া হলে পরের ধাপে চলে যান।
ধাপ ৪: আপনার লেনদেনের ধরণ সিলেক্ট করুন
আপনার পিন দেয়ার পরে, আপনাকে আপনার লেনদেনের ধরন নির্বাচন করতে বলা হবে। অর্থাৎ আপনি কি টাকা বের করতে চান নাকি ঢোকাতে চান না অন্য কিছু। অপশন গুলির তালিকা থেকে “Withdraw” সিলেক্ট করুন। অর্থাৎ আপনি টাকা বের করতে চান। সিলেক্ট করা হলে নেক্টস অপশনে চলে আসুন।
ধাপ ৫: আপনি যে পরিমাণ টাকা তুলতে চান তা লিখুন
আপনি যে পরিমাণ টাকা তুলতে চান তা এটিএম আপনাকে লিখতে বলবে। ম্যাশিনের স্ক্রিনের পূর্বনির্ধারিত কোনো এমাউন্ট থেকে আপনি বেছে নিতে পারেন, অর্থাৎ সেখানে ৫০০, ১০০০, ২০০০ এমন কিছু এমাউন্ট দেয়া থাকতে পারে। আপনার সুবিধা মতো একটি এমাউন্ট লেখার অপশনও পাবেন। আপনার প্রয়োজন অনুযায়ি অপশন সিলেক্ট করুন।
ধাপ ৬: অর্থ প্রদানের জন্য অপেক্ষা করুন
আপনি টাকার পরিমাণটি প্রবেশ করানোর পরে, এটিএম আপনার অ্যাকাউন্টের সকল বিবরণ যাচাই করবে এবং তারপরই নগদ প্রদান করবে। এর জন্য CRM ম্যাশিনে কোনো একটি ঢাকনা সরে গিয়ে আপনার টাকা বের করে দিবে। আপনি সেই টাকাটি গ্রহণ করুন।
ধাপ ৭: প্রয়োজনে আপনার রসিদ নিন
লেনদেন সম্পূর্ণ হলে, ম্যাশিন জিজ্ঞাসা করবে যে আপনি রসিদ চান কিনা। রসিদ দরকার না হলে না দিয়ে লেনদেন সম্পন্ন করুন। আপনি যদি রসিদ সংগ্রহ করেন তবে এর জন্য আলাদা ফি কাটার সম্ভাবনা আছে।
ধাপ ৮: লেনদেন শেষ করুন
অবশেষে, এটিএম-এ “Cancel” বা “Exit” বোতাম টিপলে আপনার কার্ডটি বেরিয়ে আসবে। CRM ম্যাশিন থেকে এই কার্ডটি সংগ্রহ করুন।
ক্ষেত্র বিশেষে ভিন্ন ভিন্ন ব্যাংকে কিছু বিষয়ে একটু পরিবর্তন থাকতে পারে। তবে বেশির ভাগ অংশ যা এখানে উল্লেখ করা হয়েছে তা মিল থাকবে বলে আশা করা যায়। এছাড়া আরো নির্দিষ্ট করে জানার জন্য আপনি নির্দিষ্ট ব্যাংক অনুযায়ি আলাদা আলাদা করে পড়ে নিতে পারেন আরো ভালো করে বুঝার জন্য। নিচে এমনই কিছু ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার নিয়ম দেখুন:
ইসলামী ব্যাংক | ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম। এখানে ইসলামী ব্যাংকের বুথ থেকে কার্ড দিয়ে টাকা তুলার পাশাপাশি কার্ড ছাড়াও টাকা তুলার ব্যাপারে আলোচনা হয়েছে। |
ডাচ বাংলা ব্যাংক | ডাচ বাংলা ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম |
ব্র্যাক ব্যাংক | ব্র্যাক ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার উপায় |
কার্ড ছাড়া এটিএম থেকে টাকা তোলার নিয়ম
কিছু কিছু ব্যাংক আছে যারা কোনো কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তোলার অনুমতি দেয়। যেমন: ইসলামী ব্যাংক বা ডাচ বাংলা ব্যাংক।
ইসলামী ব্যাংকের টাকা উইথড্র করার জন্য তাদের মোবাইল এপ ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে এপের মাধ্যমে একটি টোকেন সংগ্রহ করতে হবে। সেই টোকেন দিয়ে এটিএম থেকে টাকা তুলতে হবে। এক্ষেত্রে কোনো এক্সট্রা চার্জ তারা কাটে না।
আবার ডাচ বাংলার ক্ষেত্রে আছে তাদের এমএফএস সার্ভিস রকেট। রকেট থেকে এটিএম-এ টাকা ট্রান্সফার দিয়ে আপনি আপনার টাকা তুলতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার কাছ থেকে ক্যাশ আউট চার্জ কেটে নেয়া হবে, বিশেষ করে পার্সনাল একাউন্ট হলে। তবে সেলারি একাউন্ট থেকে আবার কাটা হয় না।
এটিএম বুথ থেকে সর্বনিম্ন কত টাকা তোলা যায়?
বুথে সচরাচর ভাংতি কোনো টাকা থাকে না। সেখানে শুধু ৫০০ টাকা বা ১০০০ টাকার নোট দেয়া থাকে। তাই আপনি টাকা বের করার ক্ষেত্রে ৫০০ টাকার কমে নিশ্চই কোনো টাকা বের করতে পারবেন না। সুতরাং এটিএম বুথ থেকে সর্বনিম্ন ৫০০ টাকাই তোলা যায়।
এটিএম বুথ থেকে সর্বোচ্চ কত টাকা তোলা যায়?
এটিএম বুথে টাকা সর্বোচ্চ কতো তুলা যাবে তা আসলে নির্ভর করে গ্রাহক কি কার্ড ব্যবহার করছে। ব্যাংক গ্রাহকদের বিভিন্ন ধরণের কার্ড সর্বরাহ করে থাকে। কার্ডের ধরণ অনুযায়ি গ্রাহক একবারে ২০,০০০ টাকা করে একদিনে সর্বোচ্চ ৫০,০০০ থেকে ১০০,০০০ বা ২০০,০০০ টাকা পর্যন্ত এটিএম থেকে তুলতে পারবেন।
যেকোনো ব্যাংকের বুথ থেকে টাকা তোলার নিয়ম
অনেক সময় দেখা যায় যে আপনি যে ব্যাংকের গ্রাহক এবং যে ব্যাংকের কার্ড আপনার কাছে আছে, সেই ব্যাংকের কোনো এটিএম আপনার কাছাকাছি নেই। এক্ষেত্রে আপনার ব্যাংকের কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে পারবেন। তবে এখানে চার্জ প্রযোজ্য হবে।
চার্জ সচরাচর ব্যাংক ভেদে ভিন্ন হয়ে থাকে। কোনো ব্যাংক ১৫ টাকা চার্জ করে থাকে আবার কোনো ব্যাংক ২০ টাকাও চার্জ করে থাকে ভ্যাট সহ।
আরো পড়ুন- অন্য ব্যাংকের বুথ থেকে টাকা তোলার নিয়ম |
এটিএম থেকে টাকা তোলার সময় সতর্কতা
- টাকা তোলার সময় অন্য কারো সাহায্য নেবেন না, বিশেষ করে অপরিচিত।
- সিঙ্গেল CRM ম্যাশিনের ক্ষেত্রে বুথে প্রবেশ করার পর অন্য কেউ যেন বুথে প্রবেশ না করে তা খেয়াল রাখুন।
- একাধিক CRM ম্যাশিনের ক্ষেত্রে বুথে ঢুকার পর অন্য মানুষও থাকতে পারে। যদি থাকে তবে আপনার পিন বা টাকা নেয়ার বিষয় গুলো সতর্কতার সাথে সম্পন্ন করুন।
- টাকা তোলার পরে স্লিপ এটিএম বুথে কখন ফেলে আসবেন না।
- কোনো ভাবেই অন্য কাউকে পিন নম্বর বলবেন না।
- নতুন কার্ড নেয়ার পর পুরনো কার্ড নষ্ট করে ফেলুন।
শেষকথা
এটিএম থেকে টাকা উঠাতে হলে আপনাকে CRM ম্যাশিনের নির্দেশনা গুলো বুঝতে হবে এবং তা অনুসরণ করতে হবে। ম্যাশিনের স্ক্রিনে থাকা নির্দেশনা গুলো ফলো করে আপনি খুব সহজে আপনার কাজটি সম্পন্ন করে নিতে পারবেন।
প্রায় সব ব্যাংকের এটিএম বুথের টাকা তুলার নিয়ম গুলো প্রায় একই। ছোট খাটো কিছু পার্থক্য থাকতে পারে। আর কার্ড ভেদে আপনার টাকা তোলার ফেসিলিটিতেও কিছুটা ভিন্ন থাকতে পারে।
প্রয়োজনিয় কিছু প্রশ্ন এবং উত্তর
আপনার ব্যাংকের কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে পারবেন। তবে এখানে চার্জ প্রযোজ্য হবে।
কিছু কিছু ব্যাংক আছে যারা কোনো কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তোলার অনুমতি দেয়। যেমন: ইসলামী ব্যাংক বা ডাচ বাংলা ব্যাংক।
টাকা তোলার ব্যাপারে আরো পড়ুন
- ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম
- ডাচ বাংলা ব্যাংকের চেক লেখার নিয়ম
- অগ্রণী ব্যাংকের চেক লেখার নিয়ম
- রূপালী ব্যাংকের চেক লেখার নিয়ম ছবিসহ
- এক ব্যাংকের চেক অন্য ব্যাংকে জমা দেয়ার নিয়ম