বাংলাদেশ ব্যাংক চিহ্নিত দশ দূর্বল ব্যাংকের তালিকা

ব্যাংক খাতের সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ ব্যাংক কতৃক ১০টি দুর্বল ব্যাংককে চিহ্নিত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক চিহ্নিত দশ দূর্বল ব্যাংকের তালিকা

এখানে এই পোস্টে আপনি দেখতে পাবেন কোন কোন ব্যাংক দেউলিয়া হতে পারে বা সম্ভাবনা আছে। আর এই ব্যাংক গুলোকে চিন্হিত করেছে খোদ কেন্দ্রিয় ব্যাংক।

সাম্প্রতিক সময়ের বৈশ্বিক অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে মূল্যস্ফীতি ও মুদ্রা বিনিময় হার নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক এই পদক্ষেপ গ্রহণ করেছে।

এখানে বাংলাদেশ ব্যাংক বেশ কিছু বিষয় মাথায় নিয়ে এই তালিকাটি মূলত তৈরি করেছে। বিষয় গুলো হলো শ্রেণিকৃত ঋণের মাত্রা, মূলধন পর্যাপ্ততা, ঋণ-আমানত অনুপাত এবং প্রভিশনের পরিমাণ।

বাংলাদেশের ঝুঁকিপূর্ণ ব্যাংকের তালিকা

  • ন্যাশনাল ব্যাংক লিমিটেড
  • বাংলাদেশ কৃষি ব্যাংক
  • বেসিক ব্যাংক লিমিটেড
  • রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
  • আইসিবি ইসলামী ব্যাংক
  • বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড
  • পদ্মা ব্যাংক
  • ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান
  • এবি ব্যাংক লিমিটেড
  • জনতা ব্যাংক লিমিটেড

মিট দ্য প্রেসে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘আমি দুর্বল ব্যাংকগু‌লোর নাম বল‌তে চাই না। আমা‌দের লক্ষ্য ব্যাংকগু‌লো‌কে উন্ন‌তির মাধ্যমে অর্থ‌নৈ‌তিকভা‌বে শ‌ক্তিশালী করা।’ তি‌নি ব‌লেন, ‘দুর্বল ১০‌টি ব্যাংকের ম‌ধ্যে প্রথম‌টির স‌ঙ্গে আলোচনায় ব‌লে‌ছি, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ‌কে স্বাধীনভা‌বে কাজ কর‌তে দি‌তে হ‌বে।’

বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই ব্যাংক গুলোর নাম উল্লেখ না করলেও বেশ কিছু মাধ্যমে এবং ইন্টারনেট ঘাটলে এই ব্যাংক গুলো নাম উঠে আসে।

সংবাদ সম্মেলনে থেকে আরো জানা যায়, চিহ্নিত দুর্বল ব্যাংকগুলোকে তাদের সমস্যা সমাধানকল্পে বাংলাদেশ ব্যাংক ওয়ান-টু-ওয়ান ভিত্তিতে আলোচনা কার্যক্রম শুরু করছে। এই ক্ষেত্রে ব্যাংকগুলো একটি তিন বছর মেয়াদি বিজনেস প্লান প্রদান করবে, যার ক্রমঅগ্রগতি বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যবেক্ষণ করবেন।

আর এই ব্যাংক গুলোর মধ্যে কোন কোন ব্যাংক দেউলিয়া হতে পারে এ ব্যাপারটি সংবাদ সম্মেলনে উঠে আসেনি। এখান থেকে বুঝা যাচ্ছে যে ব্যাংক গুলো একনই দেউলিয়া হয়ে যাবে এমন কোনো শঙ্কা এই মুহুর্তে নেই। আর তারা এখন যেই অবস্থাই আছে, বাংলাদেশ ব্যাংক তা থেকে উত্তোরণে কাজ করবে। তাই কোন কোন ব্যাংক বন্ধ হতে পারে তা এই মুহুর্তে ভাবার বিষয় নয়।

ব্যাংকিং আপডেট এবং ব্যাংক জবের তথ্য পেতে ভিজিট করুন Bankline এর ওয়েবসাইট।

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।