বাংলাদেশে কার্যক্রম শুরু করছে সিঙ্গাপুরের মাল্টিন্যাশনাল ডিবিএস ব্যাংক

বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে সিঙ্গাপুর ভিত্তিক দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ব্যাংক Development Bank of Singapore (DBS Bank)

ADVERTISEMENT

সিঙ্গাপুর সরকার কর্তৃক প্রতিষ্ঠিত DBS Bank (ডিবিএস ব্যাংক) প্রাথমিকভাবে ১০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে। বিনিয়োগের বিষয়ে ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি।

সিঙ্গাপুর অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে গত ১ বছর ধরে সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে আছে ডিবিএস কর্তৃপক্ষ।

ADVERTISEMENT

এরই ধারাবাহিকতায় গত ১ জুলাই সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মো তৌহিদুল ইসলাম, এনডিসি-এর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে ডিবিএস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা পিযুষ গুপ্তা বাংলাদেশে বিনিয়োগ কার্যক্রম শুরুর ঘোষণা দেন।

বাংলাদেশে বিনিয়োগ প্রসঙ্গে পিযুষ গুপ্তা জানান, ডিবিএস ব্যাংকের বাংলাদেশ শাখা প্রাথমিকভাবে ১০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ নিয়ে যাত্রা শুরু করবে। আগামী ২ মাসের মধ্যে বাংলাদেশে DBS Bank প্রথম শাখা যাত্রা শুরু করতে পারবে বলে ডিবিএস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আশা প্রকাশ করেন।

যদিও বাংলাদেশের সরকারি ব্যাংক ‍গুলো দেশের আভ্যন্তরীন বিনিয়োগ ও উন্নয়নে অনেক অবদান রাখে, তা প্রয়োজনের তুলনায় অনেক কম। তাই এমন বিদেশী আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ কার্যক্রম দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়নের জন্য ইতিবাচক হবে।

ADVERTISEMENT

উল্লেখ্য, DBS Bank Limited পর পর ছয় বছর ‘এশিয়ার সবচেয়ে নিরাপদ ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এছাড়া ২০১৬ সালে DBS Bank World’s Best Digital Bank হিসেবে স্বীকৃতি পায়।

তাছাড়া বিভিন্ন বছরেও ডিবিএস বিশ্বের একাধিক স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে অনেক এওয়ার্ড পায়- DBS Banks Awards

বর্তমানে সিঙ্গাপুর ছাড়াও অস্ট্রেলিয়া, চীন, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপিন্স, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভিয়েতনামসহ আরও কয়েকটি দেশে ব্যাংকটির ৩০০-এর অধিক শাখা এবং বিশ্বের প্রায় ৫০টি প্রধান শহরে তাদের ব্যাংকিং কার্যক্রম চালু রেখেছে।

ADVERTISEMENT

বর্তমানে ডিবিএস ব্যাংকের সর্বমোট সম্পদের পরিমাণ ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের অধিক। ব্যাংকটির মালিকানা প্রতিষ্ঠান হচ্ছে DBS Group Holdings Ltd.

বাংলাদেশের হাইকমিশনার, সিঙ্গাপুর, মো. তৌহিদুল ইসলাম বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার ‘আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র’ হিসেবে বিবেচিত সিঙ্গাপুর থেকে এর পূর্বে কোন আর্থিক প্রতিষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগ কার্যক্রম চালু করেনি। এবারই প্রথম সিঙ্গাপুরভিত্তিক একটি বৃহৎ ব্যাংকিং প্রতিষ্ঠান বাংলাদেশের আর্থিক খাতে বিনিয়োগে এগিয়ে এল।

ADVERTISEMENT

Similar Posts

One Comment

  1. I stay singapur but now I coming Bangladesh but my bank card loss rdy my bank inside money have now I how do take can you information give my bank name DBS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *