ভার্চ্যুয়াল মুদ্রা বিটকয়েন কেনায় নিষেধাজ্ঞা

ভার্চ্যুয়াল মুদ্রা বিটকয়েন কেনায় নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ADVERTISEMENT

ভার্চ্যুয়াল মুদ্রা বিটকয়েন কি বাংলাদেশে বৈধ ছিলো? না, এটি কখনই বৈধ ছিলো না। তবুও ব্যাংকের কার্ড দিয়েই কেনা যায় এই ভার্চ্যুয়াল মুদ্রা। আবার বিটকয়েন কেনা যায় মুঠোফোনে আর্থিক সেবা এমএফএস ব্যবহার করে দেশে বসেই। কিন্তু এখন এমন যেকোনো লেনদেনে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ নিয়ে ১৫ তারিখ ২০২২ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ। এতে ব্যাংক গুলোর পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান, এমএফএস প্রতিষ্ঠানসহ বৈদেশিক মুদ্রাসংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে। তাদের মাধ্যমে যেন এ ধরনের লেনদেন সংঘটিত না হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে প্রতিষ্ঠানগুলোকে।

ADVERTISEMENT

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভার্চ্যুয়াল অ্যাসেট, ভার্চ্যুয়াল মুদ্রা ও বিটকয়েন কেনাবেচা করা যাবে না। কারণ, এসব লেনদেনের আইনগত কোনো ভিত্তি নেই। আবার রপ্তানি আয় দিয়েও এমন লেনদেন থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এর আগে গত বছরের জুলাই মাসে এক বিজ্ঞপ্তিতে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন থেকে বিরত থাকতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে। সংস্থাটি বলেছিল, ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে আর্থিক ও আইনগত ঝুঁকি রয়েছে।

ADVERTISEMENT

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *