সোনালী ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম
আপনি যানেন কি, যে আপনি একাধিক নিয়মে সোনালী ব্যাংকে টাকা জমা করতে পারবেন? এই পোস্টে এনিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বর্তমানে সোনালী ব্যাংক এমন অনেক সুবিধা চালু করছে যে আপনি এখন ঘরে বসে সোনালী ব্যাংক একাউন্ট করতে ও অনলাইনে ব্যাংকিং করতে পারবেন। এমনকি ব্যাংক ডিপোজিট করতে পারবেন ঘরে বসে।
যাই হোক। সোনালী ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম একাধিক রয়েছে। আপনি চাইলে যেমন ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে পারবেন, তেমনি আবার ঘরে বসেও আপনার ব্যাংকে টাকা জমা দেয়ার নিয়ম মেনে জমা করতে পারবেন। এর জন্য আপনি সহযোগিতা নিতে পারবেন bkash বা নগদ এর।
আজকের এই পোস্টে আমি এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি এই পোস্টি আপনার কাজে আসবে। চলুন তবে শুরু করা যাক।
Table of Contents
সোনালী ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম কি কি?
আপনি যদি সোনালী ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি সোনালী ব্যাংকে একটি একাউন্ট করে থাকেন, তবে আপনি নিশ্চঃই একটি জমা বই পেয়েছেন। এই জমা বই ব্যবহার করে টাকা জমা করতে পারবেন। আবার আপনি আপনার মোবাইল ব্যাংকিং, যেমন বিকাশ, নগদ থেকে সোনালী ব্যাংকে টাকা জমা করতে পারবেন।
বিকাশ আর নগদে এখন সরাসরি একাউন্ট কানেক্ট করে টাকা ট্রান্সফার দেয়া যায়। তাই আপনার কাছে যদি ব্যাংকে যাওয়া একটি ঝামেলার কাজ মনে হয়, তবে আপনি ঘরে বসে এই কাজটি করে ফেলতে পারবেন খুব সহজেই। আপনার সুবিধার্থে নিচে একনজরে দেখানো হলো কিভাবে আপনি আপনার টাকা সোনালী ব্যাংকে ডিপোজিট করতে পারবেন।
নিয়ম | নিয়ম সম্পর্কিত পোস্টের লিংক |
---|---|
জমা বই ব্যবহার করে | ব্যাংকের জমা বই ব্যবহার করে টাকা জমা দেয়ার নিয়ম |
বিকাশে থেকে জমা | বিকাশ থেকে সোনালী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম |
নগদ থেকে জমা | নগদ থেকে সোনালী ব্যাংকে টাকা ট্রান্সফার করার নিয়ম |
অনলাইনে | অন্য ব্যাংক থেকে সোনালী ব্যাংকে টাকা জমা |
জমা বই দিয়ে সোনালী ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম
ব্যাংকে একাউন্ট করার পর যে জমা বই আপনাকে দেয়া হয়েছে, আপনি যদি সরাসরি ব্যাংকে গিয়ে টাকা জমা করতে চান তবে এই বই ব্যবহার করতে হবে। বইটি কিভাবে পূরন করতে হবে তা নিচে দেখিয়ে দেয়া হলো।
এখানে জমা বইতে মোট দুটো অংশ আছে। একটি হলো গ্রাহকের অংশ, আর অপরটি হলো ব্যাংকের অংশ। এখানে আপনি দুটি অংশই পূরণ করবেন। উভয় অংশের তথ্য সমূহ প্রায় একই হওয়ায় আমি এখানে নিচে উভয় অংশের তথ্যগুলো একসাথে উল্লেখ করবো, আলাদা আলাদা নয়।
- তাং এর পাশে যেদিন টাকা জমা করবেন, সেদিনের তারিখ দিন, যেমন: ১৬/০৫/২০২২।
- তারপর শাখার পাশে আপনার একাউন্ট যে শাখার, সেই শাখার নাম দিন, যেমন: সদরপুর।
- সঞ্চয়ী হিসাব নং এর জায়গায় আপনার একাউন্ট নাম্বারটি দিন।
- তারপর মোবাইল নাম্বার দরকার হলে ব্যাংক অংশে মোবাইল নাম্বার দিন।
- নাম এর জায়গায় আপনার নাম দিন যেটি একাউন্ট খোলার জন্য ব্যবহার করেছেন।
- চেক/নগদ এর নিচে টাকা চেকে দিবেন নাকি নগদে দিবেন তা লিখুন, যেমন: নগদ।
- এরপর টাকার নিচে ও মোট টাকার পাশে আপনার টাকার পরিমাণ অংকে লিখুন, যেমন: ১,০০০/- ।
- কথায় এর পাশে টাকার পরিমাণ কথায় লিখুন, যেমন: এক হাজার টাকা মাত্র।
- তারপর শুধু জমাকারীর স্বাক্ষর এর উপর আপনার স্বাক্ষর দিন। আর কিছু করতে হবে না।
পূরণ করা হলে টাকা এবং চেক বই সহ ব্যাংক শাখায় জমা দিন। জমা করার পর ব্যাংক থেকে সিল ও স্বাক্ষর দিয়ে, বইয়ের দুই অংশের একটি অংশ কেটে রেখে দিবেন। বাকি অংশটি বইয়ের সাথে থেকে যাবে। এটি আপনার টাকা জমা করার প্রমাণ সরুপ থাকবে।
বিকাশ থেকে সোনালী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম
বর্তমানে বিকাশ থেকে বেশ কয়েকটি ব্যাংকে টাকা পাঠানোর সিস্টেম চালু হয়েছে। এদের মধ্যে একটি হচ্ছে সোনালী ব্যাংক। আপনি বিকাশ থেকে সরাসরি সোনালি ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। এর জন্য আপনাকে আপনার বিকাশ একাউন্টের সাথে সোনালী ব্যাংক একাউন্ট কানেক্ট করতে হবে।
এব্যাপারে আপনার সুবিধার্থে এখানে সংক্ষেপে আলোচনা করা হলো। বিস্তারিত জানতে উপরে টেবল বক্সে রিলেটেড টপিকের সাথে একটি লিংক আছে। সেখান থেকে দেখে নিতে পারবেন। এখানে সংক্ষেপে দেখে নিন।
- প্রথমে বিকাশ এপে গিয়ে সেখানে থাকা More অপশনে চলে যান।
- More এ ক্লিক করার পর Transfer money একটি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।
- তারপর Bank account এ ক্লিক করুন।
- এখন আপনার সামনে কিছু ব্যাংকের একটি লিস্ট আসবে। সেখান থেকে সোনালী ব্যাংক সিলেক্ট করুন।
- এরপর Add bank account এ ক্লিক করলে আপনার সামনে একটি বক্স আসবে, যেখানে আপনাকে আপনার সোনালী ব্যাংক একাউন্টি দিতে হবে। একাউন্ট নাম্বার দিয়ে Proceed দিন।
এভাবে আপনার একাউন্টি আপনার ব্যাংক একাউন্ট লিস্টে সেভ হয়ে যাবে। আবার একই ভাবে আপনি প্রথমে More থেকে Transfer money হয়ে Bank account এ আসলে এখানে প্রথম দিকে Saved Banks অপশনে আপনার একাউন্ট দেখতে পাবেন।
- সেভড ব্যাংক লিস্টে আপনার সোনালী ব্যাংক একাউন্টটিতে ক্লিক করুন।
- ক্লিক করার পর আপনার টাকার এমাউন্ট লিখতে হবে।
- তারপর বিকাশের উপর ট্যাপ করে ধরে রাখলে আপনার ট্রান্সফার সম্পন্ন হয়ে যাবে।
আরো পড়ুন- সোনালী ব্যাংকের চেক লেখার নিয়ম |
নগদ থেকে সোনালী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম
নগদ থেকে যদি সোনালী ব্যাংকে টাকা পাঠাতে চান তবে আপনি তা করতে পারবেন দুটি উপায়ে। আপনার ব্যাংক একাউন্ট কানেক্ট করার মাধ্যমে এবং ব্যাংকের কার্ড এড করার মাধ্যমে। একাউন্টের মাধ্যমে করতে চাইলে আপনার একাউন্ট কানেক্ট করে তারপর সেখানে টাকা ট্রান্সফার দিনে।
কার্ডের মাধ্যমে ব্যাংকে টাকা ডিপোজিট করতে যা করতে হবে:
- প্রথমে নগদ এপে গিয়ে Transfer Money অপশনে যান।
- এখানে Bank name এবং Visa এ অপশন গুলির মধ্যে Visa বেছে নিন।
- এরপর কার্ড নাম্বার দিয়ে Proceed দিন।
- তারপর টাকার এমাউন্ট লিখে Next দিন।
- পরের ধাপে আপনার পিন দিন।
- সবশেষে Tap and hold করে প্রকৃয়াটি সম্পন্ন করুন।
এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার দেয়ার মাধ্যমে টাকা ডিপোজিট
এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার এখন একটি সহজ বিষয়। উদাহরণ সরুপ, আপনি যদি ইসলামী ব্যাংক থেকে সোনালী ব্যাংকে টাকা ট্রান্সফার দেন, তবে আপনি ইসলামী ব্যাংকের সেলফিন এপ ব্যবহার করে ইসলামী ব্যাংক থেকে সোনালী ব্যাংকে টাকা ট্রান্সফার দিতে পারবেন। এভাবে বিভিন্ন ব্যাংকের অনলাইন সেবা নিয়ে আপনি সোনালী ব্যাংকে টাকা ট্রান্সফার দিতে পারবেন।
আরো জানতে উপরে টেবলে দেয়া লিংকে ভিজিট করুন।
আরো পড়ুন- অনলাইনে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম |
FAQs
আপনি জমা বই ছাড়া ব্যাংকে টাকা জমা করতে পারবেন। এর জন্য ব্যাংক থেকে পে স্লিপ সংগ্রহ করতে পারেন। আবার চাইলে বিকাশ বা নগদের মাধ্যমেও আপনার সোনালী ব্যাংক একাউন্টে টাকা ডিপোজিট করতে পারবেন।
সচরাচর আপনি আপনার ইনকাম সম্পর্কিত তথ্য ব্যাংকে দিয়ে থাকেন। তাই এর সাথে সংগতিপূর্ণ যেকোনো এমাউন্ট আপনি ব্যাংকে জমা করতে পারবেন। কিন্তু সে এমাউন্ট যদি সংগতি পূর্ণ না হয়, এবং এমাউন্টের দিক থেকে অনেক বড় হয়, তবে আপনাকে টাকার উৎস সংক্রান্ত তথ্য ব্যাংকে দিতে হবে।
আরো পড়ুন- সোনালী ব্যাংক সেভিংস একাউন্ট চার্জ
টাকা একাউন্টে রাখবো নাকি এফডিআর করে রাখবো?
যদি ইনভেস্টের সুযোগ না থাকে তবে ব্যাংকে টাকা রেখে দেয়ার থেকে ফিক্স ডিপোজিট করা হয়তো কিছুটা হলেও ভালো। তাই এ সম্পর্কে জানতে পড়ুন- ফিক্স ডিপোজিট করার জন্য বেস্ট ব্যাংক।
আরো পড়ুন
একাউন্ট চেক | ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম |
হোমে যান | bankline |