সহজে মানি এক্সচেঞ্জ ব্যবসা শুরু করার নিয়ম

আজকের এই পোস্টে একটি বিজনেস আইডিয়া শেয়ার করা হয়েছে। একটি প্রফিটেবল বিজনেস যেখানে মাসে একটি ভালো এমাউন্ট ইনকাম করার সুযোগ আছে। চলুন আইডিয়াটি দেখে নেয়া যাক।

ADVERTISEMENT

যারা মানি এক্সচেঞ্জ ব্যবসা করার নিয়ম খুজছেন, তারা একদম সঠিক জায়গায় এসেছেন। এখানে Money Exchange Business নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি মানি এক্সচেন্জ বা বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় কে ব্যবসা হিসেবে নিতে চান তবে এখানে আপনার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে।

তবে এই বিদেশি টাকা ভাঙ্গানোর বিজনেসে যাওয়ার আগে আপনি আপনার মাইন্ড সেট করে নিন যে আমি মানি এক্সচেঞ্জ ব্যবসা করতে চাই, আমি এর জন্য কতোটা ডেডিকেটেড হতে পারবো তার একটা রোড ম্যাপ করে নেয়া ভালো। যেকোনো বিজনেসে আপনার মাইন্ডসেট খুবই গুরুত্বপূর্ণ।

ADVERTISEMENT

তাহলে চলুন মানি এক্সচেঞ্জ ব্যবসা করার নিয়ম, এই ব্যবসা কিভাবে করে, কি কি দরকার হয় এই বিজনেসে নামতে হলে, সব বিস্তারিত ভাবে দেখে নেয়া যাক।

মানি এক্সচেঞ্জ কি?

বিভিন্ন দেশের মুদ্রার সাথে নিজের দেশের মুদ্রার বিনিময় করাই হলো মানি এক্সচেঞ্জ। ধরুন আপনার কাছে আছে মার্কিন মুদ্রা ডলার। আপনি তা বাংলাদেশের বাজারে খরচ করতে পারবেন না। কারণ তা এখানে অনুমদিত নয়। তবে আপনি তা দেশের টাকার সাথে পরিবর্তন করে নিতে পারেন অনুমদিত এজেন্সি থেকে, যা মানি এক্সচেইন্জ নামে পরিচিত।

ADVERTISEMENT

মানি এক্সচেঞ্জ ব্যবসা ( Money Exchange Business )

ব্যবসার মধ্যে মানি এক্সচেইন্জ ও একটি ব্যবসা, যেখানে অনুমদিত ডিলার এই বিনিময় মাধ্যমের মিডেল ম্যান হিসেবে কাজ করে। বর্তমান সময়ে সব থেকে লাভজনক এবং সেরা ব্যবসার আইডিয়া গুলোর মধ্যে মানি এক্সচেঞ্জ ব্যবসা (Money Exchange Business) মোটামুটি সবার উপরের দিকে আছে বলে ধরা হয়।

আপনি যদি ব্যাবসার আইডিয়া খুজছেন এমন কেউ হন, তবে আপনিও এই ব্যবসা করার ব্যাপারে ভাবতে পারেন। কেননা এই ব্যবসা করতে অল্প কিছু পুজি হলেই হয়, আর ব্যবসা দাড়া করাতে খুব বেশি খরচ লাগে না। এখানে শুধু একটা বিষয় একটু খরচ আছে, সেটা হলো আপনাকে সরকার থেকে একটি লাইসেন্স করতে হবে এই ব্যবসা করার জন্য।

এছাড়া আপনাকে যোগাযোগ রাখতে হবে যারা আমদানি রপতানির সাথে জরিত এমন ব্যাক্তিদের সাথে এবং তাদের প্রতিষ্ঠানের সাথে। আপনার কাছে সব দেশের মুদ্রার ব্যবস্থা থাকতে হবে এবং দেশগুলোর নগদ মুদ্রা থাকতে হবে।

ADVERTISEMENT

এই ব্যবসায় প্রফিট কেমন এবং কিভাবে আয় করে?

ব্যবসার প্রফিট মূলত আপনার ব্যবসার উপর নির্ভর করবে, আপনি কি পরিমাণ লেনদেন করতে পারছেন তার উপর। তবে এখানে ভালো ইনকাম করার সুযোগ আছে। মাসে দুই থেকে আড়াই লাখ টাকাও ইনকাম আপনি করতে পারবেন। কখন বা এর থেকে বেশিও। এটি আসলে আপনার লেনদেনের উপর নির্ভর।

একজন এক্সচেন্জার তার দেয়া সেবাগুলি থেকে লাভ করতে পারে দুইটি উপায়ে৷ কেউ কেউ তাদের প্রতিটি বাণিজ্যে পরিষেবা ফি চার্জ করে। আবার কেউবা তাদের মুনাফা সংগ্রহ করে যখন তাদের কাছে থাকা মুদ্রার মূল্য মান বৃদ্ধি পায়।

মানি এক্সচেঞ্জ ব্যবসা করার নিয়ম

সঠিক ভাবে মানি এক্সচেইন্জ ব্যবসায় আসার জন্য আপনাকে কিছু নিয়ম তো অবশ্যই পালন করতে হবে। নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করলে তা হবে আপনার জন্য লাভজনক। আসুন দেখে নেয়া যাক মানি এক্সচেইন্জ ব্যবসায় আসার জন্য আপনাকে কি কি করতে হবে।

ADVERTISEMENT
  • প্রথমে আপনাকে আপনার ব্যবসা বৈধ ভাবে পরিচালনা করার জন্য লাইসেন্স নিতে হবে। মানি এক্সচেইন্জ বিজনেসের জন্য লাইসেন্স সরকারী ভাবে দেয়া হয়। এই লাইসেন্স পেতে আবেদন করতে পারবেন অনলাইনে। অনলাইনে আবেদন করতে ভিজিট করুন এই লিংকে
  • আপনার ব্যবসা করার জন্য আপনাকে আগে নিশ্চই বিদেশি মুদ্রার যোগান রাখতে হবে। অথবা এমন কোনো সোর্স রাখতে হবে যেখানে গেলে আপনি প্রয়োজনে বিদেশি মুদ্রা সংগ্রহ করতে পারবেন। বিভিন্ন ব্যাংকের সাথে যোগাযোগ রাখুন বা যারা মুদ্রা আমদানি রপতানি করে তাদের সাথে তাদের সাথেও যোগাযোগ রাখতে পারেন।

অনলাইনে মানি এক্সচেন্জ ব্যবসা করার নিয়ম

যদি অনলাইনে মানি এক্সচেন্জ এর বিজনেস করার কথা ভাবেন তবে তা করতে পারবেন উপরে উল্লেখিত একই নিয়মে। আপনাকে আগে অবশ্যই একটি লাইসেন্স করতে হবে। লাইসেন্স করার পর আপনি অনলাইনে মানি এক্সচেন্জ করে এমন কোনো একটি সাইটে আপনার একটি একাউন্ট তৈরি করুন।

বর্তমানে এমন অনেক অনলাইন সাইট আছে যারা অনলাইনে এই একাউন্ট করার এবং তাদের সাথে কাজ করার সুযোগ দিচ্ছে। গুগল করলে আপনি এমন অনেক সাইটই পেয়ে যাবেন। এমনই একটি সাইট হলো bdcashbuysell.com এটি।

অনলাইনে কাজ করার ব্যপারে বিশ্বস্ততা হচ্ছে বড় বিষয়। কেননা অনলাইনে অনেক মানুষ প্রতারনার শিকার হন। তাই আপনাকে বিশ্বস্ততা অর্জনের জন্য সবসময় ভালো কিছু করে যেতে হবে। আর বিশ্বস্ততাই এখানে ভালো করার উপায়।

এই মানি এক্সচেঞ্জ ব্যবসার সুবিধাগুলো

  • মাসে একটি ভালো এমাউন্ট ইনকাম করার সুযোগ আছে এই মানি এক্সচেন্জ বিজনেস থেকে।
  • ট্রেডিশনাল বিজনেস এর মতো আপনার পন্য স্টোর করার ঝামেলা নেই একদম।
  • বিদেশি মুদ্রা কিনে রাখলেও তা এমন কোনো প্রোডাক্ট নয় যে তা নষ্ট হওয়ার চিন্তা করতে হবে।
  • আপনি যেকোনো সময় চাইলে আপনার কাছে থাকা বিদেশি নোট আবার এক্সচেন্জ করে নিতে পারবেন।

ইসলামে মানি এক্সচেঞ্জের ব্যবসা করা কি জায়েয?

শরিয়ত মতে একই প্রকারের দুটি জিনিসকে কমবেশি ক্রয় বা বিক্রয় করলে সুদ হয়ে যায় বিধায় তা নিষিদ্ধ। তবে ভিন্ন ভিন্ন প্রকারের দুটি জিনিস কম বেশিতে ক্রয় বা বিক্রয় ‍সুদের অন্তর্ভুক্ত হয় না বিধায় এটি বৈধ।

ADVERTISEMENT

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الذَّهَبُ بِالذَّهَبِ رِبًا إِلاَّ هَاءَ وَهَاءَ، وَالْبُرُّ بِالْبُرِّ رِبًا إِلاَّ هَاءَ وَهَاءَ، وَالشَّعِيرُ بِالشَّعِيرِ رِبًا إِلاَّ هَاءَ وَهَاءَ، وَالتَّمْرُ بِالتَّمْرِ رِبًا إِلاَّ هَاءَ وَهَاءَ

‘রাসূল (সা.) বলেছেন, নগদ নগদ না হলে স্বর্নের বদলে স্বর্নের বিক্রয় রিবা (সুদ) হবে। নগদ নগদ ছাড়া গমের বদলে গমের বিক্রয় রিবা হবে। নগদ নগদ ছাড়া যবের বদলে যবের বিক্রয় রিবা হবে। নগদ নগদ না হলে খেজুরের বদলে খেজুরের বিক্রয় রিবা হবে।’[সহিহ বুখারি, হাদিস: ২০৩৯]

এক দেশের মুদ্রা ভিন্ন দেশের মুদ্রার সাথে প্রকার ভিন্ন হওয়ার কারণে কম বেশিতে ক্রয় বা বিক্রয় করা জায়েয হবে, যদি কমপক্ষে কোনো এক পক্ষ মুদ্রার ওপর কবজা করে থাকে। অন্যথায় তা অবৈধ।

ADVERTISEMENT

অন্যদিকে দেশি মুদ্রা একই প্রকারের হওয়ার কারণে পরস্পর কমবেশিতে ক্রয়-বিক্রয় শরিয়তের দৃষ্টিতে নিষিদ্ধ। অতিরিক্ত অংশ সুদ হিসেবে এখানে গণ্য করা হবে।

শেষকথা

বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় কে যদি আপনার ব্যবসা হিসেবে নেয়ার পরিকল্পনা থাকে তবে আপনি এখানে এই আর্টিকেল থেকে অনেক কিছু জানতে পারবেন। কিন্তু চেষ্টা করুন এর পাশাপাশি আরো বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করতে। যেকোনো বিজনেসে নামার আগে সে সম্পর্কে বিস্তারিত জানা আবশ্যক।

এখানে যেমন ভালো লাভের সম্ভাবনা আছে তেমনি কখন কখন লাভ নাও হতে পারে। যেমন গত মহামারিতে এই এক্সচেন্জ বিজনেসে ধস নামতে দেখা গেছে।

বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়

বর্তমানে অনেক লোক এই পেশায় এসে প্রতারণার আশ্রয় নিচ্ছে। প্রতারনা কখন ভালো কিছু বয়ে আনতে পারে না। হয়তো সাময়িক সময়ের জন্য প্রতারক ভালো ইনকাম করবেন। কিন্তু পরবর্তিতে তাতে তার খেসারত দিতে হয়।

বাংলাদেশের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনি এসকল মানি এক্সচেন্জারের উপর নজর রাখে। তাদের প্রতারনা ধরা খেলে জেল জরিমানা হতে পারে। অনেকে আছে যারা লাইসেন্স না করেই এই পেশায় আসেন। এটি যেমন অবৈধ, তেমনি রিস্কি। এর জন্যও অবৈধ মানি এক্সচেন্জারের জেল জরিমানা হতে পারে।

বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় নিয়ে প্রশ্ন এবং উত্তর

ইসলামে মানি এক্সচেঞ্জের ব্যবসা করা কি জায়েয?

ইসলামী মতানুসারে আপনি মানি এক্সচেইন্জ ব্যবসা করতে পারবেন। তবে এর জন্য মুদ্রার ধরণ ভিন্ন হতে হবে। এসম্পর্কে আরো বিস্তারিত জানতে উপরে পোস্টি পড়ুন। সেখানে বিস্তারিত উল্লেখ আছে দলিল সহ।

মানি এক্সচেন্জ ব্যবসা করতে কি লাগে?

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার লাইসেন্স লাগবে। মানি এক্সচেন্জ বিজনেসে সরকার থেকে লাইসেন্স নিতে হয়। নিদিষ্ট সময় পরপর আপনাকে এই লাইসেন্স আবার নবায়নও করতে হবে।

বৈদেশিক মুদ্রা কেনা বেচার ব্যবসায় প্রফিট কেমন?

প্রফিট এই মানি এক্সচেন্জ ব্যবসায় ভালোই ধরা যায়। বলা হয়ে থাকে যে ভালো প্রফিটের বিজনেস গুলোর মধ্যে মুদ্রা কেনা বেচার ব্যবসা অন্যতম একটি। এখানে আপনার জন্য প্রফিট করার একটি ভালো সুযোগ আছে। তবে এটি আপনার কাজের উপর নির্ভর। আপনি কি পরিমাণ লেনদেন করতে পারছেন তার উপর নির্ভর।

আরো কিছু ইনভেস্টম্যান্ট আইডিয়া দেখে নেয়া যাক

বিকাশ ব্যবসাবিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম
নগদ ব্যবসানগদ উদ্যোক্তা একাউন্ট খোলার নিয়ম
বিজনেস আইডিয়া

হোম পেজে যেতে ক্লিক করুন bankline এ।

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *