কৃষি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
আপনি কি কৃষি ব্যাংকে একাউন্ট খুলতে চাচ্ছেন? এখানে কৃষি ব্যাংকে একাউন্ট খোলার ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
কৃষি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বলার আগে এই ব্যাংক সম্পর্কে একটু বলি। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক মূলত কৃষকদের বিভিন্ন সুযোগ সুবিধার কথা মাথায় রেখে তাদের কার্যক্রম শুরু করে। কৃষকরা যেন তাদের কাজের সুবিধার্থে ছোট বড় ঋণ নিতে পারে এবং তাদের সুবিধা মতো তা পরিষোধ করতে পারে এটাই ব্যাংকের লক্ষ। বর্তমানে বাংলাদেশে তাদের প্রায় ১০৩৮ টি অনলাইন শাখা রয়েছে।
যাই হোক, আপনি যদি তাদের ব্যাংকে একটি একাউন্ট করতে চান, তবে আপনার কৃষি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম জেনে রাখা ভালো। তাই আপনার সুবিধার্থে এখানে আমি আলোচনা করেছি একাউন্ট করার জন্য প্রয়োজনিয় ডকুমেন্টস কি কি লাগবে, একাউন্ট করার নিয়ম এবং একাউন্ট করার সুবিধা কি কি। চলুন তাহলে শুরু করা যাক।
Table of Contents
কৃষি ব্যাংকে যে ধরণের একাউন্ট খুলতে পারবেন
- সেভিংস একাউন্ট
- কারেন্ট একাউন্ট
- স্পেশাল নোটিস ডিপোজিট একাউন্ট
কৃষি ব্যাংকে একাউন্ট খুলতে প্রয়োজনিয় কাগজপত্র (সেভিংস একাউন্ট)
- গ্রাহকের নিজের এনআইডি কার্ডের ফটোকপি দরকার হবে। এনআইডির পাশাপাশি অন্যান্য ছবিযুক্ত আইডি কার্ড দেয়া যাবে। যেমন আপনার ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, ইত্যাদি।
- সাথে ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- একাউন্টের জন্য একজন নমিনি লাগবে। আপনার অবর্তমানে যিনি আপনার একাউন্টের মালিকানা পাবেন।
- নমিনির এনআইডি কার্ড এর ফটোকপি এবং তার এক কপি রঙিন ছবি পাসপোর্ট সাইজের।
- আপনার ইউটিলিটি বিলের একটি ফটোকপি। এটি হতে পারে আপনার বিদ্যুৎ বিল বা আপনার পানির বিল।
- আরো দরকার হবে প্রাইমারি ডিপোজিট। অর্থাৎ একাউন্ট করার সময় একটি এমাউন্ট আপনাকে একাউন্টে জসা করতে হবে। আর এই এমাউন্ট হচ্ছে ১০০০/- টাকা।
আরো পড়ুন- জন্ম নিবন্ধন দিয়ে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
এটি বলে রাখা ভালো যে কৃষি ব্যাংকে একাউন্ট করতে হলে আপনার মিনিমাম ১৮ বছর বয়স হতে হবে। আর আপনাকে অবশ্যই বাংলাদেশের একজন নাগরিক হতে হবে। সেই সাথে আপনার প্রয়োজনিয় কাগজ পত্র গুলো থাকতে হবে। তবেই আপনি ব্যাংকে একাউন্ট করার সুযোগ পাবেন।
১৮ বছরের কম হলে তারা একাউন্ট করার ক্ষেত্রে অবশ্যই তাদের অবিভাবকের আন্ডারে একাউন্ট করতে হবে। এক্ষেত্রে একাউন্টের মালিকানা পরিপূর্ণ ভাবে সে তখনি পাবে যখন তার বয়স ১৮ পূর্ণ হবে।
কৃষি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
কৃষি ব্যাংকে একটি একাউন্ট করার জন্য একটি আপনাকে প্রয়োজনিয় কাগজপত্র, যেমন আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট সাইজের ছবি সহ অন্যান্য ডকুমেন্টস নিয়ে আপনার নিকটস্থ কৃষি ব্যাংকে চলে যেতে হবে। সেখানে গিয়ে ব্যাংক থেকে ফর্ম সংগ্রহ করে প্রাইমারি ডিপোজিট সহ জমা করে দিলে তারা আপনার একাউন্টে খুলে দিবে।
একাউন্ট করার জন্য ব্যাংক থেকে যে ফর্মটি আপনি পাবেন, তা নির্ভুল ভাবে আপনার ডকুমেন্টস অনুসারে পূরণ করুন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ব্যাংকের স্টাফদের কাছ থেকে সহযোগিতা নিন। এমনও হতে পারে তারা আপনার ফর্মটি নিজেরাই পূরণ করে দিবে। আপনি শুধু তাদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন।
ফর্ম পূরণ সম্পন্ন হলে আপনার ফর্ম, ডকুমেন্টস এবং প্রাইমারি ডকুমেন্টস ব্যাংকে জমা করে দিতে হবে। জমা করার পর ব্যাংক হয়তো আপনার কাছ থেকে একদিন সময় নিবে। তারপর একাউন্ট করা হয়ে গেলে তারা আপনাকে এসএমএস করে তা জানিয়ে দিবে।
কৃষি ব্যাংকে একাউন্ট করার সুবিধা
- এসএমএস ব্যাংকিং সুবিধা
- অনলাইন ব্যাংকিং সুবিধা (চার্জ ফ্রি)
- কৃষকদের জন্য বিশেষ ঋণের ব্যাবস্থা
- এফডিআর, ডাবল স্কিম, মাসিক ডিপোজিট স্কিম সেবা
- Q Cash নেটওয়ার্কের আওতাভুক্ত এটিএম সেবা
- স্কুল ব্যাংকিং সুবিধা
- লকার সেবা
কৃষি ব্যাংক অনলাইন ব্যাংকিং সুবিধা
কোর ব্যাংকিং সলিউশন বা CBS হল কৃষি ব্যাংকের শাখাগুলির নেটওয়ার্ক, যা গ্রাহকদের তাদের অ্যাকাউন্টগুলি পরিচালনা করতে এবং CBS নেটওয়ার্কে BKB-এর যেকোনো শাখা থেকে ব্যাংকিং সেবা পেতে সাহায্য করে।
গ্রাহকের অ্যাকাউন্ট যেখানেই থাকুকনা কেন, ডেটা সেন্টারের কেন্দ্রীভূত সার্ভার শাখা গ্রাহকদের সমস্ত স্ট্যাটিক এবং আর্থিক ডেটা স্টোর করে। এখানে গ্রাহক কোনো নির্দিষ্ট শাখার গ্রাহক নয়, বরং পুরো ব্যাংকের গ্রাহক। বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংক তাদের ১০৩৮টি শাখার মাধ্যমে অনলাইন ব্যাংকিং সেবা প্রদান করছে।
এই অনলাইন ব্যাংকিং এর আওতায় কাস্টমার যেসকল সুবিধা গুলো পাবেন, তা হলো:
- রিয়েল টাইম সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট
- অনলাইন চ্যানেলের মাধ্যমে যেকোনো শাখায় টাকা তোলা এবং জমা করার সুবিধা
- লেনদেন করার পর নটিফিকেশন পাওয়া
- এটিএম পরিষেবার মাধ্যমে ২৪/৭ ব্যাংকিং
- NPSB সুবিধা
- RTGS সুবিধা
আরো পড়ুন- বাংলাদেশে অনলাইন ব্যাংকিং
কৃষি ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
প্রধানত আপনি তিনটি উপায়ে কৃষি ব্যাংকে থাকা আপনার একাউন্টটি চেক করতে পারবেন। এই উপায় গুলো হলো:
- ব্যাংক ভিজিট করে একাউন্ট চেক করতে পারবেন।
- এসএমএস ব্যাংকিং এর মাধ্যমে আপনার একাউন্ট চেক করতে পারবেন।
- এটিএম বুথ থেকে আপনার একাউন্ট চেক করতে পারবেন।
এসকল নিয়মে আপনি আপনার একাউন্ট চেক করতে পারবেন। এছাড়া এই সকল নিয়ম গুলো আরো বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে ”কৃষি ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম” এই পোস্টে, যার লিংক খুব দ্রুতই এখানে সংযুক্ত করা হবে।
কৃষি ব্যাংক লোন নেয়ার উপায়
কৃষি ব্যাংক বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিক লোন, যেমন কৃষি ঋণ, কৃষি যন্ত্রপাতি ঋণ, প্রাণিসম্পদ ঋণ ইত্যাদি দিয়ে থাকে। যার সাথে আলাদা আলাদা শর্ত থাকে এবং কিছু রিলেটেড কাগজ পত্রেরও দরকার হয়। যেমন ধরুন আপনার আইডি কার্ড এর কপি, আপনার ছবি, আপনার প্রজেক্ট সম্পর্কিত কাগজপত্র, ইত্যাদি। আর সাধারণত কৃষি ব্যাংক ঋণ সুদের হার ৯ শতাংশ হয়ে থাকে।
আরো পড়ুন- ব্যাংক থেকে লোন নেওয়া কি জায়েজ কিনা
শেষকথা
কৃষি প্রধান বাংলাদেশে কৃষকদের উৎপাদনকে আরো বেগবান করে বাংলাদেশকে খাদ্যে সয়ং সম্পন্ন করার মতো এই গুরুত্বপূর্ণ উদ্দ্যেশ্যকে সামনে রেখে ১৯৭৩ সালে কৃষি ব্যাংক তাদের যাত্রা শুরু করে। এখানে কৃষকদের বিভিন্ন এমাউন্টের লোন দিয়ে এবং তাদের সুবিধা মতো সময়ে তা পরিষোধ করতে সময় দেয়ার মাধ্যমে তাদের এই বিশেষ সুবিধা দেয়া হয়।
আরো পড়ুন- অনলাইন ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
কৃষি ব্যাংক নিয়ে প্রশ্ন এবং উত্তর
কৃষি ব্যাংক রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত একটি ব্যাংক। তার মানে এটি একটি সরকারি ব্যাংক, কিন্তু বিশেষায়িত ব্যাংক গুলোর মধ্যে একটি।
কৃষি ব্যাংক অনলাইন ব্যাংকিং সুবিধা দিয়ে থাকে। অনলাইন ব্যাংকিং এর আওতায় তারা বিভিন্ন সুযোগ সুবিধা তাদের গ্রাহকদের প্রদান করে থাকে। বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংক তাদের ১০৩৮টি শাখার মাধ্যমে অনলাইন ব্যাংকিং সেবা প্রদান করছে।
সাধারণত কৃষি ব্যাংক ঋণ সুদের হার ৯ শতাংশ হয়ে থাকে।
কৃষি ব্যাংক ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক, মূলত কৃষকদের বিভিন্ন সুযোগ সুবিধার কথা মাথায় রেখে তাদের কার্যক্রম শুরু করে।
কৃষি ব্যাংকে এটিএম বুথ সেবা আছে। আপনি চাইলে কৃষি ব্যাংক থেকে কার্ড সংগ্রহ এবং এবং তাদের এটিএম বুথ ব্যবহার করে ক্যাশ উইথড্র করতে পারবেন।
এটিএম বুথ কোথায় আছে তা বের করা খুবই সহজ। আপনি আপনার ফোন থেকে Krishi bank ATM Booth near me লিখে গুগলে সার্চ করলেই আপনার সামনে বুথের লোকেশন শো করবে।
অন্যান্য ব্যাংকে একাউন্ট করার নিয়ম দেখুন
- ইসলামী ব্যাংকের একাউন্ট খোলার নিয়ম
- আল আরাফাহ ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- সোস্যাল ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- সোনালী ব্যাংকের একাউন্ট খোলার নিয়ম
- আল আরাফাহ ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
ব্যাংক একাউন্ট | বিভিন্ন ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম দেখুন |
হোমে যান | bankline |