জনতা ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
আপনি কি জনতা ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম খুজছেন? এই পোস্টে আমি এই ব্যাংকের একাউন্ট চেকের বিষয়ে আলোচনা করেছি, যা আপনার জন্য প্রয়োজনিয় একটি পোস্ট হতে পারে।
আপনি যদি আপনার Janata bank account balance check বা ব্যালেন্স জানতে জনতা ব্যাংক একাউন্ট অনলাইনে চেক করতে চান তবে তা আপনি করতে পারবেন একাধিক উপায়ে।
জনতা ব্যাংক (Janata bank) হল বাংলাদেশে সরকারী রাষ্ট্রায়ত্ত একটি বাণিজ্যিক ব্যাংক। এই ব্যাংক পুরোপুরি বাংলাদেশ সরকার দ্বারা নিয়ন্ত্রিত একটি ব্যাংক, যেটি প্রতিষ্ঠা করা হয় ১৯৭২ সালে। বর্তমানে তারা মুটামুটি ভালোই সেবা দিচ্ছে।
যাই হোক, এই পোস্টে আমরা জানবো জনতা ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম কি তা। চলুন তাহলে শুরু করা যাক আজকের পোস্টি।
Table of Contents
জনতা ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক যেভাবে করা যাবে
পূর্বে জনতা ব্যাংকের একাউন্ট চেক করা ছিলো অন্যান্য ব্যাংকের তুলনায় কিছুটা ঝামেলা যুক্ত। কেননা এখানে খুব বেশি একটা আলাদা সুযোগ দেয়া হতো না যে সহজে আপনি আপনার ব্যাংক একাউন্ট চেক করবেন। তবে বর্তমানে এর কিছুটা পরিবর্তন ঘটছে। এখন আপনি একাধিক নিয়ম পাবেন, যে নিয়মে আপনি আপনার একাউন্ট চেক করতে পারবেন। নিয়ম গুলো যেমন:
- ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে একাউন্ট চেক
- ব্যাংক ভিজিট করে একাউন্ট চেক
- জনতা ব্যাংকের মোবাইল এপ থেকে একাউন্ট চেক
জনতা ব্যাংক একাউন্ট চেক
১. ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে একাউন্ট চেক
আপনি ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে তা করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে আগে নিশ্চিত হতে হবে যে আপনার ব্র্যাঞ্চ এই ইন্টারনেট ব্যাংকিং এর জন্য এলিজেবল কিনা।
এটা আপনি ইন্টারনেটে জনতা ব্যাংকের অনলাইন শাখা থেকে জানতে পারবেন যে আপনার ব্র্যাঞ্চ জনতা ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিং এর জন্য গ্রহণ যোগ্য কিনা। তা কি তাদের লিস্টে আছে নাকি নেই তা দেখতে হবে।
তাদের ইন্টারনেট ব্যাংকিং সিস্টেম আছে এমন ব্যাংক সংখ্যা প্রায় ৯১৯ টি যা সংখ্যায় অনেক। সুতরাং আপনার ব্র্যাঞ্চও এর মধ্যে থাকার সম্ভাবনা আছে। তাই আপনি চেক করে দেখতে পারেন।
আপনার ব্র্যাঞ্চ যদি ইন্টারনেট ব্যাংকিং এলাও করে তবে আপনাকে ব্র্যাঞ্চে গিয়ে এই ইন্টারনেট ব্যাংকিং এর জন্য আপনার একাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর কিভাবে সেখানে আপনার একাউন্ট চেক করবেন তা আপনাকে তারা দেখিয়ে দিবে।
২. ব্যাংক ভিজিট করে একাউন্ট চেক
এছাড়া আপনি আরেকটি উপায়ে আপনার একাউন্ট চেক করতে পারবেন। তা হলো আপনি সরাসরি ব্যাংক ভিজিট করতে পারেন তা জানার জন্য। এক্ষেত্রে আপনার একাউন্ট নাম্বার আপনার সাথে করে নিয়ে যেতে হবে। ব্যাংকে গিয়ে আপনার একাউন্ট নাম্বার দিলে তারা আপনাকে আপনার ব্যালেন্স জানিয়ে দিবে।
এটি অন্যান্য নিয়ম থেকে কিছুটা ঝামেলা মুক্ত, যদি আপনার কাছে ব্যাংকে যাওয়া সময় নষ্ট মনে না হয়।
৩. জনতা ব্যাংকের মোবাইল এপ থেকে একাউন্ট চেক
সম্প্রতি জনতা ব্যাংক তাদের মোবাইল এপ “eJanata” তে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে এসেছে। আপনি চাইলে এই এপের মাধ্যমে খুব সহজে ঘরে বসেই আপনার ব্যাংক একাউন্ট চেক করে নিতে পারবেন। তবে এর জন্য আপনাকে প্রথমে এই এপে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিলে আপনি খুব সহজে আপনার ব্যাংক ব্যালেন্স জানতে পারবেন। কিভাবে এটি করবেন চলুন তা দেখে নেয়া যাক।
- এপটি প্রথমে প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে।
- তারপর Sign up দিতে হবে।
- এরপর নাম (nid অনুসারে), মোবাইল নাম্বার, মেইল এড্রেস, পাসওয়ার্ড (যেমন: A65b@tANvir*76#) দেয়ার পর ওটিপি গ্রহণের জন্য ম্যাসেজ অপশন সিলেক্ট করতে হবে এবং Submit দিতে হবে।
- ওটিপি আসলে তা Submit করতে হবে।
- তারপর Log in এ ক্লিক করলে এই সময়ের মধ্যে আপনার নাম্বারে ব্যাংক থেকে একটি ম্যাসেজের মাধ্যমে ইউজার নেম এবং পাসওয়ার্ড আসবে, তা দিয়ে Log in করতে হবে।
- এখন Add account থেকে আপনার ব্যাংক একাউন্ট যুক্ত করে নিতে হবে।
- যুক্ত করতে প্রথমে আপনার ব্যাংক একাউন্ট নাম্বার, তারপর এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে Add অপশনে ক্লিক করতে হবে।
- এবার এপের হোম পেজে Verify Yourself অপশন থেকে আপনার ছবি তুলে ফেস ভেরিফিকেশন করে নিতে হবে।
- এখন আপনি হোম পেজ থেকে খুব সহজে আপনার একাউন্ট চেক করতে পারবেন Balance লেখা অপশনের নিচ থেকে Tap Here এ ক্লিক করে। এখানে ক্লিক করলে আপনার ব্যালেন্স প্রদর্শিত হবে।
আরো পড়ুন- বিভিন্ন ব্যাংকের ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
শেষকথা
যদিও পূর্বে ঘরে বসে জনতা ব্যাংকের একাউন্ট চেক করা ছিলো কিছুটা কঠিন কাজ। তবে বর্তমানে এটি আসতে আসতে সহজ করা হচ্ছে। কেননা এখন সময়ের সাথে ব্যাংকিং সার্ভিসের অনেক পরিবর্তন আসছে। আর কিছু অনলাইন সার্ভিস থাকবে এটি ব্যাংকের কাছ থেকে এখন তাদের গ্রাহকরা আশা করে।
ব্যাংক যদি নিজেদের সময়ের সাথে আপডেট না করে তবে এটি তাদের একাডেমিক কার্যক্রমকে আসতে আসতে স্লো করে ফেলবে। এটি জনতা ব্যাংক বুঝতে পেরে তারা বিভিন্ন অনলাইন সুযোগ সুবিধা তাদের গ্রাহকদের জন্য নিয়ে আসছে।
সম্প্রতি তারা মোবাইল এপে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে এসেছে, যেখানে গ্রাহক খুব সহজে এখন তাদের একাউন্টও বাসায় বসে চেক করতে পারে, যা পূর্বে কিছুটা কষ্টসাধ্য কাজ ছিলো। একাউন্ট চেক করার পর একাউন্ট থেকে টাকা তুলতে পড়ুন- ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম।
আরো পড়ুন- ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম |
কিছু প্রশ্ন এবং উত্তর
হ্যাঁ আপনি চাইলে জনতা ব্যাংকের একাউন্টি অনলাইনে চেক করতে পারবেন। এর জন্য আছে জনতা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সুবিধা। আপনাকে যা করতে হবে তা হলো আপনার ব্র্যাঞ্চ যদি ইন্টারনেট ব্যাংকিং এলাও করে তবে আপনাকে ব্র্যাঞ্চে গিয়ে এই ইন্টারনেট ব্যাংকিং এর জন্য আপনার একাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর কিভাবে সেখানে আপনার একাউন্ট চেক করবেন তা আপনাকে তারা দেখিয়ে দিবে।
আপনার ব্যাংক একাউন্টিতে থাকা ব্যালেন্স জানতে আপনি ব্যাংকে ভিজিট করতে পারবেন। সেখানে গিয়ে আপনি আপনার একাউন্টে কতো টাকা আছে তা জানতে চাওয়ার ব্যাপারে ব্যাংক স্টাফদের জিঙ্গেস করতে পারেন। তারা আপনাকে দেখিয়ে দিবে কোন ডেক্স থেকে আপনি এই সহযোগিতা পাবেন। আর হ্যাঁ, ব্যাংকে যাওয়ার সময় অবশ্যই আপনার একাউন্ট নাম্বারটি সাথে নিয়ে যাবেন।
বাংলাদেশে হাতে গোনা কিছু সরকারি ব্যাংকের মধ্যে জনতা ব্যাংক একটি সরকারি ব্যাংক।
সরকারি ব্যাংক জনতা ব্যাংক প্রতিষ্ঠা করা হয় ১৯৭২ সালে।
আপনি যদি ব্যাংক এর যে কোনো গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে ফেলেন তবে আপনার উচিত হবে তা ব্যাংকে জানানো। যেমন: যদি আপনি আপনার চেক হারিয়ে ফেলেন তবে তা খুব দ্রুত জানানো উচিত, অথবা আপনি যদি ব্যাংক একাউন্ট নাম্বার ভুলে যান তাও আপনি ব্যাংকে যোগাযোগ করলে ব্যাংক আপনাকে এই বিষয়ে সাহায্য করবে।
জনতা ব্যাংকের সুদের হার ৩.৭৫% শতাংশ (পরিবর্তনশীল-সুদের হার সংক্রান্ত সর্বশেষ সার্কুলার অনুসারে)। তবে এটি যেহেতু পরিবর্তণশীল সুতরাং আমরা এই ইনফরর্মেশনটি এখানে পরের বার আপডেট করার আগেও পরিবর্তণ হয়ে যেতে পারে। কিন্তু আশা করি এই সুদের হার খুব বেশি পরিবর্তণ হবে না।
কেউ যদি নির্দিষ্ট মেয়াদ পূর্তির পূর্বে হিসাব বন্ধ করতে চান তবে তাকে নোটিশ প্রদান পূর্বক বা আবেদন পূর্বক ব্যাংক কে জানিয়ে তা বন্ধ করতে হবে।
ব্যাংক নিয়ে অন্যান্য পোস্ট গুলো পড়ুন
- জনতা ব্যাংক চেক লেখার নিয়ম
- অনলাইনে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- ডাচ বাংলা ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম