সেলফিনের মাধ্যমে ইন্ডিয়ান ভিসা ফি প্রদান যেভাবে করবেন
সেলফিন (CellFin) হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল)-এর একটি ডিজিটাল ওয়ালেট সার্ভিস বা ভার্চুয়াল ওয়ালেট সেবা। কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই শুধুমাত্র এনআইডি কার্ড/ জাতীয় পরিচয়পত্র দিয়ে সেলফিন অ্যাকাউন্ট খোলা যায় ঘরে বসেই।
আর খুব সহজে ও সুবিধাজনক উপায়ে ঘরে বসেই ২৪/৭ ইন্ডিয়ান ভিসা আবেদন প্রসেসিং ফি প্রদানের জন্য ইসলামী ব্যাংকের সার্বজনীন ডিজিটাল চ্যানেল “সেলফিন (CellFin)” হলো সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম।
সম্প্রতি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল)-এর ডিজিটাল ব্যাংকিং চ্যানেল সেলফিন (CellFin)-এর মাধ্যমে ইন্ডিয়ান ভিসা আবেদন প্রসেসিং ফি সংগ্রহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা সম্পন্ন করা হয়েছে।
ইসলামী ব্যাংকের সকল গ্রাহক, পর্যটক, চিকিৎসার জন্য বিদেশ ভ্রমনকারী, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী, ইসলামী ব্যাংকের সকল কর্মকর্তা/ কর্মচারী ও জনসাধারণসহ সকলেই এ সুবিধা খুব সহজেই গ্রহণ করতে পারবেন। আসুন আরো বিস্তারিত দেখে নেয়া যাক।
Table of Contents
সেলফিনের মাধ্যমে ইন্ডিয়ান ভিসা ফি প্রদান করার নিয়ম
ইসলামী ব্যাংকের সেলফিন (CellFin) অ্যাপে লগ ইন করার পর বিল পেমেন্ট অপশনে গিয়ে ‘ইন্ডিয়ান ভিসা ফি’ মেনুতে প্রবেশ করে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো ইনপুট দিয়ে সহজে ও দ্রুততম সময়ে ইন্ডিয়ান ভিসা আবেদন প্রসেসিং ফি জমা করা যাবে। এটি জমা করা যাবে ঘরে বসেই, ২৪ ঘন্টায় সপ্তাহে ৭ দিনে।
আরো পড়ুন- সেলফিন থেকে বিকাশ এড মানি করার নিয়ম
সেলফিনের মাধ্যমে ইন্ডিয়ান ভিসা ফি প্রদান প্রক্রিয়া
সেলফিন (CellFin)-এর মাধ্যমে কিভাবে ইন্ডিয়ান ভিসা আবেদন প্রসেসিং ফি প্রদান করা যায় সে প্রক্রিয়াটি নিম্নে তুলে ধাপে ধাপে তুলে ধরা হলো-
- সেলফিন (CellFin)-এ আপনার গোপন পিন নাম্বার দিয়ে লগইন করুন;
- ”বিল পেমেন্ট” এই অপশনে ক্লিক করুন;
- তারপর ”ইন্ডিয়ান ভিসা ফি” অপশনে ক্লিক করুন;
- এবার IVAC সেন্টার নির্বাচন করুন, ওয়েব ফাইল নম্বর, মোবাইল নম্বর এবং ইমেইল অ্যাড্রেস ইনপুট দিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন।
এভাবে আপনি আপনার ইন্ডিয়ান ভিসা ফি অনলাইনে ইসলামী ব্যাংকের সেলফিনের মাধ্যমে পেমেন্ট করে ফেলতে পারবেন সহজেই।
কারা এই সুবিধা পাবেন
নিম্নোক্ত এসকল ব্যক্তি/ প্রতিনিধি/ প্রতিষ্ঠান সমূহ ইন্ডিয়ান ভিসা আবেদন প্রসেসিং ফি প্রদানের সুবিধাটি গ্রহন করতে পারবেন-
- বাংলাদেশের সকল ব্যাংকের সকল স্তরের নির্বাহী, কর্মকর্তা, কর্মচারী;
- সকল ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠন গুলো;
- ইসলামী ব্যাংকের শাখায় ডলার এন্ডোর্সমেন্ট সুবিধা গ্রহনকারী ব্যাক্তিরা;
- দেশের সকল ট্রাভেল এজেন্সি গুলো;
- ইন্ডিয়া ভ্রমন করতে ইচ্ছুক সকল পর্যটক, অসুস্থ রোগী, রোগীর সহযোগী, পড়তে যেতে ইচ্ছুক ছাত্রছাত্রীরা।
সেলফিন একাউন্ট খোলার নিয়ম (সেলফিন না থাকলে)
সেলফিন একাউন্ট খুলতে আপনার স্মার্টফোন থেকে এপটিতে প্রবেশ করে রেজিস্টার বােটনে ট্যাপ করে সেখান থেকে আপনার বিভিন্ন ইনফর্মেশন দিয়ে আপনার সেলফিন একাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে। এর জন্য আপনার ভোটার আইডি কার্ড ও মোবাইল নাম্বার দরকার হবে। এ মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে।
আরো জানতে পড়ুন- সেলফিন একাউন্ট খোলার নিয়ম | সেলফিনের টিপস এন্ড ট্রিকস |
সেলফিনের আরো কিছু সুবিধা
সেলফিনে রয়েছে অনেক ধরনের সুযোগ সুবিধা। বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহারকারী বিভিন্ন রকম সুবিধা পেতে পারেন। এই রকম কিছু সুবিধা নিচে তুলে ধরা হলো।
- মোবাইল দিয়ে ব্যাংক একাউন্ট নিয়ন্ত্রণ করার সুবিধা।
- একাউন্টের ব্যালেন্স, স্টেটম্যান্ট, ইত্যাদি দেখার সুযোগ।
- সেলফিনে থাকে ফ্রি ভার্চুয়াল ভিসা কার্ড।
- ব্যাংক থেকে টাকা ট্রান্সফার।
- মোবাইল টপআপ।
- টিকেট ক্রয়।
- সেলফিন কার্ড ব্যবহার করে এটিএম থেকে টাকা উত্তোলন।
- বিল পে।
- রেমিটেন্স রিসিভ।
- ইসলামী ব্যাংকের একাউন্ট ঘরে বসে খোলা।
- ইসলামী ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার।
- বিভিন্ন অফার পাওয়া, ইত্যাদি।
আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, হেড অফিস: ইসলামী ব্যাংক টাওয়ার, ৪০, দিলকুশা সি/এ, ঢাকা – ১০০০ বাংলাদেশ অথবা ব্যাংকের যেকোন শাখা/ উপ-শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট-এ যোগাযোগ করুন
- ✆ কল সেন্টার: ১৬২৫৯ অথবা ৮৩৩১০৯০ (দেশ)/ +৮৮-০২-৮৩৩১০৯০ (বিদেশ)
- টেলিফোন: (০২) ৯৫৬৩০৪০ (অটো হান্টিং), ৯৫৬০০৯৯, ৯৫৬৭১৬১, ৯৫৬৭১৬২, ৯৫৬৯৪১৭
- টেলেক্স: 642525 IBANK BJ, 632403 IBANK BJ, 671620 IBANK BJ
- ফ্যাক্স: ৮৮০- ২- ৯৫৬৪৫৩২, ৮৮০- ২- ৯৫৬৮৬৩৪
- সুইফট: IBBLBDDH
- কেবল: ISLAMIBANK