নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম | Nagad electricity bill payment

নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম খুব সহজ। আপনি তা ঘরে বসেই করে ফেলতে পারবেন। এই পোস্টে এই নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ADVERTISEMENT

এটি অনেক বড় একটি সুবিধা যে নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম অনুসরণ করে ঘরে বসেই বিল পে করে ফেলা সম্ভব। আগে হয়তো আপনাকে বিদ্যুৎ বিল দিতে ব্যাংকে যেতে হতো। সেখানে হয়তো অনেকক্ষন অপেক্ষা করা লাগতো বিল দেয়ার জন্য। তবে এখন আপনি সহজে এই বিল পরিষোধ করতে পারবেন Nagad Bill pay এর মাধ্যমে।

যাই হোক, এখন আসুন জেনে নেই নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম, সেই সাথে নগদে বিদ্যুৎ বিল দেওয়ার চার্জ কতো তা। অনেকে আবার প্রশ্ন করেন নগদ থেকে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম কি, যা এই পোস্টে উত্তর দেয়ার চেষ্টা করেছি। চলুন তাহলে শুরু করা যাক।

ADVERTISEMENT

নগদে বিদ্যুৎ বিল দেওয়ার সুবিধা

নগদ থেকে বিদ্যুৎ বিল দেয়ার বেশ কয়েকটি সুবিধা আছে। আসুন দেখে নেয়া যাক নগদে বিদ্যুৎ বিল দেয়ার সুবিধা গুলো কি কি?

  • কোথাও না গিয়ে ঘরে বসেই বিল পরিষোধ করা যায়।
  • বিল দিতে নগদ একাধিক সিস্টেম রেখেছে যাতে আপনি সহজে আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন।
  • এপ থেকে বিল পরিষোধ একবার করলে কন্জিউমার আইডি বা বিলার নাম্বার সেভ হয়ে যায়। যার ফলে পরের বার আর এই আইডি বা নাম্বার খুজতে হয় না।
  • বিভিন্ন সময় বিল পে করার জন্য বিভিন্ন অফার নগদ দিয়ে থাকে। যার ফলে গ্রাহক কিছু এক্সট্রা বেনিফিটস পায়।

নগদে বিদ্যুৎ বিল দেয়ার নিয়ম

আপনি নগদে একাধিক উপায়ে বিদ্যুৎ বিল পরিষোধ করতে পারবেন। চাইলে নগদের মোবাইল এপ থেকে সবচেয়ে সহজে বিল পরিষোধ করা যাবে। এপে থাকা বিল পে অপশন থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। এপ ছাড়াও কোড ডায়াল করে বিল পরিষোধ করা যাবে।

ADVERTISEMENT
নগদে যেসকল উপায়ে বিদ্যুৎ বিল দেয়া যাবে
১. নগদ এপ ব্যবহার করে
২. ইএসএসডি কোড ডায়াল করে
৩. নিকটস্থ নগদ এজেন্টের কাছ থেকে সাহায্য নিয়ে
নগদে বিদ্যুৎ বিল দেয়ার উপায়।

নগদ এপ দিয়ে বিদ্যুৎ বিল দেয়ার নিয়ম

নগদ এপ দিয়ে ঘরে বসেই কিভাবে বিদ্যুৎ বিল দেয়া যায় তা নিচে পর্যায়ক্রমে উল্লেখ করা হলো।

  • প্রথমে আপনার মোবাইল থেকে নগদের মোবাইল এপে লগইন করুন।
  • এরপর পেমেন্ট অপশন থেকে পে-বিল অপশনটি সিলেক্ট করুন।
  • তারপর বিলের ধরণের মধ্যে বিদ্যুৎ বিল বাছাই করুন।
  • এখন কোন কোম্পানির বিদ্যুৎ বিল তা বাছাই করুন (DESCO, NESCO, DPDC ইত্যাদি)।
নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম
  • এর পর আপনার মিটারের বিপরীতে আপনার যে কাস্টমার বা কন্জিউমার নাম্বার আছে তা দিন।
  • তারপর পরের ধাপে বিল এমাউন্ট দিতে হবে এবং রেফারেন্স হিসেবে কন্জিউমারের নাম দিন।
  • পরবর্তি অপশনে নগদের পিন দিয়ে পরের ধাপে গিয়ে প্রেস করে রাখলে বিল পে হয়ে যাবে।
নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

বিল পেমেন্ট শুরু করার আগে আপনার নগদ একাউন্ট চেক করে দেখুন যে সেখানে পর্যাপ্ত ব্যালেন্স আছে কিনা। ব্যালেন্স না থাকলে আপনার বিল পেমেন্ট সম্পন্ন হবে না। বিল দেয়ার পর আপনার নগদ একাউন্ট চেক করে নিন।

আর যদি এমন হয় যে আপনি এপে ঢুকতে পারছেন না। কারণ আপনি আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন, তবে আপনি পড়তে পারেন নগদ একাউন্টের পিন নাম্বার ভুলে গেলে করণীয়

ADVERTISEMENT

নগদের ইউএসএসডি কোড ডায়ল করে বিদ্যুৎ বিল দেয়ার নিয়ম

আপনার যদি কোনো কারণে নগদ এপ থেকে বিল দেয়ার ব্যবস্থা না থাকে, তবে আপনি নগদের ইউএসএসডি কোড ডায়াল করে আপনার বিদ্যুৎ বিল দিতে পারবেন। কিভাবে? তা নিচে পর্যায়ক্রমে উল্লেখ করা হলো।

  • প্রথমে আপনার মোবাইল থেকে ডায়াল করুন *167# এই কোডটি।
  • তারপর যে লিস্ট আসবে, সেখান থেকে ৫ নং Bill Pay এর জন্য 5 লিখে সেন্ড করুন।
  • এখন বিলের ধরণ হিসেবে ১ নং-এ থাকা Electricity এর জন্য 1 লিখে সেন্ড করুন।
  • এরপর আপনার সামনে কয়েকটি বিদ্যুৎ সাপ্লাইয়ার কোম্পানির নাম আসবে। এখানে আপনি যে কোম্পানির বিদ্যুৎ ব্যবহার করেন, সে কোম্পানির নাম দেখে কতো নাম্বারে আছে তা লিখে সেন্ড করুন।
  • এর পর আপনার বিলার একাউন্ট নাম্বার বা কন্জিউমার নাম্বার দিয়ে সেন্ড করতে হবে।
  • এখন বিলের পরিমাণ দিয়ে এবং আপনার নগদ পিন দিয়ে সাবমিট করলে আপনার বিল পেমেন্ট হয়ে যাবে।
নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

নিকটস্থ নগদ এজেন্টের কাছ থেকে সাহায্য নিয়ে বিদ্যুৎ বিল দেয়ার নিয়ম

নিকটস্থ নগদ এজেন্টের কাছ থেকে সাহায্য নিয়ে বিদ্যুৎ বিল দেয়ার দরকার তখনি হয়, যখন আপনাকে বিদ্যুৎ বিল দিতে অনেক দূরে কোনো ব্যাংকে যেতে হবে। অথবা আপনার কোনো নগদ একাউন্ট নেই, বা আপনি তা চালাতে জানেন না। এক্ষেত্রে সহজে বিদ্যুৎ বিল দিতে আপনি আপনার কাছাকাছি কোনো নগদের দোকানে যোগাযোগ করতে পারেন।

এক্ষেত্রে অসুবিধা হচ্ছে, আপনি যদি তাদের মাধ্যমে বিল পে করেন, তবে তারা আপনার কাছ থেকে এক্সট্রা কিছু টাকা কেটে নিতে পারে বিল পে করে দেয়ার জন্য। তবে তা খুব বেশি হবে না।

ADVERTISEMENT

নগদে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

আপনি নগদ এপ থেকে বা ইউএসএসডি কোড ডায়াল করেও নগদ থেকে পল্লী বিদ্যুৎ বিল দিতে পারবেন। তবে সমস্যা হলো আপনি পোস্ট পেইড পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন না। শুধু মাত্র প্রিপেইড বিল পরিশোধ করতে পারবেন।

বিল দেয়ার জন্য উপরে দেখানো নিয়ম অনুসরণ করতে পারবেন। পল্লী বিদ্যুৎ বিল দেয়ার জন্য শুধু আপনাকে যেটি করতে হবে সেটি হলো যখন আপনি আপনার কোম্পানি সিলেক্ট করবেন, তখন BREB Prepaid সিলেক্ট করুন। তারপর যথা নিয়মে সামনে এগিয়ে যান।

নগদে বিদ্যুৎ বিল দেওয়ার চার্জ

বিদ্যুৎ বিল দেয়ার ক্ষেত্রে বিভিন্ন কোম্পানির জন্য নগদ বিভিন্ন এমাউন্টের চার্জ ঠিক করেছে তাদের সাথে ডিল করার মাধ্যমে। আপনার বিদ্যুৎ সাপ্লাইয়ার কোম্পানির নাম অনুযায়ি নিচে চার্জ দেখে নিতে পারবেন।

Biller NameCharge
DPDCUp to Tk. 400: Tk. 5
Tk. 401 – 1500: Tk. 10
Tk. 1501 – 5000: Tk. 15
Tk. 5000+: Tk. 25
DESCO EKPAY0.90%; Max Tk. 5
DESCO Postpaid0.90%; Max Tk. 5
DESCO Prepaid0.90%; Max Tk. 5
West Zone Power
Distribution Company
0.90%; Max Tk. 30
West Zone Power
Distribution Company
Prepaid
0.90%; Max Tk. 30
NESCO Postpaid0.90%; Max Tk. 30
NESCO Prepaid0.90%; Max Tk. 30
BREB PrepaidUp to Tk. 400: Tk. 5
Tk. 401 – 1500: Tk. 10
Tk. 1501 – 5000: Tk. 15
Tk. 5000+: Tk. 25
নগদে বিদ্যুৎ বিল দেওয়ার চার্জ

শেষকথা

নগদের সিস্টেম থেকে সকল বিদ্যুতের বিল দেয়া যায় না। কোন কোন কোম্পানির বিল দেয়া যায় তা বিল পে করার জন্য আপনি এপ থেকে বা ইউএসএসডি কোড ডায়াল করলে দেখতে পাবেন।

ADVERTISEMENT

বিদ্যুৎ বিল দেয়ার আগে চেক করে দেখুন যে আপনার একাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স আছে। আর বিল দেয়ার সময় আপনার কন্জিমার নাম্বার বা বিলার নাম্বার ভালো করে চেক করুন। কেননা আপনার নাম্বার যদি ভুল হয়ে যায় তবে এমনও হতে পারে যে আপনি অন্য কোনো কাস্টমারের বিল পে করে দিয়েছেন। তখন আর আপনার কিছু করারও থাকবে না।

বর্তমানে ব্যাংকে গিয়ে লাইনে দাড়িয়ে থেকে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করার থেকে ভালো এই নগদের মাধ্যমে বিল পে করা। এতে সময় বাচবে, এবং অনেকক্ষেত্রে অর্থ এবং কষ্ট দুটোই বেচে যাবে।

নগদ সম্পর্কে আরো জানতে পড়ুন নগদ

নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম নিয়ে প্রশ্ন এবং উত্তর

নগদে বিদ্যুৎ বিল কিভাবে দেয়?

নগদ এপ ব্যবহার করে বিদ্যুৎ বিল দেয়া যায়। আবার যারা এপ ব্যবহার করেন না তারা নগদের ইউএসএসডি কোড ডায়াল করেও বিদ্যুৎ বিল দিতে পারবেন।

ADVERTISEMENT
নগদে বিদ্যুৎ বিল দেওয়ার চার্জ কতো?

যদিও বিভিন্ন ওয়েব সাইট ঘুরে দেখা যায় সবাই বলছে নগদে বিদ্যুৎ বিল দেয়া ফ্রি, তবে নগদের ওয়েব সাইট থেকে দেখা যায় বিভিন্ন এমাউন্টের জন্য তারা বিভিন্ন চার্জ ঠিক করেছে। চার্জ গুলো উপরে দেখে নিন।

নগদ থেকে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম কি?

আমি যখন পোস্টি লিখছি, তখন পর্যন্ত শুধু প্রিপেইড পল্লী বিদ্যুৎ এর বিল দেয়ার সুযোগ আছে। অর্থাৎ আপনি পোস্ট পেইড পল্লী বিদ্যুৎ বিল নগদ থেকে পরিশোধ করতে পারবেন না।

নগদে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করা যায় কি?

আপনার যদি বিদ্যুৎ বিল বকেয়া থাকে তবে আপনি তা নগদ থেকে পরিশোধ করতে পারবেন।

উইএসএসডি কোড ডায়াল করে কি বিল দেয়া যায়?

হ্যাঁ, দেয়া যায়। উপরে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

নগদের অন্যান্য পোস্ট গুলো পড়ুন

নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম কেমন লাগলো জানাবেন। হোম পেজে যেতে ক্লিক করুন bankline এ।

ADVERTISEMENT

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *