সহজে সিটি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
সিটি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম খুজছেন? এখন সিটি ব্যাংকের একাউন্ট খোলা অনেকটা সহজ হয়ে গেছে। আপনি সিটি ব্যাংকে গিয়ে যেমন একটি একাউন্ট খুলতে পারবেন, তেমনি বাসায় বসেও এখন একাউন্ট খোলা সম্ভব।
City Bank Bangladesh ltd বর্তমানে অনলাইনে তাদের একাউন্ট করার সুবিধা দিচ্ছে। এখানে আপনি সরাসরি ব্যাংকে গিয়ে ব্যাংক একাউন্ট করার পাশা পাশি অনলাইনে সিটি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম অনুসরণ করে একটি একাউন্ট করে ফেলতে পারবেন।
অনলাইনে করার জন্য তাদের একটি এপ “CityTouch” আছে যেখানে আপনি তাদের ব্যাংকিং সেবা গুলো পেতে পারেন। চলুন তাহলে অনলাইনে এবং ব্যাংকে গিয়ে একাউন্ট খোলার বিষয়ে বিস্তারিত জেনে নেয়া যাক।
Table of Contents
ব্যাংকে গিয়ে সিটি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
আপনার বয়স যদি ১৮ বছর বা তার বেশি হয় তবে আপনি সিটি ব্যাংকে একটি একাউন্ট করতে পারবেন। এর কম হলে আপনার অভিভাবকের প্রয়োজন হবে একটি একাউন্ট করার ক্ষেত্রে। এখন আসুন দেখে নেয়া যাক একাউন্ট করতে কি কি ডকুমেন্টস দরকার হয়।
প্রয়োজনিয় কাগজপত্র
- এনআইডি/জন্ম সনদ/পাসপোর্ট যে কোনো একটি আইডি কার্ড।
- ছবি ২ কপি
- নমিনির ছবি ১ কপি
- নমিনি NID/জন্ম সনদ/পাসপোর্ট যে কোনো একটি।
- আয়ের উৎস এক কপি নথি।
- ই-টিআইএন (যদি থাকে)।
আরো পড়ুন- জন্ম নিবন্ধন দিয়ে ব্যাংক একাউন্ট করার নিয়ম
একাউন্ট খুলতে যা করতে হবে
আপনার প্রয়োজনিয় কাগজপত্র নিয়ে সিটি ব্যাংকের নিকটস্থ শাখায় চলে যান। সেখানে গিয়ে ব্যাংক কর্মকর্তা বা ব্যাংক স্টাফদের বলুন আপনি একটি ব্যাংক একাউন্ট করতে চান। তখন তারা আপনাকে একটি ফর্ম দিবে। আপনার ডকুমেন্ট এর সাথে মিল রেখে আপনাকে তা পূরণ করতে হবে। পূরণ করা হয়ে গেলে ফর্মটি ডকুমেন্টস এবং প্রাইমারি ডিপোজিট সহ ব্যাংকে জমা করে দিতে হবে।
এখানে বলে রাখি যে আপনি কি ধরণের একাউন্ট করতে চান তা ব্যাংককে জানালে তারা সে অনুযায়ি আপনার একাউন্ট করানোর ব্যাবস্থা করে দিবে। আপনার ফর্মে অপশন থাকবে যে আপনি কি ধরণের একাউন্ট করতে চান। আপনাকে শুধু তা সিলেক্ট করতে হবে।
আরো পড়ুন- যৌথ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
অনলাইনে সিটি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
সিটি ব্যাংক তাদের একটি মোবাইল এপ চালু করেছে, যেখানে আপনি চাইলে আপনার একাউন্টি সহজে ঘরে বসে খুলে ফেলতে পারবেন। অনলাইনে একাউন্ট করতে প্রয়োজনিয় কাগজপত্র এবং একাউন্ট খোলার নিয়ম নিচে পর্যায়ক্রমে বিস্তারিত তুলে ধরা হলো।
প্রয়োজনীয় কাগজপত্র
- আবেদনকারীর এনআইডি কার্ড।
- নমিনির ছবি (ছবির সফট কপি)।
- নমিনির জাতীয় পরিচয়পত্র (সফট কপি)।
অনলাইনে সিটি ব্যাংক একাউন্ট খোলার ধাপ গুলো
- Open an individual Account নির্বাচন করুন: প্রথমে “সিটি এখনি অ্যাকাউন্ট” (City Ekhoni Account) অ্যাপ খুলুন এবং নিজস্ব একাউন্ট করার জন্য “Open an individual Account” নির্বাচন করুন।
- মাসিক লেনদেন নির্বাচন করুন: তারপরে আপনার সম্ভাব্য মাসিক লেনদেন নির্বাচন করুন (BDT ১০০,০০০ বা তার কম হলে কোনো এক্সট্রা ডকুমেন্টস লাগবে না)।
- মোবাইল নাম্বার ভেরিফাই করুন: এখন আপনার মোবাইল নম্বর দিন যেখানে আপনি একটি OTP পাবেন, তারপর পরবর্তী বা (Next) চাপুন।
- এনআইডির ছবি আপলোড করুন: এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের সামনে এবং পিছনের এক কপি করে ছবি তুলতে হবে।
- নিজের ছবি আপলোড করুন: পর্যাপ্ত আলোতে নিজের একটি সেলফি তুলুন।
- পেশা নির্বাচন করুন: পরবর্তী ধাপে, আপনার পেশা নির্বাচন করুন।
- ঠিকানা দিন: বর্তমান ঠিকানা নির্বাচন করুন।
- মেইল আইডি দিন: আপনার নিয়মিত ব্যবহার করা ই-মেইল টি দিন।
- নমিনির বিবরণ দিন: এখন মনোনীত ব্যক্তির বিবরণ, তার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, সম্পর্ক নির্বাচন, তার একটি স্টিল ছবি।
- অ্যাকাউন্টের ধরন এবং শাখা নির্বাচন করুন: আপনার অ্যাকাউন্টের ধরন এবং নিকটস্থ শাখা নির্বাচন করুন। এছাড়াও, শর্তাবলী বাক্সে টিক দিন।
প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং অ্যাকাউন্টও আশা করি সফল ভাবে চালু হয়ে যাবে। এখন আপনি আপনার মোবাইল নম্বর এবং ই-মেইল অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খোলা সফল হলে সফল হওয়ার একটি বার্তা পাবেন।
অ্যাকাউন্টি ব্যবহার করার জন্য আপনাকে সিটিটাচ (CityTouch app) অ্যাপের সাথে অনলাইন নিবন্ধনের মাধ্যমে অ্যাকাউন্টটি সংযুক্ত করতে হবে।
আরো পড়ুন- অনলাইনে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম |
সিটি ব্যাংক একাউন্ট সুবিধা
- চেক-বুকের সুবিধা।
- নিরাপদ আমানত লকার সুবিধার জন্য আবেদন করার সুযোগ।
- সহজে নগদ উত্তোলনের জন্য ও সহজে কেনাকাটার জন্য ডেবিট কার্ড সিটি ম্যাক্স কার্ড নেয়ার সুবিধা।
- সিটি ম্যাক্স কার্ডের মাধ্যমে খরচের পরিমাণে ক্যাশ ব্যাক সুবিধা।
- সিটিটাচের মাধ্যমে ইউটিলিটি বিল পেমেন্ট পরিষেবা।
- স্থায়ী নির্দেশে টাকা স্থানান্তর।
- ক্লিয়ারিং হাউসের মাধ্যমে চেক সংগ্রহের ব্যবস্থা।
- অনলাইন ব্যাংকিং সুবিধা, এসএমএস সতর্কতা এবং কল সেন্টার সুবিধা।
শর্ত প্রযোজ্য হবে।
আরো পড়ুন- সহজে স্টুডেন্ট ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
সিটি ব্যাংক একাউন্ট সম্পর্কিত প্রশ্ন এবং এবং উত্তর
সচরাচর সিটি ব্যাংক তাদের গ্রাহকদের তাদের সেভিংস একাউন্টের বীপরিতে ৩.৫০ শতাংশ সুদ দিয়ে থাকে। তবে এর কম বেশি হতে পারে।
করতে পারবেন। এখানে স্টুডেন্ট একাউন্ট করার সুযোগ আছে। আবার চাইলে অভিভাবকের মাধ্যমে একটি একাউন্ট করতে পারবে।
অনলাইনে অন্য ব্যাংকের একাউন্ট খুলার নিয়ম দেখুন
- ইসলামী ব্যাংকের একাউন্ট খোলার নিয়ম
- আল আরাফাহ ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- শাহজালাল ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- ব্র্যাক ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- ব্যাংক এশিয়া একাউন্ট খোলার নিয়ম
- প্রাইম ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
অনলাইন ব্যাংকিং | অনলাইন ব্যাংকিং বাংলাদেশ |
ক্যাটাগরিতে যান | ব্যাংকিং |
হোমে যান | bankline |