সহজে অগ্রণী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
আপনি কি অগ্রণী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম কি তা জানতে চাচ্ছেন? এই পোস্টে আমি আলোচনা করেছি আপনি কিভাবে আপনার অগ্রণী ব্যাংকে থাকা একাউন্টি চেক করবেন তা নিয়ে।
আপনি আপনার Agrani Bank Account একাধিক উপায়ে চেক করতে পারবেন। চাইলে আপনি আপনার বাসায় বসেও আপনার একাউন্টে কি পারিমান ব্যালেন্স আছে তা জানতে পারবেন।
আপনার ব্যালেন্স জানতে অগ্রণী ব্যাংকের মোবাইল এপ ব্যবহার করতে পারেন। সেখানে খুব সহজে আপনি ব্যালেন্স দেখতে পাবেন। তবে আপনাকে আগেই আপনার একাউন্ট এপ এর সাথে সংযুক্ত করে নিতে হবে। আর আপনি এসএমএস এর মাধ্যমেও ব্যালেন্স জানতে পারবেন ঘরে বসেই।
চলুন তাহলে অগ্রণী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম গুলি বিস্তারিত দেখে নেয়া যাক। সেই সাথে আপনার মনে থাকা সম্ভাব্য প্রশ্ন এবং কমেন্ট বক্সে পাওয়া প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করবো এই পোস্টের শেষে। চলুন তাহলে শুরু করি।
Table of Contents
অগ্রণী ব্যাংক একাউন্ট চেক করার উপায় গুলো
আপনার যদি অগ্রণী ব্যাংকে একাউন্ট খোলা থাকে এবং আপনি যদি আপনার একাউন্ট ব্যালেন্স সম্পর্কে জানতে চান যে আপনার একাউন্টে কি পরিমান টাকা আছে তা নিচের উপায় গুলোর মাধ্যমে চেক করতে পারবেন।
যেসব উপায়ে আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন তা হলো:
- ব্যাংক এপের মাধ্যমে একাউন্ট চেক।
- এটিএম বুথ থেকে।
- এসএমএস এর মাধ্যমে।
- ব্যাংক ভিজিট করে।
ব্যাংক এপের মাধ্যমে অগ্রণী ব্যাংক একাউন্ট চেক
অগ্রণী ব্যাংকের একটি নিজস্ব এপ আছে, যেটির নাম হলো “Agrani Smart Banking App”। এই এপের মাধ্যমে অগ্রণী ব্যাংক তাদের গ্রাহকদের ব্যালেন্স চেক করার সুযোগ দেয়।
- এপে যদি আপনি ব্যালেন্স চেক করতে চান তাহলে প্রথমে আপনাকে ইন্টারনেট ব্যাংকিং এর জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে, যা আপনি এপ এর মাধ্যমে করতে পারবেন।
- প্রথমে আপনি প্লে-স্টোর থেকে এপটি ডাউনলোড করে নিন।
- তারপর এপটি ওপেন করলে আপনার সামনে লগইন করার জন্য অপশন চলে আসবে। আপনার যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকে, যা রেজিস্ট্রেশনের সময় পাওয়া যায়, তবে লগইন করুন।
- আর যদি না থাকে তবে নিচে ”রেজিস্ট্রেশন করুন” এমন একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করে প্রসেস গুলো অনুসরণ করলে আপনার একাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে।
- একাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর লগইন করে এপের হোম পেজে আসলে সেখানে ”টাকার পরিমান” এর নিচে ”ব্যালেন্স দেখুন” এমন একটি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করতে হবে।
- ক্লিক করলে আপনি আপনার একাউন্ট ব্যালেন্স দেখতে পাবেন।
এটিএম বুথ থেকে অগ্রণী ব্যাংক একাউন্ট চেক
আপনি যদি অগ্রণী ব্যাংকের কার্ড ইউজার হোন তবে আপনি চাইলে এটিএম থেকে আপনার ব্যালেন্স জেনে নিতে পারবেন আপনার কার্ড এবং আপনার পিন ব্যবহার করে।
- আপনার ব্যালেন্স জানতে এটিএম বুথে গেলে আপনার যে কার্ডটি আছে তা বুথে প্রবেশ করাতে হবে।
- প্রবেশ করানোর পর আপনার পিন দিতে হবে।
- পিন দিলে ব্যালেন্স লেখা একটি অপশন পাবেন। তার ওপর অথবা তার পাশে থাকা বাটনে চাপ দিলে আপনি আপনার ব্যালেন্স দেখে নিতে পারবেন।
এসএমএস এর মাধ্যমে অগ্রণী ব্যাংক একাউন্ট চেক
অগ্রণী ব্যাংকের একাউন্ট চেক করার জন্য আপনার কাছে যদি আগের দুটি অপশন সুবিধার মনে না হয় তবে আপনার জন্য আছে এই অপশনটি। এখানে আপনি আপনার মোবাইল থেকে এসএমএস করে একাউন্ট চেক করতে পারবেন।
- এর জন্য আপনাকে আপনার মোবাইলে ম্যাসেজ অপশনে চলে যেতে হবে।
- সেখান থেকে টাইপ করতে হবে BAL <space> একাউন্টের লাস্ট পাঁচ ডিজিট, যেমন (12345)।
- তারপর 01969900059 এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে।
আপনার সুবিধার জন্য আরো একবার দেখিয়ে দিচ্ছি। BAL 12345 পাঠিয়ে দিন 01969900059 তে, এই ভাবে। এখানে বোল্ড করা অংশ গুলো হচ্ছে আসল যা আপনাকে দেখতে হবে।
আপনার এসএমএস করা হয়ে গেলে এরপর ব্যাংক থেকে আপনাকে একটি ফিরতি ম্যাসেজ দিয়ে আপনার ব্যালেন্স সম্পর্কে আপনাকে অবগত করা হবে।
ব্যাংক ভিজিট করে একাউন্ট চেক
আপনার জন্য সর্বশেষ যে উপায়টি আছে আপনার অগ্রণী ব্যাংক একাউন্ট চেক করার জন্য তা হলো আপনাকে ব্যাংকের ব্রাঞ্চ ভিজিট করতে হবে, এবং ভিজিট করার সময় আপনার ব্যাংক একাউন্ট নাম্বার সাথে নিতে হবে।
আপনার একাউন্ট নাম্বার নিয়ে যখন আপনি ব্যাংকে যাবেন তখন ব্যাংক থেকে আপনাকে আপনার একাউন্ট নাম্বার চেক করে দিবে এবং আপনার একাউন্ট ব্যালেন্স সম্পর্কে আপনাকে জানিয়ে দিবে।
প্রশ্ন এবং উত্তর
অগ্রণী ব্যাংকের একটি মোবাইল এপ আছে যেখানে আপনি চাইলে ঘরে বসেই আপনার একাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন। তবে আপনাকে আগে এর জন্য এপে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে হবে।
ব্যালেন্স চেক করতে পারবেন অগ্রণী ব্যাংকের মোবাইল এপ ’Agrani Smart Banking App’ থেকেই।
অগ্রণী ব্যাংক রিলেটেড অন্য পোস্ট গুলো পড়ুন
ব্যালেন্স চেক | অন্যান্য ব্যাংকের একাউন্ট চেক |
অনলাইন ব্যাংকিং | অনলাইন ব্যাংকিং বাংলাদেশ |
হোমে যান | bankline |