আল আরাফাহ ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
আপনি যদি আল আরাফা ইসলামী ব্যাংকের একজন গ্রাহক হয়ে থাকেন, এবং আপনার যদি ব্যাংকের ব্যালেন্স জানার জন্য আল আরাফাহ ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম জানার দরকার হয় তবে এখানে আপনি তা জানতে পারবেন।
বিশেষ করে Al-Arafah Islami Bank balance check by sms এই সহজ নিয়ম টি সম্পর্কে এখানে জানতে পারবেন। পাশাপাশি তাদের এপ থেকে কিভাবে ব্যালেন্স জানতে পারবেন তাও আলোচনা করবো আজকের এই পোস্টে। চলুন তাহলে শুরু করা যাক।
Table of Contents
যেসব উপায়ে আল আরাফাহ ইসলামী ব্যাংক একাউন্ট চেক করা যায়
আল আরাফা ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার উপায় গুলো হলো:
- এসএমএস করার মাধ্যমে
- ব্যাংকের এপ ব্যবহার করে
- ব্যাংক ভিজিট করে
Al-Arafah Islami Bank balance check by sms
আপনি সহজে আপনার আল আরাফা ইসলামী ব্যাংক একাউন্টি চেক করতে পারবেন SMS এর মাধ্যামে। এর জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে আপনার ম্যাসেজ অপশনে। ম্যাসেজ অপশনে টাইপ করতে হবে AIBL BAL <Account_No> এবং পাঠিয়ে দিতে হবে 26969 নাম্বারে।
অর্থাৎ AIBL BAL লিখে পাশে আপনার ব্যাংক একাউন্টি টাইপ করতে হবে। তারপর তা পাঠিয়ে দিতে হবে 26969 এই নাম্বারটিতে। পরবর্তিতে একটি ফিরতি এসএমএস এ আপনাকে আপনার ব্যালেন্স জানিয়ে দেয়া হবে। আর এই এসএমএস টি আপনার ব্যাংক একাউন্ট করার সময় ব্যবহার করা নাম্বারটি হতে হবে।
এপ থেকে আল আরাফাহ ইসলামী ব্যাংক একাউন্ট চেক
আল আরাফা মোবাইল ওয়ালেট থেকে একাউন্ট ব্যালেন্স জানা যাবে। এর জন্য প্রথমে এপটি ডাউনলোড করে নিতে হবে। এরপর প্রথম কাজ হলো, আপনি যদি কখনো আগে রেজিস্ট্রেশন না করে থাকেন তবে আপনার কাজ হচ্ছে নিচে থাকা Sign up এ ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন আগে সম্পন্ন করে নেয়া।
রেজিস্ট্রেশন সম্পন্ন হলে পূনরায় আপনাকে লগ ইন করে নিতে হবে যে নাম্বার দিয়ে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন সে নাম্বার দিয়ে এবং আপনার পিন নাম্বার দিয়ে। লগ ইন করা হলে আপনাকে এপটির হোম পেজে নিয়ে আসবে। এখানে নিচে থাকা More অথবা প্রোফাইল আইকনে ক্লিক করে ব্যাংক একাউন্ট নামে একটি অপশন দেখতে পাবেন।
এখানে আপনার ব্যাংক একাউন্টটি এপের সাথে সংযুক্ত করে নিতে হবে। যথাযথ প্রসেস ফলো করে ব্যাংক একাউন্টটি সংযুক্ত করার পর আপনি আপনার ব্যাংকের ডিটেইলস এই সংযুক্ত ব্যাংক একাউন্ট থেকে দেখতে পারবেন। যেখান থেকে আপনি আপনার ব্যালেন্সও দেখতে পারবেন।
ব্যাংক ভিজিট করে একাউন্ট চেক
আপনার কাছে যদি উপরের উপায় গুলো কঠিন মনে হয় অথবা আপনার এই উপায় গুলোতে যথেষ্ট এক্সেস না থাকে তবে আপনার জন্য আর যে উপায়টি থাকে তা হলো ব্যাংক ভিজিট করে একাউন্ট ব্যালেন্স চেক করা।
একাউন্ট চেক করার জন্য আপনার নিকটস্থ আল আরাফা ইসলামী ব্যাংকের শাখায় আপনার একাউন্ট নাম্বারটি সঙ্গে করে নিয়ে যেতে হবে। সেখানে যোগাযোগ করলে তারা আপনার একাউন্ট চেক করে আপনাকে জানিয়ে দিবে আপনার একাউন্টে কতো টাকা আছে।
এবং অন্যান্য ব্যাংকের একাউন্ট চেক করার নিয়ম দেখুন।