ইসলামী ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম

ইসলামী ব্যাংকে থাকা আপনার একাউন্টে যদি আপনি টাকা জমা করতে চান বা কোথাও থেকে টাকা পাঠাতে চান, তবে কি করতে হবে তা নিয়ে এই পোস্টে আলোচনা করা হয়েছে। আশা করি আপনার উপকারে আসবে।

ADVERTISEMENT

ইসলামী ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম একাধিক রয়েছে। আপনি বিভিন্ন উপায়ে আপনার ইসলামী ব্যাংক একাউন্টে টাকা জমা করতে পারবেন, এমনকি ঘরে বসেও এটা করা সম্ভব। কিভাবে সহজে ইসলামী ব্যাংকে টাকা জমা দেওয়া যায় তা নিয়ে থাকছে আমাদের আজকের এই পোস্ট। চলুন তাহলে শুরু করা যাক।

ইসলামী ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম কি কি?

আপনার যদি ইসলামী ব্যাংকে একটি একাউন্ট থাকে তাহলে নিশ্চই একাউন্ট করার পর ব্যাংক আপনাকে একটি জমা বই দিয়েছে। এই জমা বই ব্যবহার করে আপনি আপনার একাউন্টে টাকা জমা করতে পারবেন। আবার বিকাশ বা নগদ থেকেও আপনার একাউন্টে আপনি টাকা জমা করতে পারবেন।

অনেকে অনলাইনে ইসলামী ব্যাংকের সেলফিন এপ ব্যবহার করে একাউন্ট করে থাকেন। যার কারণে তাদের কাছে জমা বই নাও থাকতে পারে। তারাও তাদের ইসলামী ব্যাংক একাউন্টে টাকা জমা করতে পারবেন। আসুন এক নজরে দেখে নেই ইসলামী ব্যাংকের টাকা জমা দেয়ার নিয়ম গুলো কি কি।

নিয়মনিয়ম সম্পর্কিত পোস্টের লিংক
জমা বই ব্যবহার করে ব্যাংকের জমা বই ব্যবহার করে টাকা জমা দেয়ার নিয়ম
বিকাশে থেকে জমাবিকাশ থেকে ইসলামী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম
নগদ থেকে জমানগদ থেকে ইসলামী ব্যাংকে টাকা ট্রান্সফার করার নিয়ম
অনলাইনেঅন্য ব্যাংক থেকে ইসলামী ব্যাংকে টাকা জমা

আরো পড়ুন- সুদমুক্ত ইসলামী ব্যাংক খিদমাহ ক্রেডিট কার্ড ফিচার

ADVERTISEMENT

জমা বই দিয়ে ইসলামী ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম

প্রথমেই বলে রাখি যে, ইসলামী ব্যাংকে আপনার টাকা জমা করতে হলে ইসলামী ব্যাংক একাউন্ট থাকতে হবে। একাউন্ট করার পর নিশ্চই তারা আপনাকে জমা বই প্রদান করেছে। ব্যাংকে টাকা জমা করার জন্য আপনি সেই জমা বইটি ব্যবহার করুন।

জমা বই লিখার নিয়ম বিস্তারিত ভাবে নিচে দেখানো হলো। এটি বাংলা বা ইংলিশে যে কোনো একটি ভাষায় লিখতে পারবেন। কখন দুটি ভাষা একসাথে ব্যবহার করবেন না।

জমা বই দিয়ে ইসলামী ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম
  • শাখার জায়গায় আপনার ব্যাংক শাখার নাম লিখুন। যেমনটি আমি লিখেছি, Rangunia শাখা।
  • মুদারাবা সঞ্চয়ি হিসাব নং- এই জায়গায় আপনার ব্যাংক একাউন্ট নাম্বার দিন।
  • নামের জায়গায় আপনার নাম (হিসাবধারীর নাম) লিখুন।
  • বিবরণে আপনার টাকার বিবরণ দিতেও পারেন অথবা টাকার পরিমাণ একবারে লিখে দিলেও চলবে।
  • মোট টাকার পরিমাণ- এর পাশে টাকার পরিমাণ অংকে লিখুন।
  • টাকা (কথায়) এর পাশে টাকার পরিমাণ কথায় বানান করে লিখুন।
  • ক্যাশিয়ার এবং অফিসার এর জায়গায় আপনার কিছু করার দরকার নেই, এটি ব্যাংকের পূরনীয় জায়গা।
  • জামানতকারীর স্বাক্ষর- এর জায়গায় আপনার স্বাক্ষর এবং নিচে আপনার মোবাইল নাম্বার দিন।

তারপর এই জমা বই সহ ব্যাংকে আপনার টাকা জমা দিন ক্যাশ কাউন্টারে। জমা দিলে তারা টাকা গ্রহণ করে বইতে একটি সিল এবং স্বাক্ষর করে দিয়ে দিবে। সাথে বইয়ের দুই অংশের একটি অংশ কেটে নিয়ে নিবে। বাকি অংশ আপনার বইয়ের সাথে যুক্ত থাকবে টাকা জমা দেয়ার প্রমাণ হিসেবে।

ADVERTISEMENT

আরো পড়ুন- ইসলামী ব্যাংকের চেক লেখার নিয়ম

বিকাশ থেকে টাকা জমা দেয়ার নিয়ম

বিকাশ থেকে বা নগদ থেকে কোন কোন ব্যাংকে টাকা পাঠানোর সিস্টেম আছে তা ভালো করে জেনে নিন অনলাইন থেকে। যেমন আপনি বিকাশ থেকে সরাসরি সোনালি ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। কিন্তু সরাসরি ইসলামী ব্যাংকে পাঠানো যায় না। তবে না গেলেও আপনি ইসলামী ব্যাংকে টাকা পাঠাতে পারবেন বিকাশ থেকে কার্ডে টাকা পাঠিয়ে।

কিভাবে করবেন তা নিচে সংক্ষেপে আলোচনা করা হলো। বিস্তারিত জানতে উপরে টেবল বক্সে একটি লিংক আছে। সেখান থেকে দেখে নিতে পারবেন। এখানে সংক্ষেপে দেখে নিন।

ADVERTISEMENT
  • bkash to Bank অপশনে আসুন
  • Visa Debit Card সিলেক্ট করুন
  • Card Number দিন
  • টাকার পরিমাণ লিখুন
  • পিন দিয়ে সাবমিট করুন

নগদ থেকে ইসলামী ব্যাংকে টাকা ট্রান্সফার

নগদ থেকেও ইসলামী ব্যাংকের কার্ডে বা সেলফিন ভার্চুয়াল কার্ডে টাকা পাঠাতে পারবেন। কিভাবে করবেন সেই পোস্ট সমূহের লিংক উপরে অলরেডি শেয়ার করা হয়েছে। তবুও এখানে নগদের নিয়মটি একটু আলোচনা করে দিচ্ছি। চলুন তাহলে নগদ থেকে ইসলামী ব্যাংকে টাকা ট্রান্সফার করার নিয়ম দেখে নেয়া যাক।

  • প্রথমে নগদ একাউন্টে লগইন করে নিতে হবে।
  • তারপর হোম পেজে থাকা Transfer money তে ক্লিক করতে হবে।
  • তারপর আপনার সামনে Visa debit card অপশন আসবে, সেখানে ক্লিক করতে হবে।
  • এরপর Card number দিয়ে, নিচে থাকা Remember me বক্সে টিক দিয়ে Proceed দিতে হবে।
  • এরপর আপনার প্রয়োজন অনুযায়ি Amount লিখে Next দিতে হবে।
  • পরের ধাপে Pin দিয়ে আবার Next দিতে হবে।
  • সবশেষে Tap and hold to confirm করলে টাকা ট্রান্সফার প্রসেস সম্পন্ন হয়ে যাবে।

আরো পড়ুন- সোনালী ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম

ইসলামী ব্যাংকের অন্যান্য পোস্ট সমূহ পড়ুন

ক্যাটাগরিতে যানইসলামী ব্যাংক
হোমে যানbankline
ADVERTISEMENT

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *