এক ব্যাংকের চেক অন্য ব্যাংকে জমা দেয়ার নিয়ম

এক ব্যাংকের চেক অন্য ব্যাংকে জমা দেয়ার নিয়ম খুজছেন? এখানে দেখে নিন কিভাবে আপনি তা করতে পারবেন।

ADVERTISEMENT

আমরা অনেক সময় এমন চেক পেয়ে থাকি যেটির হয়তো আমাদের কাছাকাছি কোনো ব্রাঞ্চ নেই বা সেই ব্যাংকে আমার কোনো একাউন্ট নেই। কিন্তু আমি চাচ্ছি এই চেকের টাকা সরাসরি আমার একাউন্ট থাকা ব্যাংকে জমা হয়ে যাক। সেক্ষেত্রে জানা দরকার হয় এক ব্যাংকের চেক অন্য ব্যাংকে জমা দেয়ার নিয়ম। আপনার সুবিধার্থে এই নিয়ম নিয়ে এই পোস্টে আলোচনা ধরা হলো।

এক ব্যাংকের চেক অন্য ব্যাংকে জমা দেয়ার নিয়ম

বাংলাদেশে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে চেক জমা দিতে হলে আপনি যা করবেন তা নিচে তুলে ধরা হলো।

ADVERTISEMENT
  • আপনার ব্যাংকে যান: অনুমোদনকৃত চেকটি নিয়ে আপনার ব্যাংকে নিকটতম শাখায় যান।
  • একটি ডিপোজিট স্লিপ পূরণ করুন: চেকের টাকার পরিমাণ, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং যে ব্যাংকের চেকটি ইস্যু করা হয়েছিল সে ব্যাংকের নাম দিয়ে একটি ডিপোজিট স্লিপ পূরণ করুন।
  • চেক এবং ডিপোজিট স্লিপ হস্তান্তর করুন: অনুমোদনকৃত চেক এবং ডিপোজিট স্লিপ ব্যাংকের কাছে হস্তান্তর করুন।
  • টাকা ট্রান্সফার হওয়ার জন্য অপেক্ষা করুন: আপনার অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার জন্য অপেক্ষা করুন, এখানে এর সাথে জড়িত ব্যাংকগুলির উপর নির্ভর করে বেশ কয়েক দিন সময় লাগতে পারে।

আরো পড়ুন- নতুন চেক বইয়ের জন্য আবেদন

আরো পড়ুন

ব্যাংকিং ক্যাটাগরিব্যাংকিং
হোমে যানbankline
ADVERTISEMENT

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *