কার্ড ছাড়া ব্র্যাক ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার উপায় জেনে নিন
আপনি জানেন কি, যে আপনি কোনো কার্ড ছাড়াই ব্র্যাক ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার সুবিধা নিতে পারেন। এই পোস্টে এসম্পর্কে বিস্তারিত পড়ুন।
ব্র্যাক ব্যাংকের মোবাইলে এপ “আস্থা” হয়ে উঠেছে বহু গ্রাহকের আস্থার প্রতীক। যারা স্মার্ট ব্যাংকিং এ আগ্রহী তারা এই অ্যাপটি ব্যবহার করে থাকেন। এটি তাদের কাস্টমারদের সহজে এবং দ্রুততম সময় লেনদেনের সুযোগ দিচ্ছে। এছাড়া এই অ্যাপের মাধ্যমে আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়া যাচ্ছে।
সম্প্রতি ব্র্যাক ব্যাংক তাদের আস্থা অ্যাপ এর মাধ্যমে কোনো প্রকার এটিএম কার্ড ছাড়া যেকোনো ব্র্যাক ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলার সুবিধা গ্রাহদের জন্য নিয়ে এসেছে।
আমরা এমন অনেক সিচুয়েশনে পড়ি যখন আমাদের এমার্জেন্সি টাকার প্রয়োজন হয়। হয়তো তখন ব্যাংকের চেক বই অথবা কার্ড কিছুই সাথে থাকে না। কিন্তু স্মার্টফোন এমন একটি জিনিস যা সব সময় হাতে থাকে। আবার অন্যকে টাকা দিতে গেলে সরাসরি কার্ড না দিয়ে বিকল্প ব্যবস্থার খোঁজ করেন অনেকেই। সেসব মুহুর্তে ব্র্যাক ব্যাংকের কার্ড বিহীন আস্থা ক্যাশ আউট বেশ উপকারে আসবে।
যাই হোক। এই পোস্টে আমরা দেখবো কার্ড ছাড়া ব্র্যাক ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার উপায়। চলুন তাহলে শুরু করা যাক।
Table of Contents
কার্ড ছাড়া ব্র্যাক ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার উপায়
ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপ ব্যবহার করে কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তোলার উপায় নিচে পর্যায়ক্রমে তুলে ধরা হলো।
- প্রথমে আপনার মোবাইল থেকে ব্র্যাক ব্যাংক আস্থা অ্যাপে লগইন করুন
- ট্র্যান্সফার ট্যাব থেকে আস্থা ক্যাশআউট অপশন সিলেক্ট করুন
- সোর্স একাউন্ট নির্বাচন করে মোবাইল নম্বর এবং কত টাকা উত্তোলন করতে চাচ্ছেন তা লিখুন
- টার্মস এন্ড কন্ডিশন্স মেনে নিয়ে পে নাও বাটন প্রেস করুন
- পরের স্ক্রিনে ডিটেইলস চেক করে নিয়ে সেন্ড মানি বাটন ট্যাপ করুন
- এরপর নাম্বারে আসা ওটিপি ভেরিফাই করে প্রথম ধাপ সম্পন্ন করুন
- শুরুতে যে মোবাইল নম্বর দিয়েছিলেন সেই নম্বরে একটি এসএমএসে একটি কোড পাবেন, যেই কোডটি টাকা তুলতে দরকার হবে
- এবার ব্র্যাক ব্যাংকের এটিএম বুথে প্রবেশ করুন, সেখানে স্ক্রিনে কার্ডলেস ক্যাশ আউট অপশন সিলেক্ট করে আস্থা ক্যাশ আউট অপশন বাছাই করুন
- এবার মোবাইল নম্বর টাইপ করে কনফার্ম বাটন প্রেস করুন
- এরপর আস্থা ক্যাশ আউট কোড (যেটা এসএমএসে পেয়েছিলেন) সেই কোডটি এন্টার করে Yes চেপে পরের ধাপে যান
- এবার টাকার পরিমাণ এন্টার করতে হবে, আর মোবাইলে নতুন একটি ওটিপি আসবে, সেটাও এন্টার করতে হবে
- Yes বাটন প্রেস করলেই এটিএম থেকে টাকা বের হয়ে আসবে।
ভিডিওতে দেখুন টাকা তোলার উপায়
কার্ড ছাড়া ব্র্যাক ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার উপায় আরো ভালো ভাবে জানতে দেখতে পারেন নিচের ভিডিওটি। এখানে বিস্তারিত ধাপে ধাপে দেখানো হয়েছে।
এপ দিয়ে বুথ থেকে টাকা তোলার চার্জ
ব্র্যাক ব্যাংকের এই সুবিধা চালু হবার মাধ্যমে কোনো প্রকার ফি ছাড়াই আপনি আপনার অর্থ উত্তোলন করতে পারবেন। এর জন্য আপনাকে বাড়তি কোনো ফি দিয়ে এটিএম কার্ড বা ডেবিট, ক্রেডিট কার্ড সংগ্রহ করতে হবে না।
শেষকথা
ব্র্যাক ব্যাংকের আস্থা এপ ব্যবহার করে খুব সহজে আপনি আপনার এটিএম থেকে টাকা তুলতে পারবেন কোনো চার্জ ছাড়াই। তবে মোবাইলে আস্থা ক্যাশ আউট কোড পাওয়ার ৩ ঘণ্টার মধ্যে ওই কোড দিয়ে আপনার টাকা তুলতে হবে। অন্যথায় কোডটি আর কাজ করবেনা। সেক্ষেত্রে আপনাকে আবার উপরের নিয়ম অনুসরণ করে কোড পূনরায় নতুন করে জেনারেট করতে হবে।
ব্র্যাক ব্যাংক সবসময় তাদের গ্রাহকদের ভালো সার্ভিস প্রদান করার চেষ্টা করে থাকে। সেই সাথে তারা গ্রাহকের প্রয়োজন বুঝে সময়ে সময়ে আরো ভালো ভালো সার্ভিস চালু করছে। এজন্য হাজারো গ্রাহকের আস্থার প্রতীক হিসেবে ব্র্যাক ব্যাংক নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে।
আরো পড়ুন
- ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম
- ডাচ বাংলা ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম জানুন
- এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম