অন্য ব্যাংকের বুথ থেকে টাকা তোলার নিয়ম
অন্য ব্যাংকের বুথ থেকে টাকা তোলার নিয়ম খুজছেন? এখানে দেখে নিন এব্যাপারে বিস্তারিত।
অনেক সময় দেখা যায় যে আপনি যে ব্যাংকের গ্রাহক এবং যে ব্যাংকের কার্ড আপনার কাছে আছে, সেই ব্যাংকের কোনো এটিএম আমার কাছাকাছি নেই। এক্ষেত্রে আপনার ব্যাংকের কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে পারবেন।
এখানে অন্য ব্যাংকের বুথ থেকে টাকা তোলার নিয়ম প্রায় একই। তাহলে ভিন্নতা কি? ভিন্নতা হলো চার্জে। এবিষয়ে বিস্তারিত নিচে জেনে নিন।
Table of Contents
অন্য ব্যাংকের বুথ থেকে টাকা তুলতে চার্জ প্রযোজ্য হবে
আপনি যদি নিজ ব্যাংকের এটিএম ছাড়া অন্য কোনো ব্যাংকের এটিএম ব্যবহার করতে যান, তবে আপনাকে এর জন্য কিছু এক্সট্রা চার্জ দিতে হবে এবং এর সাথে ভ্যাটও প্রযোজ্য হবে।
চার্জ সচরাচর ব্যাংক ভেদে ভিন্ন হয়ে থাকে। কোনো ব্যাংক ১৫ টাকা চার্জ করে থাকে আবার কোনো ব্যাংক ২০ টাকাও চার্জ করে থাকে ভ্যাট সহ।
অন্য এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম
- আপনার এটিএম কার্ড ঢোকান: এটিএমে কার্ড স্লটটিতে আপনার এটিএম কার্ড ঢোকান। মেশিনের নির্দেশ অনুযায়ি কার্ডটি সঠিক ভাবে ঢুকান।
- আপনার পিন লিখুন: কার্ড গৃহীত হলে আপনার পিন দিন। আপনার চার-সংখ্যার PIN সাবধানে লিখুন এবং এটি গোপন রাখুন।
- উইথড্র এর অপশনটি সিলেক্ট করুন: অন-স্ক্রীন মেনু থেকে “উইথড্র” অপশনটি সিলেক্ট করুন৷
- টাকার পরিমাণ লিখুন: আপনি যে পরিমাণ টাকা তুলতে চান তা লিখুন। আপনার পর্যাপ্ত টাকা একাউন্টে আছে কিনা তা নিশ্চিত করতে ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম গুলো দেখে নিন।
- অর্থ প্রদানের জন্য অপেক্ষা করুন: উত্তোলনের পরিমাণ নিশ্চিত করার পর এটিএম ম্যাশিন থেকে নগদ বিতরণের জন্য অপেক্ষা করুন।
- আপনার টাকা গ্রহণ করুন: এটিএম নগদ বিতরণ করার পরে, এটি মেশিন থেকে তা সংগ্রহ করুন।
- আপনার কার্ড এবং রসিদ নিন: অবশেষে, আপনার এটিএম কার্ড এবং রসিদ নিন, যা আপনার অ্যাকাউন্টের অবশিষ্ট ব্যালেন্স সহ লেনদেনের বিবরণ দেখাবে।
ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম
#১. বুথে যান:
প্রথমে আপনার নিকটবর্তি ইসলামী ব্যাংকের বুথে চলে যান আপনার কার্ডটি সঙ্গে নিয়ে।
#২. CRM ম্যাশিনে কার্ড ঢুকান নিয়ম মেনে:
বুথে প্রবেশ করার পর CRM ম্যাশিন যদি খালি থাকে তবে সেখানে গিয়ে আপনার কার্ডটি ম্যাশিনে কার্ড ঢুকানোর স্থানে প্রবেশ করান। প্রবেশ করানোর সময় খেয়াল রাখবেন যেন কার্ডের যে চিপ তা সামনের দিকে উপরের পাশে থাকে। বুঝতে না পারলে ছবিতে লক্ষ করুন।
#৩. গোপন পিন দিন:
কার্ড ঢুকানোর পর আপনার কার্ডের পিন দিতে বলা হবে। এর জন্য স্ক্রিনে একটি বক্স দেখতে পাবেন। সেখানে পিন দিতে নিচে থাকা কিপেড-এ টাইপ করুন।
#৪. নগদ উত্তোলন সিলেক্ট করুন:
এরপর স্ক্রিনে অনেক গুলো অপশন আসবে। নগদ টাকা তুলতে আপনি এই অপশন গুলোর মধ্যে সেই ”নগদ উত্তোলন” অপশনটি সিলেক্ট করুন। অপশনটি সিলেক্ট করতে বরাবর পাশে থাকা বাটনে ক্লিক করুন।
#৫. টাকার পরিমাণ সিলেক্ট করুন:
এখন আপনার সামনে কিছু টাকার এমাউন্ট আসবে। আপনার চাহিদা মতো এমাউন্ট থাকলে তা সিলেক্ট করুন অথবা সেখানে “অন্যান্য পরিমাণ” দেয়া থাকবে, যদি আপনি অন্য এমাউন্ট লিখতে চান তবে সেখানে সিলেক্ট করে লিখে দিন। যেমন: এখানে ২০০০ টাকা তুলতে পাশের বাটনে ক্লিক করা হচ্ছে।
#৬. নগদ গ্রহণ করুন:
আপনার টাকা এখন CRM ম্যাশিনের নির্দিষ্ট স্থান দিয়ে বেরিয়ে আসবে। টাকাটি বুঝে নিন।
#৭. কার্ড বের করে নিন:
আপনার লেনদেন সম্পন্ন হওয়ার পর স্ক্রিনে আবার জিঙ্গেস করা হবে, আপনি কি আরো উত্তোলন করতে চান কিনা। যদি চান তাহলে হ্যাঁ দিয়ে পূর্বের উল্লেখিত নিয়ম গুলো আবার অনুসরণ করুন।
আর না হলে না এর পাশে থাকা বাটনে ক্লিক করা মাত্র ম্যাশিন আপনার কার্ডটি বের করে দিবে। আপনি আস্তে করে সেটা বের করে নিয়ে নিতে পারবেন।
টাকা তোলার পর আরো কতো টাকা আপনার একাউন্টে আছে তা যদি জানতে চান তবে পড়তে পারেন- ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম এই পোস্টি।
আরো বিস্তারিত পড়ুন- ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম
ইসলামী ব্যাংকের এটিএম বুথের লোকেশন
আপনি যখনি কোনো নতুন জায়গায় যান, তখন আপনার জন্য বুথের লোকেশন না জানাটা স্বাভাবিক। তাই আপনি আপনার লোকেশনের কাছাকাছি কোথায় বুথ আছে তা জানতে হয়তো কারো সাহায্য নিতে পারেন অথবা আপনি আপনার মোবাইল থেকে সেটা খুজে বের করতে পারেন।
মোবাইল দিয়ে ইসলামী ব্যাংকের বুথের লোকেশন বের করতে হলে গুগল ম্যাপ থেকে বা সরাসরি গুগলেও যদি লিখেন যে ”Islami bank ATM booth near me” তাহলে Google আপনাকে আপনার নিকটবর্তি কোথায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ আছে তা দেখাবে। ম্যাপের মাধ্যমে রাস্তা চিনে আপনি সেখানে পৌছে যেতে পারবেন।
ডাচ বাংলা এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম
#১. CRM ম্যাশিনে আপনার কার্ড প্রবেশ করান: ম্যাশিনে কার্ড প্রবেশ করাতে আপনার কার্ডটির মধ্যে থাকা মোবাইল সিমের মতো অংশটি উপরে রেখে CRM ম্যাশিনের কার্ড প্রবেশ করানোর জায়গায় ঢুকিয়ে চাপ দিলে ম্যাশিনে অটোমেটিক টেনে নিতে শুরু করবে।
#২. আপনার পিন নাম্বার দিন: এবার স্ক্রিনে দেখতে পাবেন আপনার পিন নাম্বার লিখতে বলা হচ্ছে। আপনার কার্ডের গোপন পিন নাম্বারটি দিন।
#৩. “টাকা উত্তোলন” সিলেক্ট করুন: এরপর স্ক্রিনে অনেক গুলো অপশন দেখতে পাবেন। তারমধ্যে একটি হলো “টাকা উত্তোলন”। টাকা তুলতে এই অপশনে বা তার পাশে থাকা বোতামে চাপুন।
#৪. টাকার এমাউন্ট লিখে “সঠিক” চাপুন: আপনি কতো টাকা তুলতে চান তা নিচের বাটনে টাইপ করে লিখুন, যেমন ৫০০ লিখতে পারেন। লিখা হলে আপনার এমাউন্টি ঠিক আছে বোঝাতে স্ত্রিনে থাকা “সঠিক” বাটনের পাশের বোতামে চাপুন।
#৫. রসিদ দরকার হলে হ্যাঁ, নাহলে না দিন: আপনি কি কাগজের একটি রসিদ সংগ্রহ করতে চান? চাইলে হ্যাঁ দিন। তবে এর জন্য ফি প্রযোজ্য হবে। আর দরকার না হলে “না” দিতে না এর পাশে থাকা বোতামে চাপুন।
#৬. টাকা বের হতে অপেক্ষা করুন এবং টাকা সংগ্রহ করুন: টাকা বের হতে কিছুক্ষণ সময় নিবে। তারপর CRM ম্যাশিনের নির্দিষ্ট স্থান দিয়ে আপনার টাকা বেরিয়ে আসবে। এখন আপনি তা সংগ্রহ করে নিন।
#৭ পরবর্তি লেনদেনের ব্যাপারে হ্যাঁ অথবা না দিন: আপনি কি আর লেনদেন করতে চান? করলে হ্যাঁ এর পাশের বাটনে চাপ দিয়ে পূর্বের ন্যায় শুরু করুন। আর না চাইলে না এর পাশে থাকা বাটনে চাপুন।
চাপার পরপরই বুথ থেকে আপনার কার্ডটি বেরিয়ে আসবে। তখন কার্ডটি সংগ্রহ করুন।
আরো বিস্তারিত পড়ুন- ডাচ বাংলা ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম
এটিএম থেকে টাকা তোলার সময় সতর্কতা
- টাকা তোলার সময় অন্য কারো সাহায্য নেবেন না।
- সিঙ্গেল CRM ম্যাশিনের ক্ষেত্রে বুথে প্রবেশ করার পর অন্য কেউ যেন বুথে প্রবেশ না করে।
- একাধিক CRM ম্যাশিনের ক্ষেত্রে বুথে ঢুকার পর অন্য মানুষও থাকতে পারে। সেক্ষেত্রে আপনার পিন বা টাকা নেয়ার বিষয় গুলো সতর্কতার সাথে সম্পন্ন করুন।
- টাকা তোলার পরে স্লিপ এটিএম বুথে ফেলে আসবেন না।
- কোনো ভাবেই অন্য কাউকে পিন নম্বর বলবেন না।
- নতুন কার্ড নেয়ার পর পুরনো কার্ড নষ্ট করে ফেলুন।
প্রশ্ন এবং উত্তর
আপনি যদি আপনার লেনদেন সম্পন্ন করার পর বুথ থেকে ফিজিক্যাল রিসিপ্ত সংগ্রহ করেন তবে এর জন্য আপনার একাউন্ট থেকে একটি চার্জ কাটা হতে পারে।
আপনি যদি নিজ ব্যাংকের এটিএম ছাড়া অন্য কোনো ব্যাংকের এটিএম ব্যবহার করতে যান, তবে আপনাকে এর জন্য কিছু এক্সট্রা চার্জ দিতে হবে এবং এর সাথে ভ্যাটও প্রযোজ্য হবে।
আপনি যখন আপনার কার্ড নেয়া ব্যাংকের এটিএম ছাড়া অন্য কোনো এটিএম থেকে টাকা তুলতে যাবেন, তখন আপনার ক্যাশ আউটে এক্সট্রা চার্জ করা হবে। এই চার্জের পরিমাণ ১৫ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত হতে পারে। এটি মূলত ব্যাংক ভেদে ভিন্ন হয়ে থাকে।
আরো পড়ুন
- ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম
- ডাচ বাংলা ব্যাংকের চেক লেখার নিয়ম
- অগ্রণী ব্যাংকের চেক লেখার নিয়ম
- রূপালী ব্যাংকের চেক লেখার নিয়ম ছবিসহ
- এক ব্যাংকের চেক অন্য ব্যাংকে জমা দেয়ার নিয়ম
Thank you for the info. But I wanted to know, যে bank এর card সেই bank এর ATM machine থেকেই টাকা তুললে কোনো charge লাগবে কিনা? আর সবসময়ই কী ATM তে টাকা তুললে receipt দেওয়া হয়?
recept na nile fee katbe na. caile nite paren, nao nite paren.