অনলাইনে ইউসিবি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
UCB ব্যাংক তাদের একাউন্ট খোলার জন্য সহজ একটি উপায় রেখেছে। আপনি চাইলে ঘরে বসে অনলাইনে ইউসিবি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম অনুসরণ করে এই ব্যাংকে একটি একাউন্ট খুলে ফেলতে পারবেন।
এই পোস্টে আমি আলোচনা করেছি UCB bank account opening এর জন্য কি কি ডকুমেন্টস দরকার হবে এবং অনলাইনে ইউসিবি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম যা আপনাকে দিবে আরো সহজ ব্যাংকিং এর অভিজ্ঞতা। চলুন তাহলে দেখে নেয়া যাক একাউন্ট খোলার সম্পর্ণ প্রসেসটি।
Table of Contents
ইউসিবি ব্যাংক সেভিংস একাউন্টের সুবিধা
- ভিসা/মাস্টার কার্ড ডেবিট কার্ড নেয়ার সুবিধা,
- লেনদেন চ্যানেল – শাখা, ATM/CRM/POS, Unet, Upay,
- ইন্টারনেট ব্যাংকিং সুবিধা (Unet),
- এসএমএস ব্যাংকিং এবং ই-স্টেটমেন্ট পাওয়ার সুবিধা,
- মাসিক সুদ পাওয়ার সুবিধা,
- ইন্টারনেট ব্যাংকিং ফি – বিনামূল্যে,
- 24/7 কল সেন্টার সুবিধা (16419)।
একাউন্ট খোলার যোগ্যতা
- বাংলাদেশী হতে হবে।
- অপ্রাপ্তবয়স্ক আবেদনকারীর ক্ষেত্রে, অ্যাকাউন্ট অভিভাবক দ্বারা পরিচালিত হবে।
ইউসিবি ব্যাংক একাউন্ট খোলার জন্য যা যা লাগবে
- আবেদনকারীর এনআইডি কার্ড।
- এক কপি ছবি।
- সিগনেচার।
- নমিনির এক কপি ছবি ও তার এনআইডি কার্ড।
আরো পড়ুন- জন্ম নিবন্ধন দিয়ে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
অনলাইনে ইউসিবি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
প্রথমে প্লে স্টোর থেকে ব্যাংকের এপ ”Uclick” ডাউনলোড করতে হবে। ডাউনলোড শেষে ইনস্টল হয়ে গেলে তা ওপেন করতে হবে। তারপর আপনাকে যেসকল প্রসেস গুলো অনুসরণ করতে হবে নিন্মে পর্যায়ক্রমে তুলে ধরা হলো।
#আপনার সেবাটি সিলেক্ট করতে হবে: আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে আপনি কি সেবা নিতে চাচ্ছেন। এখানে আসার পর “Savings Account” “Credit Card” “Loan” এবং “Services” এই অপশন গুলোর মধ্যে আপনি যদি একাউন্ট খোলার জন্য এসে থাকেন তবে আপনাকে “Savings Account” সিলেক্ট করতে হবে।
সিলেক্ট করা হলে নিচে থাকা “Continue” অপশনে ক্লিক করতে হবে।
#আইডি এবং কন্ট্যাক্ট ডিটেইলস দিতে হবে: তারপর “Savings Account” অপশনের নিচে “Select” একটি অপশন আসবে। সেখানে ক্লিক করলে ID এবং Contact details চাইবে, যেখানে আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার মোবাইল নাম্বার এবং একটি ই-মেইল আইডি দিতে হবে। দেয়া হলে “Continue” তে ক্লিক করতে হবে।
#নাম্বার ভেরিফাই করতে হবে: পূর্বে দেয়া আপনার নাম্বারটিতে একটি ওটিপি আসবে, যার মাধ্যমে আপনার একাউন্টি ভেরিফাই করে নিতে হবে। ওটিপি দেয়া হলে নিচে থাকা “Submit” বাটনে ক্লিক করতে হবে। সাথে সাথে আরেকটি ওটিপি চাইতে পারে, যে ওটিপি আপনাকে মেইলের মাধ্যমে পাঠানো হবে এবং তা দিয়ে পূনরায় ভেরিফাই করতে হবে।
#ডকুমেন্টস আপলোড করতে হবে: আপনার ডকুমেন্টস হিসেবে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ছবি তুলে আপলোড করতে হবে। সেই সাথে আপনার এক কপি ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। আপলোড সম্পন্ন হলে “Continue” অপশনে ক্লিক করে পরবর্তি অপশনে চলে যেতে হবে।
#পার্সনাল ডিটেইলস দিতে হবে: পরের ধাপে আপনাকে আপনার তথ্য দেখানো হবে যা অটোমেটিক আপনার আইডি কার্ড থেকে ফিল আপ হয়ে যাবে। কিন্তু আপনার প্রফেশনের জায়গাটি শুধু ফিল আপ করতে হবে। ফিল আপ করা হলে তারপর “Continue” তে ক্লিক করতে হবে।
#ঠিকানা দিতে হবে: এ পর্যায়ে আপনার দেয়া তথ্য আপনার সামনে আসবে এবং এখানে শুধু আপনার ঠিকানা দিতে হবে। তারপর “Continue” তে ক্লিক করতে হবে।
#অন্য কি সুবিধা নিতে চান তা সিলেক্ট করতে হবে: Debit Card, Cheque, বা Internet Banking এই সুবিধা গুলো আপনি চান কিনা তা সিলেক্ট করতে হবে। একই সাথে এখানে আপনাকে কোন ব্রাঞ্চে আপনি আপনার একাউন্ট খুলতে চান তাও সিলেক্ট করতে হবে।
এরপর আপনার এই ব্যাংকে আর কোনো একাউন্ট আছে কিনা জিঙ্গেস করা হবে। না থাকলে No দিয়ে “Continue” তে ক্লিক করতে হবে।
#নমিনির ডিটেইলস দিতে হবে: এখন আপনাকে আপনার নমিনির ডিটেইলস দিতে হবে। নমিনির নাম, তার জন্ম তারিখ, তার সাথে আপনার সম্পর্ক, তার সাথে আপনার একাউন্ট এর কতো পার্সেন্ট শেয়ার করবেন তা, এবং তার আইডি কার্ড নাম্বার সিলেক্ট করা হয়ে গেলে “Continue” তে ক্লিক করতে হবে।
#নমিনির ডকুমেন্টস আপলোড করতে হবে: তারপর নমিনির এনআইডি কার্ড এর ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আপলোড করতে হবে, এবং তার একটি ছবিও আপলোড করতে হবে। করা হলে “Continue” তে ক্লিক করতে হবে।
#Foreign Account Tax Compliant: এখানে মূলত যারা US এর বাসিন্দা তাদের জন্য কিছু অপশন দেয়া হয়েছে। এখানে আপনি No সিলেক্ট করে “Continue” দিতে পারেন।
#টার্মস এন্ড কন্ডিশনস গুলো পড়ে নিতে হবে: এই ধাপে আপনাকে আপনার একাউন্ট সম্পর্কিত টার্মস এবং কন্ডিশনস গুলো পড়ে নিতে হবে। পড়ে এর সাথে সহমত দিতে হবে ও “Agree” তে ক্লিক করতে হবে।
#আপনার ডিটেইলস ভেরিফাই করতে হবে: এখন আপনাকে আপনার সকল তথ্য আবার দেখানো হবে। এগুলো আপনি একবার দেখে নিবেন সব ঠিক আছে কিনা। দেখা হলে যদি সব ঠিক থাকে তবে নিচে থাকা “Submit” এ ক্লিক করতে হবে।
সাবমিট দেয়ার পর আপনার সকল তথ্য ব্যাংকের সার্ভারে চলে যাবে এবং একটু সময় নিয়ে আপনার নামে অটোমেটিক একটি একাউন্ট খোলা হয়ে যাবে। একাউন্ট খোলা হয়ে গেলে আপনার সামনে “Congratulations” এমন একটি ম্যাসেজ চলে আসবে, এবং আপনার একাউন্ট নাম্বারও এখানে পেয়ে যাবেন।
আরো পড়ুন- অনলাইনে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম |
অনলাইনে অন্য ব্যাংকের একাউন্ট খুলার নিয়ম দেখুন
- ইসলামী ব্যাংকের একাউন্ট খোলার নিয়ম
- আল আরাফাহ ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- শাহজালাল ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- অনলাইনে সোনালী ব্যাংকের একাউন্ট খোলার নিয়ম
- ব্যাংক এশিয়া একাউন্ট খোলার নিয়ম
অনলাইন ব্যাংকিং | অনলাইন ব্যাংকিং বাংলাদেশ |
ক্যাটাগরিতে যান | ব্যাংকিং |
হোমে যান | bankline |