সাউথইস্ট ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
আপনি কি সাউথইস্ট ব্যাংক একাউন্ট খোলার নিয়ম খুজছেন? আজকের এই পোস্টে আমি আলোচনা করেছি আপনি কিভাবে সাউথইস্ট ব্যাংকে একটি একাউন্ট ঘরে বসেই খুলে ফেলতে পারবেন তা নিয়ে।
আপনার যদি একটি স্মার্টফোন থাকে তাহলেই আপনি ইন্টারনেট ব্যবহার করে Southeast bank account করে ফেলতে পারবেন। প্রকৃয়াটি বেশ সহজ, যা আপনাকে সহজ ব্যাংকিং এর একটি অভিঙ্গতা দিবে।
তাহলে চলুন সাউথইস্ট ব্যাংক একাউন্ট খোলার নিয়ম, বিশেষ করে অনলাইনে এবং একই সাথে অফলাইনে কিভাবে এই ব্যাংক একাউন্ট করা যায় তা দেখে নেয়া যাক।
Table of Contents
অনলাইনে একাউন্ট করতে যা যা লাগবে
- একটি মোবাইল নাম্বার
- ন্যাশনাল আইডি কার্ড
- নমিনির ন্যাশনাল আইডি কার্ড
- নমিনির এক কপি স্ক্যান করা পাসপোর্ট সাইজের ছবি
- একাউন্ট হোল্ডারের ছবি এবং সিগনেচারের ছবি লাইভ ক্যাপচার তুলতে হবে
অনলাইনে সাউথইস্ট ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
প্রথমে আপনাকে সাউথইস্ট ব্যাংকের একটি এপ “Express e-account” ডাউনলোড করতে হবে। এই এপটি আপনি প্লে-স্টোরে পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে তা ইনস্টল করে নিন।
ইনস্টল হেয়ে গেলে ওপেন করার পর পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে।
তারপর আপনার সামনে এই রকম করে দুটি অপশন দিয়ে দিবে যার একটি কারেন্ট একাউন্ট খুলার এবং অপরটি সেভিংস একাউন্ট খুলার অপশন। এখান থেকে “Savings (SB) Account” ক্লিক করে সামনে এগিয়ে যান।
এখানে “Terms and Conditions” গুলো একটু ভালো করে পড়ে নিবেন। এখানে বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে যা আপনার কাজে আসতে পারে। পড়া হলে “Proceed” দিয়ে পরবর্তি ধাপে চলে যান।
এখানে প্রতিটি অপশন ওপেন করে আপনার তথ্য গুলো দিতে হবে। প্রথমে “Branch & Account Type” সিলেক্ট করতে হবে।
এখানে ই-কেওয়াইসি সিলেক্ট করার ক্ষেত্রে যদি “Simplified e-KYC” সিলেক্ট করলে আপনি সাথে সাথে একাউন্ট করার সুযোগ পাবেন। তাই এটি সিলেক্ট করুন।
তারপর “Mobile No” দিন। নাম্বার দেয়ার পর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে যা আপনাকে সেখানে থাকা খালি বক্সে দিতে হবে।
এরপর “NID” এর অপশনে আপনাকে আপনার এনআইডির ছবি তুলে দিতে হবে। এনআইডির এর উভয় পার্শের ছবি তুলার জন্য দুটি আলাদা অপশন থাকবে, যেখানে আপনি আপনার এনআইডির ছবি দিবেন।
আর “Photo” অপশন থেকে আপনার নিজের এক কপি ছবি তাৎক্ষনিক তুলে দিতে হবে।
তারপর “Additional info” তে আপনার বিস্তারিত তথ্য দিতে হবে। তথ্য দেয়া হলে আপনার তা নিচে থাকা “Submit” অপশনে ক্লিক করে সাবমিট করতে হবে।
তারপর আপনার “Nominee” তে নমিনির তথ্য দিয়ে, “Service” থেকে সার্ভিস সিলেক্ট করে এবং “Signature” এ আপনার একটি সিগনেচার এর ছবি আপলোড করে শেষে “Submit” বাটনে ক্লিক করতে হবে।
সাবমিট করার পর আপনার একাউন্ট অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনি আপনার একাউন্ট নাম্বার পেয়ে যাবেন। সাথে আপনাকে আরেকটি ম্যাসেজ দেয়া হবে লেনদেন করার জন্য।
এখানে আপনাকে বলা হবে আপনি যদি আপনার একাউন্টে পরবর্তি ১৪ দিনের মধ্যে টাকা লেনদেন করেন। আপনি যদি তা না করেন তবে আপনার একাউন্ট অটোমেটিক বন্ধ হয়ে যাবে সময় শেষ হওয়ার পর।
আরো পড়ুন- অনলাইনে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
ব্যাংক ভিজিট করে একাউন্ট খোলার নিয়ম
আপনি যদি অনলাইনে একাউন্ট করার ব্যাপারে সাচ্ছন্দ বোধ না করেন তবে আপরি সরাসরি সাউথইস্ট ব্যাংক ব্র্যাঞ্চ ভিজিট করে একটি একাউন্ট করতে পারবেন। এর জন্য আপনার কিছু প্রয়োজনিয় ডকুমেন্টস লাগবে যা আপনাকে ব্যাংকে যাওয়ার সময় সাথে করে নিয়ে যেতে হবে।
এছাড়া আপনি যখন আপনার কাগজপত্র নিয়ে ব্যাংকে যাবেন তখন ব্যাংক থেকে আপনাকে একটি ফর্ম দেয়া হবে। ফর্মটি আপনাকে পূরন করতে তারা সহযোগিতাও করবে। সেখানে আপনার তথ্য আপনার ডকুমেন্টস থেকে নির্ভুল ভাবে সংযুক্ত করে তা ডকুমেন্টস সহ ব্যাংকে জমা করে দিতে হবে।
আরো পড়ুন- যৌথ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
যে ডকুমেন্ট দরকার হবে
- আপনার ভোটার কার্ডের কপি এবং পাসপোর্ট সাইজের দুই কপি ছবি।
- আপনার নমিনির ভোটার কার্ড এবং পাসপোর্ট সাইজের এক কপি ছবি।
- বিদ্যুৎ বিলের কপি।
- একজন ইন্ট্রুডিউছারের তথ্য।
এবং একাউন্ট অনুযায়ি আরো বিভিন্ন জিনিস দরকার হতে পারে।
আরো পড়ুন- জন্ম নিবন্ধন দিয়ে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
অনলাইনে অন্য ব্যাংকের একাউন্ট খুলার নিয়ম দেখুন
- আল আরাফাহ ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- ব্র্যাক ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- ব্যাংক এশিয়া একাউন্ট খোলার নিয়ম
- ইসলামী ব্যাংকের একাউন্ট খোলার নিয়ম
অনলাইন ব্যাংকিং | অনলাইন ব্যাংকিং বাংলাদেশ |
ক্যাটাগরিতে যান | ব্যাংকিং |
হোমে যান | bankline |