প্রাইম ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
আপনি যদি প্রাইম ব্যাংকের একজন গ্রাহক হয়ে থাকেন তবে আপনার সহজে প্রাইম ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম টি দরকার হতে পারে। তাই আপনার জন্য আজকের এই পোস্টে আমি এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।
আপনি চাইলে প্রচলিত নিয়মের বাইরেও অন্য নিয়মে ঘরে বসেই আপনার ব্যালেন্স জানতে পারবেন। অনলাইনে প্রাইম ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম অনুসরণ করে আপনি এটি করতে সক্ষম হবেন।
তাহলে চলুন দেখে নেয়া যাক আপনি কি কি নিয়মে প্রাইম ব্যাংকে থাকা আপনার একাউন্টের ব্যালেন্স সম্পর্কে বা Prime bank account check বিষয়ে তথ্য নিতে পারবেন এবং এর মধ্যে সহজ নিয়ম কোনটি তাও বুঝতে পারবেন।
Table of Contents
যে যে উপায়ে প্রাইম ব্যাংক একাউন্ট চেক করা যায়
উপায় গুলো হলো:
- ব্যাংকের এপ ব্যবহার করে।
- এসএমএস এর মাধ্যমে।
- ব্যাংকে যোগাযোগ করে।
আরো পড়ুন- প্রাইম ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
ব্যাংকের এপ থেকে একাউন্ট চেক
প্রাইম ব্যাংকের নতুন এবং আধুনিক ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ ”MyPrime”, আপনি যেখানেই থাকুন না কেন আপনাকে আপনার স্মার্টফোন থেকে ব্যাংকিং এর অনেক কিছু করার সুযোগ দেয়। তেমনি একটি সুবিধা হলো প্রাইম ব্যাংকে থাকা আপনার একাউন্টের ব্যালেন্স চেক করা।
প্রথমে আপনাকে ”My Prime” এপটি ডাউনলোড করতে হবে প্লে-স্টোর থেকে। তারপর সেখানে ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তবেই আপনি আপনার একাউন্ট চেক করতে পারবেন।
ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর লগ ইন করলে আপনার সামনে এপটির হোম পেজ ওপেন হবে, যেখানে আপনি আপনার ব্যাংক একাউন্টি দেখতে পারবেন। ব্যাংক একাউন্টের ডিটেইলস জানতে “Tap for Details” এ ক্লিক করুন। সেখানে আপনি আপনার ব্যাংক ব্যালেন্স দেখতে পাবেন।
এসএমএস এর মাধ্যমে একাউন্ট চেকে
এসএমএস এর মাধ্যমে একাউন্ট চেক করতে আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে। ফর্মটি পূরণ করতে পারবেন ইন্টারনেট থেকে ডাউনলোড করে। তারপর তা ব্যাংকে জমা করে দিতে পারবেন।
ব্যাংক আপনার ফর্মটি পাওয়ার পরে আপনাকে একটি পিন সরবরাহ করবে। এই পিন ব্যবহার করে আপনি এসএমএস এর মাধ্যমে আপনার ব্যালেন্স জানতে পারবেন। তবে এর জন্য চার্জ প্রজোয্য হবে।
এখন আপনি যদি এসএমএস করে আপনার একাউন্ট চেক করতে চান তবে আপনাকে প্রথমে আপনার মোবাইলে ম্যাসেজ অপশনে চলে যেতে হবে। সেখানে টাইপ করতে হবে BAL <space> PIN এবং পাঠিয়ে দিন 9934 নাম্বারে।
ব্যাংকে যোগাযোগ করে একাউন্ট চেক
আপনার কাছে যদি অন্য সকল উপায় গুলো ঝামেলার মনে হয় তবে আপনি প্রাইম ব্যাংকের ব্র্যাঞ্চে যোগাযোগ করলে তারা আপনাকে আপনার একাউন্ট ব্যালেন্স জানিয়ে দিবে। এক্ষেত্রে আপনি আপনার একাউন্ট নাম্বার সাথে নিয়ে যেতে হবে।
অনলাইন ব্যাংকিং | অনলাইন ব্যাংকিং বাংলাদেশ |
ক্যাটাগরিতে যান | ব্যাংকের একাউন্ট চেক করার নিয়ম |
হোমে যান | bankline |