ন্যাশনাল ব্যাংক একাউন্ট খোলার নিয়ম | ঘরে বসেও একাউন্ট করা যাবে
বাংলাদেশে যেসকল ব্যাংক অনলাইনে একাউন্ট খুলার সুযোগ দেয় তাদের মধ্যে ন্যাশনাল ব্যাংক একটি। আপনি যদি অনলাইনে ন্যাশনাল ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে চান তবে আপনি সঠিক জায়গায় এসেছেন।
দেশের প্রথম বেসরকারি ব্যাংক হিসেবে ১৯৮৩ সালের ২৮ মার্চ যাত্রা শুরু করে ন্যাশনাল ব্যাংক। তারা তাদের কাস্টমারদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে। যা ব্যাংক একাউন্ট করে গ্রাহক উপভোগ করতে পারবেন। এছাড়া একটি বড় সুবিধা হলো কাস্টমার ঘরে বসেই অনলাইনে ব্যাংক একাউন্ট করতে পারবেন এবং আরো বেশ কিছু সুবিধা অনলাইনেই গ্রহণ করতে পারবেন।
যাই হোক, এখানে আমি বিস্তারিত আলোচনা করেছি অনলাইনে এবং অফলাইনে ন্যাশনাল ব্যাংক একাউন্ট খোলার নিয়ম নিয়ে এবং সেই সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও তুলে ধরেছি। চলুন তাহলে শুরু করা যাক।
Table of Contents
ন্যাশনাল ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
ন্যাশনাল ব্যাংকের একাউন্ট খোলার জন্য আপনাকে প্রথমে আপনার প্রয়োজনিয় কাগজপত্র গুলো যেমন: এনআইডি কার্ড, ছবি, ইউটিলিটি বিলের কপি, ইত্যাদি দরকার হবে। এগুলো সংগ্রহ করার পর আপনি আপনার নিকটস্থ ন্যাশনাল ব্যাংকের শাখায় চলে যাবেন। ব্যাংক আপনাকে প্রয়োজনিয় সহযোগিতা দিবে একাউন্ট খোলার জন্য। আপনার কাজ হবে একাউন্ট খোলার ফর্ম পূরণ করতে ব্যাংককে সহযোগিতা করা, তারপর কাগজপত্র সহ প্রাইমারি ডিপোজট সম্পন্ন করা।
ব্যাংকে একাউন্ট করতে যেসকল কাগজপত্র দরকার হবে
- একাউন্ট খোলার ফর্ম।
- গ্রাহকের এনআইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স বা অন্য কোনো পরিচয় পত্র।
- সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি।
- গ্রাহককে একাউন্ট খোলার ফর্মে তার স্বাক্ষর দিতে হবে।
- নমিনির এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন এবং তার এক কপি ছবি দরকার হবে।
- এড্রেস ভেরিফিকেশনের জন্য ইউটিলিটি বিলের কপি।
- সোর্স অফ ইনকামের একটি প্রুফ ডকুমেন্ট দরকার হবে।
- প্রাইমারি ডিপোজিট হিসেবে ৫০০ টাকা একাউন্টে জমা করতে হবে।
আরো পড়ুন- জন্ম নিবন্ধন দিয়ে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
অনলাইনে ন্যাশনাল ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
National Bank এর নিজস্ব মোবাইল এপ “NBL Account Now” দিয়ে এই ব্যাংক একাউন্ট খোলা যাবে।
#নাম্বার ভেরিফাই করুন: প্রথমেই “NBL Account Now” এই এপটি প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। তারপর এই এপটি ক্লিক করে ওপেন করতে হবে। ওপেন করার পর মোবাইল নাম্বার দেয়ার জন্য বলা হবে। নাম্বার দিলে সেই নাম্বারে একটি ওটিপি আসবে, যা নিচের বক্সে দিতে হবে। তারপর ”Next” অপশনে ক্লিক করতে হবে।
#এনআইডির ছবি আপলোড করুন: এখানে এনআইডির ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট এর ছবি তুলতে হবে। এখানে আপনি চাইলে আপনি সরাসরি আপনার এনআইডির ছবি তুলতে পারবেন অথবা আপনার মোবাইলে আপনার এনআইডির ছবি থাকলে তা আপলোড করতে পারবেন। উভয় পার্শ ছবি তোলা হয়ে গেলে ”Next” এ ক্লিক করতে হবে।
#ব্যাক্তির ছবি আপলোড করুন: পরের ধাপে আপনাকে আপনার ছবি তোলার জন্য বলা হবে। আপনার একটি লাইভ ছবি তুলতে হবে। এখানে ছবি তুলার সময় আপনার চোখ যথাযথ ভাবে খোলা থাকতে হবে। আর আপনার ঘাড় ডানে বামে ঘোরালে আপনার ছবি ক্যাপচারের যে অপশনটি সেটি একটিভ হবে। ছবি তোলা হলে ”Next” এ ক্লিক করতে হবে।
#ব্যাক্তির ইনফর্মেশন ফিলআপ করুন: এই ধাপে কিছু সময় নিতে পারে ধাপটি পুরোপুরি লোড হতে। লোড হলে দেখবেন যে আপনার ইনফর্মেশন গুলি অটোমেটিক সেখানে ফিলআপ হয়ে গেছে। এখানে কিছু ঘর খালি থাকবে যা আপনাকে নিজেকে ফিল আপ করতে হবে। এগুলো ফিলআপ হলে ”Next” এ ক্লিক করতে হবে।
#ঠিকানা এবং একাউন্ট টাইপ বাছাই করুন: পরের ধাপে আপনার ঠিকানা দিতে হবে। আপনার বর্তমান ঠিকানা, আপনার স্থায়ি ঠিকানা, এগুলো দিতে হবে। দেয়া হলে ”Next” দিয়ে পরের ধাপে আপনার নিকটস্থ ব্র্যাঞ্চ সিলেক্ট করতে হবে। তারপর আপনার একাউন্ট টাইপ (সেভিংস একাউন্ট) সিলেক্ট করতে হবে।
#আরো কিছু ইনফর্মেশন ফিলআপ করুন: এরপর আপনার সোর্স অফ ফান্ড এবং আপনার মাসিক ইনকাম, আপনার পেশা এসকল বিষয় গুলো সিলেক্ট করে দিতে হবে। তারপর আপনার একটি উইথড্রয়াল আইডিয়া, অর্থাৎ মাসিক কতো টাকা তুলতে পারেন তার একটি আনুমানিক হিসাব লিখতে হবে। লিখা হলে নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
#টার্মস এন্ড কন্ডিশনে সহমত দিন: এরপর Terms and Conditions এর ঘরে একটি টিক দিতে হবে এবং Accept এ ক্লিক করতে হবে।
#সিগনেচার আপলোড করুন: এর পর আপনার সিগনেচার আপলোড করতে হবে। এখানে আপনি আগেই আপনার সিগনেচারের ছবি তুলে রাখবেন আপনার মোবাইলে। পরে সেটি শুধু আপলোড করলে হবে।
#যে সুবিধা গুলো চান তা সিলেক্ট করুন: ছবি আপলোড হয়ে গেলে কয়েকটি ফেসিলিটি যেমন, ইন্টারনেট ব্যাংকিং, চেক বুক, ইত্যাদি, আপনি চান কিনা তা জিঙ্গেস করবে। এর মধ্যে যেগুলো চান সেগুলো এনেবল করে ”Next” এ ক্লিক করতে হবে।
#একটি ই-মেইল আইডি দিন: তারপর ই-মেইলের একটি অপশন আসবে, সেখানে ইমেইল এডরেসটি দিয়ে দিতে হবে। দেয়া হলে ”Next” এ ক্লিক করে পরবর্তি ধাপে চলে যেতে হবে।
#নমিনির ইনফর্মেশন দিন: এই ধাপে নমিনির ইনফর্মেশন চাইবে এবং আপনার একাউন্টের কতোটুকু পার্সেন্টেজে সে নমিনি থাকবে তা সিলেক্ট করতে হবে। তারপর নমিনির সাথে আপনার সম্পর্ক, তার আইডি কার্ড, তার ফটো আপলোড করতে হবে। আপলোড হয়ে গেলে ”Next” ক্লিক করুন।
#পদত্ত সকল তথ্য একবার রিভিউ করুন এবং সাবমিট দিন: পরের ধাপে আপনাকে আপনার তথ্য রিভিউ করার সুযোগ দিবে। এখানে আপনি আপনার এবং আপনার নমিনির সকল তথ্য দেখতে পাবেন। এগুলো দেখে নিয়ে ”Submit” দিলে আপনার তথ্য ব্যাংকের কাছে চলে যাবে এবং আপনার একাউন্ট খোলা সফল হয়ে যাবে।
আরো পড়ুন- অনলাইনে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
অনলাইনে একাউন্ট করার জন্য যা যা লাগবে
- একটি মোবাইল এবং ন্যাশনাল ব্যাংকের মোবাইল এপ।
- আবেদনকারীর এনআইডি।
- আবেদনকারীর সিগনেচারের ছবি।
- নমিনির এনআইডি এবং এক কপি ছবি, ইত্যাদি।
কিছু প্রশ্ন এবং উত্তর
হ্যাঁ, আপনি চাইলে ন্যাশনাল ব্যাংকের একাউন্ট অনলাইনেও করতে পারবেন। অনলাইনে একাউন্ট করার জন্য ব্যাংকের মোবাইলে এপ ব্যবহার করা যাবে।
ন্যাশনাল ব্যাংকের নিজস্ব মোবাইল এপ “NBL Account Now” দিয়ে এই ব্যাংকের একাউন্ট খোলা যাবে।
অনলাইনে অন্য ব্যাংকের একাউন্ট খোলার নিয়ম
- আল আরাফাহ ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- ব্র্যাক ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- ব্যাংক এশিয়া একাউন্ট খোলার নিয়ম
- ইসলামী ব্যাংকের একাউন্ট খোলার নিয়ম
- সাউথইস্ট ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- যৌথ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
অনলাইন ব্যাংকিং | অনলাইন ব্যাংকিং বাংলাদেশ |
ক্যাটাগরিতে যান | ব্যাংকিং |
হোমে যান | bankline |