অনলাইনে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
আপনি যদি সহজে এবং ঘরে বসে একটি ব্যাংক একাউন্ট করতে চান, তবে অনলাইনে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক একাউন্ট খোলার নিয়ম অনুসরণ করে আপনি তা করতে পারবেন খুবই সহজে।
এই পোস্টে আমি আলোচনা করেছি আপনি কিভাবে MTB Bank বা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক একাউন্ট খোলার নিয়ম টি অনুসরণ করে একটি Saving Account আপনার মোবাইল বা কম্পিউটার থেকে ওপেন করতে পারবেন তা নিয়ে বিস্তারিত।
এছাড়া এই একাউন্টের সুবিধা, এই একাউন্ট করতে আপনার কি কি ডকুমেন্টস দরকার হবে তা সহ আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে থাকছে এই সম্পূর্ণ পোস্টি। চলুন তাহলে শুরু করি।
Table of Contents
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক একাউন্ট সুবিধা
আপনি যদি একটি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক একাউন্ট ওপেন করেন তবে আপনি যে সব সুযোগ সুবিধা এই ব্যাংক থেকে পাবেন তা হলো:
- ১৮ বছর বা তার বেশি বয়সী যেকোনো বাংলাদেশি নাগরিক একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন।
- আইনি অভিভাবকরা নাবালকের পক্ষে একটি অ্যাকাউন্ট খুলতে এবং পরিচালনা করতে পারবেন।
- ন্যূনতম খোলার আমানত হচ্ছে ৫০০ টাকা।
- একটি অ্যাকাউন্ট বজায় রাখার জন্য ন্যূনতম ব্যালেন্স প্রয়োজন BDT ৫০০ টাকা।
- মুনাফা অর্জনের জন্য ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজন নেই।
- মুনাফার হার মাসিক ভিত্তিতে পূর্ব-সম্মত ইনকাম শেয়ারিং রেশিও (ISR) থেকে প্রাপ্ত হয়।
- ব্যাংকের আয়ের যে কোনও পরিবর্তনের সাথে লাভের হার পরিবর্তিত হতে পারে।
- ফ্রি ইন্টারনেট ব্যাংকিং সুবিধা।
- দেশব্যাপী অনলাইন লেনদেন করার সুবিধা।
এছাড়াও আরো কিছু সুবিধা এভেইলএবল থাকবে এই ব্যাংকের একাউন্টধারীদের জন্য।
অনলাইনে একাউন্ট খুলতে যা যা লাগবে
আপনি যখন একটি একাউন্ট করতে চাইবেন তখন আপনার কিছু ডকুমেন্টস অবশ্যই দরকার হবে। সেহিসেবে আপনি যদি অনলাইনে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে একাউন্ট করতে চান তবে আপনার যেসকল ডকুমেন্টস দরকার হবে তা হলো:
- আবেদনকারীর ন্যাশনাল আইডি কার্ড (ফ্রন্ট ও ব্যাক সাইটের আলাদা আলাদা ছবি)।
- আবেদনকারীর ছবি।
- নমিনির এনআইডি কার্ডের ছবি।
- আবেদনকারীর এমপ্লয়মেন্ট প্রুফ।
আরো পড়ুন- জন্ম নিবন্ধন দিয়ে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
অনলাইনে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
#Account Type: প্রথমে ওয়েব সাইটে আসার পর আপনার সামনে একাউন্ট ক্যাটাগরি গুলো চলে আসবে। এখানে আমি রেগুলার সেভিংস এই একাউন্টটি খুলার জন্য প্রথমটিতে ক্লিক করলাম।
#Personal details: তারপর আপনাকে কিছু পার্সোনাল ডিটেইলস দিতে হবে। এখানে আপনাকে দিতে আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ই-মেইল, আপনার এনআইডি কার্ড নাম্বার এবং আপনার নিকটস্থ ব্র্যাঞ্চ সিলেক্ট করতে হবে।
#Number Verify: তথ্য গুলো দেয়ার পর “Continue” দিয়ে পরের ধাপে চলে আসলে এখানে আপনার নাম্বারে একটি ওটিপি আসবে যা ওটিপি এর অপশনে বসিয়ে “Submit” দিতে হবে।
#Additional Information: এর পরের ধাপে আপনাকে আরো কিছু তথ্য দিতে হবে। যেমন আপনার বাবার নাম, মায়ের নাম এবং আপনার কাজের বিবরন দিতে হবে। দেয়া হয়ে গেলে “Continue” তে ক্লিক করুন।
#Other Facilities: তারপর আপনার সামনে “Other Facilities” সিলেক্ট করার জন্য কিছু অপশন থাকবে। এছাড়া এখানে আপনার একাউন্ট খোলার কারণ জানতে চাইবে। সেভিংস যদি কারণ হয় তবে “Savings” লিখে দিবেন। আর আপনার ফান্ডের সোর্স জানতে চাইবে। “Personal” লিখে বা অন্য কিছু দিতে পারেন।
এখানে আপনাকে এসএমএস ব্যাংকিং সুবিধা বা ইন্টারনেট ব্যাংকিং সু্বিধা চান কিনা বা অন্য আরো সুবিধা সম্পর্কে প্রশ্ন করা হবে।আপনার প্রয়োজন অনুযায়ি যে সুবিধা গুলো দরকার তা আপনি “Yes” দিলে তা আপনার জন্য এভেইলএবল হয়ে যাবে। আর না লাগলে “No” দিবেন। দিয়ে “Continue” দিয়ে পরের ধাপে চলে যান।
#Address: নেক্সট স্টেপে আপনার ঠিকানা জানতে চাইবে। আপনি আপনার ভোটার কার্ড দেখে সঠিক ভাবে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ি ঠিকানা লিখে নিচে থাকা “Continue” ক্লিক করে পরের ধাপে চলে যান।
#Nominee Details: ক্লিক করার পর আপনার সামনে আপনার নমিনির বিবরন নেয়ার জন্য একটি পেজ আসবে। যেখানে আপনাকে আপনার নমিনির নাম, তার জন্ম তারিখ, তার সাথে আপনার সম্পর্ক ও আপনি তার সাথে আপনার একাউন্টের কতো শতাংশ শেয়ার করতে চান তা দিতে হবে।
সেই সাথে আরো প্রশ্ন থাকবে যে আপনার নমিনি কি এই ব্যাংকের একাউন্টধারী কিনা। যদি একাউন্টধারী হয় তবে “Yes” নয়তো “No” দিবেন। “Yes” হলে আপনার নমিনির একাউন্ট নাম্বারটি পরের অপশনে দিতে হবে এবং তা দেয়া হলে “Add” এ ক্লিক করে তারপর “Continue” তে ক্লিক করতে হবে।
#Upload Documents: এখন এখানে আপনাকে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথমে আপনাকে আপনার একাউন্টধারীর এনআইডির ফ্রন্ট সাইড আপলোড করতে হবে। আবার “Add” এ ক্লিক করে এনআইডির ব্যাক সাইড আপলোড করতে হবে। আর আপনার এমপ্লয়মেন্ট প্রুফ আপলোড করতে হবে। করে “Continue” তে ক্লিক করতে হবে।
#FATCA Declaration: ”Foreign Account Tax Compliance Act (FACTCA) Declaration” এখানে আপনি কি USA এর নাগরিক কিনা বা আপনার USA গ্রিন কার্ড আছে কিনা এ ধরনের বেশ কিছু প্রশ্নের উত্তর হিসেবে “Yes” অথবা “No” দিতে হবে এবং নিচে থাকা ডিকলারেশনটি পড়ে “Agree” দিতে হবে।
#Terms and Conditions: এখানে একাউন্ট সম্পর্কিত সকল টার্মস এবং কন্ডিশনস পড়ে আপনাকে “Agree” তে ক্লিক করতে হবে।
#Confirmation: এই ধাপে আপনাকে আপনার সকল তথ্য আরেকবার রিভিউ করার জন্য দেখানো হবে। সেগুলো একবার চেক করে নিয়ে নিচে থাকা “Submit” বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সিলেক্ট করা ব্র্যাঞ্চ আপনার নামে একটি সেভিংস একাউন্ট তৈরি হয়ে যাবে।
আরো পড়ুন- অনলাইনে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম |
শেষকথা
একাউন্ট করার পর আপনার পরবর্তি নির্দেশনা আপনার মেইলের মাধ্যমে অথবা আপনার মোবাইলে এসএমএস করার মাধ্যমে জানিয়ে দেয়া হবে। অথবা আপনি নিজে ব্যাংকে যোগাযোগ করে আপনার যা জানা দরকার তা তাদের থেকে জেনে নিতে পারবেন 02-58812298, 02-222283966 এই নাম্বারে কল করে।
যৌথ ব্যাংক একাউন্ট খোলার প্রয়োজন হলে পড়ুন যৌথ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম এই পোস্টি।
অনলাইনে অন্য ব্যাংকের একাউন্ট খুলার নিয়ম দেখুন
- আল আরাফাহ ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- ইসলামী ব্যাংকের একাউন্ট খোলার নিয়ম
- অনলাইনে সোনালী ব্যাংকের একাউন্ট খোলার নিয়ম
- ব্র্যাক ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- ব্যাংক এশিয়া একাউন্ট খোলার নিয়ম
- সিটি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
অনলাইন ব্যাংকিং | অনলাইন ব্যাংকিং বাংলাদেশ |
ক্যাটাগরিতে যান | ব্যাংকিং |
হোমে যান | bankline |
আমি কিছিই বুজতে চায়না কি মন্তব্য করবো আমি ছাই আমার একাউন্ট টা খুলা হোক