অনলাইনে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
অনলাইনে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম অফলাইনে অর্থাৎ ব্যাংকে গিয়ে খোলার থেকে বেশ সহজ। এখানে ব্যাংক আপনাকে ঘরে বসেই এই একাউন্ট করার সুবিধা দিচ্ছে।
যেহেতু এটি ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ( FSIBL ) শরিয়া ভিত্তিক একটি ব্যাংক, তাই এই ব্যাংকে লেনদেন করা বা একাউন্ট করার সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি ভালো সিদ্ধান্ত হবে অন্য ব্যাংকের তুলনায়।
আবেদনকারী যে কোনো জায়গা থেকে একটি মোবাইল এপ ব্যবহার করে একাউন্ট খুলার জন্য আবেদন করতে পারবেন। এর জন্য তাকে ব্যাংকে যাওয়ার প্রয়োজনও পরবে না। তাহলে চলুন দেখে নেয়া যাক অনলাইনে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম এবং এই ব্যাংক একাউন্ট খোলার জন্য কি কি লাগে তা বিস্তারিত ভাবে।
এফএসআইবিএল সেভিংস একাউন্টের সুবিধা গুলো
ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে একাউন্ট করার বেশ কিছু সুবিধা আছে, যা তারা তাদের গ্রাহকদের দিয়ে থাকে। চলুন এই সুবিধা গুলো দেখে নেয়া যাক।
- একটি শরিয়া ভিত্তিক ব্যাংক।
- যে কোন প্রাপ্তবয়স্ক সুস্থ মনের অধিকারী ব্যক্তি তার নামে একা বা অন্যদের সাথে যৌথভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন।
- অ্যাকাউন্ট খোলার ব্যালেন্স টাকা শুধুমাত্র ৫০০, যা অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স হিসাবে বিবেচিত হয়।
- আকর্ষণীয় মুনাফার হার অফার করা হয়।
- ইন্টারনেট ব্যাংকিং সুবিধা অভেইলএবল।
- এসএমএস ব্যাংকিং সুবিধা অভেইলএবল।
- FSIBL ভিসা ডেবিট কার্ড পাওয়ার সুবিধা।
- FSIBL ক্লাউড অ্যাপস এবং আরও অনেক কিছু।
আরো পড়ুন- অনলাইনে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
এফএসআইবিএল একাউন্ট অনলাইনে খুলতে যা যা লাগে
আপনার ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একাউন্টি অনলাইনে খুলতে যে সকল জিনিস প্রয়োজন হবে তা হলো:
- একটি মোবাইল এবং তাতে ব্যাংকের মোবাইল এপ ডাউনলোড করা থাকতে হবে।
- আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র।
- তার নমিনির কিছু তথ্য এবং এক কপি ছবি যা মোবাইলে থাকতে হবে।
অনলাইনে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
একাউন্ট খোলা শুরু করতে প্রথমে প্লে-স্টোর থেকে “FSIBL Cloud Banking” এই এপটি ইনস্টল করতে হবে। তারপর তা ওপেন করলে এপটির হোম পেজে নতুন একাউন্ট করার জন্য “Freedom” নামে একটি অপশন পাবেন, সেখানো ক্লিক করতে হবে।
“Freedom” অপশনে প্রবেশ করার পর একাউন্ট ওপেন করার জন্য দুটি একাউন্ট টাইপ “Al Wadiah Current Depost Account” ও “Mudarabah Saveings Deposit Account” পেয়ে যাবেন, বা আরো কিছু একাউন্ট টাইপের অপশন থাকতে পারে। এখান থেকে আপনাকে একটি সিলেক্ট করতে হবে।
আপনার যদি কারেন্ট একাউন্ট দরকার হয় তবে কারেন্ট একাউন্ট বা সেভিংস একাউন্ট দরকার হয় তবে সেভিংস একাউন্ট সিলেক্ট করতে পারবেন। ক্লিক করার পর আপনার সামনে একাউন্ট সম্পর্কিত কিছু নটিশ চলে আসবে। একাউন্ট এর সুবিধা, ইন্টারেস্ট রেট, ইন্টারনেট ব্যাংকিং সহ আরো কিছু বিষয় ক্লিয়ার করা হবে এখানে।
এখানে আমি সেভিংস একাউন্ট সিলেক্ট করছি। সেভিংস একাউন্ট করার জন্য আপনাকে ৫০০ টাকা ব্যাংক একাউন্টে অবশ্যই জমা রাখতে হবে, যা এখানে মিনিমাম ব্যালেন্স। এছাড়া সেভিংস একাউন্ট এর নটিশটি পড়া হলে “Proceed” দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। পরবর্তি ধাপে যা যা করতে হবে তা নিচে পর্যায়ক্রমে উল্লেখ করা হলো।
#Branch & Account Type: এ ধাপে আপনাকে প্রথমে আপনার একটি ব্র্যাঞ্চ সিলেক্ট করতে হবে। ব্র্যাঞ্চ সিলেক্ট করার সময় মাথায় রাখতে হবে যে, যে ব্র্যাঞ্চটি আমি সিলেক্ট করবো তা যেনো আমার কাছাকাছি কোনো একটি ব্র্যাঞ্চ হয়।
একই সাথে এখানে “Transaction Limit” ও সেট করতে হবে। এখানে দুটি অপশন পাবেন, এক লক্ষ টাকার নিচে অথবা এক লক্ষ টাকার উপরে। আপনি যদি এক লক্ষ টাকার নিচে সিলেক্ট করেন তবে আপনি তা সহজেই করতে পারবেন। কিন্তু আপনি যদি এক লক্ষ টাকার উপরে সিলেক্ট করেন তবে আপনাকে কিছু ডকুমেন্টস সাবমিট করতে হবে।
#Verify Mobile Number: এখানে নিজের ব্যবহার করা মোবাইল নাম্বারটি দিতে হবে। মোবাইল নাম্বার দেয়া হলে নিচে একটি অপশন “Send OTP” থাকবে, যেখানে ক্লিক করতে হবে। করার পর মোবাইলে একটি ম্যাসেজে যে ওটিপি টি আসবে তা বসিয়ে সাবমিট করতে হবে।
#Verify NID: এনআইডি ভেরিফাই করার জন্য পরবর্তি অপশনে ক্লিক করার পর সামনে একটি ইন্সট্রাকশন চলে আসবে। এখানে আপনার এরআইডি আপলোড করার জন্য কিছু নির্দেশনা দিয়ে দিবে। যা পড়ে আপনাকে নিয়ম মেনে এনআইডির ফ্রন্ট এবং ব্যাক সাইট এর ছবি আপলোড করে তা সাবমিট করতে হবে।
আপনার এনআইডি আপলোড হওয়ার পর তা ভেরিফাই হবে অটোমেটিক্যালি। ভ্যারিফাই হওয়ার পর আপনার সামনে আপনার ”এনআইডি নং” এবং ”ডেট অফ বার্থ” আসবে। এগুলো ঠিক থাকলে “Confirm” এ ক্লিক করে পরের ধাপে চলে যেতে হবে।
#Take photo: এখানে আপনাকে আপনার একটি ফটো তুলোতে হবে। তুলার জন্য এখানে ক্লিক করার পর আপনার সামনে ছবির ব্যাপারে কিছু নির্দেশনা আসবে, যেগুলো মেনে আপনাকে ছবি তুলতে হবে। যেমন: আপনার চোখ দুবার পলক ফেলতে হবে। পরিষ্কার আলোয় সাদা ব্যাক গ্রাউন্ড রেখে একটি পাসপোর্ট সাইজের ছবি তুলে সাবমিট দিতে হবে।
#Additional info: এখানে ক্লিক করার পর আপনার এনআইডি কার্ডের ইনফর্মেশন গুলো দেখতে পাবেন। এগুলো অটোমেটিক ফিল আপ থাকবে, তবে কিছু তথ্য আপনাকে নিজেকে পূরণ করতে হবে। যেমন: Gender, Profession, Religion, Division, District, Thana এই সবগুলো সিলেক্ট করতে হবে।
সেই সাথে বর্তমান ঠিকানা, স্থায়ি ঠিকানা, আপনার Net Worth এগুলো সিলেক্ট করবেন। আবার আপনি যদি যুক্তরাষ্ট্রের একজন নাগরিক হন তবে আপনি নিচে থাকা অপশন গুলো সিলেক্ট করবেন। আর বাংলাদেশি হলে এখানে কিছু করার দরকার নেই। তারপর সাবমিট দিতে হবে।
#Add Nominee: এ পর্যায়ে আপনার নমিনির ইনফর্মেশন দিতে হবে। এখানে আপনাকে আপনাকে আপনার নমিনির নাম, তার জন্ম তারিখ, তার সাথে আপনার রিলেশন এবং তার কি ধরণের আইডি কার্ড প্রোভাইড করতে পারবেন তার ধরণ সিলেক্ট করে সে আইডির নাম্বার নিচের বক্সে দিতে হবে।
তারপর তার Gender, Religion, Division, District, Thana, Address এবং আপনার একাউন্টটি কতো পার্সেন তার সাথে শেয়ার করবেন তার একটি অপশন পাবেন যা আপনাকে পূরণ করতে হবে। এরপর নমিনির ফটো আপলোড করার পর তা সাবমিট করবেন।
#Choose Desired Services: এই অপশন থেকে ইন্টারনেট ব্যাংকিং এন করবেন। তার নিচে ই-মেইল দেয়ার একটি অপশন পাবেন, যেখানে আপনার মেইল আইডি দিয়ে Send OTP তে ক্লিক করবেন। আপনার মেইলে একটি মেইল আসবে, যেটি আপনাকে কালেক্ট করে সাবমিট করতে হবে।
#Signature: এই ধাপে আপনাকে আপনার সিগনেচার আপলোড করতে হবে। এখানে আপনি চাইলে আপনার সিগনেচার আপলোড বা ক্যামরা দিয়ে ছবি তুলে অথবা সরাসরি আঙুল দিয়ে সিগনেচার করতে পারবেন। সিগনেচার দিয়ে তা সাবমিট করতে হবে।
#Submit: সবকিছু দেয়া হয়ে গেলে তারপর সবশেষে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এতে সেখানে থাকা সকল তথ্য ব্যাংকের নিকট হস্তান্তর হবে এবং একটি একাউন্ট অটোমেটিক তৈরি হবে।
সাবমিট দেয়ার পর কিছুক্ষণ সময় নিবে। তারপর আপনার একাউন্ট খোলা সম্পন্ন হয়েছে এমন একটি ম্যাসেজ আপনার সামনে আসবে, এর মাধ্যমে আপনার একাউন্ট খোলার কাজ সম্পন্ন হয়ে যাবে।
আরো পড়ুন- ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
ব্যাংক ভিজিট করে সেভিংস একাউন্ট করতে চাইলে যা যা লাগবে
আপনার যদি অনলাইনে একাউন্ট করার বিষয়টি ঝামেলার মনে হয় তবে আপনি ব্যাংক ভিজিট করে আপনার জন্য একাউন্ট তৈরী করে নিতে পারবেন। ব্যাংকে গিয়ে একটি সেভিংস একাউন্ট করার জন্য যা যা লাগবে তা হলো:
- আবেদনকারীর দুই কপি ছবি (ইন্ট্রুডিউছার দ্বারা সত্যায়িত হতে হবে)।
- জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
- নমিনির এনআইডি ও এক কপি ছবি।
- অ্যাকাউন্ট খোলার ফর্মটি সঠিকভাবে পূরণ করতে (ইন্ট্রুডিউছারকে অবশ্যই পরিচয় করিয়ে দিতে হবে)।
- ইউটিলিটি বিলের একটি কপি।
- টিন সার্টিফিকেট (যদি থাকে)।
- ইনকাম সোর্স প্রুফ, ইত্যাদি।
এনআইডি না থাকলে পড়ুন জন্ম নিবন্ধন দিয়ে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম। আর যৌথ একাউন্ট খুলতে পড়ুন যৌথ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম।
অনলাইনে অন্য ব্যাংকের একাউন্ট খুলার নিয়ম দেখুন
- আল আরাফাহ ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- ইসলামী ব্যাংকের একাউন্ট খোলার নিয়ম
- সোস্যাল ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- শাহজালাল ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- অনলাইনে সোনালী ব্যাংকের একাউন্ট খোলার নিয়ম
- ব্র্যাক ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- ব্যাংক এশিয়া একাউন্ট খোলার নিয়ম
অনলাইন ব্যাংকিং | অনলাইন ব্যাংকিং বাংলাদেশ |
ক্যাটাগরিতে যান | ব্যাংকিং |
হোমে যান | bankline |